যশোর জেনারেল হাসপাতালের ১১ জন চিকিৎসক ও ১১ জন নার্সসহ মোট ২২ স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
বুধবার হাসপাতালের তত্ত্বাবধায়কের জারি করা অফিস আদেশে এ কথা জানানো হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপকুমার রায় জানান, কোয়ারেন্টাইনে পাঠানো ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীদের সংস্পর্শে এসেছিলেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদের সাথে যোগাযোগ করে পর্যায়ক্রমে এ হাসপাতালের সকল কর্মীদের নমুনা পরীক্ষা করতে বলা হয়েছে।
তিনি জানান, কোয়ারেন্টাইনের মেয়াদ হবে ১৪ দিন। এ সময়কালে তাদের সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
উল্লেখ্য, গত কয়েকদিনে শনাক্ত হওয়া বেশ কয়েকজন করোনা রোগীকে যশোর জেনারেল হাসপাতাল থেকে অস্থায়ী করোনা হাসপাতাল যশোর টিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। যারা টিবি হাসপাতালে যেতে অনাগ্রহ প্রকাশ করেছেন, তাদের নিজ নিজ বাড়িতে চিকিৎসা দেয়া হচ্ছে।