কোয়ারেন্টাইন
চীনে করোনা কোয়ারেন্টাইন বাস দুর্ঘটনার কবলে, নিহত ২৭
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রবিবার সকালে মহামারি করোনার মধ্যে কোয়ারেন্টাইনের জন্য নির্ধারিত একটি বাস দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।
আরও পড়ুন: বন্যায় চীনে লোহার খনিতে ১৪ জনের মৃত্যু, নিখোঁজ ১
সানডু কাউন্টি পুলিশের এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, গুইঝো প্রদেশের একটি এক্সপ্রেসওয়েতে বাসটি উল্টে যায়, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
আরও পড়ুন: আর্মেনিয়া ও আজারবাইজান সীমান্তে সংঘর্ষে ৯৯ সেনা নিহত
চীনা বিজনেস নিউজ আউটলেট কাইক্সিন বলছে, স্যান্ডু কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে যাত্রীরা ‘মহামারি করোনায় আক্রান্ত’ তাদেরকে প্রাদেশিক রাজধানী গুইয়াং থেকে লিডো কাউন্টিতে নিয়ে যাওয়া হচ্ছিল, এটি প্রায় ২০০ কিলোমিটার (১২৫ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত।
আরও পড়ুন: ৭০ বছর পর ভারতে ফিরে এসেছে চিতাবাঘ
শুক্রবার গুইয়াং নতুন প্রায় ১৮০ জনের করোনা শনাক্ত হয়েছে।
২ বছর আগে
আফ্রিকা থেকে আসা কাউকে বোর্ডিং পাস দেয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আফ্রিকায় আমাদের বিমান যায় না, তবে অন্য কোনো এয়ারলাইন্স সেদেশ থেকে আসলে তাদেরকে বোডিং পাস দেয়া হবে না। আর বোডিং পাস যদি দিতেও হয় তবে যাদের ডাবল ভ্যাক্সিন দেয়া আছে এবং টেস্ট রিপোর্ট নেগেটিভ তাদেরকে দেয়া হবে। এছাড়া দেশে এসে তাদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।বৃ্হস্পতিবার বিকেলে সিলেটের সালুটিকর এলাকায় উন্নয়ন সহযোগি সংস্থা কেপ ফাউন্ডেশনের 'আরফান ভিলেজ' এর উদ্বোধনকালে ওমিক্রন সতর্কতা বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আরও পড়ুন: ভারত ভ্রমণের লাল তালিকায় বাংলাদেশ নেই: পররাষ্ট্রমন্ত্রীতিনি বলেন, আফ্রিকার আশেপাশের দেশগুলোতে যারা আছেন তাদের নিরুৎসাহিত করার জন্য অথবা এখন দেশে না এসে পরে আসার জন্য সবগুলো মিশনকে বলে দেয়া হয়েছে। তবে বাংলাদেশ প্রস্তুত, এটা সমস্যা হবে না বলেও জানান তিনি।অপর এক প্রশ্নের জবাবে ভারতের প্রজাতন্ত্র দিবসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রধান অতিথি হিসেবে যোগদানের বিষয়টি এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।তিনি বলেন, ১০ ডিসেম্বর ভারতীয় পররাষ্ট্র সচিব আসবেন। তার সফরের পর এই বিষয়টি জানা যাবে।এর আগে দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সংক্ষিপ্ত সফরে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
আরও পড়ুন: ভারতে প্রথম ২ জনের ওমিক্রন শনাক্ত
৩ বছর আগে
ভারত ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইন শর্ত প্রত্যাহার
ভারত ফেরত বাংলাদেশি যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শর্ত প্রত্যাহার করে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে করোনা নেগেটিভ পাসপোর্ট যাত্রীদের ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইন বলবৎ থাকছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে এ আদেশ কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছেন শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুফ আলী।
তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আদেশে এখন থেকে ভারত ফেরত যেসব যাত্রীর ৭২ ঘণ্টার আরটিপিসিআর করোনা নেগেটিভ সনদ থাকবে শুধুমাত্র তারাই সরাসরি নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইন করতে হবে। তবে যেসব পাসপোর্ট যাত্রীদের করোনার উপসর্গ বা পজিটিভ তাদেরকে অবশ্যই আইসোলেশনে থাকতে হবে।
শার্শা উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা জানান, ভারত ফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন প্রত্যাহার ও হোম কোয়ারেন্টাইনন বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আজ বুধবার থেকে এ আদেশ কার্যকর হয়েছে। ভিসা এবং আরটিপিসিআরের ৭২ ঘণ্টার করোনা নেগেটিভ সনদ থাকলে তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
আরও পড়ুন: ভারত ফেরত যাত্রীদের জন্য শর্ত শিথিল করল সরকার
বেনাপোল দিয়ে আরও ১৯৮ মেট্রিক টন তরল অক্সিজেন আমদানি
৩ বছর আগে
কোয়ারেন্টাইন বিতর্কে ব্রাজিলে মাঠ ছাড়ল মেসি বাহিনী
ব্রাজিলে কাতার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল এবং আর্জেন্টিনা মুখোমুখি হয়েও অমিমাংসিত পরিণতি হলো। রবিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ম্যাচ মাঠে গড়ানোর ৭ মিনিটের মাথায় মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
মূলত ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা খেলা শুরুর পর মাঠে এসে উপস্থিত হলে ঘটনার শুরু হয়। কিছুটা বাকবিতণ্ডা এবং অপ্রত্যাশিতভাবেই বাতিল হয়ে যায় ম্যাচটি।
আরও পড়ুন: বার্সেলোনা ছাড়ার জন্য প্রস্তুত ছিলাম না: মেসি
ব্রাজিল কর্তৃপক্ষের স্বাস্থ্য বিষয়ক বিধিনিষেধ, বিশেষত কোয়ারেন্টাইন নীতি না মানায় এমন অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি হয়। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা আর্জেন্টিনার চারজন খেলোয়াড়ের মধ্যে পুরোপুরি কোয়ারেন্টাইন সম্পন্ন না করে তিনজন এই ম্যাচে খেলতে নেমেছিলেন। আর তাতেই মূল বিপত্তির শুরু।
আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া, জিওভানি লো সেলসো এবং ক্রিস্টিয়ান রোমেরো ইংল্যান্ড থেকে এসে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকার নিয়ম ভঙ্গ করাতেই এতসব বিপত্তি।
আরও পড়ুন: টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম
ব্রাজিলের স্বাস্থ্য সংস্থার প্রধান অ্যান্টনিও বার্রা তোরেস বলেছেন, এই চার ফুটবলারকে কোয়ারেন্টাইনের নিয়ম ভঙ্গ করার জন্য জরিমানা করা হবে এবং তাদের দেশে ফেরত পাঠানো হবে।
৩ বছর আগে
ভারত ফেরত যাত্রীদের জন্য শর্ত শিথিল করল সরকার
বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত ফেরত বাংলাদেশি যাত্রীদের জন্য শর্ত শিথিল করছে সরকার। চার ক্যাটাগরিতে বাংলাদেশি যাত্রীদের ক্ষেত্রে শর্ত শিথিলের ব্যাপারে একটি নির্দেশনা রবিবার বেনাপোল ইমিগ্রেশনে এসে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রক) অধ্যাপক নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। গতকাল রবিবার থেকে বেনাপোল ইমিগ্রেশন মন্ত্রণালয়ের আদেশ পালন করছেন বলে জানিয়েছেন ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব।
আরও পড়ুনঃ বেনাপোল দিয়ে আরও ১৯৮ মেট্রিক টন তরল অক্সিজেন আমদানি
নির্দেশনায় বলা হয়, ক্যান্সার এবং কিডনি আক্রান্ত কোন রোগী কিংবা গর্ভবতী নারী এবং দুই ডোজ টিকা গ্রহণকারী পাসপোর্ট যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি দিয়ে সংশ্লিষ্টদের হোম আইসোলেশন নিশ্চিত করতে হবে। তবে একডোজ টিকা গ্রহণকারী ব্যাক্তিদের ক্ষেত্রে পূর্বের নির্দেশনা অনুযায়ী নিজ খরচে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
আরও পড়ুনঃ বিএসএফের হয়রানি: বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ
দেশে ফেরার ক্ষেত্রে প্রত্যেক যাত্রীকে কলকাতাস্থ বাংলাদেশ দূতাবাস থেকে দেশে ফেরার ছাড়পত্র এবং ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ নেগেটিভ সনদ আনতে হবে। আগের নিয়মানুযায়ী ভারত ফেরত প্রত্যেক যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হত।
আরও পড়ুনঃ ভারতের উপহার লাইফসাপোর্ট অ্যাম্বুলেন্স’ বেনাপোল বন্দরে
ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, দুই ডোজ টিকা গ্রহণকারী যাত্রীদের ক্ষেত্রে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন প্রত্যাহার এবং ভারতগামী সাধারণ যাত্রীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পূর্বানুমতি গ্রহণের নির্দেশনা প্রত্যাহার করে গত সপ্তাহে বেনাপোল ইমিগ্রেশনে চিঠি পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
৩ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে করোনায় আরও ৫ মৃত্যু, শনাক্ত ৫৬
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ৫ জনের মৃত্যু হয়েছে হয়েছে।
বুধবার সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য জানান।
আরও পড়ুন: করোনা: দেশে একদিনে আরও ৬০ মৃত্যু, শনাক্ত প্রায় ৪ হাজার
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জে ৪৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এতে নতুন করো আরও ৫৬ জন শনাক্ত হয়েছে। শনাক্তের গড় হার ১৩.০২ শতাংশ।
আরও পড়ুন: কোভিড-১৯: লকডাউন এবার ১৫ জুলাই পর্যন্ত বাড়ল
তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৩ হাজার ২৭৩ জন। আর সুস্থ হয়েছেন ২ হাজার ১৫ জন এবং মারা গেছে ৮২ জন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ হাজার ১৭৬ জন। এর মধ্যে সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি আছে ৭২ জন। এছাড়া অন্যরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ও হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ রোধে জেলা প্রশাসনের ঘোষনা করা ৯ দিনের বিধিনিষেধ বুধবার শেষ হচ্ছে। এর মেয়াদ আর বাড়ানো হবে কিনা তা বুধবার জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় সিদ্ধান্ত নিবে বলে বলে জানান সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী।
৩ বছর আগে
সৌদিতে বাংলাদেশি কর্মীদের কোয়ারেন্টাইন থেকে অব্যাহতির অনুরোধ ঢাকার
বাংলাদেশের শ্রমিকরা দেশে কোয়ারেন্টাইন শেষে সৌদি আরব গমন করলে সেদেশে কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি প্রদানের অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
বর্তমানে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়ার পর সাতদিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হয়।
শনিবার পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে ফোন আলাপকালে এ অনুরোধ করেন। এক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকদের খরচ সাশ্রয় হবে বলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।
এসময় বিষয়টি বিবেচনার করা হবে বলে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেন।
আরও পড়ুনঃ সৌদিগামী প্রবাসীরা কোয়ারেন্টাইনের খরচ পাবেন ব্যাংকে
করোনা মহামারির মধ্যেও বাংলাদেশি শ্রমিকের সৌদি গমনে অনুমতি প্রদানের জন্য সে দেশের সরকারকে ধন্যবাদ জানান ড. মোমেন।
এসময় ফয়সাল বিন ফারহান আল সৌদ জানান, এবছর করোনা মহামারির কারণে অন্য দেশ থেকে কোন ব্যক্তি সৌদি আরবে গিয়ে হজ্জ পালন করার সুযোগ পাবেন না। তবে সৌদিতে অবস্থানরত সৌদি নাগরিকের পাশাপাশি অন্য দেশের নাগরিকরাও হজ্জ পালনের সুযোগ পাবেন।
ড. মোমেন বলেন, মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে সেদেশে নিরাপদ মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনকে বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে। এ বিষয়ে তিনি সৌদি আবরের সহযোগিতা কামনা করেন।
ফোনালাপকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের করবেন বলে জানান।
৩ বছর আগে
সৌদিগামী প্রবাসীরা কোয়ারেন্টাইনের খরচ পাবেন ব্যাংকে
সৌদিগামী প্রবাসী কর্মীদের হোটেল কোয়ারেন্টাইন খরচের সরকারি ভর্তুকির ২৫ হাজার টাকা প্রবাসী কর্মী বা মনোনীত প্রতিনিধির ব্যাংক একাউন্টে প্রেরণ করা হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে নিখোঁজ প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার, ‘প্রেমিক’ আটক
এতে বলা হয়, মহামারি কোভিড-১৯ বিস্তার রোধে সৌদি আরব সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনা অনুযায়ী ২০ মে থেকে ৩০ জুন পর্যন্ত যেসব সৌদি আরব প্রবাসী বাংলাদেশি কর্মী ছুটিতে নিজে খরচে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পালন করেছে বা করবেন, তাদেরকে কর্মী প্রতি ২৫ হাজার টাকা করে ভর্তুকি প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও পড়ুন: ওমানে সড়ক দুর্ঘটনা: চট্টগ্রামের ৩ প্রবাসী নিহত
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড হতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই ভর্তুকি সংশ্লিষ্ট কর্মী বা তার মনোনীত প্রতিনিধির ব্যাংক একাউন্টে পাঠানো হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট কর্মীরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.probashi.gov.bd অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট www.wewb.gov.bd অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র ওয়েবসাইট www.bmet.gov.bd হতে আবেদনপত্র ডাউনলোড করে কিংবা দেশের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত প্রবাসী কল্যাণ ডেস্ক হতে সংগ্রহ করে তা পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ৭ জুন হতে ফ্লাইটের দিন বহির্গমনের পূর্বে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কে জমা প্রদান করার জন্য বলা হয়েছে।
আবেদনপত্রের সাথে যেসকল কাগজপত্র জমা দিতে হবে সেগুলো হলো: জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কর্তৃক প্রদত্ত স্মার্টকার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডের ফটোকপি, পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার ফটোকপি, পাসপোর্টের সাথে সংযুক্ত ভিসার ফটোকপি, টিকেটের ফটোকপি ও হোটেল বুকিংয়ের ডকুমেন্ট এর ফটোকপি।
আরও পড়ুন: ইউরোপীয় দেশগুলো থেকে আসা যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক: বেবিচক
উল্লেখ্য, সৌদি আরব প্রবাসী যেসব কর্মী ইতোমধ্যে সৌদি আরব চলে গেছেন এবং নিজ খরচে কোয়ারেন্টাইন সম্পন্ন করেছে বা করছে তাদেরকে একই নিয়মে সংশ্লিষ্ট আবেদনপত্র পূরণ করে ৩০ জুনের মধ্যে সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস, রিয়াদ অথবা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দায় ডাকযোগে জমা দিতে হবে।
৩ বছর আগে
কুষ্টিয়ায় ভারত ফেরত দুই জনের করোনা শনাক্ত
চুয়াডাঙ্গার দর্শনা বর্ডার দিয়ে ভারত থেকে আসা ৩৬ বাংলাদেশীর মধ্যে শিশুসহ দুজনের করোনা শনাক্ত হয়েছে।
রবিবার রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা: এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। রবিবার তাদের করোনা শনাক্ত হয়।
ভারত থেকে আসা ওই ৩৬ জনকে কুষ্টিয়ায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।
আরও পড়ুন: নেত্রকোণায় ভারত ফেরত ২ জনের করোনা শনাক্ত
সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, করোনা পরীক্ষার জন্য রবিবার সকালে ৩৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। নমুনাগুলো কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। রাত আটটার দিকে পাঠানো পরীক্ষার ফলাফলের প্রতিবেদনে শিশুসহ দুজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।
আরও পড়ুন: মাগুরায় ভারত ফেরত ৩ জনের করোনা শনাক্ত
সিভিল সার্জন আরও বলেন, দুজনের মধ্যে একজনের বয়স ৩৯ বছর। আরেক জনের বয়স ১২ বছর। ১২ বছরের ছেলেকে তার মায়ের সঙ্গে শহরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) রাখা হয়েছিল। আক্রান্ত আরেক যুবক শহরের একটি আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে আছেন। শনাক্ত হওয়ার পর রাত সাড়ে ৮ টার দিকে আক্রান্ত দুজনকেই ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেওয়া হয়েছে। তবে তাদের শরীরে তেমন কোনো উপসর্গ নেই।
আরও পড়ুন: সাতক্ষীরায় ভারত ফেরত ১১ বাংলাদেশির করোনা শনাক্ত
সিভিল সার্জন জানান, পিটিআইয়ের বীর প্রতীক তারামন বিবি হলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ২৭ জন ও শহরের একটি আবাসিক হোটেলে ৯ জনকে রাখা হয়। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ভারত থেকে দর্শনা বন্দর দিয়ে আসা ৩৬ জন বাংলাদেশীকে বাসে করে কুষ্টিয়া পিটিআইয়ে আনা হয়।
কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাইফুর রহমান জানান, রবিবার দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে আসা আরও ৮২ জনকে কুষ্টিয়ায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে কুষ্টিয়ার ৩টি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১১৮ জনকে রাখা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ভারত থেকে আরও মানুষ ফিরলে যাতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা যায় সেই প্রস্তুতি নেয়া হয়েছে।
৩ বছর আগে
মাগুরায় ভারত ফেরত ৩ জনের করোনা শনাক্ত
মাগুরার বিভিন্ন আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত যাত্রীদের মধ্যে ৩ জনের শরীরে বৃহস্পতিবার করোনা ভাইরাস পাওয়া গেছে।
তবে তারা ভারতের নতুন ভ্যারিয়েন্টের করোনা ভাইরাস বহন করছে কিনা তা জিনম সিকোয়েন্সের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানা গেছে।
করোনা শনাক্ত এই ৩ জনের বাড়ি সাতক্ষীরা, টাঙ্গাইল এবং কুষ্টিয়া জেলাতে। এদের একজন ৫০ বছর বয়সি নারী এবং বাকি দুইজন পুরুষ। বয়স ২৫ ও ৪০ বছর। তবে তাদের শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি।
আরও পড়ুন: সাতক্ষীরায় ভারত ফেরত ১১ বাংলাদেশির করোনা শনাক্ত
মাগুরা সিভিল সার্জন ডা. মো. শহীদুল্লাহ দেওয়ান জানান, ৮ ও ৯ মে মোট ১০১ জন যাত্রী ভারত থেকে যশোর বেনাপোল বন্দর হয়ে দেশে প্রবেশ করে। দেশের বিভিন্ন জেলার বাসিন্দা ভারত ফেরত এসব যাত্রীকে মাগুরার তিনটি আবাসিক হোটেল সৈকত, হোটেল মণ্ডল এবং ঈগল হোটেলকে প্রশাসনের পক্ষ থেকে কোয়ারেন্টাইন সেন্টার ঘোষণা করে ১৪ দিনের জন্যে রাখা হয়।
এদের মধ্যে ৪ জনকে চিকিৎসার জন্যে মাগুরার কোয়ারেন্টাইন সেন্টার থেকে ঢাকা ও অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৯৭ জনের নমুনা পরীক্ষার জন্যে বুধবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে পাঠানো হলে বৃহস্পতিবার তাদের মধ্যে ৬৭ জনের রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে ওই ৩ জন পজিটিভ হিসেবে চিহ্নিত হয়।
আরও পড়ুন: বুড়িমারী স্থলবন্দরে ভারত ফেরত ৩ শিক্ষার্থীর করোনা পজিটিভ
মাগুরা সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান জানান, করোনা পজিটিভ ৩ জনকে ইতিমধ্যেই মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তারা ভারতের নতুন ভেরিয়েন্টের জীবাণু বহন করছে কিনা সে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্যে ইতিমধ্যে জিনোম সিকোয়েন্সের কাজ শুরু হয়েছে।
আরও পড়ুন: করোনায় ২৪ ঘণ্টায় আরও ২৫ মৃত্যু, শনাক্ত ৬.৬৯ শতাংশ
আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।
৩ বছর আগে