ঘেরাও কর্মসূচি পালন শেষে দলটি রেলওয়ের পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজারের কাছে স্বারকলিপি প্রদান করবে।
এদিকে রেল ভবন ঘেরাও কর্মসূচি সফল করতে জেলার বোয়ালখালী উপজেলা সদরের বুড়িপুকুর পাড়, উপজেলা হাসপাতাল চত্বর কালুরঘাটসহ একাধিক স্থানে পথসভা ও লিফলেট বিতরণ করে পার্টির উপজেলা নেতারা।
পথসভায় বক্তব্য দেন- দলের বোয়ালখালী উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক কানাই দাশ, সাধারণ সম্পাদক জামাল আবদুল নাসের, সহসভাপতি নজরুল ইসলাম আজাদ, শ্রমিক নেতা মোহাম্মদ আলী, যুবনেতা সেহাব উদ্দিন, আনুপম বডুয়া পারু, মো. শাহজাহান, শ্যামল চৌধুরী।
প্রসঙ্গত, একই দাবিতে গত ১৪ সেপ্টেম্বর বিকালে কালুরঘাট সেতুতে পদযাত্রা ও সমাবেশ করে সিপিবি। সমাবেশ থেকে ২০ অক্টোবর রেল ভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়। চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাটে রেল কাম সড়ক সেতু নির্মাণের জন্য ১৯৯৫ সাল থেকে আন্দোলন সংগ্রাম পরিচালনা করছে সিপিবি।