চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী আমনুরা রেলওয়ে জংশন দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়ে আছে। ১৯০৯ সালে আব্দুলপুর–মালদা রেললাইনের অংশ হিসেবে নির্মিত এই জংশনের যাত্রী ছাউনি প্রায় দেড় দশক আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর থেকে খোলা আকাশের নিচেই ট্রেনের জন্য অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।
স্টেশন এলাকায় নেই সুপেয় পানির ব্যবস্থা, নেই শৌচাগার কিংবা বসার উপযোগী অবকাঠামো। এতে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন। যাত্রীদের ভাষ্য, বর্ষা ও শীত মৌসুমে এই দুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাইপাস রেললাইন নির্মাণের পর থেকে আমনুরা জংশনে ট্রেনের যাত্রাবিরতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর ফলে জেলা শহরের সঙ্গে রেল যোগাযোগে সংকট সৃষ্টি হয়েছে। ফলে স্থানীয় শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের চলাচলে বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে।
আব্দুর রাকিব নামে এক যাত্রী বলেন, ‘এক সময় এই স্টেশন ছিল এলাকার মানুষের প্রধান ভরসা। এখন এখানে কোনো সুবিধা নেই। রোদ–বৃষ্টি মাথায় নিয়েই ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়।’