লক্ষ্মীপুরে মামীর বিরুদ্ধে কিশোরীর মুখসহ শরীরের বিভিন্ন অংশে গরম চা ঢেলে ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের লামচরী এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত মামীকে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী মাইশা আলম প্রীতি ওই এলাকার আবুধাবি প্রবাসী খোরশেদ আলমের মেয়ে এবং লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।
অভিযুক্ত লিপি আবুধাবি প্রবাসী রাকিবুল হাসানের স্ত্রী।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৭ লাখ রুপির সমপরিমাণ জাল নোট জব্দ, আটক ১
স্বজনরা জানায়, শুক্রবার সন্ধ্যায় প্রীতির টনসেলের অপারেশন হওয়ার কথা ছিল। এতে ঘটনার সময় গোসল করার জন্য পানি গরম করতে যায় তার মা রোমানা। তখন গ্যাসের চুলা জ্বালাতে গেলে লিপি বাঁধা দেয়। এতে কথা কাটাকাটির একপর্যায়ে লিপির হাতে থাকা ফুটন্ত গরম চা প্রীতির মুখ ও ঘাড়ে ঢেলে দেয়। এতে তার মুখ ও ঘাড় ঝলসে যায়।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.আনোয়ার হোসেন বলেন, কিশোরীর মুখ ও ঘাড়ে গরম পানিতে ঝলসে গেছে। তার শরীরের ৫ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে বার্ন ইউনিটে পর্যবেক্ষণে রয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে আটকা পড়া ফেরি চলাচল শুরু