গত তিন মাসে এই প্রথম করোনা আক্রান্ত কোনো রোগী ছাড়া একটি দিন পার করল এ জেলাটি। মোট ৪৬টি নমুনা পরীক্ষা করে গত ২৪ ঘণ্টায় কোনো পজিটিভ রেজাল্ট পাওয়া যায়নি।
জেলায় এখন পর্যন্ত মোট ১,১৮৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে নতুন করে ৫১ জনসহ মোট সুস্থ হয়েছেন ৮৫৬ জন।
এ পর্যন্ত আক্রান্ত হওয়াদের মধ্যে সদর উপজেলার ৬৬৩ জন, রায়পুরে ১০৯, রামগঞ্জে ১৮১, কমলনগরে ১৬০ ও রামগতি উপজেলার ৭২ জন রয়েছেন।
এদিকে, জেলার সদর হাসপাতালে ১২, রায়পুরে পাঁচ, রামগঞ্জে ও কমলনগরে দুজন করে এবং রামগতি উপজেলায় একজনসহ মোট ২২ জন হাসপাতালে ভর্তি আছেন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ২৭৮ জন।
জেলায় এ পর্যন্ত সর্বমোট ৬৯ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তাদের সকলের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে মৃত্যুর পর ২৩ জন করোনা শনাক্ত হয়েছে। অপর চারজন করোনা শনাক্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।