লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দাশপাড়া গ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
জানা গেছে, হাঁচি-কাশি ছাড়া অন্য কোনো লক্ষণ না থাকলেও স্বেচ্ছায় নমুনা সংগ্রহের জন্য তিনি স্বাস্থ্য বিভাগকে অনুরোধ জানান। এতদিন তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন। নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) পাঠানো হয়।
এ বিষয়ে রবিবার সকালে জেলার সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার জানান, বিআইটিআইডি থেকে নমুনার ফল পজেটিভ আসে।
এ পর্যন্ত লক্ষীপুর থেকে ১০৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে একটি পজেটিভ কেইস পাওয়া যায়। বর্তমানে ওই রোগী ঢাকায় কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।