লক্ষ্মীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা লেগে নাছিমা আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের জমিদার হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাছিমা আক্তার (২৫) আক্তার রামগতি উপজেলা চরসীতা এলাকার আবদুল বারেকের স্ত্রী।
আহতরা হলেন- নাছিমার বোন ফারজানা আক্তার ও অটোরিকশা চালক।
আরও পড়ুন: দিনাজপুরের ট্রাক উল্টে চালক নিহত
স্থানীয়রা জানান, অটোরিকশা করে বাড়ি যাচ্ছিলেন নাছিমা ও ফারজানা। এ সময় জমিদারহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান নাছিমা। এসময় অটোরিকশা চালক ও ফারজানা আহত হন।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কমলাশীষ বলেন, হাসপাতালে আনার আগেই নাছিমার মৃত্যু হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হলে ফারজানার অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, নিহত নাছিমার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এছাড়া কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই নিহত নাছিমা আক্তারের দাফন করতে কোনো অসুবিধা নাই বলে জানান ওসি কবির।