শীতের প্রকোপে সিরাজগঞ্জে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
জেলা সদরসহ উপজেলা হাসপাতালগুলোতে এসব রোগীর সংখ্যা বেড়েই চলেছে। তবে এদের মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বেশি।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের শিশু রেজিস্ট্রার বিভাগের ডা. মাহবুবুর রহমান জানান, শীতের প্রকোপসহ বিভিন্ন কারণে ডায়রিয়া, নিউমোনিয়া, হাঁপানি, জ্বর, সর্দিকাশি রোগীর সংখ্যা ক্রমাগতভাবে বাড়ছে। গত তিন দিনে হাসপাতালে ডায়রিয়া, হাঁপানি ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শতাধিক রোগী ভর্তি হয়েছে। এসব রোগীর মধ্যে শিশু ও নবজাতকের সংখ্যাই বেশি।
এদিকে জেলার সবকটি উপজেলা হাসপাতালে ওইসব রোগে শতাধিক রোগী ভর্তি হয়েছে।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, শীতসহ বিভিন্ন কারণে এসব রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকদের যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।