কোভিড-১৯ টিকাদান কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের প্রথম ও দ্বিতীয় ডোজের জন্য শেরপুরে চীনের তৈরি ‘সিনোফার্ম ভ্যাকসিন’ এসে পৌঁছেছে।
শুক্রবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে জেলা ভ্যাক্সিন কমিটির সদস্যরা ‘সিনোফার্ম ভ্যাকসিন’-এর ১২ হাজার ডোজ টিকার চালান গ্রহণ করেন।
আরও পড়ুন: শর্ত পূরণ করলে ‘বঙ্গভ্যাক্সের’ ট্রায়ালের অনুমতি: বিএমআরসি
একটি বিশেষ ফ্রিজার ভ্যানে করে শেরপুরে আসা এই ১২ হাজার টিকা ২০টি ভায়েলের প্রতিটিতে ৬০০ করে ডোজ রয়েছে। এসব টিকায় ৬ হাজার জনকে প্রথম ও দ্বিতীয় ডোজ দেয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন ডা. এ কে এম, আনওয়ারুর রউফ জানান, আগামীকাল ১৯ জুন শনিবার থেকেই চীনের তৈরি ‘সাইনোফার্ম ভ্যাকসিন’ প্রদান করা হবে। কেবলমাত্র শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কোভিড-১৯ টিকা দান কেন্দ্র থেকে এ টিকা দেয়া হবে। প্রথম ডোজ দেয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ টিকা দেয়া হবে।
ভ্যাকসিন গ্রহণের সময় জেলা প্রশাসনের প্রতিনিধি সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান, পুলিশ সুপারের প্রতিনিধি বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মো. আবুল বাশার মিয়া, জেলা ড্রাগ তত্তাবধায়ক সাখাওয়াত হোসেন রাজু আকন্দ, এমওসিএস ডা. আকরাম হোসেন, জেলা ইপিআই সুপারভাইজার, কোল্ড চেইন টেকনিশিয়ান ও সহকারি স্টোরকিপার উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: টিকার যৌথ উৎপাদন নিয়ে শিগগরই আনুষ্ঠানিক ঘোষণা: পররাষ্ট্রমন্ত্রী
উল্লেখ্য, প্রথম পর্যায়ে ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড এস্ট্রজেনিকার কোভিড-১৯ ভ্যাক্সিন শেরপুর জেলায় পেয়েছেন ৫৫ হাজার ৩৯১ জন। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৩৩ হাজার ৬৬০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২১ হাজার ৭৩১ জন। ভ্যাক্সিন সংকটের কারণে গত ৫ মে থেকে জেলায় করোনা টিকাদান কার্যক্রম বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: সিনোফার্ম-ফাইজারের টিকা কার্যক্রম ১৯ জুন থেকে শুরু: স্বাস্থ্যমন্ত্রী