শেরপুর
শেরপুরে সেনাসদস্য হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
শেরপুরে সেনাসদস্য ওয়াসিম আকরাম হত্যা মামলার প্রধান আসামি মো. রঞ্জু মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সোয়া ৭টার দিকে জেলার মেলান্দহ উপজেলার আমডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রঞ্জু শেরপুরের চরশেরপুর নিজপাড়া গ্রামের মো. আব্দুস সালামের ছেলে।
আরও পড়ুন: 'পুষ্পা-২'র প্রদর্শনীতে নারীর মৃত্যু, আল্লু অর্জুন গ্রেপ্তার
আজ র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের গণমাধ্যম কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
মো. রঞ্জুকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল আলম বলেন, মো. রঞ্জু মিয়াকে আদালতে তোলার প্রক্রিয়া চলছে।
১ সপ্তাহ আগে
হেরোইনকাণ্ডে শেরপুরে ছাত্রদল নেতাকে অব্যাহতি
হেরোইনসহ গ্রেপ্তারের পর শেরপুরের নালিতাবাড়ী শহর ছাত্রদলের আহ্বায়ক ফরিদ আলমকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নালিতাবাড়ী পৌরশহরের কালিনগর থেকে হেরোইনসহ যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হন ফরিদ আলম।
আরও পড়ুন: মেহেরপুরে হেরোইনের মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড
বিষয়টি নিশ্চিত করে শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ বলেন, ‘আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি এবং কোনো নেশাখোরের জায়গা ছাত্রদলে হবে না।’
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার পরিত্যক্ত একটি ঘরে মাদক বেচাকেনা চলছে- এমন খবর পেয়ে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের একটি দল। অভিযানে আটক হন ছাত্রদলের আহ্বায়ক ফরিদ আলমসহ চারজন। তাদের দেহ তল্লাশি করে পাঁচ পুরিয়া হেরোইন জব্দ করা হয়। পরে শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
এ ঘটনা জানার পর শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের নির্দেশে ফরিদ আলমকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন: গাইবান্ধায় হেরোইন বিক্রির অপরাধে এক ব্যক্তির যাবজ্জীবন
১ সপ্তাহ আগে
শেরপুরে সেনাসদস্যকে খুনের অভিযোগ
শেরপুরে জমি নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে বিরোধের জেরে ওয়াসিম মিয়া নামে এক সেনাসদস্য খুনের অভিযোগ উঠেছে।
সোমবার (২ ডিসেম্বর) সকাল ৮টায় সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওয়াসিম মিয়া (২৮) ওই গ্রামের হাসেন আলীর ছেলে এবং সিলেট সেনানিবাসের পঞ্চম বীর ব্যাটালিয়নের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে শাশুড়িকে খুনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা ও জমিজমা নিয়ে চাচাতো ভাইদের সঙ্গে সেনাসদস্য ওয়াসিম মিয়া পরিবারের বিরোধ চলছিল। এরই জের ধরে ওয়াসিম মিয়ার ওপর দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজন হামলা করে। তার ঘাড়ে কোপ দেয়। গুরুতর অবস্থায় পরিবারের লোকজন ওয়াসিম মিয়াকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল আলম।
আরও পড়ুন: ভাবীর সঙ্গে অবৈধ সম্পর্ক, প্রবাসী ভাইকে খুনের অভিযোগ
২ সপ্তাহ আগে
শেরপুরে অটোরিকশায় পিকআপের ধাক্কায় নিহত ৩
শেরপুরে সিএনজিচালিত অটোরিকশায় পিকআপের ধাক্কায় ভাই-বোনসহ তিনজন নিহত এবং মা-সন্তানসহ চারজন আহত হয়েছেন।
নকলা উপজেলার পাইশকা বাইপাস এলাকায় বুধবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামের সুবিনা বেগম (২০), তার ছোট ভাই শেরপুরের পলাশিয়া গ্রামের তাজেন মিয়া (১৫) এবং নেত্রকোনার পূর্বধলা উপজেলার লাউদানা গ্রামের তায়েরা বেগম (১০)।
আরও পড়ুন: মানিকগঞ্জে পিকআপের ধাক্কায় নিহত ২
আহতরা হলেন- তায়েরা বেগমের মা উম্মে সালমা (৪০), বোন তোবা বেগম (১৬) ও ভাই ছাবিদ (৩) এবং ফুলপুরের সাহাপুর গ্রামের আলাউদ্দিন (৪০)। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, দুপুর ১২টার দিকে পাইশকা বাইপাস মোড়ে পিকআপ ও অটোরিকশার সামনাসামনি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তায়েবা ও তাজেন মারা যায়।
এরপর আহতদের উদ্ধার করে মমেক হাসপাতালে নেওয়ার পথে সুবিনা নামের ওই নারীর মৃত্যু হয় বলে জানান ওসি।
আরও পড়ুন: গাজীপুরে বিদ্যুতের খুঁটির সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক নিহত
গোবিন্দগঞ্জে ট্রাক ও পিকআপের সংর্ঘষে পিকআপ চালক নিহত
১ মাস আগে
শেরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নারীর মৃত্যু, শিশুসহ আহত ৩
শেরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে হাসি বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় তার শিশুসন্তানসহ তিনজন আহত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৫টার দিকে শেরপুর-বনগা সড়কে শহরের নওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
নিহত গৃহবধূ হাসি বেগম (৩৫) ঝিনাইগাতী উপজেলার দরি কালিনগর গ্রামের কৃষক মোখলেছুর রহমানের স্ত্রী।
আশঙ্কাজনক অবস্থায় নিহতের স্বামী মোখলেছুর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অন্য দুইজন শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়দুল ইসলাম বলেন, স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিপরীত দিকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় তার পেছনে বসে থাকা স্ত্রী ছিটকে পড়ে ট্রলির নিচে চাপা পড়লে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, স্থানীয়রা গুরুতর আহত দুই মোটরসাইকেল চালক ও শিশুকন্যাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে আহত মোখলেছুর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫৪
১ মাস আগে
শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: আ. লীগ নেতা গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শেরপুরে শিক্ষার্থীদের মিছিলে হামলা চালিয়ে আহত করা ও হত্যাচেষ্টার ঘটনার মামলায় শেরপুরে শহর আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (২৫ অক্টোবর) রাতে শহরের মোবারকপুর মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মো. শরাফত আলী (৪৫) শেরপুর শহরের মোবারকপুর মহল্লার মৃত মোকসেদ আলী মাতবরের ছেলে এবং শহর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
শনিবার (২৬ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৪’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার লুৎফা বেগম এসব তথ্য নিশ্চিত করেছেন।
সহকারী পুলিশ সুপার লুৎফা বেগম সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার রাতে শহরের মোবারকপুর মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার সকালে শরাফত আলীকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, ৪ আগস্ট শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দেলনের গণমিছিলে দুষ্কৃতকারীরা আন্দোলনরত ছাত্রদের ওপর এলোপাতাড়ি গুলি করে। এতে শিক্ষার্থী সজিব মিয়া গুলিবিদ্ধ হয় এবং গুরুতর আহত হয়। এ ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে শেরপুর সদর থানায় মামলা করা হয়।
১ মাস আগে
শেরপুরে আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক চন্দন রিমান্ডে
হত্যা মামলায় শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী চন্দন কুমার পালের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় মঙ্গলবার (২২ অক্টোবর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভূঁইয়া এ আদেশ দেন।
আরও পড়ুন: ৫ দিনের রিমান্ডে ব্যারিস্টার সুমন
চন্দন কুমার শেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, সাবেক পিপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
শেরপুর কোর্ট পরিদর্শক মো. জিয়াউর রহমান বলেন, মাহবুব হত্যা মামলায় চন্দন পালকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর দুটি হত্যা মামলায় জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) চন্দনকে ৩ ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়।
চন্দনের বিরুদ্ধে ৪ আগস্ট শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সবুজ, সৌরভ ও মাহবুব নামে ৩ ছাত্রকে হত্যার অভিযোগে পৃথক মামলা হয়েছে।
গত বুধবার বিকালে যশোরের বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে গ্রেপ্তার হন চন্দন কুমার পাল।
আরও পড়ুন: ৩ দিনের রিমান্ডে কামাল আহমেদ মজুমদার
১ মাস আগে
শেরপুরে নিখোঁজের ৫ দিন পর মাটিচাপা অবস্থায় কবিরাজের লাশ উদ্ধার
শেরপুরে নিখোঁজের পাঁচ দিন পর বস্তায় মাটিচাপা অবস্থায় এরশাদ মিয়া নামে এক কবিরাজের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ অক্টোবর) চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামের ব্রহ্মপুত্র নদের তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
এরশাদ মিয়া (৪০) লছমনপুর ইউনিয়নের কাজিরচর গ্রামের হাক্কু শেখের ছেলে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর এরশাদ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে আত্মীয়-স্বজনরা খোঁজাখুঁজি করে না পেয়ে ১৯ অক্টোবর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
সোমবার সকালে চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামের স্থানীয়রা ব্রহ্মপুত্র নদের পাড়ে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এরশাদের পরিবারকে জানালে তারা এসে লাশ শনাক্ত করেন।
শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করে পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে মাটিচাপা দিয়ে রাখে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন জানিয়ে ওসি বলেন, কী কারণে এই হত্যাকাণ্ড সেটি জানার চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুন: মেহেরপুরে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
২ মাস আগে
শেরপুর জেলা আ. লীগ নেতা চন্দন কুমার পাল কারাগারে
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার তিন মামলায় জামিন নামঞ্জুর করে শেরপুর জেলা আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) শেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভূঁইয়ার আদালত তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
একইসঙ্গে আদালত রিমান্ডের বিষয়ে অধিকতর শুনানির জন্য আগামী মঙ্গলবার (২২ অক্টোবর) তারিখ ধার্য করেন।
আরও পড়ুন: দুই দিনের রিমান্ড শেষে কারাগারে ফারুক খান
আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সবুজ মিয়া, সৌরভ ও মাহবুব নামে তিন ছাত্রকে হত্যার অভিযোগে পৃথক মামলা হয়েছে চন্দন কুমার পালের বিরুদ্ধে। বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশকালে আটক হন তিনি।
কোর্ট ইন্সপেক্টর (পুলিশের আদালত পরিদর্শক) মো. জিয়াউর রহমান বলেন, তিন ছাত্রকে হত্যার অভিযোগে পৃথক মামলা হয় চন্দনের বিরুদ্ধে। তিন মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশকালে আটক হন তিনি।
শহরের পুরাতন গরুহাটি এলাকার বাসিন্দা আইনজীবী চন্দন কুমার পাল শেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য ও জেলা জজ আদালতের সাবেক পিপি ছিলেন।
তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি সভাপতির দায়িত্বও পালন করেছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর থেকেই চন্দন কুমার পালও আত্মগোপনে চলে যান।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শেরপুর জেলা কারাগারে বিক্ষুদ্ধ ছাত্র-জনতার আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে কোন বন্দিকে রাখা যাচ্ছে না।
আরও পড়ুন: রুপ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কারাগারে
হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি রহিম উল্লাহ
২ মাস আগে
শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু
শেরপুরে শ্রীবরদীতে বসতঘরের বৈদ্যুতিক মিটারের সঙ্গে তারের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এরশাদ মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার তাতিহাটি ইউনিয়নের বকচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত এরশাদ মিয়া (৩০) ওই গ্রামের আব্দুর রহমান ওরফে বড়গেল্লার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টায় এরশাদ মিয়া তার বসতঘরের বিদ্যুৎ মিটারের সঙ্গে তারের সংযোগ দিতে গিয়ে ছেঁড়া তারের সঙ্গে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় শ্রীবরদী উপজেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: চঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু
এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. সাইফুল্লাহ অমিও জৌতি বলেন, ‘এরশাদ আলীকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন।’
নিহত এরশাদ মিয়ার মা বুলবুলি বেগম জানান, এরশাদের স্ত্রী ও তিন মেয়ে সন্তান রয়েছে। কৃষিকাজ করে তাদের সংসার চালাতেন। এখন তাদের সংসারে আয় করার মতো আর কেউ রইলো না।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ম (ওসি) আনোয়ার জাহিদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: চুলায় সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চা দোকানির মৃত্যু
২ মাস আগে