শেরপুর
শেরপুরে ট্রাকচাপায় নিহত ২, আহত ২১
বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১ জন। শুক্রবার (২১ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার শেরপুর-ধুনট সড়কের রনবীরবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৫২) ও একই ইউনিয়নের হোসনাবাদ গ্রামের মৃত হাবিবুর রহমান প্রামানিকের ছেলে হানিফ উদ্দিন (৩৫)।
আহতরা হলেন— সুন্দরী, বসন্তী, সুর্বতি, চায়না, পবিত্র, স্বরসতি, সাগরিকা, সুনিল, মনন্তর, পয়ত্রি, মো. সাত্তার, বাসরি, বাশরি, ক্ষন্নষশি। এরা সকলে খামারকান্দি ইউনিয়নের ঝাঝর এলাকার বাসিন্দা।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, ‘ট্রাকটি ধুনট থেকে শেরপুর যাওয়ার সময় রনবীরবালা বশীর পাগলা মাজারের কাছে রাস্তায় দাঁড়িয়ে থাকা হানিফ নামের একজনকে চাপা দিয়ে ২০০ গজ দুরে গিয়ে আবার আরেকটি যাত্রীবাহী ভটভটিকে ধাক্কা দেয়। এ সময় ট্রাক ও ভটভটি উল্টে যায়। এতে পথচারী হানিফ ও ভটভটি যাত্রী হারুন অর রশিদ ঘটনাস্থলেই নিহত হন।
আরও পড়ুন: কেরানীগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু, আহত ২
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আরও ২১ জন আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকে থাকা কাউকে আটক করা যায়নি। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।’
২৭ দিন আগে
শেরপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে বন্য হাতির মৃত্যু
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ধানখেতে বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ১১টার দিকে বনবিভাগের মধুটিলা রেঞ্জের আওতাধীন পূর্ব সমশ্চুড়া গ্রামের লালনেংগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, খাদ্যের সন্ধানে পাহাড় থেকে নেমে আসা বন্য হাতিটি কৃষকের আবাদ করা বোরো ধানখেত রক্ষায় পাতা বৈদ্যুতিক ফাঁদে পড়ে মারা গেছে।
বন বিভাগ জানান, সন্ধার পর প্রায় ২০টি বন্য হাতির একটি দল পুর্ব সমশ্চুড়া গ্রামের লালনেংগর এলাকায় বাসিন্দা জিয়ারুলের বোরো ধানখেতে খাবারের সন্ধানে হানা দেয়। এ সময় খেতের পাশে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি হাতি ঘটনাস্থলেই মারা যায়। সঙ্গে থাকা অন্যান্য হাতিরা ক্ষিপ্ত হয়ে সেখানে তান্ডবলীলা চালায় ও মৃত হাতিটিকে ঘিরে রাখে। ফলে ভয়ে ফসল রক্ষায় বা হাতিটিকে উদ্ধারে কেউ এগিয়ে আসতে সাহস পায়নি। খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
আরও পড়ুন: চট্টগ্রামে বন্য হাতির আক্রমণে যুবক নিহত
শেরপুর বনবিভাগের মধুটিলা রেঞ্জের রেঞ্জার দেওয়ান আলী বলেন, ‘বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে বলে আমরা জেনেছি। সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন বনবিভাগের লোকজন ও ইআরটি (এলিফেন্ট রেসপন্স টিম) সদস্যরা।’
এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
২৭ দিন আগে
শেরপুরে দলীয় কোন্দলে বিএনপি নেতা নিহত, আহত ২
শেরপুর জেলা সদরের ভীমগঞ্জ এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দলীয় প্রতিপক্ষের হামলায় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার দুই সহযোগী।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জের মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া বাদল (৪৭) শেরপুর সদর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এবং শেরপুর সরকারি কলেজের সাবেক এজিএস ছিলেন।
আহতদের মধ্যে সোহাগ আলম (৩৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং রুহুলকে (৩২) শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর সদর থানার এসআই আনসার আলী জানান, গুরুতর আহত অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানী ঢাকায় নেওয়ার পথে জাকারিয়া বাদলের মৃত্যু ঘটে। তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে জাকারিয়া বাদলসহ ৩ জন একই মোটরসাইকেলে করে ভীমগঞ্জ বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। কিন্তু আগে থেকেই ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা করে পালিয়ে যায়।
আরও পড়ুন: সাভারে স্টিম বুসার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত
স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত বাদল ও সোহাগকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মধ্যরাতে বিএনপি নেতা জাকারিয় বাদলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত জাকারিয়া বাদলের স্বজন ও ছাত্রদল কর্মী রমজান আলী জানান, কামারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফর রহমানের সঙ্গে বাদলের দ্বন্দ্ব রয়েছে। সম্প্রতি জেলা বিএনপির কোন্দল স্থানীয় ওই দুই নেতার সম্পর্ককে আরও জটিল করে তোলে। আবার হত্যাসহ একাধিক মামলার আসামি স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান ও কৃষকলীগ নেতা নুরে আলমের সঙ্গে বাদলের রাজনৈতিক বৈরিতা অনেক আগে থেকেই।
এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, এলাকায় যৌথবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ হামলাকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে।
৫০ দিন আগে
শেরপুরে তিন যানের সংঘর্ষে নিহত ২
শেরপুর জেলা শহরের অষ্টমীতলা এলাকায় মাইক্রোবাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে এক কিশোরসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ছয়জন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অন্যদের শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- শহরের দূর্গানারায়নপুর এলাকার সনজিতের ছেলে গৌরব (২৫) এবং সদর উপজেলার বয়ড়া পরানপুর এলাকার বাসিন্দা কিশোর রনি (১২)।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেপরোয়া গতির একটি মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা এবং মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে অটোরিকশা যাত্রী ও মোটরসাইকেল আরোহীরা মারাত্মকভাবে আহত হন। এ খবর পেয়ে সদর পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে হাজির হয়ে আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতাল নিয়ে যান। গুরুতর আহত রনি ও গৌরব হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৫৩ দিন আগে
শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ কৃষক নিহত
শেরপুর সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকরাম ও আব্দুল হানিফ নামে দুই কৃষক নিহত হয়েছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বাজিতখিলা ইউনিয়নের ছাত্তারকান্দি এলাকায় ধানখেতে পানি সেচ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
বাজিতখিলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য মো. উজ্জল মিয়া বলেন, আকরাম খেতে সেচ দেওয়ার জন্য সেচ পাম্প চালু করতে গেলে বিদ্যুতায়িত হয়ে পড়লে তাকে বাঁচাতে আব্দুল হানিফ এগিয়ে আসেন। এ সময় তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন বিদ্যুতের লাইন বন্ধ করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবাইদুল আলম বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর সংবাদ পেয়েছি। এরপর ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।’
৬৪ দিন আগে
শেরপুরে ইভটিজিংকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০
শেরপুরে বনভোজনের বাসে থাকা এক নারীকে ইভটিজিং করায় যুবককে মারধরের জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ চলে শনিবার দুপুর ২টা পর্যন্ত। এতে প্রায় দেড় ঘণ্টা শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
উপজেলার লছমনপুর ইউনিয়নের কান্দাশেরীরচর ও কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
আহতরা হলেন— কান্দাশেরীরচরের হোসেন আলীর ছেলে ফারুক মিয়া (৩০), লাল মিয়ার ছেলে মজনু মিয়া (২৫), ইয়াসিন আলীর ছেলে আব্দুল আলিমসহ (২৬) অন্তত পাঁচজন গুরুতর আহত হন।
স্থানীয়রা জানান, যানজটে আটকে থাকা বনভোজনের বাসে বসে থাকা এক মেয়েকে ইভটিজিং করেন কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের এক যুবক। পরে কান্দাশেরীরচর গ্রামের কয়েকজন যুবক মিলে ওই ইভটিজিংকারী যুবককে মারধর করেন। এরপর কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের লোকজন খবর পেয়ে দলবেঁধে কান্দাশেরীরচর গ্রামে হামলা চালালে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
এ সময় কুসুমহাটি বাজারে আগুন ধরিয়ে সড়ক অবরোধ, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও পলাশ টেলিকম নামে একটি মোবাইলের দোকানে লুটপাটের ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
এরপর শনিবার সকাল ৭টা থেকে কান্দাশেরীরচর ও কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের দুপক্ষ কুসুমহাটি বাজারে শেরপুর-জামালপুর সড়কের দুপাশে অবস্থান নেওয়া শুরু করলে আবারও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। বেলা ১১টা থেকে দুপক্ষের মধ্যে কয়েকবার পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুপক্ষের অন্তত ৫ জন আহত হন।
আরও পড়ুন: ফরিদপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০
এ সময় আবারও শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
শেরপুর সেনাক্যাম্পের ক্যাপ্টেন নাহিয়ান ইসলাম বলেন, ‘খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। একইসঙ্গে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।’
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত (বিকাল সাড়ে ৪টা) কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
৬৭ দিন আগে
শেরপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, আহত ৫
শেরপুরে গরুচোর সন্দেহে স্থানীদের গণপিটুনিতে মুসলিম উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন।
রবিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শেরপুরে নকলা উপজেলার দক্ষিণ নকলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুসলিম উদ্দিন ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া এলাকার মৃত মইজ উদ্দিনের ছেলে।
আহতরা হলেন- ঝিনাইগাতী গোমড়া এলাকার আমির হোসেন, আজি রহমান, রাজু মিয়া, আয়নাল হক ও মো. সাদ্দাম হোসেন। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, শেরপুর-ঢাকা মহাসড়কের পাশে দক্ষিণ নকলা এলাকায় রবিবার রাতে ওই ছয়জনকে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা গরুচোর বলে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় কয়েকশ’ লোক জড়ো হয়ে তাদেরকে গণপিটুনি দেন। এ সময় তারা গুরুতর আহত হন।
আরও পড়ুন: নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ
খবর পেয়ে নকলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মুসলিম উদ্দিন মারা যান। অন্যদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নকলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
৭২ দিন আগে
শেরপুরে দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে মাছ ব্যবসায়ী নিহত, আহত ৪
শেরপুরে সুদে ঋণ দেওয়া টাকা আদায়কে কেন্দ্র করে দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে শেরপুরে নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন ওই এলাকার বাসিন্দা ও মাছ ব্যবসায়ী ছিলেন।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪
স্থানীয়রা জানায়, সুদে ঋণ দেওয়া টাকা আদায়কে কেন্দ্র করে দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে দেশীয় অস্ত্রের আঘাতে দেলোয়ারসহ আহত হন পাঁচজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় দেলোয়ারসহ দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পথে দেলোয়ার হোসেন মারা যান।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘সুদে ঋণ দেওয়া টাকা আদায়কে কেন্দ্র করে দেলোয়ার নিহত হন। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’
৯৯ দিন আগে
শেরপুরে ৮ ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা
বায়ুদূষণ বন্ধে শেরপুরের নকলায় আটটি ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জ্যেষ্ঠ সহকারী সচিব আবদুল্লাহ আল-মামুন অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ডাদেশ দেন।
ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে কয়েকটি ইটভাটার চুল্লি ও স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল-মামুন জানান, যথাযথ আইন না মেনে ইটভাটা স্থাপনের কারণে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বায়ুদূষণের কবল থেকে দেশ-জাতিকে মুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: ১০০ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের ৫১৮৫০০ টাকা জরিমানা
জরিমানার সাজা পাওয়া ইটভাটাগুলো হলো— নকলার কুর্শাবাদাগৈড় এলাকার মেসার্স এফআর ব্রিকস, পাইস্কার মেসার্স ঝিকঝাক এফআর ব্রিকস, শিববাড়ির সুমন ঝিকঝাক ব্রিকস, ধনাকুশা গ্রামের মেসার্স জননী ব্রিকস, বন্দটেকি গ্রামের মেসার্স বাবা ঝিকঝাক ব্রিকস, গৌড়দারের মেসার্স তাহের ব্রিকস, মেসার্স সেভেন স্টার ব্রিকস ও রুনীগাও এলাকার মেসার্স চমক ব্রিকস।
৯৯ দিন আগে
শেরপুরে সেনাসদস্য হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
শেরপুরে সেনাসদস্য ওয়াসিম আকরাম হত্যা মামলার প্রধান আসামি মো. রঞ্জু মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সোয়া ৭টার দিকে জেলার মেলান্দহ উপজেলার আমডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রঞ্জু শেরপুরের চরশেরপুর নিজপাড়া গ্রামের মো. আব্দুস সালামের ছেলে।
আরও পড়ুন: 'পুষ্পা-২'র প্রদর্শনীতে নারীর মৃত্যু, আল্লু অর্জুন গ্রেপ্তার
আজ র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের গণমাধ্যম কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
মো. রঞ্জুকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল আলম বলেন, মো. রঞ্জু মিয়াকে আদালতে তোলার প্রক্রিয়া চলছে।
১২৫ দিন আগে