শেরপুরে ট্যাংকলরির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আহত কলেজছাত্রের ১১ দিন পর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত তানজিম শাহরিয়ার প্রীতুল (১৭) ময়মনসিংহ নটর ডেম কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। প্রীতুল শেরপুরের বাগরাকসা এলাকার বাসিন্দা শেরপুর জেলা জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী ইমাম হোসেন ঠান্ডুর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, তানজিম তার এক বন্ধুসহ ময়মনসিংহ ব্রিজের মোড় থেকে অটোরিকশায় ২২ জানুয়ারি সন্ধ্যায় শেরপুরে নিজের বাড়িতে ফিরছিলেন। ওইদিন রাত ৮টার দিকে শেরপুর সদর উপজেলার কানাশাখোলা মোড়ে বিপরীত দিক থেকে আসা ভৈরবগামী একটি তেলের ট্যাংকলরির সঙ্গে তাদের অটোরিকশার সংঘর্ষ ঘটে।
আরও পড়ুন: ইজতেমায় ডিউটিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত
এতে সিএনজিচালকসহ ৩ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠালে তানজিম শাহরিয়ার প্রীতুলের অবস্থার অবনতি ঘটায় প্রথমে ময়মনসিংহ ও পরে রাজধানীর বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কোমায় চলে যাওয়ায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়। ১১ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার রাতে প্রীতুল মারা যান।
আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় শেরপুরের রাজাবাজার এলাকার মাইসাহেবা জামে মসজিদে জানাজার নামাজ শেষে চাপাতলি পৌর কবরস্থানে তার লাশ দাফন করার কথা পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চবিগামী শাটল ট্রেনে কাটা পড়ে যুবক নিহত