কলেজছাত্র
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ট্রেনে কাটা পড়ে মো. সানজিদ (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) গুণবতী রেলস্টেশন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: চকরিয়া ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
সানজিদ উপজেলার গুণবতী ইউনিয়নের কর্তাম গ্রামের বাসিন্দা এবং গুণবতী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, গুণবতী রেলস্টেশনে (৪ নম্বর লেনে) সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে থাকতে দেখে বিপরীত দিকে না দেখেই রেললাইনের ওপর দিয়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় (স্টেশনের ২ নম্বর লেন) বাংলা এক্সপ্রেসের আরেকটি ট্রেনের মুখে পড়ে সানজিদ ঘটনাস্থলেই মারা যান।
গুণবতী রেলস্টেশন মাস্টার শেখ আনোয়ার হোসেন বলেন, সানজিদ নামে এক ছেলে কাটা পড়ে নিহত হওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা লাশ নিয়ে গেছেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু
সিলেটে ট্রেনে কাটা পড়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু
২ মাস আগে
চট্টগ্রামে কলেজছাত্র হত্যায় হাসিনা-নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামে কলেজছাত্র হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
নগরীর বহদ্দারহাট এলাকায় কোটা সংস্কার আন্দোলনে কলেজছাত্র তানভীর ছিদ্দিকী (১৯) নিহতের ঘটনায় চান্দগাঁও থানায় হত্যা মামলাটি দায়ের করা হয়।
শুক্রবার (১৬ আগস্ট) রাতে নগরের চান্দগাঁও থানায় এ মামলা দায়ের করেন তানভীরের চাচা মোহাম্মদ পারভেজ।
আরও পড়ুন: মিরপুরে শিক্ষার্থীদের হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা
মামলার অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. এসরারুল হক, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চকবাজারের ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, আওয়ামী লীগ নেতা বাবর আলী, যুবলীগ নেতা মো. কাইসার, মাহবুব আলম, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ, নোমান শরীফ।
এছাড়াও আসামি করা হয়েছে নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিউদ্দীন ফরহাদ, মো. দেলোয়ার, মো. জালাল, মো. ফরিদ, সিটি কলেজ ছাত্র সংসদের ভিপি মো. তাহসীন, সিটি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হোসাইন অভি, এইচ এম মিঠু, নুরুল আলম প্রকাশ কালা বদা, আরিফ ইফতেকার রশিদ, ওসমান গণি, থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইলিয়াছ বাবুল, মাইনুল ইসলাম শরীফ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মো. জিয়াউদ্দীন আরমান, যুগ্ম সম্পাদক মনির উদ্দিন, যুবলীগ নেতা মো. ফিরোজ, মো. জাফর, জাফর আলম, মনছুর আবেদীন, আবুল হাসনাত, সুমন উদ্দীন, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মিজান সিকদার, যুবলীগ নেতা মো. শোয়াইবসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার ভাতিজা তানভীর ছিদ্দিকী গত ১৮ জুলাই দুপুর আড়াইটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অন্যান্য ছাত্র-ছাত্রীদের সঙ্গে ‘শাট-ডাউন’ কর্মসূচিতে অংশ নেয়। শিক্ষার্থীরা পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকা থেকে মিছিলযোগে চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচাবাজারের সামনে রাস্তার ওপর এসে শান্তিপূর্ণভাবে অবস্থান করেন। বিকেল ৪টা ২০ মিনিটে পূর্বপরিকল্পিতভাবে সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক শিক্ষামন্ত্রীর নির্দেশে উপরে উল্লিখিত আসামিসহ অজ্ঞাত আরও ৪০-৫০ জন চাপাতি, কিরিচসহ আগ্নেয়াস্ত্র নিয়ে ওয়াপদা অফিসের দিক থেকে এসে ছাত্র-ছাত্রীদের দিকে ইট-পাথর নিক্ষেপ ও এলোপাতাড়ি গুলি বর্ষণ করতে থাকে। এতে তানভীরসহ আন্দোলনকারী অনেকেই গুলিবিদ্ধ ও আহত হয়। তানভীরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘গত ১৮ জুলাই বহদ্দারহাটে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হওয়া গুলিবর্ষণের ঘটনায় তানভীর নামে এক কলেজছাত্র নিহত হন। এ ঘটনায় হত্যার অভিযোগ এনে নিহতের চাচা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ ৩৪ জনকে আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৪০ থেকে ৫০ জনকে। মামলাটি তদন্ত করার জন্য পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছাবেদ আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
আরও পড়ুন: শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের
খুলনায় ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা, তদন্তে পিবিআই
৪ মাস আগে
কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে আতহার নূর কায়েম(১৭) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছে।
শুক্রবার (১৬আগস্ট) সকালে কলাতলী সমুদ্র তীরে এই ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষার্থী উখিয়া বালুখালী এলাকার বশির আহমেদের ছেলে। নিখোঁজ আতহার নূর কায়েম কক্সবাজার ডিসি কলেজের ২০২৪ সালের এইচএসসি পরিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেন, পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বিচকর্মী শফিউল করিম।
আরও পড়ুন: মিঠামইন হাওরে গোসল করতে নেমে তরুণ নিখোঁজ
তিনি বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে আসে। ফুটবল খেলা শেষে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামলে স্রোতে ভেসে যায় ওই শিক্ষার্থী। বিষয়টি আমাদের জানালে তাৎক্ষণিক ‘সি লাইফ গার্ড’ নিয়ে আমরা উদ্ধার কাজে নামি। এখনো উদ্ধার কার্যক্রম চলমান। তবে এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।
নিখোঁজ ওই শিক্ষার্থীর বাবা বশির আহমেদ বলেন, আমরা সবাই ঘুমে ছিলাম। আমার অজান্তেই ছেলে ঘুম থেকে উঠে সমুদ্রে চলে আসে। ঘুম থেকে উঠে শুনি আমার 'ধন' সাগরে ভেসে গেছে।
আরও পড়ুন: ভোলায় ট্রলারডুবিতে নিখোঁজ ৮ জেলে, জীবিত উদ্ধার ৫
৪ মাস আগে
সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
সিলেটের কানাইঘাট উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় শাহরিয়ার আহমদ স্বপন (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
উপজেলার সড়কের বাজার এলাকার রামপুর যাত্রী ছাউনির সামনে শুক্রবার (২৮ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: মেঘনায় গোসলে নেমে স্ত্রীর সামনে ডুবে গেলেন স্বামী
নিহত শাহরিয়ার আহমদ স্বপন সিলেট এমসি কলেজের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী এবং জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ভরন গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, স্বপন মোটরসাইকেল করে জকিগঞ্জ থেকে সিলেট আসছিলেন। পথে পথে কানাইঘাট উপজেলার রামপুর যাত্রী ছাউনিতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
আরও পড়ুন: পদ্মায় গোসল করতে নেমে ২ ভাইসহ ৩ শিশুর মৃত্যু
মেহেরপুরে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
৫ মাস আগে
নারায়ণগঞ্জে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের কদমতলী এলাকায় সজিব নামের এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (১১ জুন) সকাল ৯টার দিকে ১০ তলা বাড়ির ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটের বারান্দার গ্রীলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার
সজীব নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। কক্সবাজার সদর এলাকার ব্যবসায়ী রুস্তম আলী চৌধুরীর ছেলে সজীব।
সজীব প্রায় দুই বছর ধরে কদমতলীর ছয়তলার একটি ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (এসআই) মামুন বলেন, স্থানীয় বাসিন্দারা সকালে রাস্তা থেকে ১০তলা ভবনের ছয়তলার ফ্ল্যাটের বারান্দায় এক যুবকের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে সকাল ৯টায় আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।
সুরতহালে প্রতিবেদনে সজীবের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানান এসআই মামুন।
আরও পড়ুন: কুড়িগ্রাম থেকে মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার
ববির হল থেকে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
৬ মাস আগে
যশোরে কলেজছাত্র হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
যশোরের অভয়নগরের কলেজছাত্র নুরুজ্জামান বাবু হত্যা মামলায় পলাতক আসামি মো. রাজ্জাক পাটোয়ারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৫ মে) বিকালে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মতিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. মাজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চত করেন।
মামলার এজাহারে বলা হয়, ২০২০ সালের ১ জুন রাতে কলেজছাত্র নুরুজ্জামান বাবুকে তার বাড়ির পাশের আম বাগানে ডেকে কোমল পানীয়তে চেতনানাশক ওষুধ মিশিয়ে খাওয়ানোর পর অচেতন করে। এ অবস্থায় গামছা দিয়ে তার চোখ বেঁধে তাকে অভয়নগরের পুড়াখালী গ্রামের সরকারি বাওড়ের পাশে নিয়ে নাইলনের রশি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।
আরও পড়ুন: খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
পরে তার মরদেহ বাওড়ের কচুরীপনার নিচে লুকিয়ে রাখে। ঘটনার পরেরদিন ২ জুন কলেজছাত্র বাবুর মোবাইল থেকে তার বাবার মোবাইলে কল করে অজ্ঞাত পরিচয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা ২ জুন অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেই সূত্র ধরে পুলিশ আসামি মো. রাজ্জাক পাটোয়ারীকে আটক করে।
আরও পড়ুন: কুমিল্লায় যুবলীগ সভাপতি হত্যা: ৯ জনের মৃত্যুদণ্ড ও ৯ জনের যাবজ্জীবন
আটকের পর তার স্বীকারোক্তি মোতাবেক ৪ জুন বাবুর মরদেহ বাওড়ের কচুরীপনা থেকে উদ্ধার করা হয়।
নিহত নুরুজ্জামানের বাবা মো. ইমরান গাজী বাদী হয়ে ৪ জুন অভয়নগর থানায় মামলা দায়ের করেন।
সাক্ষ্যপ্রমাণ শেষে বুধবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মতিয়ার রহমান আসামি মো. রাজ্জাক পাটোয়ারীকে মৃত্যুদণ্ডাদেশ দেন এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন।
৭ মাস আগে
যশোরে কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা
যশোর সদরে নূর হোসেন নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করার অভিযোগ উঠেছে।
শনিবার রাত সাড়ে ৮ টার দিকে শহরের শংকরপুর আকবর মোড়ের বারেক সড়কে এই ঘটনাটি ঘটে।
নিহত নুর হোসেন ওই এলাকার নজরুল মোল্লার ছেলে এবং আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ছাত্র।
আরও পড়ুন: গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
নিহতের স্বজনরা জানান, শংকরপুরে খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলযোগ বাধে। যা স্থানীয়রা মীমাংশার চেষ্টা করেন। শনিবার রাতে শংকরপুর চোপদারপাড়া এলাকার পচা, কানা রনি, রিয়াদ, মনিরসহ আরও কয়েকজন যুবক এসে নুরুকে চাকু মেরে একটি ঘরের মধ্যে আটকে রাখে।
এ সময় আশপাশের লোকজন এসে নুরুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসাপাতালে ভর্তি করে। পরবর্তীতে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নিয়ে যাওয়ার পথে নুরের মৃত্যু হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।
আরও পড়ুন: যশোরে ফুটবল খেলা নিয়ে গোলযোগ, ছুরিকাঘাতে যুবক নিহত
চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর নিহত
৭ মাস আগে
নাটোরে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত
নাটোরের কান্দিভিটা বটতলা এলাকায় ট্রাকচাপায় রিয়াদ রায়হান নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
রবিবার (১২ মে) দুপুর ১২টা দিকে কান্দিভিটা বাইপাস সড়কের বটতলা এলাকায় থেকে প্রধান সড়কে ওঠার সময় ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: বাগেরহাটে ট্রাকচাপায় ভ্যান অরোহী ৩ জন নিহত
নিহত রিয়াদ রায়হান শহরের আমাইগাছী এলাকার শরীফুল ইসলামের ছেলে এবং এম কে কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বলেন, রিয়াদ মোটরসাইকেল নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন।
এসময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে রিয়াদ নিহত হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশটি উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।
আরও পড়ুন: কক্সবাজারে ট্রাকচাপায় সেনা সদস্য নিহত
দিনাজপুরে পানিতে ডুবে ও ট্রাকচাপায় ২ জনের মৃত্যু
৭ মাস আগে
মোটরসাইকেলের বেপরোয়া গতি কেড়ে নিল কলেজছাত্রের প্রাণ
নড়াইলে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে মামুন সমাদ্দার নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় বাইসাইকেলআরোহী কাজেম আলী আহত হয়েছেন।
শনিবার (১১ মে) সকালে নড়াইল-গোবরা সড়কে সদর উপজেলার ধোপাখোলাসংলগ্ন কাড়ারবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নিষিদ্ধ সব জালের ব্যবহার বন্ধ করা হবে: প্রাণিসম্পদমন্ত্রী
মামুন নড়াইল পৌরসভার রঘুনাথপুর গ্রামের বাবলু সমাদ্দারের ছেলে এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
আহত বাইসাইকেলআরোহী কাজেম আলী একজন মাটিকাটা শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বেপরোয়া গতিতে মামুন মোটরসাইকেল চালিয়ে গোবরার দিকে যাচ্ছিলেন। পথে কাড়ারবিল সেতু অতিক্রমের সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাইসাইকেলআরোহী কাজেম আলীকে ধাক্কা দিয়ে সড়কে ছিটকে পড়েন মামুন।
পরে স্থানীয়রা মামুনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং আহত কাজেম আলীকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিহত মামুনের লাশ নড়াইল সদর হাসপাতালে আছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: ৫ জেলায় সড়কে ঝরল ৮ প্রাণ
হিট স্ট্রোকে ১৪ দিনে ১৫ জনের প্রাণহানি: স্বাস্থ্য অধিদপ্তর
৭ মাস আগে
বরিশালে দুর্গাসাগরে নেমে কলেজছাত্রের মৃত্যু
বরিশালের বাবুগঞ্জে দুর্গাসাগরে পুণ্যস্নানে নেমে পানিতে ডুবে মনদ্বীপ মন্ডল (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার মাধবপাশা দুর্গাসাগরের হাজার হাজার পুণ্যার্থীর স্নান চলাকালে এই ঘটনা ঘটে।
মনদ্বীপ বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডের বাঁশতলা এলাকার ঘোষ বাড়ির সাগর মন্ডলের ছেলে। তিনি বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, পানিতে ডুবার আধাঘণ্টা পর মনদ্বীপের নিথর দেহ ভেসে উঠে। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন জরুরি বিভাগের চিকিৎসক মনদ্বীপকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, মনদ্বীপ সাঁতার জানতেন না। পরিবারের সদস্যদের সঙ্গে স্নানে নেমে নিখোঁজ হন তিনি।
শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে মৃত অবস্থাতেই তার লাশ ভেসে ওঠে।
বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, লাশটি হাসপাতালের মর্গে রয়েছে।
তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
৮ মাস আগে