করোনা উপসর্গে নমুনা দেয়ার পরও জেলা বার সভাপতি মোসাদ্দেক ফেরদৌসী টানা তিনদিন আদালত ও বার ভবনে সহকর্মীদের সাথে চলাফেরা করায় বিচারক ও আইনজীবীসহ সংশ্লিষ্টদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এদিকে, বুধবার বার সভাপতির সংস্পর্শে যাওয়া সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.কে মুরাদুজ্জামানসহ চারজন করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। অন্যদেরকেও নমুনা দিতে জেলা বারের পক্ষ থেকে নোটিশ দেয়া হয়েছে।
শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা করোনা ফোকাল পার্সন ডা. মোবারক হোসেন জানান, মঙ্গলবার নতুন করে শেরপুর সদরে আটজনের করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে জেলা বার সভাপতির নামও রয়েছে।
বুধবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত মোট ৫৬টি নমুনা পরীক্ষার ফলাফলে সদর উপজেলায় আটজন ও নকলায় একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২৭১ জন। মৃত্যু হয়েছে চারজনের।
এখন পর্যন্ত জেলায় মোট ৪ হাজার ৪২১ জনের নমুনা সংগ্রহ হয়েছে। ফলাফল পাওয়া গেছে ৪ হাজার ৩০৮ জনের। নমুনার ফলাফলের অপেক্ষায় রয়েছে আরও ১১২ জন।