বরিশাল বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন একাংশের সাধারণ সম্পাদক ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুখের অনুসারী আরিফুর রহমান সুমন মোল্লাকে কুপিয়ে জখমের ঘটনায় মেয়র সাদিকের অনুসারী কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের নেতাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সোমবার রাতে সুমনের মা সেতারা বেগম ১৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩৫ জনকে আসামি করে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন। এই ঘটনায় ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন: বরিশালে শ্রমিক ইউনিয়নের সম্পাদককে কুপিয়ে জখম
মামলার আসামিরা হলেন, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান জাকির, তার ভাই মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম জাহিদুর রহমান মনির, ছোট ভাই সাবেক ছাত্রদল নেতা মামুন মোল্লা, ২৫নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিুকর রহমান মাসুম, সাধারণ সম্পাদক মীর শহিদুল ইসলাম রনি, মঈন সিকদার, ওয়াদুদুর রহমান সোহেল মোল্লা, আজম, বাসার, সুরুজ, পান্না মৃধা, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাফিন মাহমুদ তারিক, শফিকুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পরপরই ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ঘটনাস্থল ও বাসস্ট্যান্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: বাগেরহাটে এসআইকে কুপিয়ে জখম
প্রসঙ্গত, রবিবার দুপুরে প্রতিমন্ত্রী জাহিদ ফারুখ সমর্থক বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের একাংশের সভাপতি সুলতান মাহামুদের অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠে মেয়র সমর্থক শ্রমিক ও ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এসময় পাল্টা হামলার অভিযোগ করেছেন অপর কমিটির সভাপতি পরিমল চন্দ্র দাস। হামলা পাল্টা হামলার ঘটনায় ছয় জন আহত হয়েছেন।
এছাড়া শনিবার দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সর্বশেষ সোমবার সুমন মোল্লা ও তার সহযোগীকে কুপিয়ে জখম করে মেয়র অনুসারীরা। দীর্ঘদিন যাবৎ রুপাতলী মিনিবাস টার্মিনাল দখল নিয়ে মেয়র ও প্রতিমন্ত্রী সমর্থক শ্রমিকদের মধ্যে দ্বন্দ চলে আসছিল।