শনিবার সকাল সাড়ে ৮টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।
একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- ঈদের জামাতে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, সরকারি প্রতিষ্ঠান কমিটির চেয়ারম্যান ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন বলে জানা গেছে।
খুতবা ও জামাত শেষে দেশ ও জাতির পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন সংসদ সচিবালয়ের মসজিদের খতিব ইমাম ক্বারী আবু রায়হান।
ঈদের জামাত শেষে স্পিকার শিরীন শারমিন তার বাসভবনে জাতীয় সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের সব কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।