তারা হলেন- আশাশুনির কাকবাশিয়া গ্রামের মৃত ফজর আলী গাজীর ছেলে কলেজ শিক্ষক রেজাউল করিম এবং উপজেলার পাটকেলঘাটা পশ্চিম পাড়ার ওমর আলী গাজীর ছেলে নৈশপ্রহরী আব্দুর রহিম।
তাদের দুই জনেরই নমুনা সংগ্রহ করে আইইডিসিআরের পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এদিকে, সাতক্ষীরা জেলায় একইদিনে দুই জনের মৃত্যুর ঘটনায় জেলাব্যাপী আতংক ছড়িয়ে পড়েছে।
যোগাযোগ করা হলে সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, ‘পরীক্ষার জন্য তাদের দুজনেরই নমুনা সংগ্রহ করে আইইডিসিআরের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে।’
আশাশুনি উপজেলার নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, স্বাস্থ্যকর্মীদের নির্দেশনা ও ইসলামিক ফাউন্ডেশনের তত্বাবধানে জানাযা শেষে কলেজ শিক্ষক রেজাউল করিমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে এবং তার বাড়িটি বর্তমানে লকডাউন ঘোষণা করা হয়েছে।
অন্যাদকে, তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন জানান, আপাতত ওই নৈশপ্রহরীর বাড়ির সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।