সাতক্ষীরার আশাশুনি সড়কে বাস ও ইজিবাইকের সংঘর্ষে ১৮ মাস বয়সী মোস্তাকিম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
রবিবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার দহাকুলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন—খুলনার পাইকগাছার আব্দুল আজিজের স্ত্রী ফতেমা খাতুন (২৫), নিহত শিশুর মা শাপলা খাতুন (২০), নানী নাজমা খাতুন (৪৫), হযরত আলী (৪৫) ও সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের রাশেদ আলী।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে আহত ২, মেহেরপুরে ১৯ জনকে পুশ-ইন
স্থানীয়রা জানান, মোস্তাকিম তার মা ও নানীর সঙ্গে ইজিবাইকযোগে পাইকগাছার শ্রীকণ্ঠপুর গ্রাম থেকে সাতক্ষীরায় চিকিৎসা নিতে আসছিল। পথে দহাকুলা মোড়ে পৌঁছালে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদের ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে মোস্তাকিম মায়ের কোল থেকে ছিটকে পড়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’ এ বিষয়ে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।