আহত ৫
কুষ্টিয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু, আহত ৫
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পৃথক দুটি স্থানে বজ্রপাতের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন।
বুধবার (৯ অক্টোবর) বিকাল ৪টার দিকে মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গড়ের পাড়া ও ফারকপুর গ্রামে বজ্রপাতের ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
নিহতরা হলেন- গড়েরপাড়ার আওলাদ হোসেন (৬০), নিজাম হোসেন (৪২), তরিকুল ইসলাম (২০) ও ফারাকপুরের জহুরা খাতুন (৪০)।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সাত থেকে আটজন কৃষক মাঠে কাজ করার বজ্রপাতের ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে ফারাকপুর গ্রামে বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতে আহত হন জহুরা খাতুন। তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন বলেন, তিনজন পুরুষ ও এক নারীকে মৃত অবস্থা হাসপাতালে আনা হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত কয়েকজন চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু
১ মাস আগে
নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৫
নরসিংদীর রায়পুরায় পল্লীবিদ্যুতের নতুন খুটি স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কর্মচারীর মৃত্যু হয়েছে।
এঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
মঙ্গলবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার রায়পুরা ইউনিয়নের আশ্রবপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন: সিলেট সীমান্তে খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশির মৃত্যু
নিহত দুজন শ্রমিক হলেন দিনাজপুরের ডাঙ্গাপাড়া এলাকার আব্দুস সালাম (২৯) ও রংপুরের মিঠাপুকুরের জামাল হোসেন (৫০)।
আহত পাঁচজন হলেন দিনাজপুরের জুয়েল (২৬), আহাদ মিয়া (৪১), রংপুরের ইউসুফ আলী (১৯), কাইয়ুম (১৮) ও গাজিপুর কাপাসিয়া এলাকার কায়েস (৩০)।
নিহত ও আহত সকল ব্যক্তিই ঠিকাদার সুজন মিয়ার অধীনস্থ বেতনভুক্ত কর্মচারী হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সাতজনের একটি ইলেক্ট্রিশিয়ান দল আশ্রবপুর এলাকায় বিদ্যুত সঞ্চালনে ব্যবহৃত কাঠের খুটি সড়িয়ে সিমেন্টের খুটি স্থাপন করছিলো। খুটি স্থাপন শেষে বিদ্যুত লাইন চালু করা হয়। তখন আর্থিং লাইনের মাধ্যমে খুটির নিচে থাকা পানির মাধ্যমে বিদ্যুতায়িত হয়ে দুইজন নিহত ও পাঁচ জন আহত হয়।
ঠিকাদারের কর্মচারীদের গাফেলতির কারনে এ দুর্ঘটনা ঘটেছে দাবী করে রায়পুরা পল্লীবিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম বলেন, ‘খবর পেয়েছি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠিকাদারের দুইজন লোক নিহত হয়েছেন ও বেশকয়েকজন আহত হয়েছেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়াত হোসেন পলাশ বলেন, ‘দুইজন নিহত হয়েছে। তাদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ঢাকার সায়েন্সল্যাব এলাকায় আহত যুবকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের হালে কাটা পড়ে কিশোরের মৃত্যু
৪ মাস আগে
পাবনায় সড়ক দুর্ঘটনায় ভাই-বোনের মৃত্যু, আহত ৫
পাবনায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
বুধবার (২৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের ধোপাঘাটা এলাকায় ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত
নিহত দুই ভাই-বোন হলেন, বেড়া পৌর এলাকার শালকিপাড়ার রাজকুমার হালদারের ছেলে প্রদীপ হালদার এবং নাটোরের দিনেশের স্ত্রী শম্পা রানী।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, অটোরিকশাটি বেড়া থেকে পাবনার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি বলেন, এতে অটোরিকশার ৭ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।
বাকিরা চিকিৎসাধীন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের যুবক নিহত
৪ মাস আগে
যুক্তরাষ্ট্রে হাইস্কুলে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে হিউগেনট হাইস্কুলের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে এক বন্দুক হামলায় দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (৬ জুন) বিকালে ভার্জিনিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্য রিচমন্ডে এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানিয়েছে, অনুষ্ঠান চলাকালে সন্দেহভাজন বন্দুকধারী গুলি চালানো শুরু করে। এতে শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে সাতজন গুলিবিদ্ধ হয়। দুই বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ার ২টি ফার্মে বন্দুক হামলায় নিহত ৭
এদিকে রিচমন্ড পাবলিক স্কুলের কর্মকর্তা ম্যাথিউ স্ট্যানলি জানান, মনরো পার্কে ইটি (২১১৫ জিএমটি) কাছাকাছি আলট্রিয়া থিয়েটারে বিকাল সোয়া ৫টার দিকে অনুষ্ঠিত হিউগেনট হাইস্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে এ গুলির ঘটনা ঘটে।
শহরটির ভারপ্রাপ্ত পুলিশ প্রধান রিক এডওয়ার্ডস জানান, গুলিবিদ্ধ সাতজনের মধ্যে দুজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যায়।
তিনি আরও জানান, পুলিশ দুই বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে।
রিচমন্ড পাবলিক স্কুলের একটি বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার (৭ জুন) শহরের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, এই সপ্তাহে সব উচ্চ বিদ্যালয়ের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
রিচমন্ডের মেয়র লেভার স্টনি এক সংবাদ সম্মেলনে বলেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, এই বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি।
আরও পড়ুন: সার্বিয়ায় ২ দিনের মধ্যে দ্বিতীয় বন্দুক হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার
কলাম্বাইন থেকে ন্যাশভিল: যুক্তরাষ্ট্রে স্কুলে গণবন্দুক হামলায় নিহত ১৭৫
১ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার লক্ষীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান (৪৮) সদর উপজেলার টিকরামপুর এলাকার মৃত আকরামের ছেলে।
আরও পড়ুন: মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জনান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নাচোল-আমনুরা সড়কের লক্ষীপুর এলাকায় ব্যাটারিচালিত যাত্রীবাহী ভ্যান নাচোলের দিকে যাচ্ছিল। ভ্যানের একটি চাকা খুলে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় পেছন দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে ভ্যানটির সংঘর্ষ হয়। এতে ভ্যানের ছয় যাত্রী আহত হয়।
১ বছর আগে
হবিগঞ্জে ট্রাক-পিকআপ-মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৫
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিন সদস্যসহ পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার শাহপুরে মেটাডর কোম্পানির সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কমলাটিলা গ্রামের মাইক্রোবাস চালক সাদির আলী (২৫); কমলগঞ্জ উপজেলার বড়ছড়া গ্রামের আব্দুস সালাম (৩২); আবদুস সালামের স্ত্রী সাদিয়া (২১); তাদের দুই বছরের মেয়ে হাবিবা ও সাদিয়ার ভাই আতিকুর রহমান শিহাব (১৫)।
হতাহতদের স্বজন আশরাফুল আলম জানান, মাইক্রোবাসের যাত্রীরা সবাই আত্মীয়। তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি রাজু নামের এক আত্মীয়কে রিসিভ করে বাড়ি ফিরছিলেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় দুই ইজিবাইকের সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৭
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, ঘটনার সময় ঐ স্থানে একটি মালবাহী ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। অপর দিকে মৌলভীবাজারগামী একটি মাইক্রোবাসের ধাক্কা লাগলে এটি ধুমড়েমুচড়ে যায়। এতে মাইক্রোবাসের চালক ও চার যাত্রী ঘটনাস্থলেই মারা যায়।
তিনি আরও বলেন, আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় ২ মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত
হবিগঞ্জে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত
১ বছর আগে
কুড়িগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ জনের, আহত ৫
কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের ত্রিমোহনী এলাকায় বাসের ধাক্কায় দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন।
শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম-রংপুর সড়কের ত্রিমোহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাইবান্ধায় বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ নিহত ৪
নিহত মো. আবদুল হান্নান (৪৫) সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের টগরাইহাট এলাকার বাসিন্দা। এ ছাড়া নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।
এদিকে আহতরা হলেন, পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত আব্দুস সামাদ, সদর উপজেলার পলাশ বাড়ি এলাকার আনিছুর রহমান, টাঙ্গাইলের কালিহাতি উপজেলার স্বপন, রংপুরের কাউনিয়া উপজেলার মিজানুর রহমান ও উলিপুর উপজেলার সাতদরগার এলাকার ওবায়দুল হক। এরমধ্যে আব্দুস সামাদের অবস্থা আশঙ্কাজনক। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, কুড়িগ্রামের উলিপুর উপজেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় বাসটি রাস্তার পাশে থাকা একটি মুদির দোকানে উঠে যায়। এতে অটোরিকশাচালক দ্রুত লাফিয়ে জীবন বাঁচালেও অটোতে থাকা যাত্রী আবদুল হান্নান ও অটোরিকশার সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে লাশ উদ্ধার করে বাসটি জব্দ করে থানায় নেয়া হয়। এ ছাড়া বাসচালক আহত হওয়ায় চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুইজনের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একজনের নাম আব্দুল হান্নান অপর জনের নাম পরিচয় পাওয়া যায় নাই। ঘাতক বাসটি থানায় নেয়া হয়েছে।
আরও পড়ুন: নাগেশ্বরীতে বাসের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু
১ বছর আগে
কুমিল্লায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫
কুমিল্লায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বুড়িচংয়ের ফরিজপুর এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: মতলবে মাইক্রোবাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪
নিহত হাফেজ আবু নাঈম পার্শ্ববর্তী সোন্দ্রম গ্রামের বাসিন্দা।
জানা যায়, মহাসড়কের ফরিজপুর এলাকায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে জনতা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাশ্ববর্তী সোন্দ্রম গ্রামের হাফেজ আবু নাঈম নামে একজন নিহত হয়।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: বিশ্বনাথে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী নিহত
আড়াইহাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২
১ বছর আগে