সিরাজগঞ্জে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে বখাটেদের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে এনায়েতপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে কেজির মোড় এলাকায় ঘটনাটি ঘটে।
অভিযোগকারী আহত বাবা খোরশেদ আলম ওরফে বাবু মির্জা দৈনিক মানবজমিন পত্রিকার এনায়েতপুর থানা প্রতিনিধি।
এ ঘটনায় মঙ্গলবার রাতে বাবু মির্জা বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/ ১৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন: ছেলের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ!
এদিকে এ ঘটনায় উত্ত্যক্তকারী চার বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- এনায়েতপুর থানার ব্রাহ্মণগ্রাম গ্রামের মৃত ইসমাইল ভূঁইয়ার ছেলে মো. আজিজুল হক হৃদয়, গোপীনাথপুর গ্রামের রফিকুল ইসলাম ভূঁইয়ার ছেলে নাজমুল হোসেন রোকন ভূঁইয়া, খোকশাবাড়ী গ্রামের ফজলুল হকের ছেলে আশরাফুল ইসলাম ও গোপীনাথপুর গ্রামের রফিকুল ইসলাম ভূঁইয়ার ছেলে রাশেদ উদ্দিন ভূঁইয়া।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এনায়েতপুর থানার কেজির মোড় এলাকার আইসিএল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী বাবু মির্জার মেয়ে। স্কুলে যাওয়া-আসার পথে আজিজুল হক হৃদয় নামে এক বখাটে তাকে প্রায়ই উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি বাবাকে জানায় তার মেয়ে।
তিনি জানান, এরপর বাবু মির্জা হৃদয়কে উত্ত্যক্ত করতে নিষেধ করেন। এতে হৃদয় ক্ষিপ্ত হয়ে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে কেজির মোড় এলাকায় তার মেয়ের হাত ও ওড়না ধরে টানাটানি শুরু করে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বাবা ঘটনাস্থলে গিয়ে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করেন।
ওসি আরও জানান, এ সময় এজাহার নামীয় ৭ আসামিসহ অজ্ঞাতনামা ১০/১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে বাবু মির্জার উপর আক্রমণ চালিয়ে পিটিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উল্লেখিত চারজনকে গ্রেপ্তার করলেও অন্যরা পালিয়ে গেছে। তবে বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: খুলনায় যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ