করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ১৩ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে ৭৭৭ জনের মৃত্যু হলো।
আরও পড়ুনঃ কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে আরও ১২ মৃত্যু
শুক্রবার দুপুরে সিলেট স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৯৬৭ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৭৫৮ জনের। শনাক্তের হার ৩৮.৫৪ ভাগ। সবমিলিয়ে এ বিভাগে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ২১৯ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন আরও ২৭৫ জন। সব মিলিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩২ হাজার ৫০১ জন।
আরও পড়ুনঃ বিশ্বে করোনায় প্রায় ৪২ লাখ ৬৬ হাজার মৃত্যু
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৫ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৭২ জন, সুনামগঞ্জ জেলায় তিনজন, হবিগঞ্জ জেলার ১০ জন, মৌলভীবাজারে তিনজন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৯২ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৪৩ জন, সুনামগঞ্জে ৫৫ জন, হবিগঞ্জে ৪৮ জন, মৌলভীবাজারে ২৭ জন ভর্তি রয়েছেন।