সিলেট বিভাগে করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সিলেট জেলায় ১০ জন ও সুনামগঞ্জে ২ জনের মৃত্যু হয়। এনিয়ে বিভাগে এখন করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৯৬ জন। এর মধ্যে সিলেট জেলাতেই মারা গেছেন ৮১১ জন।
সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনায় মৃত্যু ৬
তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বিভাগে ২১৫ জন করোনা রোগীকে শনাক্ত হয়েছে। এক হাজার ৪০৬ জনের নমুনা পরীক্ষায় তাদের করোনা ধরে পড়ে। শনাক্তদের মধ্যে সিলেটের ১০৫ জন, সুনামগঞ্জের ২৫, মৌলভীবাজারের ৫২ ও হবিগঞ্জের ৩৩ জন রয়েছেন। শনাক্তের হার ১৫ দশমিক ২৯ শতাংশ।
এদিকে, বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৫১ হাজার ৪২১ জনে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: করোনায় মারা গেলেন বিএনপি নেতা মাওলানা রশিদ
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সিলেটে নতুন করে ৩৭৫ জন করোনা রোগী সুস্থ হয়ে ওঠেছেন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪০ হাজার ৭৬০ জন। এছাড়া ৪০৮ জন করোনা রোগী বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।