সিলেটের কাজিরবাজার সেতুতে যান চলাচল রোধে স্থাপিত লোহার বারে আঘাতে রায়হান আহমদ (১৮) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ২টার দিকে সেতুটির উত্তর প্রান্তে দুর্ঘটনাটি ঘটে। রায়হান সিলেটের এয়ারপোর্টের রংগিটিলা গ্রামের গনি মিয়ার ছেলে।
আরও পড়ুন: দিনাজপুরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, রায়হান ট্রাকে মালামাল লোড-আনলোডের কাজ করতেন। পাথর নিয়ে আসা ট্রাকে হেল্পার হিসেবে ছিলো সে। ট্রাকটি কাজিরবাজার সেতু হয়ে দক্ষিণ সুরমার চাঁদনিঘাটে যাচ্ছিলো। এসময় সেতুতে ট্রাকটি উঠলে উপরে থাকা লোহার বারে রায়হানের মুখমন্ডলে মারাত্মক আঘাত লাগে। এসময় তার মুখ থেতলে যায়।
ট্রাকচালক ও অন্য হেল্পাররা এসময় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিহতের স্বজনরা আবেদন করেছেন ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে যাওয়ার। বিষয়টি প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: কুমিল্লায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত