চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকার সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণের ঘটনায় কারখানার তিন মালিকসহ ১৬ কর্মকর্তাকে আসামি করে মামলা করা হয়েছে।
সোমবার (৬ মার্চ) রাত সাড়ে ১১টায় বিস্ফোরণে নিহত আবদুল কাদেরের স্ত্রীর রোকেয়া বেগম বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন- প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুল আলীম (৪৫), প্লান্ট অপারেটর ইনচার্জ সামসুজ্জামান শিকদার (৬২), প্লান্ট অপারেটর খুরশিদ আলম (৫০), প্লান্ট অপারেটর সেলিম জাহান (৫৮), এক্সিকিউটিভ ডিরেক্টর মো. কামাল উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা গোলাম কিবরিয়া, কর্মকর্তা সামিউল, শান্তনু রায়, ইদ্রিস আলী, সানা উল্লাহ, সিরাজ উদ-দৌলা, রাকিবুল ও রাজীব।
মামলা নথিভুক্ত করার কথা নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, নিহত এক শ্রমিকের স্ত্রী বাদী হয়ে সীমা অক্সিজেন প্লান্টের তিন ব্যবস্থাপনা পরিচালক মামুন উদ্দিন, পারভেজ উদ্দিন সান্টু ও আশরাফ উদ্দিন বাপ্পিসহ ১৬ জনকে আসামি করেছে।
দ্রুততম সময়ের মধ্যে মামলার তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছেন ওসি।
আরও পড়ুন: সীতাকুণ্ড অক্সিজেন প্লান্টে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৭
ওসি আরও জানান, মামলার বাদী রোকেয়া বেগম অভিযোগ করেন যে তার স্বামী আবদুল কাদের সীমা অক্সিজেন প্লান্টে ১৩ বছর ধরে কর্মরত ছিলেন। মামলায় মালিকপক্ষসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কর্তব্যে অবহেলা ও গাফিলতির অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ মার্চ শনিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার কেশবপুর গ্রামে সীমা অক্সিজেন প্লান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাতজন নিহতসহ আহত জন ৩০ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
এ ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে সাত সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ: দ্বিতীয় দিনেও চলছে উদ্ধার অভিযান