শিক্ষা প্রকৌশল সুনামগঞ্জ অফিস সূত্র জানায়, মাদরাসাসমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ৮৭ দশমিক ৯০ কোটি টাকা ব্যয়ে ৩০টি ৪র্থ তলা বিশিষ্ট একাডেমিক ভবন; মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসাসমূহের উন্নয়ন প্রকল্পে ৪১ দশমিক ৫০ কোটি টাকা ব্যয়ে ২৬টি প্রতিষ্ঠানের ভবন; ১৩৬ দশমিক ৫০ কোটি টাকা ব্যয়ে নির্বাচিত ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ে ৪ তলা বিশিষ্ঠ একাডেমিক ভবন; ৬০ কোটি টাকা ব্যয়ে নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়েরে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ শীর্ষক প্রকল্পে ৫০টি ভবন; ১৪ দশমিক ৬১ কোটি টাকা ব্যয়ে ৩টি কলেজে ৫তলা একাডেমিক ভবন কাম অডিটরিয়াম নির্মাণ; ১৫ দশমিক ৪৭ কোটি টাকা ব্যয়ে জেলার দোয়ারা বাজার উপজেলায়, দোয়ারাবাজার টেকনিক্যাল স্কুল ও অ্যান্ড কলেজ নির্মাণ করা হবে।
জামালগঞ্জের আব্দুল মুকিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমেদ ভূঁইয়া বলেন, আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪ শতাধিক। পাঠদান করতে সমস্যা হয়। নতুন করে একটি একাডেমিক ভবন পাওয়ায় আমরা আনন্দিত।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সুনামগঞ্জ অফিসের সহকারী প্রকৌশলী পারভেজ ইষেন বলেন, জেলায় ৩৫৫.৯৫ কোটি টাকা ব্যয়ে ১৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ কাজ চলমান আছে। অত্যাধুনিক এ ভবনগুলো হাওরপাড়ের মানুষের শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।