সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে নদী জাদুকাটর পাড়কেটে অবৈধভাবে বালু উত্তোলনের সময় টাস্ক ফোর্সের আভিযানে বালুসহ ১৮ বলকেড (ছোট বড়) নৌকা জব্দ করে এবং জব্দকৃত বালু সরকারি টেক্স ভ্যাটসহ ১০ লাখ ৯ হাজার ১২৫ টাকায় উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবিরের নেতৃত্বে যাদুকাটা নদীর ঘাগটিয়া ও ঘাগড়ার কুর এলাকা থেকে ১০ হাজার ঘনফুট থেকে ১ হাজার ঘনফুট ধারণকৃত ১৮ বলকেড নৌকায় থাকা ৪৫ হাজার ঘনফুট বালু বালু জব্দ দেখিয়ে শুক্রবার রাত ৯টায় উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়।
আরও পড়ুন:নগরকান্দায় বালুভর্তি ট্রাকের ভারে ভেঙে পড়ল বেইলি ব্রিজ
সংশ্লিষ্টরা জানান, জব্দকৃত ১৮ নৌকাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ মামলায় মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই বিকাল ৩টা থেকে প্রায় ৬ ঘণ্টা অভিযান শেষে রাত ৯টার দিকে উন্মুক্ত নিলামে জব্দকৃত ৪৫ হাজার ঘনফুট বালু ১০ পার্সেন্ট ভ্যাট ও ৫ পার্সেন্ট টেক্সসহ সরকারি মূল্য ১২ টাকা নির্ধারণ করে নিলামের ওপেন ডাক দেয়া হয়। নিলামে স্থানীয় ১৯ জন ব্যবসায়ীর অংশ গ্রহণে মোদেরগাও গ্রামের জালাল উদ্দিনের ছেলে সোহাগ মিয়া প্রতি ঘনফুট বালু ১৯ টাকা ৫০ পয়সায় সর্বোচ্চ দরদাতা হিসেবে ১০ লাখ ৯ হাজার ১২৫ টাকায় নিলামের বালু কিনে নেয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির জানান, অবৈধ বালু পরিবহনের কাজে ব্যবহৃত বিভিন্ন নৌকাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ মামলায় মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং নৌকায় থাকা ৪৫ হাজার ঘনফুট বালু উন্মুক্ত নিলামে ১০ লাখ ৯ হাজার ১২৫ টাকায় বিক্রিয় করা হয়।
আরও পড়ুন: তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু তুলছেন ইউপি চেয়ারম্যান!
সুনামগঞ্জের জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।