বৃহস্পতিবার কোস্টগার্ড সদস্যরা সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাট জেলাধীন মোংলা উপজেলার ডাকাতিয়া খাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক দস্যুরা হলেন- খুলনা জেলার দিঘলিয়া উপজেলার উত্তরপাড়া এলাকার সুলতান শেখের ছেলে হোসেন শেখ (২৮) এবং একই গ্রামের নবির শেখের ছেলে রুবেল শেখ (২১)।
কোস্টগার্ড মোংলা পশ্চিম জোনের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বনদস্যু রফিক বাহিনীর সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা বৃহস্পতিবার সুন্দরবনের ডাকাতিয়া খাল এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে বনদস্যুদের আস্তানায় জিম্মি থাকা তিন জেলেকে উদ্ধার করে। এসয় দুটি রামদাসহ দুই বনদস্যুকে আটক করা হয়।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দস্যুরা কয়েকদিন আগে মুক্তিপণের দাবিতে ওই জেলেদের অপহরণ করে তাদের আস্তানায় জিম্মি রেখেছিল। আটক দস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।