নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক সেবনের টাকা না দেওয়ায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে।
রবিবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম নোয়াগাঁওয়ের গোবিন্দপুর এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে রিফাত পলাতক রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিফাত মাদকের জন্য বাবার কাছে টাকা চাইলে তিনি টাকা না দেওয়ায় দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রিফাত তার বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। আর ঘটনাস্থলে তার বাবার মৃত্যু হয়।
আরও পড়ুন: দুর্নীতি বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতগুলোকে ধ্বংস করেছে: শ্বেতপত্র
নিহতের ভাতিজা ইয়ামিন সুজন বলেন, ‘রিফাত মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছে। মাদকের টাকা না পেয়েই সে তার বাবাকে হত্যা করেছে।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, ‘রিফাতেকে আটকের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’