হবিগঞ্জে গত ২৪ ঘণ্টায় নদ-নদীর পানি কয়েক সেন্টিমিটার কমেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। প্রতি ঘণ্টায় ২ সেন্টিমিটার করে পানি কমছে।
শনিবার (২৪ আগস্ট) পাউবো কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, খোয়াই নদীর বাল্লা পয়েন্টে বিপৎসীমার ৪৪ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হলেও অপর দুটি পয়েন্ট শায়েস্তাগঞ্জ ও মাছুলিয়ায় নীচে নেমে গেছে।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অফিস সূত্র জানায়, জেলার একটি উপজেলা ও ৭টি ইউনিয়ন নতুনভাবে প্লাবিত হয়েছে। এ নিয়ে জেলার ৯টি উপজেলার মধ্যে ৬টি উপজেলার ২৯টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে। পানিবন্দি রয়েছে ১৬ হাজার ৪৪০টি পরিবার।
আরও পড়ুন: বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে 'দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা সমন্বয় সেল' গঠন
এতে ৬৫ হাজার ৫৬০ জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৫২টি আশ্রয়কেন্দ্রের মধ্যে ৭টি চালু রয়েছে। এতে আশ্রয় নিয়েছেন ১ হাজার ৯০ জন মানুষ।
দুর্গতদের জন্য ত্রাণ হিসেবে ৩৪১ টন চাল, ১ হাজার ৬৯০প্যাকেট শুকনো খাবার এবং নগদ ৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এদিকে বন্যায় জেলার ৩৭৩ হেক্টর রোপা আমন বীজতলা, ৬ হাজার ৭২৬ হেক্টর রোপা আমন, ১ হাজার ৯৪৫ হেক্টর আউশ ও ৪৬৮ হেক্টর শাকসবজির খেত নষ্ট হয়েছে।
আরও পড়ুন: হবিগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ