বছরের প্রথম দিন বই উৎসবের মধ্য দিয়ে এসব বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। আর এ উৎসবকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ব্যস্ত সময় পার করছেন শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, মাধ্যমিক, দাখিল ও ইবতেদায়ি পর্যায়ে চাহিদার শতভাগ বই পাওয়া গেছে। আর এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পর্যায়ে এ পর্যন্ত যথাক্রমে ৯২ ভাগ ও ৯৫ ভাগ বই পৌঁছেছে।
সূত্রের দেয়া তথ্য অনুযায়ী, মাধ্যমিকে বইয়ের চাহিদার ১৭ লাখ ৩১ হাজার ৬৮৯টি বই এর পুরোটাই এসে গেছে। দাখিলের চাহিদার ৪ লাখ ৪৭ হাজার ১৯৬ এর সবগুলো এসে গেছে। ইবতেদায়ি চাহিদার ২ লাখ ৯ হাজার ৩৬০ এর পুরোটাই পাওয়া গেছে। এসএসসি ভোকেশনালের চাহিদার ৪২ হাজার ৫৭৪ এর মধ্যে ২৬ ডিসেম্বর পর্যন্ত এসেছে ৩৮ হাজার ৯৫৬টি বই ও দাখিল ভোকেশনাল এ চাহিদার ১ হাজার ১৪৫টির মধ্যে ১ হাজার ৮৫টি বই এসেছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকরর্তা মোহাম্মদ সাইফুল মালেক বলেন, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পর্যায়ে কিছু বই বাকি রয়েছে। আশা করছি সেগুলো যথা সময়ে পাওয়া যাবে। বিদ্যালয়গুলোতে বই পাঠানোর কাজও শেষ পর্যায়ে। বছরের প্রথম দিন বই উৎসবে শিক্ষার্থীদের হাতে এসব বই তুলে দেয়া হবে।
এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, জেলার ৭০৫টি প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়ে শতভাগ বই পৌঁছে গেছে। এসব বিদ্যালয়ে ১০ লাখ ১৪ হাজার ৫২৫টি বইয়ের চাহিদা ছিল। এরই মধ্যে বিদ্যালয়গুলোতে বই পৌঁছে গেছে। নির্দিষ্ট দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে।