চট্টগ্রামের যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান মেগা মোটরসের অর্থ আত্মসাতের একটি মামলায় হাজিরার জন্য দুপুর ১টার দিকে কড়া পুলিশি নিরাপত্তায় তাকেচট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৫ সারোয়ার জাহানের আদালতে হাজির করা হয়।
এর আগে শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে সাহেদকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয় বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলার রফিকুল ইসলাম।
মামলা সূত্রে জানা গেছে, ঢাকায় রুটপারমিট পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে গাড়ির যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান মেগা মোটরস থেকে ৯১ লাখ টাকা হাতিয়ে নেয় সাহেদ। গত ১৩ জুলাই চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় একটি মামলা হয়। ওই মামলায় হাজিরার জন্য সাহেদকে চট্টগ্রামে আনা হয়েছে।
প্রসঙ্গত, সাহেদ করিম ঢাকার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে চিকিৎসার নামে প্রতারণা করে আলোচনায় আসার পর গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে করোনা পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগ রয়েছে।
এদিকে অস্ত্র মামলায় গত ২৮ সেপ্টেম্বর সাহেদ করিমকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েস মামলা দায়েরের মাত্র দুই মাস পরে এ রায় দেন।
রায়ে মামলার আরেকটি ধারায় সাহেদকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
গত ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।