সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে ‘শোন অ্যারেস্ট’-এর আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এর ফলে তিনি জামিনে মুক্তি পেয়েছেন।
সোমবার (৫ মে) শুনানি শেষে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক শরিফুল হক এ রায় দেন।
তার নামে নতুন কোনো মামলা না থাকায় অ্যাডভোকেট মাহফুজের জামিনে মুক্তির বিষয়ে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন আদালতের এপিপি অ্যাডভোকেট ওয়াহিদুর রহমান।
এদিন অ্যাডভোকেট মাহফুজুর রহমানের পক্ষে শুনানিতে অংশ নেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, সাধারণ সম্পাদক জোবায়ের বখত জুবের, সাবেক সভাপতি অ্যাডভোকেট শামসুল হক, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল), বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিনসহ ৩০ থেকে ৪০ জন আইনজীবী।
আরও পড়ুন: শার্শার আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৭
বিস্ফোরক আইনে হওয়া মামলায় গত বৃহস্পতিবার (২ মে) ভোরে নগরীর শেখঘাট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গ্রেপ্তারের পর ওই দিন দুপুরেই মাহফুজুর রহমানকে আদালতে তোলা হলে আদালতের বিচারক শরিফুল হক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ সময় তার আইনজীবী জামিন আবেদন করলে আদালত শুনানির জন্য রবিবার দিন ধার্য করেন।
রবিবার (৪ মে) শুনানি শেষে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মো. সগির আহমদ তার জামিন মঞ্জুর করেন। কিন্তু এই মামলায় জামিন মঞ্জুরের পর কোতোয়ালি থানা পুলিশ তাকে অপর একটি মামলায় শোন অ্যারেস্টের জন্য আবেদন করে। ফলে তিনি জামিন পেলেও রবিবার জেল থেকে ছাড়া পাননি।
আরও পড়ুন: যশোরে আ.লীগ নেতাদের বাড়িতে বাড়িতে পুলিশি অভিযান
এরপর গতকাল (সোমবার) আবারও শুনানি শেষে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক শরিফুল হক পুলিশের শোন অ্যারেস্ট দেখানোর আবেদন নাকচ করে দিয়ে তার জামিন বহাল রাখেন।