পরিবেশ-ও-কৃষি
বায়ুদূষণে ফের শীর্ষ পাঁচে লাহোর ও দিল্লি, ঢাকার বাতাস ‘মাঝারি’
টানা কয়েকদিন ধরেই ঢাকার বাতাসে দূষণের মাত্রা কিছুটা কম। শহরটির বাতাসের মান ছিল‘মাঝারি’। আজ সাপ্তাহিক ছুটির দিনেও সেই ধারা অব্যাহত রয়েছে। তবে আবারও বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষ পাঁচে উঠে এসেছে পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি।
শুক্রবার (২২ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ৬৬। বায়ুমান সূচক অনুযায়ী, এই স্কোর নিয়ে বাতাসের মান ‘মাঝারি’ বলে গণ্য করা হয়।
গতকাল একই সময়ে ঢাকার স্কোর ছিল ৬৪। তার আগের দিন বুধবারও একই স্কোর নিয়ে ‘মাঝারি’ পর্যায়ে ছিল ঢাকার বাতাস।
সাধারণত বর্ষাকালে ঢাকার বাতাসের মানে ইতিবাচক পরিবর্তন দেখা যায়। গত কয়েকদিন ধরে টানা না হলেও কমবেশি বৃষ্টি ঝরেই চলেছে ঢাকাতে। যে কারণে বাতাসে দূষণের মাত্রা তুলনামূলক কম রয়েছে।
আরও পড়ুন: বায়ুদূষণে শীর্ষে জাকার্তা, ঢাকার বাতাস ‘মাঝারি’
তবে ঢাকার মতোই দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণের শীর্ষে থাকা লাহোর ও দিল্লির বাতাসে লক্ষণীয় অবনতি দেখা গেছে। শহর দুটির বাতাস বাসিন্দাদের জন্য ‘অস্বাস্থ্যকর হয়ে উঠেছে।
আজ ১৫৫ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে লাহোর এবং ১৫৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে দিল্লি।
একই সময়ে আজ তালিকার শীর্ষে রয়েছে বাহরাইনের মানামা, একিউআই স্কোর ২৪২। অন্যদিকে, ২২৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কাতারের দোহা। সেই সঙ্গে গতকাল শীর্ষে থাকলেও ১৬৩ স্কোর নিয়ে আজ তালিকার তৃতীয় স্থানে রয়েছে উগান্ডার কাম্পালা।
কণা দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। আর স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
তবে এই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
১২৯ দিন আগে
বায়ুদূষণে শীর্ষে জাকার্তা, ঢাকার বাতাস ‘মাঝারি’
বায়ুদূষণে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার প্রায়ই প্রথম দিকে থাকতে দেখা যাচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তাকে। আজ এই তালিকার শীর্ষে উঠে এসেছে শহরটি। কম বৃষ্টিপাত, যানবাহন ও শিল্প কারখানার বিষাক্ত ধোঁয়া ও খোলা পরিবেশে বিভিন্ন জিনিসপত্র জ্বালানোর কারণে জার্কাতার বায়ুদূষণের মাত্রা বাড়ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আইকিউএয়ার।
বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ১৭১ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে অবস্থান করছিল জাকার্তা। বায়ুমান সূচক অনুযায়ী, এই স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
আইকিউএয়ার বলছে, সাধারণত জুন থেকে ডিসেম্বর পর্যন্ত জাকার্তার আবহাওয়া শুষ্ক থাকে। এ সময় শহরটির বায়ুদূষণের মান বাড়তে দেখা যায়।
একই সময়ে ১৫২ ও ১৪৩ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে উগান্ডার কাম্পালা ও কঙ্গোর কিনশাসা।
এদিকে, ঢাকার বাতাসের মান আজও ‘মাঝারি’ পর্যায়ে থাকলেও গতকালের তুলনায় দূষণের মান কিছুটা কমেছে। গতকাল এই সময়ে ঢাকার একিউআই স্কোর ছিল ৭৫। আজ কিছুটা কমে সেটি হয়েছে ৬৪। এই স্কোর নিয়ে দূষণে শীর্ষ শহরগুলোর মধ্যে ২৯তম স্থানে রয়েছে ঢাকা।
আরও পড়ুন: বায়ুদূষণে শীর্ষ দশে উঠে এসেছে মাদ্রিদ, ঢাকার আরও অবনতি
সকাল থেকেই রাজধানীতে ঝিরিঝিরি বৃষ্টি ঝরছিল। এর প্রভাবে গতকালের তুলনায় আজ বাতাসের মানে কিছুটা উন্নতি দেখা দিয়েছে। তবে এখনো তা স্বাস্থ্যকর হয়ে উঠতে পারেনি।
কণা দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। আর স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
তবে এই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
১৩১ দিন আগে
বায়ুদূষণে শীর্ষ দশে উঠে এসেছে মাদ্রিদ, ঢাকার আরও অবনতি
তিন দিন ধরে ঢাকার বাতাসের মান ‘মাঝারি’ থাকলেও প্রতি দিনই বেড়ে চলেছে দূষণের পরিমাণ, আজও তার ব্যতিক্রম হয়নি। তবে গত কয়েকদিনের মধ্যে উল্লেখযোগ্য খবর হলো, ইউরোপের শহর মাদ্রিদের বাতাসে হঠাৎ করে দূষণ বেড়ে গেছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় মাদ্রিদের বাতাসের এইকিউআই সূচক ছিল ১১১, আইকিউএয়ারের শ্রেণিমান অনুযায়ী যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। এই স্কোর নিয়ে দূষণে শীর্ষ শহরগুলোর তালিকার ষষ্ঠ স্থানে উঠে এসেছে স্পেনের রাজধানী।
ভূমধ্যসাগরের তীরবর্তী ইউরোপীয় দেশগুলোর বাতাস বছরের অধিকাংশ সময়ই পরিচ্ছন্ন থাকে। প্রায় সবসময় স্বাস্থ্যকর বাতাসে শ্বাস নেওয়া ইউরোপীয়দের জন্য মাদ্রিদের আজকের বায়ুদূষণ তাই বড় খবরই বটে।
আইকিউ এয়ার এক প্রতিবেদনে বলেছে, সাহারা মরুভূমির ধুলার কারণে ওই অঞ্চলের বায়ুমান প্রভাবিত হচ্ছে। তাছাড়া স্পেনের উত্তর-পশ্চিম এবং পর্তুগালের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। সেসব আগুন থেকে সৃষ্ট ধোঁয়া ওই অঞ্চলসহ মধ্য স্পেনের বাতাসের মানে প্রভাব ফেলেছে। অনেক শহরের বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ এমনকি ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে নেমে গেছে।
তবে আজ সকালে সবচেয়ে বেশি খারাপ কঙ্গোর কিনশাসার বাতাস। ১৬৭ একিউআই স্কোর থাকা কিনশাসার বাসিন্দারা ‘অস্বাস্থ্যকর’ বাতাসে শ্বাস নিচ্ছেন। ১৫৩, ১৩৯, ১২২ ও ১১২ স্কোর নিয়ে তার পরের চারটি স্থানে ছিল যথাক্রমে ইন্দোনেশিয়ার জাকার্তা, বাহরাইনের মানামা, ভারতের দিল্লি ও উগান্ডার কাম্পালা।
আরও পড়ুন: আন্তঃদেশীয় বায়ুদূষণ রোধে মাথা ব্যথা নেই সরকারের
অন্যদিকে, ঢাকার বাতাসের মান ‘মাঝারি’ থাকলেও প্রতি দিনই একটু একটু করে দূষণ বাড়ছে। রবিবার সকালে রাজধানী ঢাকার বাতাসে দূষণ-মান ছিল ৫০, গতকাল সোমবার তা বেড়ে হয় ৬৬, আর আজ তা আরও একটু বেড়ে ৭৫-এ উন্নীত হয়েছে। এই স্কোর নিয়ে দূষণে শীর্ষ শহরগুলোর মধ্যে ১৯তম স্থান দখল করেছে ঢাকা।
কণা দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। আর স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
তবে এই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
১৩২ দিন আগে
ঢাকার বাতাসের মান আজ ‘মাঝারি’
আজ সোমবার, সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস। আজ সকালে ঢাকার আকাশে উঁকি দিয়েছে রোদ। বৃষ্টি কমে রোদ উঠতেই ঢাকার বাতাসের মানে অবনতি দেখা গেছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ৬৬। বায়ুমান সূচক অনুযায়ী, এই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত হয়েছে।
গতকাল একই সময়ে ঢাকার বাতাসের মান ছিল ‘ভালো’, দূষণ-মান ছিল ৫০। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার ৭৪তম স্থানে নেমে গিয়েছিল ঢাকা। তবে আজ আবার তালিকার ২৬তম স্থানে উঠে এসেছে শহরটি।
এদিকে, গতকালের তুলনায় পাকিস্তানের লাহোরের বাতাসের মানে উন্নতি দেখা গেছে। ৮৩ স্কোর নিয়ে তালিকার ১২ তম স্থানে রয়েছে লাহোর। তবে ভারতের দিল্লির বায়ুদূষণ আজও অব্যাহত রয়েছে। ১২৩ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে দিল্লি।
একই সময়ে ১৬৬ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে সৌদি আরবের রিয়াদ এবং ১৪৯ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা।
আরও পড়ুন: ঢাকার বায়ুমানে আজ ভোরের বৃষ্টির প্রভাব
কণা দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। আর স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
তবে এই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
১৩৩ দিন আগে
ঢাকার বায়ুমানে আজ ভোরের বৃষ্টির প্রভাব
গতকাল দিনের বেশিরভাগটা রৌদ্রজ্জ্বল থাকলেও ভোরের দিকে বৃষ্টি হয়েছে ঢাকায়, সকালেও যে ধারা অব্যাহত ছিল। আর বৃষ্টির প্রভাবে সকালে ঢাকার বাতাসের মানে লক্ষণীয় উন্নতি দেখা গেছে।
সপ্তাহের প্রথম কর্মদিবসে সড়কে যানজট ও কর্মব্যস্ত মানুষের ভিড় থাকলেও ঢাকার বাতাস আজ ‘ভালো’ হয়ে উঠেছে। রবিবার (১৭ আগস্ট) সকালে সাড়ে ৯টার দিকে ঢাকার বাতাসের দূষণ-মান ছিল ৫০। বায়ুমান সূচক অনুযায়ী এই স্কোর ‘ভালো’ হিসেবে শ্রেণিবদ্ধ হয়েছে।
এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার ৭৪তম স্থানে নেমে এসেছে ঢাকা। অথচ গতকাল এই সময়ে ১২২ একিউআই স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরগুলোর তালিকার অষ্টম স্থানে উঠে গিয়েছিল রাজধানী শহর।
এদিকে, আজও দূষিত শহরের তালিকার শীর্ষ পাঁচে রয়েছে পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি। তবে গতকাল সকালের চেয়ে আজ শহরদুটির দূষণ অনেকটা কমেছে। এ ছাড়া গত দুদিনের মতো আজও বাতাসের মানেও তাদের কাছাকাছি থাকতে দেখা গেছে। যেখানে ১০২ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে দিল্লি, সেখানে ৯৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে লাহোর। গতকাল এই সময়ে লাহোরের ১৫৯ এবং দিল্লির বাতাসে দূষণের স্কোর ছিল ১৫২।
আরও পড়ুন: দিল্লি লাহোরের আরও অবনতি, ঢাকার বাতাসে ‘লক্ষণীয়’ দূষণ
একই সময়ে ১৫৮ স্কোর নিয়ে আজও তালিকার শীর্ষে রয়েছে কঙ্গোর কিনশাসা। ১২৪ ও ১০৯ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার দুই শহর— জাকার্তা ও মেদান।
কণা দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। আর স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
তবে এই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
১৩৪ দিন আগে
দিল্লি লাহোরের আরও অবনতি, ঢাকার বাতাসে ‘লক্ষণীয়’ দূষণ
বেশ কিছুদিন ধরে বাতাসের মান ‘মাঝারি’ শ্রেণিতে থাকলেও গতকাল শুক্রবার লাহোরের মতো দিল্লির বাতাসও দূষণে শীর্ষ পাঁচ শহরের মধ্যে জায়গা করে নিয়েছিল। তবে এক দিন না যেতেই সেই অবস্থার আরও অবনতি হয়েছে। সেই সঙ্গে ঢাকার বাতাসের মানেও দূষণ বেড়েছে লক্ষণীয়ভাবে।
শনিবার (১৬ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে বায়ুদূষণে শীর্ষ শহরগুলোর তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল লাহোর ও দিল্লি। শহরদুটির বাতাসে দূষণের সূচক ছিল যথাক্রমে ১৫৯ ও ১৫২, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ। অথচ, গতকাল চতুর্থ ও পঞ্চম স্থানে থেকেও এদের বাতাসে দূষণের মাত্রা ছিল ১২৮ ও ১২৭, যা কেবল ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।
গতকালের মতো আজও বায়ুদূষণে শীর্ষ শহর হিসেবে সবার উপরে রয়েছে কঙ্গোর কিনশাসা। তবে গতকালের তুলনায় এই শহরটিরও দূষণ বেড়েছে, ১৭০-এর জায়গায় আজ কিনশাসার একিউআই স্কোর বেড়ে দাঁড়িয়েছে ১৮৩-তে।
একই সময়ে ঢাকার অবনতি চোখে পড়ার মতো। গতকাল সকালের এই সময়ে ঢাকার বাতাসের দূষণ-মান ছিল ৭৮। ‘মাঝারি’ মাত্রার দূষণ নিয়ে দূষিত শহরগুলোর তালিকার ২২তম স্থানে থাকা ঢাকা আজ উঠে এসেছে অষ্টম স্থানে, আর একিউআই স্কোর বেড়ে দাঁড়িয়েছে ১২২-এ।
আরও পড়ুন: দূষণের শীর্ষ পাঁচে লাহোর, দিল্লি, ঢাকার বাতাস ‘মাঝারি’
বর্ষা মৌসুম শেষ হতে চলায় ধীরে ধীরে দূষণও ফিরছে ঢাকার বাতাসে। সেই ধারা অব্যাহত রেখেই গত কয়েকদিন বায়ুমানে পতন দেখছে ঢাকাবাসী।
কণা দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। আর স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
তবে এই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
১৩৫ দিন আগে
দূষণের শীর্ষ পাঁচে লাহোর, দিল্লি, ঢাকার বাতাস ‘মাঝারি’
থেমে থেমে বৃষ্টি ও রোদ হওয়ায় গত কয়েকদিন ধরেই ঢাকার বাতাস ‘মাঝারি’ অবস্থানে রয়েছে। আজও তার ব্যতিক্রম হয়নি। তবে দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষ পাঁচে স্থান করে নিয়েছে ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোর।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে ঢাকার বাতাসের একিউআই সূচক ছিল ৭৮, যা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত। এই স্কোর নিয়ে ঢাকার স্থান ছিল তালিকার ২২ নম্বরে।
অপরদিকে, বেশ কিছুদিন পর দূষণে শীর্ষ শহরগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে দিল্লি। একই সময়ে শহরটির স্কোর ছিল ১২৭, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। তবে দিল্লির চেয়ে বেশি দূষণ ছিল লাহোরের বাতাসে। ১২৮ একিউআই স্কোর নিয়ে দিল্লির ঠিক উপরে, অর্থাৎ চতুর্থ স্থানে ছিল লাহোর।
এই সময়ে ১৩৯, ১৫৩ ও ১৭০ একিউআই স্কোর নিয়ে তাদের উপরে ছিল যথাক্রমে উগান্ডার কাম্পালা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও কঙ্গোর কিনশাসা।
এদিন, কানাডার টরন্টোর বাতাসেও দূষণ ছিল লক্ষণীয়। ১০৩ একিউআই স্কোর নিয়ে শহরটির অবস্থান ছিল শীর্ষ সাতে।
আরও পড়ুন: ঢাকার বাতাস আজও ‘মাঝারি’
কণা দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। আর স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
তবে এই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
১৩৬ দিন আগে
বৈশ্বিক প্লাস্টিক দূষণ চুক্তির খসড়া প্রত্যাখ্যান, কঠোর পদক্ষেপের আহ্বান বাংলাদেশের
সম্প্রতি প্লাস্টিক দূষণ রোধে প্রস্তাবিত ‘গ্লোবাল প্লাস্টিক দূষণ চুক্তি’র সর্বশেষ খসড়াকে দুর্বল আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। সেই সঙ্গে প্লাস্টিক দূষণ রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) সুইজারল্যান্ডের জেনেভার অনুষ্ঠিত প্লাস্টিক দূষণবিষয়ক আন্তঃসরকারি আলোচনাসভার (আইএনসি ৫.২) দ্বিতীয় পর্বে নিজেদের অবস্থান স্পষ্ট করে বাংলাদেশ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ মনে করে, প্রস্তাবিত খসড়াটি জাতিসংঘ পরিবেশ পরিষদের প্রস্তাব ৫/১৪ অনুসারে প্লাস্টিক দূষণ বন্ধে আন্তর্জাতিকভাবে আইনি বাধ্যতামূলক চুক্তি প্রণয়নের যে ম্যান্ডেট রয়েছে, তা পূরণে ব্যর্থ।
পরিবেশ মন্ত্রণালয়ের মতে, খসড়াটি দুর্বল ও অপর্যাপ্ত। এতে সরবরাহপক্ষীয় পদক্ষেপ বাদ দেওয়া হয়েছে। প্লাস্টিকের পূর্ণ জীবনচক্র, স্বাস্থ্যগত প্রভাব, ক্ষতিকর রাসায়নিক, বর্জ্য ব্যবস্থার অগ্রাধিকার ও আন্তঃসীমান্ত দূষণ রোধে বাধ্যতামূলক ব্যবস্থা এতে অন্তর্ভুক্ত নয়। এমনকি কার্যকর বাস্তবায়নের জন্য নির্ভরযোগ্য উপায়ও এতে নেই, বরং জটিল ও স্বেচ্ছাসেবী পদ্ধতির ওপর খসড়াটি নির্ভর করছে, যা বৈশ্বিক সংকটের গুরুত্ব উপেক্ষা করে।
বাংলাদেশ জোর দিয়ে বলেছে, চুক্তির মূল অংশে প্লাস্টিকের ক্ষতিকর রাসায়নিক, নিঃসরণ ও প্রাথমিক উৎপাদন নিয়ন্ত্রণ অন্তর্ভুক্ত থাকতে হবে। এই খসড়া মানবস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় কার্যত কিছুই করে না; এটি কেবল বর্জ্য ব্যবস্থাপনার কাঠামো যা উৎপাদকদের দায়মুক্ত রাখে এবং সবচেয়ে ক্ষতিকর প্লাস্টিক পণ্য বন্ধে কোনো বাধ্যতামূলক পদক্ষেপ দেয় না।
আরও পড়ুন: মূল ভূখণ্ডের ২০ শতাংশে উন্নীত করা হবে বনভূমি: পরিবেশ উপদেষ্টা
অর্থবহ সংশোধন ছাড়া খসড়াটি সমর্থনযোগ্য নয় বলেও স্পষ্ট করেছে বাংলাদেশ এবং জাতিসংঘ পরিবেশ পরিষদের ম্যান্ডেট অনুযায়ী উচ্চাকাঙ্ক্ষা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
এদিকে, বুধবার আরেক অনুষ্ঠানে প্লাস্টিক দূষণ মোকাবিলায় শক্তিশালী বৈশ্বিক অংশীদারত্ব ও লক্ষ্যভিত্তিক সম্পদের আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
জেনেভায় অনুষ্ঠিত আইএনসি-৫.২-এর এক অনানুষ্ঠানিক মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে তিনি নিম্নপ্রবাহী দেশ হিসেবে বাংলাদেশের ঝুঁকির কথা তুলে ধরে আন্তঃসীমান্ত প্লাস্টিক দূষণ মোকাবিলায় বৈশ্বিক কাঠামোর প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
এ সময় সার্কুলার অর্থনীতি মডেল প্রচার, বর্জ্য ব্যবস্থাপনার ফাঁকফোকর বন্ধ, টেকসই পণ্যের নকশা উন্নয়ন এবং বর্জ্য খাতের শ্রমিকদের জন্য ন্যায়সঙ্গত রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিবেশ ও স্বাস্থ্য উভয় ক্ষেত্রেই প্লাস্টিক দূষণের প্রভাব তুলে ধরে ক্ষতিকর প্লাস্টিক ব্যবহার পর্যায়ক্রমে বন্ধে উচ্চাভিলাষী ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান রিজওয়ানা হাসান।
১৩৭ দিন আগে
ঢাকার বাতাস আজও ‘মাঝারি’
রাতের পর সকালেও রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি ঝরছে। এতে গতকালের তুলনায় শহরটির বায়ুদূষণের মাত্রা কিছুটা বাড়লেও তা সহনীয় পর্যায়ে রয়েছে। আজও ‘মাঝারি’ পর্যায়েই রয়েছে ঢাকার বাতাসের মান।
বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ৭০। বায়ুমান সূচক অনুযায়ী এই স্কোর নিয়ে শহরটির বাতাস ‘মাঝারি’ শ্রেণিবদ্ধ হয়েছে। একই সঙ্গে বিশ্বের দুষিত বাতাসের শহরের তালিকার ২৮তম স্থানে রয়েছে ঢাকা।
গতকাল একই সময়ে ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ৬০। এই স্কোর নিয়ে তালিকার ৪৩তম স্থানে ছিল ঢাকা। সে তুলনায় ঢাকার বাতাসে মানে আজ বৃষ্টি সত্ত্বেও অবনতি হয়েছে। তবে দূষণের মাত্রা খুব বেশি বাড়েনি, ‘মাঝারি’ পর্যায়েই রয়েছে।
এদিকে, আবারও দূষিত শহরের তালিকার শীর্ষ দশে উঠে এসেছে পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি। শহর দুটি প্রায়ই এই তালিকার প্রথম দিকে থাকে, আজও তার ব্যতিক্রম ঘটেনি। আজ ১৩২ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে লাহোর এবং ১১২ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে দিল্লি।
আরও পড়ুন: বায়ুদূষণের শীর্ষে আজ জেরুজালেম, ঢাকায় কী অবস্থা
একই সময়ে আজ তালিকার শীর্ষে রয়েছে ইরাকের বাগদাদ, শহরটির একিউআই স্কোর ১৭২। এ ছাড়া ১৬২ ও ১৫৬ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা ও সৌদি আরবের রিয়াদ।
কণা দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। আর স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
তবে এই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
১৩৮ দিন আগে
বায়ুদূষণের শীর্ষে আজ জেরুজালেম, ঢাকায় কী অবস্থা
আজ সোমবার, সপ্তাহের তৃতীয় কর্মদিবস। রাজধানী ঢাকাতে আজ বৃষ্টির পূর্বাভাস থাকলেও সকাল থেকেই রোদঝলমলে আবহাওয়া, তাপমাত্রাও কিছুটা বেশি অনুভূত হয়েছে। তবে এর মধ্যেও ঢাকার বাতাসে দূষণের মাত্রা অনেকটা কম বলে জানিয়েছে বাতাসের দূষণের মান নির্ধারণকারী সংস্থা আইকিউএয়ার।
সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার বাতাসের একিউআই সূচক ছিল ৫৩। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার ৬৭তম স্থানে নেমে এসেছিল ঢাকা।
এদিকে, এই তালিকার শীর্ষে সাধারণত আফ্রিকান বা দক্ষিণ এশিয়ার কোনো শহর থাকলেও আজ শীর্ষে রয়েছে ইসরায়েলের জেরুজালেম। শহরটির একিউআই স্কোর ২৩২— যার মানে শহরটির বাতাস হয়ে উঠেছে ‘খুব অস্বাস্থ্যকর’। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ইরাকের বাগদাদ ও কঙ্গোর কিনশাসা। স্কোর যথাক্রমে ১৮২ ও ১৬৫।
অন্যদিকে, বায়ুমান সূচক অনুযায়ী ঢাকার স্কোর ‘মাঝারি’ শ্রেণিভুক্ত হলেও শহরটির বাতাসের মান ভালো হয়ে ওঠার খুব কাছাকাছি। গতকাল সকালের দিকে ৫০ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘ভালো’ হয়ে উঠেছিল। সে তুলনায় আজ সামান্য অবনতি হলেও খুব বেশি অস্বাস্থ্যকর হয়ে ওঠেনি শহরটির বাতাস।
আরও পড়ুন: ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
তবে গতকাল ৯০ স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকার নিচের দিকে থাকলেও আজ শীর্ষ দশে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। ১৪৪ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে শহরটি। অন্যদিকে, গতকালের চেয়ে আজ ভারতের দিল্লির বাতাসের দূষণ কমেছে। ৭৭ স্কোর নিয়ে ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে শহরটির বাতাস।
কণা দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। আর স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
তবে এই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
১৪০ দিন আগে