পরিবেশ-ও-কৃষি
রাতভর বৃষ্টিতে ঢাকার বাতাসে উন্নতি
রাতভর ও সকালের বৃষ্টিতে ঢাকার বাতাসের মানে লক্ষণীয় উন্নতি দেখা গেছে। শহরটির বাতাসের বায়ুদূষণের মান অনেকটা কমেছে। একই সময়ে দূষিত বাতাসের শহরের তালিকার দিকে প্রথম দিকে থাকা পাকিস্তানের লাহোরের বাতাস আজ স্বাস্থ্যকর হয়েছে উঠেছে। উন্নতি দেখা দিয়েছে ভারতের দিল্লির বাতাসেও।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ৫৮। যদিও বায়ুমান সূচক অনুযায়ী এটি ‘মাঝারি’ বলে গণ্য করা হয়। তবে এই স্কোর ০ থেকে ৫০ এর মধ্যে হলে তা ‘ভালো’ হিসেবে শ্রেণিবদ্ধ হয়।
তাই বলা চলে, বৃষ্টির প্রভাবে ঢাকার বাতাসের মান স্বাস্থ্যকর হয়ে ওঠার খুব কাছাকাছি চলে এসেছে।
গতকাল একই সময়ে ঢাকার বাতাসের একিইআই স্কোর ছিল ৭৭। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার ২০তম স্থানে ছিল ঢাকা। তবে আজ শহরটি তালিকার ৫৫তম স্থানে চলে এসেছে।
এদিকে, গতকাল দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষ দশে থাকলেও আজ লাহোর আর দিল্লির বাতাসের মানেও উন্নতি হয়েছে। গতকাল ‘মাঝারি’ পর্যায়ে থাকলেও আজ লাহোরের বাতাস হয়ে উঠেছে ‘ভালো’, স্কোর ছিল ৩৯। অন্যদিকে, ৬০ স্কোর নিয়ে তালিকার ৪৭তম স্থানে রয়েছে দিল্লি।
একই সময়ে ১৫৩ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে উগান্ডার কাম্পালা। ১৫২ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা ও যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস।
কণা দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। আর স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
তবে এই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
আরও পড়ুন: কিছুটা উন্নতি হলেও আজও ‘মাঝারি’ ঢাকার বাতাস
ঢাকার বায়ুদূষণ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম জানান, ‘হিমালয় থেকে, আবার ভারত, পাকিস্তান, নেপাল ও চীনের একটি অংশ থেকে দূষণ বাংলাদেশে আসে। এতে পুরো বাংলাদেশের ওপর দূষণ ছড়িয়ে পড়ে। শীতকালে এটা বেশি আসে।’
ড. আবদুস সালাম বলেন, ‘পার্টিকেল যত ফাইনেস্ট (সূক্ষ্ম) হবে, তত বেশি সময় ধরে তা বাতাসে ভেসে বেড়াতে ও দ্রুত ভ্রমণ করতে পারবে।’
তিনি আরও বলেন, ‘শীতকালে প্রতিবেশী দেশগুলো থেকে এ দূষণ বাংলাদেশে আসে। বর্ষাকালে কিছু জিনিস বাংলাদেশ থেকে ভারতে যায়। বাংলাদেশে যদি ১০০ শতাংশ বায়ুদূষণ থাকে, তার ৩০ থেকে ৩৫ শতাংশ আসে বাইরের দেশ থেকে।’
১৫১ দিন আগে
কিছুটা উন্নতি হলেও আজও ‘মাঝারি’ ঢাকার বাতাস
রাতের বৃষ্টির পর আজ সকালে ঢাকার আবহাওয়া ছিল বেশ স্নিগ্ধ। সহনীয় তাপমাত্রা, মেঘলা আকাশ আর মৃদু ঠান্ডা বাতাস। সেই সঙ্গে ঢাকার বায়ুদুষণও আজ ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে। গতকালের তুলনায় আজ ঢাকার বাতাসের মানে খুব বেশি না হলেও উন্নতি হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার বাতাসের একিইআই স্কোর ছিল ৭৭। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার ২০তম স্থানে রয়েছে ঢাকা। এই সময়ে ঢাকার বাতাসের মান দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের চেয়েও ভালো। শহরটির স্কোর ৭৯।
গতকাল একই সময়ে ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ৮৬। বায়ুমান সূচক অনুযায়ী দুদিনের বাতাসের মানই ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে। তবে আজ গতকালের থেকে কিছুটা উন্নতি হলেও খুব বেশি স্বাস্থ্যকর নয়।
এদিকে, দূষিত বাতাসের শহরের তালিকায় আবারও শীর্ষ দশে চলে এসেছে ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোর। অবশ্য একিউআই স্কোরের দিক থেকে ঢাকার মতোই দূষণের মাত্রা ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে। লাহোরের স্কোর ৯৯ এবং দিল্লির স্কোর ৯০।
একই সময়ে আজ আরও একবার শীর্ষ দূষিত বাতাসের শহর কঙ্গোর কিনশাসা। শহরটির একিউআই স্কোর ১৯১। এরপর ১৬২ ও ১৬০ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই।
কণা দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। আর স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
আরও পড়ুন: ঢাকার বাতাস আজও ‘মাঝারি’
তবে এই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
ঢাকার বায়ুদূষণ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম জানান, ‘হিমালয় থেকে, আবার ভারত, পাকিস্তান, নেপাল ও চীনের একটি অংশ থেকে দূষণ বাংলাদেশে আসে। এতে পুরো বাংলাদেশের ওপর দূষণ ছড়িয়ে পড়ে। শীতকালে এটা বেশি আসে।’
ড. আবদুস সালাম বলেন, ‘পার্টিকেল যত ফাইনেস্ট (সূক্ষ্ম) হবে, তত বেশি সময় ধরে তা বাতাসে ভেসে বেড়াতে ও দ্রুত ভ্রমণ করতে পারবে।’
তিনি আরও বলেন, ‘শীতকালে প্রতিবেশী দেশগুলো থেকে এ দূষণ বাংলাদেশে আসে। বর্ষাকালে কিছু জিনিস বাংলাদেশ থেকে ভারতে যায়। বাংলাদেশে যদি ১০০ শতাংশ বায়ুদূষণ থাকে, তার ৩০ থেকে ৩৫ শতাংশ আসে বাইরের দেশ থেকে।’
১৫২ দিন আগে
ঢাকার বাতাস আজও ‘মাঝারি’
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকার কারণে গত কয়েকদিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছিল। আজ সকালে ঢাকার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাত বন্ধ রয়েছে। গতকাল বৃষ্টির মধ্যেও ঢাকার বাতাসের মানে অবনতি দেখা গিয়েছিল, আজ তা থেকে কিছুটা উন্নতি হলেও খুব বেশি স্বাস্থ্যকর নয়।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ৮৬। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার ২০তম স্থানে রয়েছে ঢাকা। গতকাল একই সময়ে শহরটির স্কোর ছিল ৯২।
বায়ুমান সূচক অনুযায়ী দুদিনের বাতাসের মানই ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে। তবে আজ ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হয়ে ওঠা থেকে বেশি দূরে নেই এই স্কোর।
বর্ষাকালে ঢাকার বাতাসের মানে যে পরিবর্তন দেখা যায়, মাঝেমধ্যেই তার ব্যতিক্রম দেখা দিচ্ছে। বৃষ্টিতেও ঢাকার বায়ুদূষণ কমছে না লক্ষণীয়ভাবে।
রাজধানী ঢাকা বিশ্বের জনবহুল শহরগুলোর মধ্যে অন্যতম। বিশ্বে তৃতীয় মেগাসিটি হিসেবে পরিচিত ঢাকা। তবে ঢাকায় ঘনবসতির সঙ্গে ব্যস্তানুপাতিক হারে কমেছে সবুজায়ন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পরিবেশ বিভাগের তথ্যমতে, ঢাকার বনভূমির পরিমাণ এখন ৬ শতাংশের নিচে। এ কারণে যানবাহন ও কলকারাখানার বিষাক্ত বাতাস শোষণ কম হচ্ছে, যা বায়ুদুষণ বাড়িয়ে তুলছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
এদিকে, টানা কয়েকদিন ধরে দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষ তিনে আফ্রিকার কোনো না কোনো শহর থাকলেও আজ তার ব্যতিক্রম দেখা গেছে। আজ মধ্যপ্রাচের দুটি শহর ও এশিয়ার একটি শহর রয়েছে তালিকার শীর্ষে।
আরও পড়ুন: টানা বৃষ্টিতেও ঢাকার বাতাসের মানে ফের অবনতি
২১৬ স্কোর নিয়ে আজ তালিকার শীর্ষে রয়েছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি। অন্যদিকে, ১৭৪ ও ১৭১ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রযেছে ভিয়েতনামরে হ্যানয় ও কাতারের দোহা।
কণা দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। আর স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
তবে এই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
১৫৩ দিন আগে
আবহাওয়ার পূর্বাভাস: হালকা থেকে মাঝারি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে
মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার (২৮ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এমন তথ্য দেওয়া হয়েছে।
সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস থেকে জানা গেছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আরও পড়ুন: নিম্নচাপের প্রভাবে ঝড়োবৃষ্টি ও উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাসের শঙ্কা
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, মধ্য প্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে মৌসুমী বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
১৫৪ দিন আগে
টানা বৃষ্টিতেও ঢাকার বাতাসের মানে ফের অবনতি
বৃষ্টির কারণে গত কয়েকদিনে ঢাকার বাতাসের মানে বেশ উন্নতি লক্ষ করা গেছে। এমনকি বৃষ্টি না হলেও দূষণের মাত্রা তেমন বাড়েনি। তবে আজ অনেকটা উল্টোচিত্র দেখা গেছে। রাতভর বৃষ্টি হয়েছে, সকালেও ছিল ঝিরিঝিরি বৃষ্টি। তা সত্ত্বেও ঢাকার বাতাসের মানে অবনতি হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকাল সেয়া ৯টার দিকে ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ৯২। যা গত কয়েকদিনে সর্বোচ্চ। যেখানে এই স্কোর ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
গতকাল একই সময়ে ৫৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার ৫১তম স্থানে ছিল ঢাকা। তার আগেরদিন (শনিবার) একই সময়ে ৬৯ একিউআই স্কোর নিয়ে ‘মাঝারি’ শ্রেণিভুক্ত ছিল ঢাকার বাতাস।
বায়ুমান সূচক অনুযায়ী আজও ঢাকার বাতাস ‘মাঝারি’ পর্যায়েই রয়েছে, তবে সেটি ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’ হয়ে ওঠার খুবই কাছাকাছি চলে গেছে। ৯২ স্কোর নিয়ে আজ তালিকার ১৬তম স্থানে চলে এসেছে ঢাকা।
এদিকে, একই সময়ে ১৭৪ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে উগান্ডার কাম্পালা। ১৭৩ ও ১৭২ স্কোর নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে বাহরাইনের মানামা এবং কঙ্গোর কিনশাসা। এর পরেই রয়েছে পাকিস্তানের লাহোর, শহরটির একিউআই স্কোর ১৭১। গতকাল ১৭০ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে ছিল শহরটি।
আরও পড়ুন: ফের বায়ুদূষণে শীর্ষ তিনে লাহোর, ঢাকার বাতাস আজও ‘মাঝারি’
কণা দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। আর স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
তবে এই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
১৫৪ দিন আগে
ফের বায়ুদূষণে শীর্ষ তিনে লাহোর, ঢাকার বাতাস আজও ‘মাঝারি’
বর্ষাকালে বরাবরই ঢাকার বাতাসের মান অন্য সময়ের তুলনায় ভালো হয়ে উঠতে দেখা যায়। গত কয়েকদিনের বৃষ্টিতে সেই প্রভাব লক্ষ করা গেছে। আজও তার ব্যতিক্রম হয়নি। ঢাকার বাতাস ‘মাঝারি’ শ্রেণিতে থাকলেও তা ‘ভালো’ হয়ে ওঠার কাছাকাছি রয়েছে।
তবে ঢাকার মতোই প্রায়ই দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষে থাকা পাকিস্তানের লাহোর আজ আবার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। একই সময়ে দাবানলের ধোঁয়ার কারণে কানাডার মন্ট্রিয়ালের বায়ুদূষণ বেড়ে গেলেও আজ কিছুটা পরিবর্তন হয়েছে।
রবিবার (২৭ জুলাই) সকাল সোয়া ৯টায় ঢাকার একিইআই স্কোর ছিল ৫৮। এই স্কোর নিয়ে দূষিত শহরের তালিকার ৫১তম স্থানে রয়েছে ঢাকা। গতকাল একই সময়ে ৬৯ একিউআই স্কোর নিয়ে ‘মাঝারি’ শ্রেণিভুক্ত ছিল ঢাকার বাতাস।
এদিকে গতকাল তালিকার শীর্ষে থাকলেও মন্ট্রিয়ালের বাতাসের মানে কিছুটা উন্নতি দেখা গেছে। ১৫৪ স্কোর নিয়ে তালিকার সপ্তম স্থানে রয়েছে শহরটির, গতকাল যা ছিল ১৭৩।
কানাডার পরিবেশবিষয়ক সংস্থা এনভায়রনমেন্ট কানাডার তথ্যমতে, প্রেইরিজে ছড়িয়ে পড়া দাবানলের ধোঁয়ার কারণে মন্ট্রিয়ালের বাতাসের মান খারাপ হয়ে পড়েছে এবং ওই এলাকায় দৃশ্যমানতাও কমে গেছে। আজ পর্যন্ত দূষণের মাত্রা বেশি থাকতে পারে সতর্ক করেছিল সংস্থাটি।
এদিকে, প্রায় প্রতিদিনই দূষিত বাতাসের শহরগুলোর শীর্ষ পাঁচে থাকলেও গতকাল বেশ উন্নতি দেখা গিয়েছিল লাহোরের। ১৪৬ একিউআই স্কোর নিয়ে তালিকার একাদশ স্থানে নেমে গিয়েছিল শহরটি। কিন্তু ২৪ ঘণ্টা না পেরোতেই ফের যা তাই। আজ সকালে লাহোরের বাতাসের একিউআই সূচক ১৭০, অবস্থান দূষিত শহরের তালিকার দ্বিতীয় স্থানে।
আরও পড়ুন: বায়ুদূষণে আজ ফের শীর্ষ পাঁচে কানাডার রাজধানী
একই সময়ে আজ তালিকার শীর্ষে অবস্থান করছে বাহরাইনের মানামা, শহরটির একিউআই স্কোর ১৭৫। অন্যদিকে ১৬৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জার্কাতা।
কণা দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। আর স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
তবে এই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
১৫৫ দিন আগে
নিম্নচাপের প্রভাবে ঝড়োবৃষ্টি ও উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাসের শঙ্কা
ঢাকা, ২৬ জুলাই (ইউএনবি)- সাগরের নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এতে উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি, উপকূলীয় জেলাগুলো ও চরে এক থেকে তিন ফুট উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দেতে পারে।
শনিবার (২৬ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তর এমন তথ্য জানিয়েছে।
সংস্থাটি বলছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার (২৬ জুলাই) সকাল ৬টায় ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, নিম্নচাপের কেন্দ্রস্থল, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
এতে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে আজ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুৎেলার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ কিংবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
১৫৬ দিন আগে
বায়ুদূষণে আজ ফের শীর্ষ পাঁচে কানাডার রাজধানী
বায়ুদূষণে বিশ্বের শীর্ষ শহরগুলোর তালিকায় বরাবরই দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু শহরের নাম চোখে পড়লেও ইউরোপের দেশগুলোর কোনো শহরের দেখা সচারচার মেলে না। সেখানে উত্তর আমেরিকার কানাডার মতো পরিচ্ছন্ন দেশের কোনো শহর খুঁজে পাওয়া আরও দুষ্কর। অথচ দুই সপ্তাহে দুবার দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে কানাডার রাজধানী মন্ট্রিয়াল।
বাংলাদেশ সময় শনিবার (২৬ জুলাই) সকাল সোয়া ৯টায় মন্ট্রিয়ালের বায়ুদূষণের একিউআই স্কোর ছিল ১৭৩, বাহরাইনের মানামার সঙ্গে যা তৃতীয় দূষিত শহর। তবে তালিকার চতুর্থ স্থানে ছিল মন্ট্রিয়াল। এই স্কোর হওয়ার অর্থ শহরটির বাতাস এই সময়ে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
কণা দূষণের এই সূচক ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক।
আরও পড়ুন: ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
কানাডার পরিবেশবিষয়ক সংস্থা এনভায়রনমেন্ট কানাডা জানিয়েছে, প্রেইরিজে ছড়িয়ে পড়া দাবানলের ধোঁয়ার কারণে মন্ট্রিয়ালের বাতাসের মান খারাপ হয়ে পড়েছে এবং ওই এলাকায় দৃশ্যমানতাও কমে গেছে। আগামীকাল পর্যন্ত এই দূষিত অবস্থা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি।
এই পরিস্থিতিতে মানুষকে বাইরে থাকার সময় কমিয়ে আনার পাশাপাশি খেলাধুলা, বিভিন্ন কার্যক্রম ও অনুষ্ঠান বাতিল বা স্থগিত রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
৬৫ বছরের বেশি বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী, শিশু ও নবজাতক, আগে থেকেই কোনো অসুস্থতা বা দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এবং যারা বাইরে কাজ করেন—এমন ব্যক্তিদের এই সময়ে বাইরে শ্রমসাধ্য কোনো কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
এনভায়রনমেন্ট কানাডা এক বিবৃতিতে বলেছে, বায়ুদূষণের কারণে চোখ, নাক ও গলায় জ্বালাপোড়া, মাথাব্যথা কিংবা হালকা কাশির মতো সাধারণ ও মৃদু উপসর্গ দেখা দিতে পারে। কিছু কিছু ক্ষেত্রে শ্বাসকষ্ট, বুকে ব্যথা বা তীব্র কাশির মতো গুরুতর উপসর্গও দেখা দিতে পারে। এসবের কোনো একটি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার অনুরোধ করেছে সংস্থাটি।
এর আগে, গত মঙ্গলবারও (২২ জুলাই) অস্বাস্থ্যকর হয়ে পড়ে মন্ট্রিয়ালের বাতাস।
একই সময়ে মন্ট্রিয়ালের চেয়ে আরও দূষণ নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহর ছিল কাম্পালা। উগান্ডার রাজধানীর একিউআই স্কোর ছিল ১৮৪। এর চেয়ে দশ কম নিয়ে দ্বিতীয় দূষিত শহর ছিল মিসরের কায়রো, আর ১৭৩ নিয়ে তৃতীয় স্থানে বাহরাইনের মানামা। গতকাল শীর্ষে থাকা কিনশাসা আজ নেমেছে পাঁচে, স্কোর ১৬৪।
অন্যদিকে, লাহোর ও দিল্লির বায়ুমানে উন্নতি হয়েছে। একই সময়ে ১৪৬ একিউআই স্কোর নিয়ে তালিকার একাদশ স্থানে অবস্থান করছিল লাহোর, আর ৮৪ নিয়ে ২৩তম স্থানে ছিল দিল্লি।
তবে গতকাল বৃষ্টির কারণে ঢাকার বাতাস ‘ভালো’ শ্রেণিভুক্ত হলেও আজকের রৌদ্রজ্জ্বল সকালে ফের কিছুটা অবনতি হয়েছে। ৬৯ একিউআই স্কোর নিয়ে ফের ‘মাঝারি’ শ্রেণিতে নেমেছে ঢাকা। তবে শীর্ষ দূষিত শহরগুলোর থেকে বেশ দূরে, ৩১তম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। আর স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
আরও পড়ুন: লন্ডন, ওয়াশিংটনের চেয়ে আজ ঢাকার বাতাস স্বাস্থ্যকর
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণজনিত সমস্যায় ভুগছে। শীতকালে এখানকার বায়ুমান সাধারণত সবচেয়ে খারাপ থাকে, আর বর্ষাকালে তুলনামূলকভাবে উন্নত হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এসব মৃত্যুর প্রধান কারণ হলো— স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট (সিওপিডি), ফুসফুসের ক্যান্সার এবং শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণ।
১৫৬ দিন আগে
ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
গত দু-তিন দিন ধরেই ঢাকার বাতাসের মানে উন্নতি দেখা যাচ্ছিল। এরই ধারাহিকতায় গতকাল রাতের বৃষ্টির পর আজ সাপ্তাহিক ছুটির দিনে ঢাকার বাতাস হয়ে উঠেছে ‘ভালো’।
তবে ৩ দিন আগেও শহরটির বাতাস ছিল ‘অস্বাস্থ্যকর’। সোমবার (২১ জুলাই) একিউআই স্কোর ১৫২ নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছিল ঢাকা। অবশ্য সেটিই সাধারণ চিত্র। তবে ব্যতিক্রম ঘটেছে আজ। শহরটি ‘ভালো’ বাতাস নিয়ে তালিকার নিচের দিকে চলে গেছে।
শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে ঢাকার বাতাসের একিইআই স্কোর ছিল ৪৪। এই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। আর স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়।
গত দুদিন ধরেই ঢাকার বাতাস ‘মাঝারি’ পর্যায়ে ছিল। তবে তা ছিল ‘ভালো’ হয়ে ওঠার খুবই কাছাকাছি। গতকাল এই সময়ে শহরটির একিউআই স্কোর ছিল ৫৫। তার আগের দিন (বুধবার) একই সময়ে ৬১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার ৪০তম স্থানে ছিল ঢাকা।
বাতাসের মানের উন্নতির এই ধারা বজায় রেখে আজ ভালো বাতাস নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার ৮৩তম স্থানে ছিল ঢাকা। এমন চিত্র সচরাচর দেখা যায় না।
এদিকে, আজ তালিকার শীর্ষে অবস্থান করছে উগান্ডার কাম্পালা, একিউআই স্কোর ১৭২। এরপর ১৭০ ও ১৬২ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জার্কাতা ও মালয়েশিয়ার কুচিং শহর।
এই স্কোর ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
কণা দূষণের এই সূচক ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক।
আরও পড়ুন: লন্ডন, ওয়াশিংটনের চেয়ে আজ ঢাকার বাতাস স্বাস্থ্যকর
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণজনিত সমস্যায় ভুগছে। শীতকালে এখানকার বায়ুমান সাধারণত সবচেয়ে খারাপ থাকে, আর বর্ষাকালে তুলনামূলকভাবে উন্নত হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এসব মৃত্যুর প্রধান কারণ হলো— স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট (সিওপিডি), ফুসফুসের ক্যান্সার এবং শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণ।
১৫৭ দিন আগে
সাগরে ফের লঘুচাপ, আগামী তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এতে চার বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবিরের সই করা ভারী বৃষ্টিপাত নিয়ে এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আজ (বৃহস্পতিবার) বিকাল ৫টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে তা অতি ভারী বৃষ্টিপাত বলে গণ্য করা হয়।
রাষ্ট্রীয় সংস্থাটি আরও জানিয়েছে, অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলাগুলোর পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও ভারী বৃষ্টিজনিত অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
আরও পড়ুন: উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত
নদীবন্দরে ১ নম্বর সংকেত
লঘুচাপের প্রভাবে দেশের সাতটি অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর।
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এক সতর্কবার্তায় বলা হয়েছে, আজ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
সারা দেশের আবহাওয়ার কী অবস্থা?
সারা দেশের সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে।
মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ওপর সক্রিয় এবং দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
এর প্রভাবে আজ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে লঘুচাপ: আগামী পাঁচদিন বৃষ্টি হতে পারে সারা দেশে
এ ছাড়া ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলাসহ রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় তা কমতে পারে বলেও জানানো হয়েছে।
সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১৫৮ দিন আগে