সারাদেশ
কুয়েটের পুকুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু
পুকুরে গোসল করতে নেমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শান্তুনু কর্মকার নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পুকুরে ডুবে তার মৃত্যু হয়।
শান্তুনু পুরান ঢাকার রাজার দেওড়ি এলাকার বাসিন্দা সুকুমার চন্দ্র কর্মকারের ছেলে। কুয়েটের ২৩ ব্যাচের ম্যাটারিয়াল সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ লিশ কমিশনার (উত্তর) আবুল বাসার মোহাম্মাদ আতিকুর রহমান।
ফায়ার সার্ভিসের খুলনা সদর স্টেশনের এক কর্মকর্তা বলেন, কুয়েটে পুকুরে ডুবে মৃত্যুর খবর পাই দুপুর ৩টায়। তাৎক্ষণিকভাবে আমরা ক্যাম্পাসে ছুটে গিয়ে তাকে উদ্ধার করি।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার বলেন, ‘শান্তুনুকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’
আরও পড়ুন: বারবার ডাকলেও আসেননি ডাক্তার, অবশেষে বৃদ্ধের মৃত্যু
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘দুপুর ৩টার দিকে শান্তুনু গোসল করতে কুয়েটের পুকুরে নামে। ফেরত আসাতে দেরি দেখে সহপাঠীরা পুকুরের চারপাশে খোঁজ নিতে থাকে। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেওয়া হলে তারা ৪টার দিকে এসে পুকুর থেকে শান্তুনুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।’
২৩৭ দিন আগে
কক্সবাজারে যুবককে পিটিয়ে হত্যা: এনসিপি নেতাসহ ৩ জন কারাগারে
কক্সবাজার সদরে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এনসিপির স্থানীয় এক নেতাসহ গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তবে ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় এখনো মামলা দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৬ মে) দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আখতার জাবেদের আদালত এ আদেশ দেন বলে জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন, কক্সবাজার শহরের বাহারছড়া এলাকায় বসবাসকারী জাহাঙ্গীর কাশেমের ছেলে রাইয়ান কাশেম, তার বাবার মালিকাধীন আল্লাওয়ালা হ্যাচারির নৈশ প্রহরী মোহাম্মদ হোসাইন ও মোহাম্মদ মিজান।
রাইয়ান কাশেম বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের কক্সবাজারের সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির ( এনসিপি ) স্থানীয় নেতা। তার বাবা জাহাঙ্গীর কাশেম আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।
অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, রবিবার মধ্যরাত কক্সবাজার সদরের খুরুশকুল পুরাতন ব্রিজ সংলগ্ন আল্লাওয়ালা হ্যাচারিতে যুবককে পিটিয়ে খুনের ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়। এদের মধ্যে রাইয়ান কাশেম নামের একজনকে উত্তেজিত জনতার মারধরে আহত হলে পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তার অবস্থা আশঙ্কাজনক না হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ছাড়পত্র দেন। সোমবার রাতে পুলিশ তাকে কক্সবাজার নিয়ে আসে।
তিনি বলেন, মঙ্গলবার সকালে ঘটনায় জড়িত সন্দেহে আটক তিনজনকে কক্সবাজারের আদালতে পাঠানো হয়। পরে আদালত শুনানি শেষে তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। ঘটনায় আটক একজনকে ছেড়ে দেওয়া হয়।
জসিম উদ্দিন জানান, ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় এখনো মামলার এজাহার জমা দেননি। লিখিত অভিযোগ পেলে মামলা নথিভুক্ত করা হবে। তারপরও পু্লিশ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।
উল্লেখ্য, রবিবার মধ্যরাতে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের আল্লাওয়ালা নামে একটি হ্যাচারিতে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে।
আরও পড়ুন: গ্রেপ্তারের একদিন পর কারাগারে কয়েদির মৃত্যু
নিহত আলী আকবর কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়ার বাসিন্দা আলী আহমদের ছেলে।
নিহতের পরিবারের দাবি, মাছ চুরির অপবাদে আলী আকবরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মূলত জমির বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ খুন করা হয়েছে।
তবে ঘটনায় উত্তেজিত জনতার হামলার শিকারের আগে গণমাধ্যমে এনসিপি নেতা রাইয়ান কাশেম দাবি করেন, তাদের হ্যাচারিতে চুরির সময় আলী আকবরকে হাতেনাতে ধরে নিরাপত্তা প্রহরীরা। পরে আলী আকবর আঘাত করলে আত্মরক্ষার্থে নিরাপত্তা প্রহরীরা পাল্টা আঘাত করে। এতে মারা যান তিনি।
২৩৭ দিন আগে
কিশোরগঞ্জে বজ্রপাতে ৩ স্কুলছাত্রীসহ নিহত ৪
কিশোরগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় তিন ছাত্রীসহ চারজন মারা গেছেন। এর মধ্যে জেলার পাকুন্দিয়ায় তিন স্কুলছাত্রী এবং মিঠামইনে এক কৃষক রয়েছেন।
পাকুন্দিয়ায় বিদ্যালয়ে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যাওয়ার পথে মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামে বজ্রপাতে তিন ছাত্রীর মৃত্যু হয়।
নিহতরা হলেন- ফারিয়া জান্নাত ইরিনা (১৫), আদ্রিতা ইসলাম প্রিয়া (১৫) ও বর্ষা (১৫)।
ফারিয়া জান্নাত ইরিনা চরটেকী নামাপাড়ার ফকির বাড়ির জালাল উদ্দিনের মেয়ে, আদ্রিতা ইসলাম প্রিয়া একই বাড়ির বাদল মিয়ার মেয়ে ও হিমা আক্তার বর্ষাএকই এলাকার মো. বোরহান উদ্দিনের মেয়ে।
তিনজনই চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী। মঙ্গলবার বেলা ১টার থেকে বিদ্যালয়ে তাদের বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।
চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আমিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যালয়ে অভ্যন্তরীণ পরীক্ষা চলছে। মঙ্গলবার বেলা ১টায় ৯ম শ্রেণির বাংলা প্রথম পত্র পরীক্ষার জন্য নির্ধারিত ছিল। এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ইরিনা, প্রিয়া ও বর্ষা বাড়ি থেকে স্কুলে আসতেছিল। পথে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে তিনজনই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত বর্ষাকে কিশোরগঞ্জে রেফার্ড করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে বর্ষা মারা যায়।
আরও পড়ুন: যমুনায় মাছ ধরার সময় বজ্রপাতে দুই ভাই নিহত
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান জানান, ইরিনা ও প্রিয়া এই দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এছাড়া আহত অবস্থায় বর্ষা নামে আরেকজনকে আনা হয়েছে। তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন তিন ছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে তিনি হাসপাতালে যান। হাসপাতালে ইরিনা ও প্রিয়া এই দুইজনকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া গুরুতর আহত বর্ষাকে কিশোরগঞ্জে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাফন-কাফনের জন্য আর্থিক সহযোগিতা করা হয়েছে।
এদিকে একই সময় জেলার হাওর উপজেলা মিঠামইনের ঘাগড়া ইউনিয়নের চমকপুর খেতে গরু আনতে গিয়ে কটু মিয়া (৪০) নামে এক কৃষক বজ্রপাতে মারা গেছেন। তিনি চমকপুর গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, কৃষক কটু মিয়া দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে হাওরে যান। এসময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই কটু মিয়া মারা যান।
২৩৭ দিন আগে
বরিশালে আন্দোলনরত ডিপ্লোমা নার্সদের ওপর হামলা, আহত ৪
বরিশালে আন্দোলনরত ডিপ্লোমা নার্সদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত চার নার্সকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিএসসি নার্সরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনরতরা।
ডিগ্রির সমমান প্রদান এবং যোগ্যতাসম্পন্নদের চাকরিতে অগ্রাধিকারের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন ডিপ্লোমা নার্সরা। এই আন্দোলনের অংশ হিসেবে আজ (মঙ্গলবার) সকাল থেকে তারা বরিশাল নার্সিং ইনস্টিটিউটের গেটে তালা ঝুলিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন।
আন্দোলনরতদের অভিযোগ, আজ সকাল ১১টার দিকে কয়েকজন শিক্ষক তাদের তালা খুলে দিতে বলেন, অন্যথায় পুলিশ ডাকার হুমকি দেন। এরপরই বিএসসি নার্সদের একটি দল লাঠি, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান।
আরও পড়ুন: বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণের দাবিতে প্রশাসনিক ভবনে তালা
তারা বলেন, বিএসসি নার্সদের ওই হামলায় লিমা রায়, রুহুল আমিন, পায়েল হালদারসহ চারজন গুরুতর আহত হন। পরে আন্দোলনরত নার্সরা সংঘবদ্ধ হয়ে ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়। এই হামলার প্রতিবাদে পরবর্তী সময়ে বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলনকারীরা।
এ বিষয়ে কলেজ প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হননি।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিক্ষকরা আন্দোলনরতদের সঙ্গে আলোচনা করছেন।
শিগগিরই সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন এই পুলিশ কর্মকর্তা।
২৩৭ দিন আগে
গোপালগঞ্জে ডিবির অভিযানে আ.লীগ নেতা গ্রেপ্তার
গোপালগঞ্জের স্থানীয় আওয়ামী লীগ নেতা কামরুল হাসান বাবুলকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৫ এপ্রিল) দিবাগত রাতে সদর উপজেলার উলপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কামরুল হাসান বাবুল গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
আরও পড়ুন: গোপালগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, ডিবি পুলিশের একটি দল উলপুরে অভিযান চালিয়ে কামরুল হাসানকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে গোপালগঞ্জ সদর থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।
ওসি আরও জানান, আজ (মঙ্গলবার) কামরুল হাসানকে আদালতে পাঠানো হবে। আদালতের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
২৩৭ দিন আগে
গাজীপুরে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ
গাজীপুরে এক নারী শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
মঙ্গলবার (৬ মে) সকাল সোয়া ৮টার দিকে গাছা থানার হারিকেন এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। এরপর নিহতের সহকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকদের বিক্ষোভে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনা সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন: প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলেন চা শ্রমিকরা
পুলিশ ও স্থানীয়রা জানান, হারিকেন বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকটি ওই নারী শ্রমিককে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় শ্রমিকদের মাঝে উত্তেজনা ছড়ায়। একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে করে যানবাহনের যাত্রী, চালক ও পথচারীরা ভোগান্তিতে পড়েন।
গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের উপকমিশনার এস এম আশরাফুল আলম নিহত ও সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।
২৩৭ দিন আগে
পিরোজপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী-শাশুড়ীকে কুপিয়ে হত্যা
পিরোজপুরের ভান্ডারিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রী-শাশুড়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাদল খান নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
সোমবার (৫ মে) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ধাওয়া ইউনিয়নের খান বাড়িতে ঘটনাটি ঘটে।
অভিযুক্ত বাদল খান (৪৫) ওই ইউনিয়নের ধাওয়া গ্রামের বাসিন্দা মৃত আজিজ খানের ছেলে। তিনি পেশায় একজন চা বিক্রেতা।
নিহতরা হলেন— বাদলের স্ত্রী চম্পা বেগম (৩২)ও শ্বাশুরি বিলকিস বেগম(৫০)।
আরও পড়ুন: পিরোজপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, ভাইয়ের পা বিচ্ছিন্ন
স্থানীয় সূত্রে জানা যায়, বাদল ১০দিন আগে চতুর্থ বিয়ে করেন চম্পা বেগমকে। তার দ্বিতীয় স্ত্রীর দুই সন্তান রয়েছে। সোমবার রাতে বাদল ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী চম্পা ও শাশুড়ি বিলকিসকে হত্যা করে। এ সময় তার আগের স্ত্রীর শিশু ছেলে ঘর থেকে পালিয়ে পাশের বাড়িতে গিয়ে ঘটনাটি জানায়। হত্যাকাণ্ডের পর বাদল ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়। প্রতিবেশীরা আগুন নিভিয়ে পুলিশকে খবর দেন।
পারিবারিক কলহের কারণে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয় ও প্রতিবেশীরা। তবে তাৎক্ষণিকভাবে হত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে। অভিযুক্ত বাদল খানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
২৩৭ দিন আগে
বারবার ডাকলেও আসেননি ডাক্তার, অবশেষে বৃদ্ধের মৃত্যু
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সময়মতো চিকিৎসা না পাওয়ায় আব্দুল মোমিন মালিতা পানু (৮০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। এসময় চিকিৎসায় অবহেলার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতালে।
সোমবার (৫ মে) রাত ৯টা ৪০মিনিটে হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল মোমিন মালিতা।
তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা এবং মৃত হায়দার মালিতার ছেলে।
নিহতের স্বজনদের অভিযোগ, সদর হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন আব্দুল মোমিন সোমবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তারা একাধিকবার জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল কাদেরকে ওয়ার্ডে আসার অনুরোধ করেন। তবে তিনি নিজে না গিয়ে একজন ইন্টার্ন চিকিৎসক পাঠান। পরে প্রায় ২০ মিনিট পর তিনি এসে রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মৃতের বড় ছেলে মাসুদ আল মাহমুদ তুষার বলেন, ‘অ্যাজমা-জনিত শ্বাসকষ্ট ও স্ট্রোকে আক্রান্ত হয়ে চারদিন ধরে বাবা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা বারবার চিকিৎসককে ডাকলেও তিনি আসেননি। সময়মতো চিকিৎসা পেলে হয়ত বাবা বেঁচে যেতেন।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর স্বজনরা ক্ষুব্ধ হয়ে ডা. আব্দুল কাদেরের ওপর চড়াও হন। তাদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় চিকিৎসকের। পরে হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন: ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন দুই বন্দির মৃত্যু
চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, জরুরি বিভাগে সবসময় রোগীর চাপ থাকে। প্রথমে ইন্টার্ন চিকিৎসক পাঠানো হয় এবং তাদের রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়। তবে রোগীর স্বজনরা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার ও মারধরের চেষ্টা করেন, ফলে পুলিশের সহায়তা নিতে হয়।
চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, ‘জরুরি বিভাগে সব সময়ই রোগীর চাপ থাকে। সব সময় ওয়ার্ডে যাওয়ার সুযোগ হয়ে উঠে না। প্রথমে ইন্টার্ন চিকিৎসককে পাঠানো হয়, তারা রোগীর প্রাথমিক পরিস্থিতি জানালে আমরা সেই মোতাবেক চিকিৎসা দেই।’
তিনি আরও অভিযোগ করেন, ‘রোগীর স্বজনরা জরুরি বিভাগে এসে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, গালিগালাজ ও মারধরের চেষ্টা করেছেন। এ কারণে আমাকে পুলিশের সহায়তা নিতে হয়েছে।’
এদিকে, রাত প্রায় ১১টার দিকে অ্যাম্বুলেন্সে করে আব্দুল মোমিন মালিতার লাশ তার গ্রামের বাড়ি গোপালপুরের উদ্দেশ্যে সদর হাসপাতাল থেকে নিয়ে যান পরিবারের সদস্যরা।
এ বিষয়ে জানতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও আবাসিক মেডিকেল চিকিৎসা কর্মকর্তাকে (আরএমও) একাধিবার কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
২৩৭ দিন আগে
রাজধানীতে সাবেক এমপিসহ গ্রেপ্তার ৯
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাগেরহাট-৪ আসনের সাবেক এমপি আমিরুল ইসলাম মিলন, একজন সাবেক ওয়ার্ড কমিশনারসহ আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনগুলোর ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
মঙ্গলবার (৬ মে) ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে উপ-কমিশনার (ডিসি) তালেবুর রহমান। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
ডিসি তালেবুর জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা এবং ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: যশোরে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার
তিনি আরও জানান, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় ডিবির এই অভিযান অব্যাহত থাকতে। এছাড়া ঝটিকা মিছিলসহ নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের অন্যান্য অঙ্গসংগঠনগুলোর যেকোনো অপতৎপরতা রোধে গোয়েন্দা বিভাগের তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে, রবিবার (৪ মে) সকালে অভিযান চালিয়ে ঢাকার দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার করে ডিবি পুলিশ। রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধেও বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানান ডিসি তালেবুর।
২৩৭ দিন আগে
‘শোন অ্যারেস্ট’ নামঞ্জুর, জামিনে মুক্ত সিলেট জেলা আ.লীগ নেতা
সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে ‘শোন অ্যারেস্ট’-এর আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এর ফলে তিনি জামিনে মুক্তি পেয়েছেন।
সোমবার (৫ মে) শুনানি শেষে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক শরিফুল হক এ রায় দেন।
তার নামে নতুন কোনো মামলা না থাকায় অ্যাডভোকেট মাহফুজের জামিনে মুক্তির বিষয়ে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন আদালতের এপিপি অ্যাডভোকেট ওয়াহিদুর রহমান।
এদিন অ্যাডভোকেট মাহফুজুর রহমানের পক্ষে শুনানিতে অংশ নেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, সাধারণ সম্পাদক জোবায়ের বখত জুবের, সাবেক সভাপতি অ্যাডভোকেট শামসুল হক, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল), বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিনসহ ৩০ থেকে ৪০ জন আইনজীবী।
আরও পড়ুন: শার্শার আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৭
বিস্ফোরক আইনে হওয়া মামলায় গত বৃহস্পতিবার (২ মে) ভোরে নগরীর শেখঘাট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গ্রেপ্তারের পর ওই দিন দুপুরেই মাহফুজুর রহমানকে আদালতে তোলা হলে আদালতের বিচারক শরিফুল হক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ সময় তার আইনজীবী জামিন আবেদন করলে আদালত শুনানির জন্য রবিবার দিন ধার্য করেন।
রবিবার (৪ মে) শুনানি শেষে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মো. সগির আহমদ তার জামিন মঞ্জুর করেন। কিন্তু এই মামলায় জামিন মঞ্জুরের পর কোতোয়ালি থানা পুলিশ তাকে অপর একটি মামলায় শোন অ্যারেস্টের জন্য আবেদন করে। ফলে তিনি জামিন পেলেও রবিবার জেল থেকে ছাড়া পাননি।
আরও পড়ুন: যশোরে আ.লীগ নেতাদের বাড়িতে বাড়িতে পুলিশি অভিযান
এরপর গতকাল (সোমবার) আবারও শুনানি শেষে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক শরিফুল হক পুলিশের শোন অ্যারেস্ট দেখানোর আবেদন নাকচ করে দিয়ে তার জামিন বহাল রাখেন।
২৩৭ দিন আগে