সারাদেশ
সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
সাভারে গেন্ডা ও ব্যাংকটাউন এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) ভোরে মহাসড়কের ব্যাংক টাউনে প্রাইভেটকারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নেত্রকোণা জেলার ধিরেনের ছেলে হৃদয় চন্দ্র দাশ (২০) ও একই এলাকার অর্চণা রানী (৩০)। অপরজন হলেন বাসের হেলপার আনোয়ারুল ইসলাম (২৬)।
স্থানীয়রা জানান, নওগাঁ থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে নাবিল পরিবহনের একটি বাস ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপরে ওঠে। এ সময় হেলপার আনোয়ারুল বাসটি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে বাসটি জব্দ করা হয়।
আরও পড়ুন: মার্কিন বিমান হামলায় ইয়েমেনে কারাগারে ৬৮ অভিবাসী নিহত
এছাড়া রবিবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে হৃদয় ও অর্চণা সাভারের ব্যাংক টাউন এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির প্রাইভেটকার চাপায় হৃদয় চন্দ্র দাশ ও একই এলাকার অর্চণা রানী ঘটনাস্থলেই তারা মারা যান। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও প্রাইভেটকারটি জব্দ করেছে পুলিশ।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘দুর্ঘটনাকবলিত পরিবহন দুটি জব্দ করে লাশগুলো উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
২৪৪ দিন আগে
নিখোঁজের ৩ দিন পর শ্রমিকের লাশ ভেসে উঠল নদীতে
সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারিতে নৌকা ডুবে নিখোঁজের তিনদিন পর ভেসে উঠেছে পাথর শ্রমিকের লাশ।
সোমবার (২৮ এপ্রিল) ভোর ৬টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জুয়েল আহমেদ দিলু (২৭) উপজেলার রূপচেং গ্রামের আব্দুস সালামের ছেলে।
আরও পড়ুন: জুলাই আন্দোলনে শহীদের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
জানা যায়, তিনি নৌকায় বালু-পাথর লোড-আনলোডের কাজ করতেন। গত ২৫ এপ্রিল শ্রীপুর পাথর কোয়ারিতে নৌকাডুবিতে নিখোঁজ হন তিনি।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন ‘২৫ এপ্রিল শ্রীপুর কোয়ারিতে নৌকা ডুবে জুয়েল নিখোঁজ হয়েছিলেন। আজ (সোমবার) ভোরে ওই এলাকায়ই তার লাশ ভেসে উঠে। পরে আমরা গিয়ে লাশটি উদ্ধার করি।’
২৪৪ দিন আগে
নিখোঁজের ৩ দিন পর ভোগাই নদী থেকে যুবকের লাশ উদ্ধার
নিখোঁজের তিনদিন পর ভোগাই নদী থেকে শেরপুরে এক রংমিস্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ এপিল) দুপুরে বাড়ির পাশের ভোগাই নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে।
জাহাঙ্গীর আলম (২৬) শিমুলতলা গ্রামের মহাখালী এলাকার সামেদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, তিনদিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর আর জাহাঙ্গীরকে খুঁজে পাওয়া যায়নি। দুপুরে বাড়ির পূর্বপার্শ্বে ভোগাই নদীতে তার লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন: জুলাই আন্দোলনে শহীদের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
পরিবারের সদস্যদের অভিযোগ, স্থানীয় একজনের সঙ্গে কয়েকদিন আগে কথাকাটাকাটি হয়েছিল জাহাঙ্গীরের। তারই জের ধরে তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হতে পারে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘নদী থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।’
২৪৪ দিন আগে
সুগন্ধা নদী থেকে যুবকের লাশ উদ্ধার
ঝালকাঠিতে সুগন্ধা নদী থেকে মিজান মুন্সি নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টার দিকে শহরের কলেজ খেয়াঘাট এলাকার সুগন্ধা নদী তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মিজান মুন্সি শহরের পূর্বচাঁদকাঠী এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে।
মিজানের পরিবারের সদস্যরা জানান, গতকাল (রবিবার) রাতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মিজান মুন্সি। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করেও পায়নি। আজ (সোমবার) সকালে কলেজ খেয়াঘাট নদীর তীর তার লাশ দেখতে পায় স্থানীয়রা। তারা পুলিশে খবর দিলে সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘সুগন্ধা নদী থেকে মিজান মুন্সি নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্ত জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
২৪৪ দিন আগে
ধান কুড়িয়ে আনার সময় বজ্রপাতে কৃষাণীর মৃত্যু
চাঁদপুরে ধান কুড়িয়ে আনার সময় বজ্রপাতে বিশাখা রাণী সরকার (৩৫) নামে এক কৃষাণীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) কচুয়া উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহতের বিশাখা উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের নাহারা গ্রামের হরিপদ সরকারের স্ত্রী।
নিহতের পরিবাররের সদস্যরা জানান, দুপুরে বিশাখা বাড়ি থেকে বের হয়ে ফসলের মাঠ থেকে ধান কুড়িয়ে আনার সময় নাহারা গ্রামের পূর্ব বিলে বৃষ্টি ও বজ্রপাতের কবলে পড়েন। এ সময় হঠাৎ বজ্রপাতের আওয়াজে তিনি মাটিতে লুটিয়ে পড়েন ও জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কিশোরগঞ্জ হাওরে ধানকাটার সময় বজ্রপাতে ৩ জনের মৃত্যু
হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহেল রাণাবলেন, ‘তার শরীরে কোথায়ও বজ্রাঘাতের কোনো চিহ্ন নেই। বজ্রপাতের বিকট আওয়াজে তার মৃত্যু হতে পারে।’
২৪৪ দিন আগে
কিশোরগঞ্জ হাওরে ধানকাটার সময় বজ্রপাতে ৩ জনের মৃত্যু
কিশোরগঞ্জের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে একজন কৃষাণীসহ ৩ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) সাড়ে ৮টায় মিঠামইনের শান্তিগঞ্জ হাওরে ও বেলা ১১টায় অষ্টগ্রাম উপজেলার হালালপুর এবং কলমা হাওরে এই বজ্রপাতের ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, ফুলেছা বেগম (৬৫), ইন্দ্রজীত দাস (৩৬) ও স্বাধীন মিয়া (১৪)।
এদের মধ্যে ফুলেছা বেগম মারা যান মিঠামইন হাওরে। তিনি উপজেলার রাণীগঞ্জ কেওয়ারজোড় এলাকার মৃত আশ্রাব আলীর স্ত্রী।
অষ্টগ্রাম হাওরে প্রাণ হারান কৃষক ইন্দ্রজীত। তিনি উপজেলার হালালপুর গ্রামের মৃত যতীন্দ্র দাসের ছেলে। এছাড়াও স্বাধীন মিয়া (১৪) নামের একটি শিশু মারা গেছে। খয়েরপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে সে।
আরও পড়ুন: গোয়াইনঘাটে বজ্রপাতে প্রবাসীর মৃত্যু
স্থানীয় এলাকাবাসী ঘটনার উল্লেখ করে বলেন, আজ সকালে বাড়ির পাশে ধানের খর শুকাতে দিচ্ছিলেন ফুলেছা বেগম। এ সময় বজ্রপাত হলে তার প্রাণহানি ঘটেছে।
অপরদিকে সকালে ইন্দ্রজীত দাস বাড়ির পাশে হালালপুর হাওরে পাকা ধান কাটছিলেন। তখন বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইন্দ্রজীত দাসের। একই সময় খয়েরপুর হাওরে স্বাধীন মিয়া ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন। খবর পেয়ে পুলিশ দুই ঘটনাস্থলেই গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
২৪৫ দিন আগে
শহীদ বাবার পাশেই লামিয়াকে দাফন, জানাজায় রিজভী ও সারজিস
ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া বাবা জসিম উদ্দিনের পাশেই দাফন করা হয়েছে লামিয়াকে (১৭)। শনিবার (২৬ এপ্রিল) গলায় ফাঁস দেওয়া অবস্থায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার লামিয়ার লাশ উদ্ধার করা হয়।
রবিবার (২৮ এপ্রিল) রাতেই বাড়ির পাশে মাঠে লামিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম।
এর আগে শনিবার রাত ১০টার দিকে রাজধানীর শেখেরটেকে ৬ নম্বর রোডের ভাড়া বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায় লামিয়াকে।
পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দেশব্যাপী বিভিন্ন মহলে নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানানোর ঝড় ওঠে।
আরও পড়ুন: জুলাই আন্দোলনে শহীদের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৮ মার্চ পটুয়াখালীতে নানা বাড়ি যাওয়ার পথে লামিয়া সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে নিজে বাদী হয়ে মামলা করেন। এ ঘটনায় পরে আসামি সাকিব ও সিফাতকে গ্রেপ্তার করে দুমকি থানা পুলিশ। তিন দিনের রিমান্ড শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
এদিকে, স্বামী মেয়েকে হারিয়ে শোকাবিভূত পরিবারটির এখন নিরবে নিবৃত্তে অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শহীদ জসিমের চাচাতো ভাই কালাম হাওলাদার ও লামিয়ার দাদা সোবাহান হাওলাদার মুঠোফোনে জানান, ১০ দশ বছর বয়সী ছোট মেয়ে রিমা এবং সাত মাসের ছেলে জোবায়েরকে নিয়ে লামিয়ার মা পটুয়াখালী হাসপাতালে ভর্তি রয়েছেন।
রবিবার রাতেই লামিয়ার দাফন শেষে তার মা ও বোন রিমা অজ্ঞান হয়ে পড়েন। পরে অবস্থার অবনতি ঘটলে রাতেই তাদের হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান স্বজনরা।
২৪৫ দিন আগে
পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিত্যক্ত স্ক্র্যাপ ইয়ার্ডে অগ্নিকাণ্ড
পটুয়াখালীতে ১৩২০ মেগাওয়াট আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিত্যক্ত ও অপ্রয়োজনীয় মালামাল রাখার স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার তদন্তে তাৎক্ষণিকভাবে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (২৯ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে স্ক্র্যাপ ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। পরে কালাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ইউনিট এবং সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যদের যৌথ প্রচেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নরসিংদীর দুই বাজারে আগুনে ছাই ২২ দোকান
তিনি জানান, তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম ভূঁইয়ার নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হালিমকে আহ্বায়ক করে গঠিত কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের তথ্যমতে, তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল অবকাঠামো থেকে প্রায় ৬০০ গজ দূরে অবস্থিত পরিত্যক্ত স্ক্র্যাপ ইয়ার্ডে এই অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের মূল যন্ত্রাংশের কোনো ক্ষতি হয়নি। কেন্দ্রটি স্বাভাবিকভাবে চালু রয়েছে।
২৪৫ দিন আগে
শিশু আছিয়ার ধর্ষণ ও হত্যা মামলায় আরও ৩ সাক্ষ্যগ্রহণ
মাগুরার আলোচিত শিশু আছিয়ার ধর্ষণ ও হত্যা মামলায় আরও তিন জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।
সোমবার (২৯ এপ্রিল) ওই তিন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়। আগামীকাল (মঙ্গলবার) মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
সাক্ষীরা হলেন— ইব্রাহিম শেখ, হজরত আলী ও দেলোয়ার হোসেন।
এর আগে গতকাল (রবিবার) মামলার বাদী নিহত আছিয়ার মা আয়েশা খাতুনসহ তিন জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসান আদালতে আজ (সোমবার) সকাল ১০ টার দিকে কড়া নিরাপত্তায় মধ্যে আসামি হিটু শেখ, তার দুই ছেলে সজীব শেখ, রাতুল শেখ এবং স্ত্রী জাহেদা বেগমকে আদালতে আনা হয়।
আরও পড়ুন: মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু
গত ১ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায় ভুক্তভোগী শিশু আছিয়া। ৬ মার্চ বোনের শ্বশুর হিটু শেখ ওই শিশুকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটি মারা যায়।
এ ঘটনায় নিহত শিশুর মা ৮ মার্চ বাদী হয়ে ৪ জনের নামে মাগুরা সদর থানায় মামলা করেন। ঘটনাটি দেশব্যাপী আলোচনার সৃষ্টি করে।
২৪৫ দিন আগে
সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সাভারে আলাদা দুই সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন।
রবিবার (২৭ এপ্রিল) রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন ও সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় সার্ভিস লেন দিয়ে সাভারের দিকে হেঁটে যাওয়ার পথে দ্রুতগতির একটি প্রাইভেটকার অর্চনা রানী সাহা (৩৯) ও হৃদয় রাখাল চন্দ্র (২৩) নামে দুই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।
আরও পড়ুন: চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
অন্যদিকে, সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা এলাকায় দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে গেলে আনোয়ারুল ইসলাম (৩৫) নামের একজন বাসের হেলপার মারা যান।
সাভার হাইওয়ে থানার সার্জেন্ট শরিফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
২৪৫ দিন আগে