মাগুরায় সদর উপজেলার দুটি মোটরসাইকেলের সংঘর্ষে লাল মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (১৩ জুন) সন্ধ্যার দিকে সদর উপজেলার মাগুরা-মহম্মদপুর সড়কের ধলহারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাল মিয়া (৪৫) ওই উপজেলার বাসিন্দা। তিনি পেশায় একজন বাবুর্চি। আহত ব্যক্তির নাম ফুল মিয়া (৪৫) বলে জানা গেছে। ফুল মিয়াকে গুরুতর আহতবস্থায় মাগুরা হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান জানান, লাল মিয়া পেশায় একজন বাবুর্চি। কাজ শেষে নিজ বাড়িতে ফেরার পথে ধলহারা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে লাল মিয়া নিহত হন এবং আহত হন অপর মোটরসাইকেল চালক ফুল মিয়া।
স্থানীয়রা আহত ব্যক্তিকে মাগুরা হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
ওসি আবদুর রহমান জানান, এ বিষয়ে মহম্মদপুর থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা মর্গে পাঠানো হয়েছে।