সারাদেশ
কুষ্টিয়ায় ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি
কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা হাটের ইজারা নেওয়াকে কেন্দ্র করে দেশের শীর্ষস্থানীয় চাল ব্যবসায়ী রশিদ এগ্রো ফুড প্রডাক্টসের মালিক আব্দুর রশিদের বাড়ি লক্ষ্য করে দিনে দুপুরে গুলি ছুঁড়েছেন দুর্বৃত্তরা।
বুধবার (৯ এপ্রিল) দুপুর পৌনে দুইটার দিকে কুষ্টিয়ার শহরের কোর্টপাড়া এলাকার গোসালা গলির বাড়িতে এই ঘটনা ঘটে।
আব্দুর রশিদ বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি।
আব্দুর রশিদ বলেন, আমাদের স্থানীয় আইলচারা হাট নিলামে আমার ভাতিজা গোল্ডেন রাইস মিলের মালিক জিহাদুজ্জামান জিকু পেয়েছে। এরপর থেকে সন্ত্রাসীরা আমাদের দুজনকে মুঠো ফোনে হুমকি দিয়ে আসছিল। আজকে গুলি করে গেল।
তিন বলেন, সপ্তাহখানেক আগেও মোবাইল ফোনে হুমকি দিয়েছে।
কি কারণে এমন ঘটনা ঘটতে পারে জানতে চাইলে তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে আইলচাড়া হাট নিয়ন্ত্রণ করি। আমার বড় ভাই চেয়ারম্যান, ভাতিজা জিহাদুজ্জামান জিকু এই হাটের জন্য টেন্ডার ড্রপ করেছে। টেন্ডারের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা বলে তিনি জানান।
তিনি দাবি করেন তারা টেন্ডার ড্রপ না করলে অল্প টাকায় নেওয়ার জন্য কিছু ব্যক্তি পাঁয়তারা চালাচ্ছিল। ভাতিজা জিকু টেন্ডার ড্রপ করার পর থেকেই বিভিন্নভাবে জিকুকে এবং তাকে হুমকি-ধামকি দিয়ে আসছে কিছু ব্যক্তি। সপ্তাহখানেক আগেও তাকে মুঠো ফোনে হুমকি দিয়েছে বলে জানান তিনি।
রশিদ অভিযোগ করে বলেন, কুষ্টিয়া সদর থানা বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব ও মুন্না এই হাট নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সন্ত্রাসী বাহিনী দিয়ে এমন ঘটনা ঘটাতে পারে বলে তার ধারণা।
আরও পড়ুন: মাথায় গুলি নিয়েই জুলাই যোদ্ধা হৃদয় মারা গেলেন
তবে কুষ্টিয়া সদর থানা বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব রশিদের অভিযোগ অস্বীকার করে দাবি করেন, এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা তো দূরে থাক, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।
স্থানীয় সূত্রে জানা যায়, দুজন ব্যক্তি হেলমেট পড়ে এসে বাইক থামিয়ে কোমর থেকে অস্ত্র বের করে রশিদের বাড়িতে এলোপাতাড়ি গুলি করে তাৎক্ষণাৎ মোটরসাইকেলে করে পালিয়ে যান।
ঘটনাটি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি এসে আব্দুর রশিদ সাহেবের নির্মাণাধীন বাড়িতে দুই রাউন্ড গুলি করে পালিয়ে গিয়েছে। আমরা আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখেছি এবং মোটরসাইকেলটির নাম্বার শনাক্ত করার চেষ্টা করছি। এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
২৬৩ দিন আগে
বগুড়ায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত
বগুড়ায় বালুবাহী ট্রাকের চাপায় মো. প্রিন্স হোসেন (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকাল ৯টার দিকে বগুড়া সদর উপজেলার পীরগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রিন্স গাবতলী উপজেলার মোমিন খাদা গ্রামের রোমানের ছেলে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, ‘প্রিন্স প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে তার সাইকেলকে বালুবোঝাই একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি জব্দ করাসহ এর চালককে আটক করা হয়েছে।’
২৬৩ দিন আগে
কিশোরীকে ‘ধর্ষণের পর হত্যা, নানা-নানীকে কুপিয়ে জখম
চট্টগ্রামে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ উঠেছে নাজিম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার (৯ এপ্রিল) চন্দনাইশ উপজেলার নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনা দেখে ফেলায় নানা ও নানীকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় নাজিম। নাজিম ভুক্তভোগী কিশোরীর মায়ের চাচাত ভাই।
পুলিশ ও স্থানীয়রা জানান, কিশোরী ঈদের ছুটিতে নানা বাড়িতে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার রাতে একই বাড়ি বেড়াতে আসেন তার মামা নাজিম। এর পর আনুমানিক দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কিশোরীকে মুখে কাপড় গুজে নাজিম ধর্ষণের পর হত্যা করেন।’
বিষয়টি আরজুর নানা আব্দুল হাকিম ও নানী ফরিদা আক্তার দেখে ফেললে তাদেরকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নাজিম পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
আহতদের চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘পুলিশের টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। তারা থানায় ফিরলে বিস্তারিত বলতে পারব। আসামিকে ধরতে অভিযান শুরু করেছি।’
২৬৩ দিন আগে
জামালপুরে গাঁজাচাষিসহ ৪ মাদককারবারি গ্রেপ্তার
জামালপুরে এক গাঁজাচাষিসহ চার মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) জামালপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করে।
এসময় ৪ গ্রাম হেরোইন ও দেড় কেজি ওজনের গাঁজা গাছ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বুধবার সকাল ৯টার দিকে ইসলামপুর উপজেলার গুঠাইল বাজারের উত্তরপাড়া এলাকায় অভিযান চালায় ডিবি। এসময় চার গ্রাম হেরোইন উদ্ধার ও গুঠাইল উত্তর পাড়া এলাকার মৃত মুসার পুত্র শাকিল মিয়া (৩৭), গিলাবাড়ী উত্তর পাড়া এলাকার মৃত মনসুর শেখ ওরফে ফকির আলীর ছেলে আছর উদ্দিন ওরফে আলম শেখ (২৯), একই এলাকার মৃত ফকির আলীর ছেলে চুন্নু মিয়াকে (৪০) আটক করা হয়।
আরও পড়ুন: সরাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
অপরদিকে গত রাতে মেলান্দহ উপজেলার ভাঙ্গনীডাঙ্গা গ্রামের একটি ভুট্টার জমি হতে দেড় কেজি ওজনের ২টি গাঁজা গাছসহ সাইফুল ইসলাম (৪৮) নামে এক গাঁজাচাষিকে আটক করে ডিবি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি গাঁজা চাষ ও ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেছে আটক ব্যক্তিরা।
জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুস সাকিব ২টি ঘটনায় ৪ জন মাদক ব্যবসায়ীকে আটকের সত্যতা স্বীকার করে বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
২৬৩ দিন আগে
সরাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ফাহাদ (২৩) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।
বুধবার (৯ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহাদ ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চনপুর মধ্যপাড়া এলাকার মো. আকবার আলীর ছেলে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
আরও পড়ুন: বিজয়নগর সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান জানান, বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় সিলেটগামী দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়িতে থাকা চারজন গুরুতর আহত হন।
পরে হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিসৎক ফাহাদকে মৃত ঘোষণা করেন।
লাশ হাইওয়ে থানায় রাখা আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
২৬৪ দিন আগে
বিজয়নগর সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে বিএসএফের বিরুদ্ধে মুরাদুর রহমান মুন্না নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।
মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া সীমান্তে জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহত মুন্না ওই গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। তার লাশ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের পরিবার অভিযোগ করে বলেন, বিকালের দিকে মুন্না তার ধানের জমি দেখতে সেজামুড়া সীমান্তের কাছে যান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কয়েকজন তাকে ধরে নিয়ে যায়। পরে তারা তাকে পিটিয়ে গুরুতর আহত করে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে চলে যায়।
পরে বিজিবি সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়। এসময় তাকে গুরুতর অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আরাফাত বলেন, হাসপাতাল আনার পর তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সরাইল ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, যতটুকু খবর পেয়েছি মুরাদ নামে একজন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিল। সে কি কারণে সীমান্ত অতিক্রম করেছিলেন, বিএসএফ তাকে ধরেছে কি না, না অন্য কেউ মেরেছে তা এখনও জানা যায়নি। ঘটনাটির তদন্ত চলছে।
বিজিবির টহল টিমের বরাত দিয়ে তিনি আরও বলেন, মুরাদ ভারতে অবৈধভাবে প্রবেশের পর সুস্থভাবে ফিরে এসেছিলো। তখন তাকে দেখতে পেয়ে স্থানীয় একজনের মাধ্যমে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
২৬৪ দিন আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
সৌদি আরবের দাম্মাম শহরে স্থানীয় সময় মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে (বাংলাদেশ সময় বুধবার ভোর) তার মৃত্যু হয়।
নিহত যুবক ইসহাক সায়েদের (২১) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবার পৌর এলাকার আড়াইবাড়ি গ্রামের খোরশেদ আলমের ছেলে।
নিহত ইসহাক সৌদি আরবে হাংগেরি নামক একটি ফুড ডেলিভারি কোম্পানিতে ডেলিভারি বয় হিসেবে হিসেবে কাজ করতেন।
নিহতের পিতা খোরশেদ আলম জানায়, সংসারের হাল ধরতে জীবিকার তাগিদে গত বছরের আগস্টে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাঠান তাকে। রাতে কোম্পানির ডিউটি পালন করতে মোটরসাইকেলে করে ফুড ডেলিভারি করতে যায়। এসময় সড়কে ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যায় সে। গতকাল সকালে তার মৃত্যুর সংবাদ পেয়েছি।
আরও পড়ুন: চাঁদপুরে পৃথক ঘটনায় পানিতে ডুবে মা-ছেলেসহ নিহত ৩
সন্তানের লাশ যেন দ্রুত বাংলাদেশে ফেরত এনে যেন দাফনের ব্যবস্থা করা যায় কান্নাজড়িত গলায় সরকারের কাছে সেই আবেদন জানান তিনি।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম বলেন, নিহতের লাশ ফেরত আনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
২৬৪ দিন আগে
চাঁদপুরে পৃথক ঘটনায় পানিতে ডুবে মা-ছেলেসহ নিহত ৩
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ও বালিয়া ইউনিয়নে পৃথক দুটি ঘটনায় পুকুরের পানিতে ডুবে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে এসব ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।
আরও পড়ুন: জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু
নিহতদের মধ্যে রয়েছেন— চান্দ্রা ইউনিয়নের খাদিজা আক্তার (৩০) ও তার ছেলে আবু বকর (৭) এবং বালিয়া ইউনিয়নের শিশু মাকসুদা (২)।
নিহত খাদিজা স্বজনরা জানান, গতকাল স্বামী লোকমানসহ দুই ছেলেকে নিয়ে চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। তারা ঢাকায় থাকেন, আজই (বুধবার) তাদের ফিরে যাওয়ার কথা ছিল।
স্বজনরা জানান, আজ সকাল ১০টার দিকে দুই ছেলেকে নিয়ে খাদিজা গোসল করতে নামেন তাদের বাড়ির পুকুরে। তারা কেউই সাঁতার জানতেন না।
পুকুরে নামার পড়ে দুই ছেলেই পানিতে তলিয়ে গেলে মা বড় ছেলেকে উদ্ধার করে। পরে ছোট ছেলে আবু বকরকে উদ্ধার করতে খাদিজা আবার ডুব দিলে দুজনেই পানিতে তলিয়ে যান। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. বিল্লাল রহমান তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ভোলায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
অন্যদিকে, সদর উপজেলার উত্তর বালিয়া গ্রামে সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের লোকদের অগোচরে পুকুরের পানিতে ডুবে মাকসুদা নামে আরেক শিশুর মৃত্যু হয়েছে। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ওসি মো. বাহার মিয়া ইউএনবিকে জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
২৬৪ দিন আগে
খুলনায় বাটা-ডমিনোস-কেএফসিতে হামলা, ২৯০০ জনের বিরুদ্ধে মামলা
খুলনায় বাটা, ডমিনোস ও কেএফসিতে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনটি মামলা হয়েছে। পৃথক এ তিনটি মামলায় অন্তত দুই হাজার ৯০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (৮এপ্রিল) রাতে সোনাডাঙ্গা থানায় মামলা তিনটি দায়ের করেন ওই তিন প্রতিষ্ঠানের ম্যানেজাররা।
বুধবার (৯এপ্রিল) ভোরে সোনাডাঙ্গা থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর আবু হাসান বিষয়টি ইউএনবি কে নিশ্চিত করেছেন।
এ সময় তিনি জানান, ‘হামলা ভাঙচুরও লুটপাটের অভিযোগ এনে শিববাড়ি মোড়ের বাটা শোরুমে ম্যানেজার তৌহিদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ১২/১৩ শ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এছাড়া কেএফসির ম্যানেজার সুজন মন্ডল বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ৭/৮ শ জনকে আসামি করে আরেকটি মামলা করেন। অনুরূপভাবেডমিনোস পিজ্জাতে ভাঙচুরের ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে শামসুল আলম আরেকটি মামলা দায়ের করেন। এ মামলায় ৭/৮ শ জনকে আসামি করা হয়েছে ‘
উল্লেখ্য, গাজায় গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় কেডিএ এভিনিউ সড়কের কেএফসি ও ডমিনোস এবং শিববাড়ি সংলগ্ন টাইগার গার্ডেন হোটেলের পাশের বাটার শো রুমে হামলা ও লুটপাট করা হয়।
আরও পড়ুন: খুলনায় ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ
বিক্ষুব্ধ জনতা ফাস্ট ফুড চেইন কেএফসি, ডমিনোস, বাটার মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের শো-রুমে হামলা চালায়। এ সময় কেএফসি ভবনের গ্লাসগুলো ভাঙচুর করা হয়।
পাশাপাশি কেএফসির আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী টিভি, ফ্রিজ, ওভেন বাইরে বের করে ভাঙচুর করা হয়। অনুরূপভাবে বাটার শো রুম থেকে জুতা লুটপাট করা হয়।
এ ঘটনায় পুলিশ ৩১ জনকে গ্রেপ্তার করেছে। ভিডিও ফুটেজ এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত অন্যান্যদের শনাক্ত করে গ্রেফতারের জন্য কাজ চলছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
২৬৪ দিন আগে
মারা যাওয়ার দুবছর পর কলেজ অধ্যক্ষ হিসেবে পদায়ন
প্রায় দু-বছর আগে মারা যাওয়া এক অধ্যাপককে কুড়িগ্রামের রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (৯ এপ্রিল) ওই অধ্যাপকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন। তিনি জানান, প্রয়াত জামাল উদ্দীন কুমিল্লা জেলার বাসিন্দা ছিলেন।
আরও পড়ুন: অধ্যক্ষ নিয়োগে জটিলতায় কলেজের বেতন বন্ধ, বিপদে শিক্ষক-কর্মচারীরা
এর আগে গত মঙ্গলবার (৮ এপ্রিল) প্রকাশিত এক প্রজ্ঞাপনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৩৫ জন অধ্যাপকের মধ্যে কুড়িগ্রামের মীর ইসমাইল হোসেন কলেজে অধ্যক্ষ হিসেবে মো. জামাল উদ্দীনের নাম অন্তর্ভুক্ত করা হয়। অথচ তিনি গত ২০২৩ সালের ১২ এপ্রিল মৃত্যুবরণ করেছেন।
মৃত জামাল উদ্দীন কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। অধ্যাপক জামাল উদ্দীন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
একজন মৃত ব্যক্তির নাম কীভাবে পদায়নের তালিকায় এলো, তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২৬৪ দিন আগে