সারাদেশ
মাগুরায় শিশুকে বালিশচাপায় হত্যার অভিযোগে মা গ্রেপ্তার
সাবিনা ইয়াসমিন রাণী (২৮) নামে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত এক মা নিজের শিশু সন্তানকে বালিশচাপা দিয়ে হত্যা করেছে বলে জানিয়েছ পুলিশ।
শুক্রবার (২৯ আগস্ট) দিনগত রাত ১টার দিকে সেখানেই এ ঘটনা ঘটে।
নিহত তৌহিদুল আভান (৩) মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার দাতিয়াদহ গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। পুলিশ শিশুটির মা সাবিনা ইয়াসমিন রাণীকে গ্রেপ্তার করেছে।
একটি ঔষধ কোম্পানিতে চাকরিরত মোস্তাফিজুর রহমান স্ত্রী এবং এক মেয়ে ও ছেলেকে নিয়ে শহরের শান্তিনগর এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করতেন।
নিহত শিশুর চাচা মফিজুর রহমান থানায় লিখিত অভিযেগ করে জানান, ৫ বছর আগে প্রথম সন্তান ভূমিষ্ট হওয়ার পর থেকেই মানসিক অসুস্থতায় ভুগছিলেন সাবিনা ইয়াসমিন। ঘটনার রাতে ভাই মোস্তাফিজ পেশাগত কাজে বাইরে অবস্থান করছিলেন। এ অবস্থায় সাবিনা বালিশচাপা দিয়ে শিশুটিকে হত্যার পর নিজেই ওই বাড়ির মালিকের বাসায় গিয়ে ঘটনা জানায়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বাতেন মৃধা জানান, শনিবার সকালে অভিযুক্ত মাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
১১৯ দিন আগে
রাকসু নির্বাচন: কোষাধ্যক্ষের কার্যালয় ভাঙচুরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিকে কেন্দ্র করে কোষাধ্যক্ষের কার্যালয় ভাঙচুর করে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে রাবি শাখা ছাত্রদলের বিরুদ্ধে।
এসময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের দফায় দফায় ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে বহিরাগতসহ আহত হয়েছেন অন্তত চারজন।
রবিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে আসন্ন রাকসু নির্বাচনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি পালন করছিল রাবি শাখা ছাত্রদল।
এসময় তারা ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’, ‘প্রথমবর্ষের ভোটাধিকার, ছাত্রদলের অঙ্গীকার’, ‘রাকসু আমার অধিকার, তুমি কে বাদ দেওয়ার’, ‘ছাত্রদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘প্রথম বর্ষের ভোটাধিকার, দিতে হবে দিতে হবে’, ‘রাকসু ফি দিয়েছি, ভোটার হতে চেয়েছি’, ‘ডাকসু-রাকসু নির্বাচনে, প্রথমবর্ষ ভোট দেবে’, ‘প্রথমবর্ষের ভোটাধিকার, ফকির কে কেড়ে নেওয়ার’—স্লোগান দেন।
অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীরা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া গণতান্ত্রিক অধিকার হরণ করার শামিল। আমরা চাই নির্বাচন কমিশন প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে সকলের অংশগ্রহণমূলক নির্বাচন দেবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এ দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এ কর্মসূচি চলবে।
এদিকে ছাত্রদলের বিক্ষোভের মধ্যে মনোনয়ন ফরম তুলতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার তোপের মুখে পড়েছেন। এ সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তিও হয়।
পরে বেলা ১১টার দিকে সালাউদ্দিন আম্মারের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে পড়ে ছাত্রদল। এ সময় দফায় দফায় উভয়পক্ষের মাঝে স্লোগান-পাল্টা স্লোগান, ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় দুপক্ষের মধ্যে ধস্তাধস্তিতে অন্তত চারজন আহত হয়েছেন। দুপুর ২টায় পর্যন্ত থেমে থেমে এ উত্তেজনা পরিস্থিতি অব্যাহত ছিল।
আরও পড়ুন: ৩ দফা দাবিতে সড়ক অবরোধে পবিপ্রবির কৃষি শিক্ষার্থীদের
সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে ছাত্রদল কার্যালয় ছেড়ে চলে যায়। দুপুরের পরে আবার কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। সালাউদ্দিন আম্মার ও ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে মনোনয়ন ফরম নেওয়া শুরু হয়।
রাকসুর কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছে। চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। তারা ভায়োলেন্স ঘটানোর চেষ্টা করছে। প্রশাসনকে অবহিত করেছি। এ বিষয়ে তারা ব্যবস্থা নেবে। মনোনয়ন ফরম বিতরণের শেষ দিন আজ। তবে সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় দুপুরের পর থেকে আবার মনোনয়ন ফরম দেওয়া শুরু হয়।
১১৯ দিন আগে
চুয়াডাঙ্গায় ইজিবাইক-আলমসাধু সংঘর্ষে মুয়াজ্জিন নিহত
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইজিবাইক ও আলমসাধুর সংঘর্ষে বরকত আলি মোল্লা (৫২) নামে এক মুয়াজ্জিন নিহত হয়েছেন।
রবিবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার মুক্তারপুর মুল্লাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বরকত আলি উপজেলার হাতিভাঙ্গা গ্রামের মৃত বুদো মোল্লার ছেলে এবং হাতিভাঙ্গা জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য হাসান আলি জানান, আজ (রবিবার) সকালে বরকত আলি কার্পাসডাঙ্গা বাজার থেকে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন। মুক্তারপুর মুল্লাবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা স্যালোইঞ্জিনচালিত একটি অবৈধ আলমসাধুর সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়।
সংঘর্ষে ইজিবাইকটি দুমড়েমুচড়ে গেলে বরকত আলি রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন: সিলেট-তামাবিল সড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৫
দামুড়হুদা মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১১৯ দিন আগে
যশোরে ছুরিকাঘাতে আ.লীগ নেতা নিহত
যশোরের মনিরামপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আশরাফুল ইসলাম (৪৬) নামে এক ইউনিয়ন আওয়ামী লীগের নেতা নিহত হয়েছেন। এ সময় তারেক নামে অপর আরও এক ব্যক্তি আহত হয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ বাজারে হবির চিড়ার মিলের সামনে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রামের আজহার আলী মাস্টারের ছেলে এবং মোবারকপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) বদরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফুল ইসলাম প্রতিদিনের মতো শনিবার রাতেও রাজগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে সময় কাটাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা অতর্কিতে তার ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
রাজগঞ্জ এলাকার কয়েকজনর বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, আশরাফুল রাজগঞ্জ বাজারে হবির চিড়ার মিলের সামনে একটি চায়ের দোকানে নিয়মিত সময় কাটাতেন। প্রতিদিনের মতো গতকাল (শনিবার) সন্ধ্যার পর তিনি ওই চা দোকানে এসে বসেন। রাত সোয়া ৯টার দিকে দুর্বৃত্তরা তার ওপর দুর্বৃত্তরা অতর্কিতে তার ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
আশরাফুলের ওপর হওয়া হামলা ঠেকাতে গেলে ওই দোকানে বসে থাকা তারেক নামে অপর এক ব্যক্তিকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি পর সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাশার বলেন, ‘হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারলে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
দোষীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
১২০ দিন আগে
লবণ নেওয়ার অজুহাতে ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে ‘ধর্ষণ’
যশোরের অভয়নগরে লবণ নেওয়ার অজুহাতে প্রতিবন্ধী এক নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই অভিযোগে হালিম মোল্লা নামে তার এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলার ধুলগ্রাম এলাকায় ভুক্তভোগীর নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার একদিন পর ভুক্তভোগীর পরিবার বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় অভয়নগর থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।
এরপর গতকাল (শনিবার) অভিযুক্তকে যশোর সদর উপজেলার জয়তা গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ।
ধর্ষণের শিকার নারী বাক প্রতিবন্ধী এবং মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সৈয়দ বকতিয়ার আলী।
তিনি জানান, ঘটনার সময় ওই নারী বাড়িতে একা ছিলেন। সেদিন সকাল ৯টার দিকে প্রতিবেশী হালিম মোল্লা লবণ নেওয়ার অজুহাতে তার বাড়িতে যান। ভুক্তভোগী নারী রান্নাঘর থেকে লবণ আনতে গেলে হালিম ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। ঘটনার পর তিনি দ্রুত সেখান থেকে সটকে পড়েন। পরের দিন বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে তার বিরুদ্ধে মামলা করা হয়। এরপর হালিমের অবস্থান শনাক্ত করে শনিবার তাকে আটক করা হয়।
রোববার (৩১ আগস্ট) হালিম মোল্লাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১২০ দিন আগে
নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
নড়াইলের কালিয়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই।
শনিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার রঘুনাথপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীন যুব সংঘের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ষাঁড়ের লড়াই অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই অনুষ্ঠানস্থলে মানুষের ভিড় বাড়তে থাকে। দুপুর গড়াতেই রঘুনাথপুর বিদ্যালয়ের মাঠের চারপাশে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। কেউ স্কুলের বারান্দায়, কেউ বাড়ির ছাদে, আবার কেউ গাছে উঠে উপভোগ করেন এ লড়াই। শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্করাও লড়াই দেখতে ভিড় জমান।
প্রতিযোগিতায় আড়পাড়া, যাদবপুর, শোলপুর, মির্জাপর, পেড়লীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ৩০টি ষাঁড় অংশ নেয়।
আরও পড়ুন: মানিকগঞ্জের কালিগঙ্গায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত
মির্জাপুর থেকে আসা সুবুদ্ধি বিশ্বাস বলেন, আমিসহ আমাদের গ্রাম থেকে নসিমন যোগে ১৫ জন এক সঙ্গে ষাঁড়ের লড়াই দেখেছি। ষাঁড়ের লড়াই দেখার আনন্দেই আলাদা। যদি বৃষ্টি না হতো তাহলে এখানে আসা মানুষ আরও সুন্দরভাবে এ প্রতিযোগিতা উপভোগ করতে পারত।
আয়োজকদের মতে, গ্রামবাংলার মানুষের বিনোদনের পাশাপাশি সামাজিক ঐক্যের প্রতীক এই ষাঁড়ের লড়াই। আমাদের সকলের পুরোনো এই ঐতিহ্য সংরক্ষণ করা উচিত, যাতে করে আগামী প্রজন্ম কাছে এটি জীবন্ত থাকে। ষাঁড়ের লড়াই শুধু একটি সাধারণ খেলা নয়, এটি বাংলার গ্রামীণ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।
১২০ দিন আগে
চবিতে আবারও দফায় দফায় সংঘর্ষ, সব পরীক্ষা স্থগিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে হেনস্তার ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আবারও দফায় দফায় সংঘর্ষ চলছে। উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ এবং পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত অর্ধশত ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার (৩১ আগস্ট) দুপুর ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উত্তরা আবাসিক ২ নম্বর গেটে এ সংঘর্ষ চলছিল।
এ সময় স্থানীয়দের নিক্ষেপ করা ইটের আঘাতে আহত হন চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। এর পরপরই বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।
চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় বহু শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের আজ পরীক্ষা ছিল। তাই বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।’
শিক্ষার্থীরা জানান, দুই-তিনদিক থেকে চবির শিক্ষার্থীদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে স্থানীয়রা। শিক্ষার্থীরাও জড়ো হয়ে হামলা প্রতিরোধের চেষ্টা শুরু করেন। তবে স্থানীয়দের সংখ্যা বেশি হওয়ায় শিক্ষার্থীরা বারবার পেছাতে বাধ্য হন, অনেক শিক্ষার্থী ইটের আঘাতে আহত হন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একজন সদস্যও আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
শিক্ষার্থীরা বলেন, আজ (রোববার) সকাল থেকেই সেনাবাহিনীর সদস্যদের দেখতে পেয়েছি। তবে এক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তারা চলে যান। এর পরপরই দুপুর ১২টার দিকে ফের সংঘর্ষের শুরু হয়।
এ বিষয়ে তারা একটি সুষ্ঠু সমাধান চান। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমাধানের উদ্যোগ নেওয়া হলেও কর্তৃপক্ষ সফল হয়নি বলে জানান শিক্ষার্থীরা।
১২০ দিন আগে
সীতাকুণ্ডে অবৈধ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৪
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল পাহাড়ি এলাকায় দেশীয় অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও তৈরির সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
শনিবার (৩০ আগস্ট) গুইমারা রিজিয়নের ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজীর নেতৃত্বে ৩টি টহল দল এ অভিযান পরিচালনা করে।
এসব তথ্য নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজীর নেতৃত্বে অস্ত্র তৈরির ওই কারখানায় অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় ওই চার ব্যক্তিকে আটকসহ স্থানীয়ভাবে তৈরি ৬টি আগ্নেয়াস্ত্র, ৩৫ রাউন্ড খালি কার্তুজ, ৫ রাউন্ড ভরা কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল, ২০টি দা, ২টি ওয়াকিটকি ও চার্জার, ১টি মাইক (মেগাফোন), ৪টি প্যারাসুট ফ্লেয়ার এবং অস্ত্র নির্মাণে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়। পরবর্তীতে সব সরঞ্জামসহ ওই চারজনকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা হলে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
আরও পড়ুন: বেনাপোলে বিদেশি পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার
গ্রেপ্তার চারজন হলেন— চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার কামরুল হাসান রেদোয়ান (৫০), সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার মো. আশিক (২৫), কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার রুমন (৪৫), নোয়াখালী জেলার দক্ষিণ হাতিয়ার মো.আমির ইসলাম (৪০)।
ওসি মজিবুর রহমান জানান, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও আটক সন্ত্রাসীদের সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। আটক চার সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা রুজু শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।
১২০ দিন আগে
চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন
চট্টগ্রাম মহানগরীতে সন্ত্রাসীর ছুরিকাঘাতে পিন্টু (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন হিলভিউ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য পিন্টুকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত, গুরুতর আহত ১
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ছুরিকাঘাতে একজনকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতাল থেকে জানতে পারি, ওই ব্যক্তি মারা গেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
১২০ দিন আগে
চোর সন্দেহে নাটোরে সংঘবদ্ধ পিটুনিতে নিহত ১
নাটোরের সদর উপজেলায় চোর সন্দেহে স্থানীয়দের সংঘবদ্ধ পিটুনিতে নবীর আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নেপালদিঘী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নবীর রাজশাহীর বাঘা এলাকায় বাসিন্দা। তবে দীর্ঘদিন ধরেই তিনি নেপালদিঘীর পার্শ্ববর্তী ইসলাবাড়ি গ্রামে শশুরবাড়িতে বসবাস করতেন।
আরও পড়ুন: লালবাগে সংঘবদ্ধ পিটুনিতে যুবক নিহত
স্থানীয়রা জানান, রাত ২টার দিকে নেপালদিঘী গ্রামের ইদ্রিস আলীর বাড়ি থেকে কিছু মালামাল চুরি করে পাশের আব্দুল আওয়ালের বাড়িতে প্রবেশ করছিলেন নবীর। সে সময় গ্রামের লোকজন টের পেয়ে চিৎকার শুরু করে। এরপর তাকে ধরে সংঘবদ্ধ পিটুনি দেয় গ্রামবাসী। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
খবর পেয়ে আজ (রবিবার) সকালে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে, মরদেহের সুরতহাল রিপোর্ট ও গ্রামবাসীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, প্রাথমিকভাবে সংঘবদ্ধ পিটুনিতে হত্যা বলে মনে হচ্ছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
১২০ দিন আগে