সারাদেশ
ঠাকুরগাঁওয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইউক্যালিপটাস গাছ থেকে পড়ে রাজু আহমেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (২০ জুলাই) দুপুরে উপজেলার রাতোর ইউনিয়নের ভাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজু আহমেদ ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য রাসেল রানা মিন্টু রাজুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে এক বিষয়ে পরীক্ষা দিলেও তিন বিষয়ে ফেল!
নিহতের চাচাতো ভাই ফয়জুল ইসলাম জানান, রবিবার দুপুরে রাজু বাগানে থাকা একটি ইউক্যালিপটাস গাছের বাঁকা ডাল সোজা করতে গাছে ওঠেন। কাজ করার একপর্যায়ে গাছের একটি মগডাল ভেঙে গেলে তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান এবং নিচে রাখা একটি কোদালের হাতল তার পেটে ঢুকে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, গাছ থেকে পড়ে যুবকের মৃত্যুর বিষয়টি জেনেছি। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।
১৬১ দিন আগে
নেত্রকোণায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) ভোরে উপজেলার কুল্লাগাড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামে স্ত্রীর বাবার বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নিহতরা হলেন—কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের মেয়ে ঝুমা আক্তার (২১) ও চকলেংগুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সোহাগ মিয়া (২৪)। সোহাগ পেশায় দিনমজুর ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিন বছর আগে তাদের বিয়ে হয়। দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে দম্পতির। এক সপ্তাহ আগেও তাদের মধ্যে ঝগড়া হয়েছিল, পরে মিলও হয়। রবিবার ভোরে ঘর থেকে শিশুর কান্নার শব্দ শুনে ঝুমার বাবা রহিম উদ্দিন গিয়ে দেখেন—ঘরের ধরনার সঙ্গে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় রয়েছেন ঝুমা ও সোহাগ। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন।
আরও পড়ুন: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে লিফটের নিচ থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
পরে দুর্গাপুর থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহ থেকে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
১৬২ দিন আগে
ফরিদপুরে পুলিশের জব্দ করা বাসে আগুন
ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানায় সড়ক দুর্ঘটনায় জব্দ করা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে জেলা সদরের কানাইপুর ইউনিয়নের করিমপুর হাইওয়ে থানা-সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, গত ঈদুল আজহার আগে ফরিদপুরের মধুখালীতে আরএসএফ পরিবহনের একটি বাস সড়ক দুর্ঘটনার শিকার হয়। পরে বাসটি জব্দ করে থানা থেকে প্রায় দেড়শ গজ পশ্চিমে সড়কের পাশে রাখা হয়।
আরও পড়ুন: শ্যামপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেফতার
তিনি জানান, বাসটি মালিকপক্ষই লোক রেখে দেখাশোনা করতেন। গতকাল (শনিবার) দুপুর থেকে তারা সেখানে ছিলেন না। পরে রাত সাড়ে ১১টার দিকে জানা যায়, বাসটিতে আগুন লেগেছে।
কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা।
১৬২ দিন আগে
কুমিল্লায় কন্টেইনারবাহী ট্রেলার উল্টে যাওয়ার ৪ ঘণ্টা পর যান চলাচল শুরু
কুমিল্লার দেবিদ্বারে একটি কন্টেইনারবাহী ট্রেলার উল্টে প্রায় ১৫ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। তবে সেটি সরিয়ে চার ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মডেল মসজিদ-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ট্রেলারটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় কন্টেইনারটি উল্টে যায়। আমরা সড়কে যানজট দেখে এগিয়ে গিয়ে দেখি এই ঘটনা ঘটেছে। এরপর পুলিশকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। কন্টেইনারটি উঠিয়ে সড়ক থেকে সরাতে অনেকক্ষণ সময় লেগেছে। দুর্ঘটনার পর প্রায় চার ঘণ্টা সড়কে আটকে থাকে শত শত যানবাহন। এ সময় প্রায় ১৫ কিলোমিটারের যানজট সৃষ্টি হয়।
আরও পড়ুন: গোপালগঞ্জে এনসিপি কর্মসূচিতে হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পারভেজ আলী বলেন, ‘আজ সকাল পৌনে ৭টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এরপর ট্রেলারটি উদ্ধারে আমরা একটি ক্রেন নিয়ে আসি, তবুও সেটিকে সড়ক থেকে সরাতে পারিনি। পরে আরেকটি ক্রেন আনা এনে সাড়ে ১০টার দিকে কন্টেইনারটি সরিয়ে সড়কের মাঝখানে রাখা হয়। এতে দুপাশে আটকে থাকা গাড়িগুলোর চলাচল কিছুটা স্বাভাবিক হয়।’
১৬২ দিন আগে
ফ্যাসিবাদ প্রতিরোধে নতুন সংবিধানের দাবি ফরহাদ মজহারের
কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, বাংলাদেশে আর কখনো যেন ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা ফিরে আসছে না পারে সেজন্য নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে। এ লড়াইয়ে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে বলেও মনে করেন তিনি।
শনিবার (১৯ জুলাই) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ফরহাদ মজহার বলেন, বুদ্ধিভিত্তিক বিকাশের অন্যতম উৎস সাংবাদিকতা। তাই সাংবাদিকদের সবসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে। তারা এখনো নানা রূপে ফিরে আসতে চাইছে। এর মূল কারণ গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার গঠনতন্ত্র এখনো তৈরি হয়নি। যারা নতুন গঠনতন্ত্র চায় না, তারা ফ্যাসিবাদে পুনঃ প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেন এই রাষ্ট্রচিন্তক।
এই সময় সকল মত, ধর্ম ও ঐতিহ্যের স্বাধীনতার উপর গুরুত্ব দেন তিনি। এছাড়া চট্টগ্রাম বন্দর এর গুরুত্ব উল্লেখ করে তা বিদেশিদের না দেওয়ার দাবি জানিয়ে বন্দরের সব ধরনের দুর্নীতি ও অনিয়ম বন্ধের আহ্বান জানান ফরহাদ মজহার।
চট্টগ্রামকে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, ‘হাটহাজারীর মতো অঞ্চলে মসজিদ ও মন্দির পাশাপাশি অবস্থিত। যেখানে দুই সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে ধর্মীয় এবং সামাজিক আচারে অংশ নিচ্ছেন। এই ঐতিহ্য যেন অক্ষুণ্ন থাকে, সে বিষয়ে সচেতন থাকা জরুরি।’
তিনি বলেন, আর কখনো যেন দাড়ি-টুপি বা পাঞ্জাবি পরা কাউকে জঙ্গি কিংবা গেরুয়া বসন পরা কাউকে বিদেশি দালাল হিসেবে আখ্যায়িত না করা হয়।
সংবিধান বনাম গঠনতন্ত্র; দৃষ্টিভঙ্গির পার্থক্য নিয়ে ফরহাদ মজহার বলেন, ‘গঠনতন্ত্র ও সংবিধান এক নয়। সংবিধান একটি আইনি কাঠামো মাত্র, যেখানে গঠনতন্ত্র হচ্ছে রাষ্ট্র ও সংগঠন পরিচালনার মূল দর্শন। ড. কামাল হোসেন সংবিধানকে রাষ্ট্রচিন্তার কেন্দ্রবিন্দু বানিয়েছেন, যা জাতির জন্য বিভ্রান্তিকর।’
ঢাকায় জামায়াতের সমাবেশের সফলতা কামনা করে তিনি বলেন, ‘আইডিএল (ইসলামিক ডেমোক্রেটিক লিগ) বিলুপ্ত করে জামায়াতে ইসলামী নামে রাজনীতিতে পুনরায় আত্মপ্রকাশ রাজনৈতিক দুরদর্শিতার ঘাটতি প্রকাশ করে।’
পড়ুন: পুরোনো ব্যবস্থায় নয়, নতুন ব্যবস্থাপনায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে: জামায়াত আমির
সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি বলেন, ‘চট্টগ্রাম প্রেস ক্লাবকে ভারতের এজেন্ডা বাস্তবায়নের স্থান হিসেবে ব্যবহার করা হয়েছিল। ৫ আগস্ট ছাত্র-জনতার একটি অংশ প্রেস ক্লাব থেকে ফ্যাসিবাদের দোসরদের উচ্ছেদ করে। বর্তমানে এ ক্লাব দেশপ্রেমিক, পেশাজীবী সাংবাদিকদের আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠেছে।’
তিনি আরও জানান, এখনো কিছু চক্র প্রেস ক্লাবকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তাই সাংবাদিকদের সজাগ থাকতে হবে। যারা সাংবাদিকতার আড়ালে ফ্যাসিবাদের চর্চা করে, তাদের প্রেস ক্লাবে কোনো স্থান নেই।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন ওয়ার্ল্ড প্রেস কাউন্সিলের সদস্য ও চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মঈনুদ্দিন কাদেরী শওকত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সাবেক চেয়ারম্যান শহীদুল হক, অধ্যাপক আর রাজী, সহকারী অধ্যাপক সাইমা আলম, রাষ্ট্রচিন্তক মেজর (অব.) ফেরদৌস, কালের কণ্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান মুস্তফা নঈম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, ইউএনবি চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল ইসলাম শিল্পী, বাসস’র সিনিয়র সাংবাদিক মিয়া মোহাম্মদ আরিফ, বৈশাখী টিভির ব্যুরো প্রধান গোলাম মওলা মুরাদ প্রমুখ।
১৬২ দিন আগে
ভোলায় ১৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও পলিথিন জব্দ
ভোলার চরফ্যাশনে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে ভোলার চরফ্যাশন বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (১৯ জুলাই) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গতকাল (শুক্রবার) অভিযান চলাকালে ১০টি গুদাম তল্লাশি করে প্রায় ১৪ কোটি ৫২ লাখ টাকা মূল্যের ৫ লাখ মিটার নতুন কারেন্ট জাল, ৫ লাখ মিটার চরঘেরা জাল, ১ লাখ মিটার মশারি জাল, ৩ হাজার পিস চায়না দুয়ারি জাল, ৪ পিস বেহুন্দি জাল এবং ২০ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়।’
পরে জব্দ করা জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয় এবং নিষিদ্ধ পলিথিন ভোলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।
১৬৩ দিন আগে
রংপুরে চাচাতো ভাইয়ের হাসুয়ার আঘাতে প্রাণ গেল যুবকের
রংপুরের কাউনিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাসুয়ার আঘাতে মাসুদার রহমান (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।
নিহত মাসুদার রহমান উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ বকুলতলা বাজার এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
নিহতের ভাই মামুনুর রহমান জানান, দীর্ঘদিন ধরে বসতভিটা-সংলগ্ন ৮ শতক জমি নিয়ে চাচাতো ভাইদের সঙ্গে বিরোধ চলছিল। এ নিয়ে বিজ্ঞ আদালতে একটি মামলাও চলমান রয়েছে।
আরও পড়ুন: চা দিতে দেরি হওয়ায় সিলেটে হোটেল কর্মচারী খুন
শুক্রবার রাতে আব্দুল লতিফ তার লোকজন নিয়ে ওই জমিতে ঘর তুলতে গেলে মাসুদার রহমান বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল লতিফের ছেলে সাইফুল ইসলামের হাতে থাকা হাসুয়া দিয়ে মাসুদার রহমানের ঘাড়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
১৬৩ দিন আগে
সমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনা, ফরিদপুরে দুই জামায়াত নেতা নিহত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকায় অনুষ্ঠিতব্য মহাসমাবেশে যোগ দিতে আসার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দলটির দুই নেতা নিহত হয়েছেন।
এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৮ থেকে ৯ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে ঢাকা–খুলনা মহাসড়কের ভাঙ্গা গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— খুলনার দাকোপ উপজেলার বাসিন্দা মাওলানা আবু সাঈদ (৫৫) এবং একই উপজেলার মোহাম্মদ আমানত শেখ (৫৫)।
আরও পড়ুন: গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত ১
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশফাক হোসেন।
তিনি জানান, বাংলাদেশ জামাত ইসলামীর মহাসমাবেশে অংশ নিতে দলটির নেতা-কর্মীদের নিয়ে খুলনা থেকে ছেড়ে আসা একটি মিনিবাস ভাঙ্গা গোলচত্বর মহাসড়কের ওপর যাত্রাবিরতি দেয়। এ সময় খুলনা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের একটি বাস দাঁড়িয়ে থাকা মিন ক্লাসিক নামের ওই বাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে সেটির সামনে দাঁড়িয়ে থাকা দুজন কর্মী বাসের চাপে ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। এ সময় সেখানে থাকা আরও ৮ থেকে ৯ জন সমর্থক আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিত নিয়ন্ত্রণ করে। বর্তমানে মিনি বাস ও লাশদুটি ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অধীনে রয়েছে বলে জানান ওসি।
১৬৩ দিন আগে
নাটোরের বিপুল পরিমাণ চোলাই মদ জব্দ, আটক ১
নাটোরের লালপুরে দুটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করেছে সেনাবাহিনী। এ সময় মদ তৈরির প্রধান কারিগর নাসিমা বেগমকে আটক করা হয়েছে বলেও জানা গেছে।
শুক্রবার (১৮ জুলাই) উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দুর্গম টিটিয়া গ্রামে এ অভিযান চালানো হয়।
আরও পড়ুন: বিজিবি দেখে মোটরসাইকেল ফেলে পালাল চোরাকারবারি, প্রায় ৩২ লাখ টাকার স্বর্ণ জব্দ
স্থানীয়রা জানান, রাত পর্যন্ত চলা অভিযানে ৬২ বালতি দেশীয় কাঁচা চোলাই মদ এবং ৩০ লিটার বোতলজাত মদ জব্দ করা হয়। অভিযানকালে মদ তৈরির প্রধান কারিগর নাসিমা বেগমকে আটক করা হয়। তবে মদ তৈরির সঙ্গে জড়িত অন্যরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে।
পরে আটক হওয়া নারী এবং জব্দ করা মদ লালপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
এ ঘটনায় একটি মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান।
১৬৩ দিন আগে
বিজিবি দেখে মোটরসাইকেল ফেলে পালাল চোরাকারবারি, প্রায় ৩২ লাখ টাকার স্বর্ণ জব্দ
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় এক স্বর্ণ চোরাকারবারি। পরে সেখান থেকে দুটি স্বর্ণের বার জব্দ করেছেন বিজিবি সদস্যরা, যার বাজারমূল্য প্রায় ৩২ লাখ টাকা।
ঘটনাটি শুক্রবারের (১৮ জুলাই)। দুপুরে উপজেলার গয়েশপুর কাদাবাগান এলাকায় এই অভিযান পরিচালনা করেন মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেন মেদিনীপুর বিওপির নায়েব সুবেদার মো. ফারুক হোসেন।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
আরও পড়ুন: ফুলবাড়ী সীমান্তে বিএসএফের বুলেটে ভারতীয় চোরাকারবারি নিহত
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের ভেতরে বিজিবির টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলকে থামতে বললে চালক দ্রুত মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে সিটের নিচ থেকে বের করা হয় ২৩২ গ্রাম ওজনের দুই পিস স্বর্ণের বার।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ৫৬ হাজার ৭০৮ টাকা। জব্দ করা মোটরসাইকেলসহ এই মূল্য মোট প্রায় ৩৩ লাখ টাকা দাঁড়ায় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জব্দ করা স্বর্ণের বারদুটি চুয়াডাঙ্গা জেলা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১৬৩ দিন আগে