সারাদেশ
পাবনায় মাদরাসার নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা
পাবনায় ওসমান গনি মোল্লা (৫৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। তিনি উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর বাজারে অবস্থিত সিকেবি রুস্তমিয়া আলিম মাদরাসার নৈশ প্রহরী ছিলেন।
মঙ্গলবার (১০ জুন) সকাল ১০টায় বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, সোমবার (৯ জুন) দিবাগত রাত ১টার দিকে মাদরাসার কক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ওসমান গনি মোল্লা সোমবার সন্ধ্যায় মাদরাসায় দায়িত্ব পালন করতে আসেন। একপর্যায়ে রাত ১টার দিকে কেউ বা কারা মাদরাসায় প্রবেশ করে তাকে কুপিয়ে জখম করে। এ সময় স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় ওসমানকে দেখতে পেয়ে থানায় খবর দেয় এবং তাকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: খুলনার আঠারো বেকী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
এ বিষয়ে মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদকে ফোন করলেও তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, "পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। হত্যাকারীকে শনাক্ত করতে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
২০২ দিন আগে
পূর্বশত্রুতার জের: পল্লবীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীর পল্লবী থানার মিল্লাত ক্যাম্প এলাকায় পূর্বশত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) সকাল ৭টার দিকে পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করেছে।
নিহত ওই যুবকের নাম রাকিবুল হাসান সানি (২৯)। ভোর ৪টা থেকে ৫টার মধ্যেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক চক্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ‘আমরা সকাল সাতটার দিকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি। পরে মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হবে।’
আরও পড়ুন: ঈদের দিন স্ত্রীকে গলাকেটে হত্যা, সেই ঘাতক স্বামী গ্রেপ্তার
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক বিক্রির আধিপত্য বিস্তার ও দ্বন্দ্বকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে রাতের আঁধারে হত্যাকারীরা কীভাবে ঘটনাটি ঘটিয়েছে; তা এখনও স্পষ্ট নয়।
নিহতের পরিবারের দাবি, সানি একজন অটোরিকশাচালক ছিলেন। পরিবারের সদস্যদের অভিযোগ, গেল রমজান মাসেও একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র তার ওপর হামলা চালিয়েছিল।
ঘটনার পর থেকে মিল্লাত ক্যাম্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং এলাকায় পুলিশ ও সিআইডি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।
২০২ দিন আগে
ঈদের ছুটিতে পর্যটকদের ঢল খাগড়াছড়িতে
ঈদুল আজহায় টানা ছুটিতে খাগড়াছড়িতে পর্যটকদের ঢল নেমেছে। বিভিন্ন বয়সী পর্যটকে ভরে উঠেছে প্রধান পর্যটন স্পটগুলো।
আলুটিলা, জেলা পরিষদ হর্টিকালচার পার্ক, রহস্যময় গুহা, রিছাং ঝর্ণাসহ অন্যান্য পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। তবে বাইরের পর্যটকদের তুলনায় স্থানীয় পর্যটকের সংখ্যা বেশি।
এবারের ঈদে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো পর্যটক এসেছেন। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ধারণা, পর্যটকের সংখ্যা আরও বাড়তে পারে।
এই সময়ে, খাগড়াছড়ির আলুটিলা এবং আলুটিলার ব্যতিক্রমী সেতু পর্যটকদের বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। রহস্যময় গুহা এবং রিছাং ঝর্ণা পর্যটকদের মন কেড়েছে। এছাড়া জেলা পরিষদ হর্টিকালচার পার্ক, ঝুলন্ত সেতু, এবং নয়াভিরাম লেকও পর্যটকদের আকর্ষণ করছে।
আরও পড়ুন: খাগড়াছড়িতে পাহার ধসের ঝুঁকি এড়াতে ১২৪টি আশ্রয় কেন্দ্র চালু
২০২ দিন আগে
বাগেরহাটে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১, আহত ৮
বাগেরহাটের ফকিরহাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও আট যাত্রী।
মঙ্গলবার (১০ জুন) ভোরে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মুলঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ছয়জনকে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বাসচালকসহ দুইজনের অবস্থা গুরুতর বলে পুলিশ জানান।
দুর্ঘটনায় নিহত বাসযাত্রীর নাম পরিচয় পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। তবে নিহত অজ্ঞাত পরিচয়ের ওই পুরুষের বয়স প্রায় ৪০ বছর বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চানু নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
তিনি জানান, ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা ‘ইমাদ পরিবহনের’ একটি বাস মুলঘর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায় এবং বাসটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন যাত্রীর মৃত্যু হয় এবং আটজন আহত হন। আহতদের মধ্যে ছয়জনকে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে বাসচালকসহ দুইজনের অবস্থা গুরুতর।
ওসি শেখ নুরুজ্জামান চানু আরও জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
২০২ দিন আগে
সিলেটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটের গোলাপগঞ্জে জুবের আহমদ নামের এক যুবকের ঝুলন্ত রাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ জুন) রাত ১১টার দিকে উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের দক্ষিণ ঘোষগাও গ্রাম থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
নিহত জুবের আহমদ (৩৫) ওই গ্রামের মৃত মুজাহিদ আলীর ছেলে। তিনি পেশায় একজন পিকআপ ভ্যান চালক ছিলেন এবং প্রায় দেড় মাস আগে বিয়ে করেছিলেন।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের সদস্যরা জুবের আহমদের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। সন্দেহ হলে তারা ঘরের তীর বেয়ে উপরে উঠে দেখেন, তিনি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছেন।
আরও পড়ুন: খুবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
তাৎক্ষণিকভাবে বিষয়টি গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা।
তিনি বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
২০২ দিন আগে
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
নাটোরের সিংড়া ও নলডাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
সোমবার (৯ জুন) রাত পৌনে ১১টার সময় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকা দুর্ঘটনায় নিহত হন রিকশাচালক রমজান আলী মোল্লা (৬০)। অন্যদিকে, সাড়ে ১০টার দিকে নলডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন তানভির রহমান (১৭)।
নিহত রমজান আলী মোল্লা সিংড়া পৌরসভার পাটকোল মহল্লার বাসিন্দা ও মৃত খাদেম আলীর ছেলে।
এ দুর্ঘটনার বিষয়ে ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, রাতে সিংড়া বাজার থেকে রিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন রমজান আলী। পথে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বগুড়া থেকে নাটোরগামী ‘জেরিন পরিবহনের’ একটি বাস রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। বাসটি আটক করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় সিংড়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি মাহাবুবুর রহমান।
আরও পড়ুন: নরসিংদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত
অন্যদিকে, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে তানভির রহমান নামে এক কিশোর মোটরসাইকেলে করে শাখাড়িপাড়া এলাকা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে হরিদাখলসি এলাকায় পৌঁছালে সড়কের খানাখন্দের কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি।
এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে দিবাগত রাত সোয়া ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে রয়েছে।
২০২ দিন আগে
নরসিংদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত
নরসিংদীর শিবপুরে বাসচাপায় মোটরসাইকেলের আরোহী তিন তরুণ নিহত হয়েছেন। সম্পর্কে তারা একে অপরের বন্ধু ছিলেন।
সোমবার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— একই উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দি এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৫), একই এলাকার বাবুল মিয়ার ছেলে অপু মিয়া (২০) ও বদু মিয়ার ছেলে আশিক মিয়া (২৩)।
স্বজনরা জানান, সোমবার সন্ধ্যার দিকে সাইফুল, অপু ও আশিক নরসিংদী শহরে ঘুরতে গিয়েছিলেন। রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পথে বান্দারদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সামনে পড়ে যায় তাদের মোটরসাইকেল। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
আরও পড়ুন: ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪
স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাইফুল ইসলাম ও আশিক মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত অপু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। তবে ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার তিন তরুণের নিহতের বিষয়টি নিশ্চিত করে শিবপুর থানার উপপরিদর্শক (এসআই) অজয় বালা জানান, নিহতদের পরিবার থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
২০২ দিন আগে
খুলনা বিভাগে ৩ লাখ ২৬ হাজার ৭৯৪টি কোরবানির চামড়া সংরক্ষণ
খুলনা বিভাগের ১০ জেলার মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংগুলোতে এ বছর কোরবানির ৩ লাখ ২৬ হাজার ৭৯৪টি গরু, মহিষ ও ছাগলের চামড়া সংগ্রহ করে লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছে।
সোমবার (৯ জুন) খুলনা বিভাগ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে পাঠানো তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।
তথ্য অনুসারে, গরু ও মহিষের চামড়া ১ লাখ ১৯ হাজার ১১২টি এবং ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে ২ লাখ ৭ হাজার ৬৮২টি।
আরও পড়ুন: চামড়া শিল্পে ১৫ বছরে ব্যাপক নৈরাজ্য হয়েছে: বাণিজ্য উপদেষ্টা
জেলাগুলোর মধ্যে খুলনায় সংগৃহীত চামড়ার সংখ্যা ২২ হাজার ৭৪২টি, যশোরে ৭৫ হাজার ১৮৫ টি, চুয়াডাঙ্গায় ৬ হাজার ৭২টি, বাগেরহাটে ১৩ হাজার ৫৭টি, নড়াইলে ৩০ হাজার ৭১৫টি, মাগুরায় ৭ হাজার ১৫২টি, মেহেরপুরে ১৮ হাজার ৮৫টি, ঝিনাইদহে ৯৩ হাজার ৭৩৬টি, কুষ্টিয়ায় ৩৬ হাজার ৭৩৭টি ও সাতক্ষীরা জেলায় ২৩ হাজার ৩১৩টি।
সরকারের সরবরাহ করা বিনামূল্যের লবণ দিয়ে জেলা ও উপজেলা প্রশাসনের তদারকিতে এসব চামড়া সংরক্ষণ করা হয়েছে।
উল্লেখ্য, এ বছর কোরবানির চামড়ার মূল্যবৃদ্ধি ও এতিমদের হক আদায়ের উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে দেশের এতিমখানা, মসজিদ ও মাদরাসায় বিনামূল্যে ৩০ হাজার টন লবণ সরবরাহ করা হয়। এই লবণ দিয়ে স্থানীয়ভাবে ২ থেকে ৩ মাস চামড়া সংরক্ষণ করা সম্ভব।
২০২ দিন আগে
দিনাজপুর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২০ জনকে পুশইন
দিনাজপুর অঞ্চলের পৃথক দুটি সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (৯ জুন) রাতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ওই ২০ জনকে সীমান্ত পার করে বাংলাদেশে ঠেলে পাঠায় বলে জানিয়েছেন বিজিবির ৪২ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।
তিনি জানান, দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্তে অবস্থানরত বিজিবির টহলদল ১৩ জনকে আটক করে। তাদের মধ্যে রয়েছে দুইজন নারী, দুইজন পুরুষ এবং নয়জন শিশু।
আরও পড়ুন: খাগড়াছড়িতে পুশ-ইন ও কোরবানির চামড়া পাচার রোধে সতর্ক অবস্থানে বিজিবি
অন্যদিকে, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া সীমান্তে বিজিবির টহলদল আরও সাতজনকে আটক করে। এদের মধ্যে রয়েছে দুইজন নারী, দুইজন পুরুষ এবং তিনজন শিশু।
২০২ দিন আগে
খুলনার আঠারো বেকী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
খুলনার আঠারো বেকী নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে রূপসা শ্রীফলতলা ইউনিয়ন সংলগ্ন আঠারো বেকী নদীর কচুরিপানার মধ্যে একটি লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে রূপসা নৌ-পুলিশ।
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে আঠারো বেকী নদীর কচুরিপানার মধ্যে একটি লাশ ভেসে থাকতে দেখে বিষয়টি রূপসা থানায় অবগত করেন। পরে থানা পুলিশ বিষয়টি নৌ-পুলিশকে জানালে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রূপসা নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘থানা থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। লাশটি স্থানীয়দের সহায়তায় উপরে আনা হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৮ থেকে ৪০ বছর। তার গলায় একটি গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। তার পরনে নীল রঙের একটি ট্রাউজার ছিল, তবে উপরের অংশে কোনো পোশাক ছিল না।’
আরও পড়ুন: খুবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ওসি আরও বলেন, “লাশটি ২ থেকে ৩ দিন আগের হতে পারে। অজ্ঞাত ওই যুবকের পরিচয় নিশ্চিতকরণে ঘটনাস্থলে সিআইডি ও পিবিআইয়ের বিশেষজ্ঞ টিমকে ডাকা হয়। কিন্তু তার হাতের টিস্যু পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।”
লাশের সুরতহাল সম্পন্ন করে থানায় সাধারণ ডায়েরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
২০২ দিন আগে