সারাদেশ
কুলাউড়া দত্তগ্রাম সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত প্রদীপ বৈদ্য কুলাউড়া উপজেলার নিশ্চিন্তপুর এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।
আরও পড়ুন: ১৩ দিন ধরে আটকে রেখে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
কুলাউড়া শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক দরুদ জানান, প্রদীপ বৈদ্যের লাশ বর্তমানে ভারতের কৈলাশহর হাসপাতালে রয়েছে।
৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, ‘এই বিষয়ে গুজব ছড়িয়েছে। এখনো পর্যন্ত কোনো জিডি বা মিসিংয়ের অভিযোগ পাওয়া যায়নি। বিএসএফের পক্ষ থেকেও কোনো তথ্য পাওয়া যায়নি।
২১১ দিন আগে
মেঘনা নদী থেকে রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিবিরহাট এলাকায় মেঘনা নদী থেকে হাসিনা খাতুন নামে এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১ জুন) দুপুরে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়।
নিহত হাসিনা খাতুন একজন রোহিঙ্গা নারী। তার বাবার নাম আবুল হাসান, মায়ের নাম মোহাম্মদ মাহমুদা খাতুন এবং স্বামীর নাম মোহাম্মদ তারেক। তার এফসিএন নম্বর ৫০৫২৩৩ এবং ক্লাস্টার নম্বর ৬১।
আরও পড়ুন: ৬ দিনের রিমান্ড শেষে কারাগারে মমতাজ
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ‘বিবিরহাট এলাকায় নদীতে স্থানীয়রা এক নারীর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।’
তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, নিহত নারী রোহিঙ্গা ক্যাম্পের। তবে কেউ এসে শনাক্ত না করা পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারছি না। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
২১১ দিন আগে
সিলেটে বিপৎসীমা ছাড়াল সুরমা-কুশিয়ারা নদীর পানি, বন্যার শঙ্কা
গত তিন দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা ছাড়িয়ে গেছে। এতে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।
রবিবার (১ জুন) সকালে পানি উন্নয়ন বোর্ডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এ ছাড়া অন্যান্য নদ-নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপৎসীমা স্পর্শ করেছে।
আজ সকালে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৭৯ সেন্টিমিটার এবং কুশিয়ারা নদীর পানি আমলশীদ পয়েন্টে বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছিল।
একদিনে সিলেটে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪০৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে সিলেট আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, এটি এই মৌসুমের সর্বোচ্চ। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত আরও ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের প্রতিবেদন অনুযায়ী, সকাল ৯টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৭৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, যা শনিবার সন্ধ্যায় বিপৎসীমার ২৯ সেন্টিমিটার নিচে ছিল। একই সময়ে কুশিয়ারা নদীর পানি আমলশীদ পয়েন্টে বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, যা শনিবার বিপৎসীমার ১৮৭ সেন্টিমিটার নিচে ছিল।
আরও পড়ুন: মাগুরায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
২১১ দিন আগে
১৩ দিন ধরে আটকে রেখে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সিলেট নগরীর কাজিটুলার এলাকার একটি বাসায় এক স্কুলছাত্রীকে ১৩ দিন ধরে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ উঠেছে রবিউল হক রায়হান নামে এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় অভিযুক্ত রবিউল হক রায়হানকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে বিশ্বনাথ থানায় ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তার রবিউল হক রায়হান বিশ্বনাথ পৌরসভার বিদায় সুলপানি গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
থানায় দায়ের করা লিখিত এজাহারে বাদী উল্লেখ করেন, বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের বাসিন্দা ভুক্তভোগী কিশোরী বাদীর মেয়ে। সে (ভুক্তভোগী) উপজেলার সদর ইউনিয়নের জাগরণ উচ্চ বিদ্যালয় হতে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছে।
মামলার একমাত্র বিবাদী রবিউল হক রায়হান বাদীর পার্শ্ববর্তী বাড়ির হেলাল মিয়ার অধীনে প্রতিবেশী সাজুল মিয়ার বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করে আসছে। প্রতিবেশী সাজুল মিয়ার বাড়িতে কাজ করার সুবাধে বাদীর নাবালিকা মেয়েকে একাধিকবার প্রেমের প্রস্তাব করে। ভুক্তভোগী বিষয়টি নিজ পরিবারকে অবগত করলে বাদী রবিউলকে তার নাবালিকা মেয়েকে বিরক্ত না করার জন্য নিষেধ করেন।
আরও পড়ুন: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ, অর্থ আত্মসাত ও ভিডিও ফাঁসের অভিযোগ
এতে রবিউল হক রায়হান তাদের ওপর ক্ষিপ্ত হয়ে গত ১৮ মে সন্ধ্যা ৭টার দিকে বাদীর নাবালিকা মেয়েকে বাদীর বাড়ির পশ্চিম পার্শ্বে থাকা সাজুল মিয়ার বাড়ির রাস্তা থেকে সু-কৌশলে অপহরণ করে একটি অজ্ঞাতনামা সিএনজি গাড়িতে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। বাদীর পরিবার মেয়েকে খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন রবিউল হক রায়হান বাদীর মেয়েকে সিলেট নগরীর কাজিটুলার মক্তব গল্লীর জনৈক ফয়ছল আহমদ এর বাসায় নিয়ে আটকে রেখেছে।
আর এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শুক্রবার (৩০ মে) বিশ্বনাথ থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন, এরপর থানা পুলিশ সেখান থেকে বাদীর নাবালিকা মেয়েকে উদ্ধারপূর্বক মামলার একমাত্র অভিযুক্ত রবিউল হক রায়হানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ সময় জিজ্ঞাসাবাদে বাদীর নাবালিকা মেয়ে ভুক্তভোগী স্কুল শিক্ষার্থী জানায়, রবিউল কাজিটুলাস্থ ফয়ছল আহমদের ঘরে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করেছে।
মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সিলেট থেকে ভুক্তভোগীকে উদ্ধার ও একমাত্র অভিযুক্ত রবিউল হক রায়হানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। রবিউল হক রায়হানকে আদালতে পাঠানো হয়েছে।’
২১১ দিন আগে
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের নয়ানগর গ্রামে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. তামিম হোসেন আলিফ (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ মে) বিকালে নয়ানগর বিলে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন মো. তামিম হোসেন আলিফ। সে মোহনপুর হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
আরও পড়ুন: চাকরি অধ্যাদেশ বাতিল দাবিতে ফের সচিবালয়ে বিক্ষোভ
নিহতের বাবা কবির মিজি জানান, নয়ানগর বিলে মাছ ধরতে গিয়েছিল আলিফ। ওই সময় বজ্রপাতে পড়ে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ডিউটি ডাক্তার পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
২১১ দিন আগে
আধিপত্য বিস্তার: সিলেটে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জেরে সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের কালনীচরে দুই পক্ষের সংঘর্ষে খালিদ মিয়া (৪৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (৩১ মে) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত খালিদ মিয়া উত্তর কালনীচর গ্রামের তেরা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হক ছানু মিয়া ও একই গ্রামের মৃত হামিদ উল্যাহর ছেলে জুনাইদ, মৃত রুকুম উল্যাহর ছেলে আকাইদ মিয়া ও তাদের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে কালনীচর বাজারসহ কয়েকটি সম্পত্তি ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গত ১ মার্চ দুই পক্ষের বিরুদ্ধে পৃথক এ্যাসল্ট মামলা করেছে পুলিশ। মামলা ও অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হলেও মূল হোতাদের গ্রেপ্তার করা হয়নি। বেশ কয়েকজন জামিনে রয়েছেন।
আরও পড়ুন: সাম্য হত্যা: আসামিদের ধরলেও রহস্য উদঘাটন হবে কবে
বিরোধ নিষ্পত্তির জন্য গত ১৯ এপ্রিল উপজেলা বিএনপি, গ্রামপ্রবাসী ও স্থানীয় প্রবীণদের সমন্বয়ে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।
তবে শনিবার দুপুরে পূর্ব বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের আলী হোসেন জগন্নাথপুর অংশে গরু চড়াতে গেলে আব্দুল হক ছানু মিয়ার অনুসারীরা তাকে মারধর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় অস্ত্রবিরোধে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
অস্ত্রের আঘাতে গুরুতর আহত খালিদ মিয়াকে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনায়েম মিয়া ও জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
২০১৭ সালের উপজেলা নির্বাচনের সময়ও একই এলাকায় উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছিল, যেখানে দুই জন নিহত হন।
২১১ দিন আগে
তিস্তায় বাড়ছে পানি, খুলে দেওয়া হয়েছে ব্যারাজের ৪৪ গেট
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
রবিবার (১ জুন ) সকাল ৯টায় তিস্তার পানি সমতল রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৮৬ মিটার (অটো গেজ), যা বিপৎসীমার মাত্র ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার)।
তিস্তার পানি বাড়তে থাকায় লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের নদীপাড়ের চরাঞ্চলে বন্যা আশঙ্কা তৈরি হয়েছে। নদীটির তীরে রয়েছে ৭৬টি চর, যেখানে হাজার হাজার মানুষ নিচু জমিতে বসবাস করেন। ফলে এসব এলাকায় দ্রুত প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের দাবি সরাসরি বন্যার আশঙ্কা নেই তবুও স্থানীয়দের মাঝে শঙ্কা দেখা দিয়েছে।
আরও পড়ুন: নদীভাঙন, দারিদ্র্য আর অবহেলার মাঝেও স্বপ্ন দেখে যারা
হাতীবান্ধা উপজেলার চর ডাউয়াবাড়ী এলাকার আনোয়ার হোসেন বলেন, ‘বন্যা এলে সবকিছু শেষ হয়ে যায়। কয়েক ঘণ্টার মধ্যে মাঠের ফসল, গরু-ছাগল, বাড়ির জিনিস সব ভেসে যায়। এবারও ভয়ে আছি।’
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নূরুল ইসলাম বলেন, ‘গত কয়েকদিন ধরে তিস্তার পানি বাড়ছে। তাই তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে পানি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে।’
২১১ দিন আগে
সুন্দরবনে প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে প্রতি বছরের মতো এবারও ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত পর্যটক প্রবেশ এবং মাছ ও কাঁকড়া ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। রবিবার (১ জুন) থেকে প্রায় এক মাস এই নিষেধাজ্ঞা সুন্দরবনের বাংলাদেশের অংশে বহাল থাকবে।
সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মাছ ও বন্যপ্রাণীর নিরাপদ প্রজনন নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান।
খুলনা রেঞ্জের আওতার এলাকাগুলোতে ইতোমধ্যেই মাইকিং করে স্থানীয় বনজীবীদের বিষয়টি জানানো হয়েছে। বন্ধ করা হয়েছে সব ধরনের পাস-পারমিট ইস্যু এবং পর্যটক প্রবেশ। নিরাপত্তা জোরদারে বাড়ানো হয়েছে বন বিভাগের টহল কার্যক্রম।
বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবনের ডিএফও এজেডএম হাছানুর রহমান। বিগত দুই তিন ধরে খুলনা রেঞ্জের সুন্দরবন সংলগ্ন কয়রায় বন বিভাগের পক্ষ থেকে মাইকিং করে স্থানীয় বনজীবীদের জানানো হয়েছে। একইসঙ্গে সুন্দরবনের ভেতরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বন বিভাগের তথ্য অনুযায়ী, বর্ষাকালে সুন্দরবনের অন্তত ২৫১ প্রজাতির মাছ ডিম ছাড়ে। এই সময় মাছ ধরা বন্ধ রাখলে প্রাকৃতিকভাবে মাছের সংখ্যা বৃদ্ধি পায়।
আরও পড়ুন: সুন্দরবনে তিনজন ভারতীয়সহ পুশ ইন করা ৭৮ জন উদ্ধার
তবে নিষেধাজ্ঞার কারণে চরম দুশ্চিন্তায় পড়েছেন উপকূলীয় এলাকার জেলে, বাওয়ালি ও মৌয়ালরা। বিকল্প কর্মসংস্থান না থাকায় তিনটি মাস তাদের কষ্টের মধ্যে দিন পার করতে হবে বলে জানিয়েছেন কয়রার অনেক বনজীবী।
শনিবার (৩১ মে) সকালে সুন্দরবনসংলগ্ন কয়রা উপজেলার শাকবাড়িয়ায় নদীর তীরে নৌকা বেঁধে রাখা ও মেরামতের দৃশ্য দেখা গেছে। কেউ কেউ আবার নৌকা মেরামত করার জন্য বেড়িবাঁধের রাস্তার ওপর উঠিয়ে রেখেছেন।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম বলেন, ‘ইতোমধ্যে সব স্টেশনে পাশপারমিট বন্ধ করে দেওয়া হয়েছে। খুলনা রেঞ্জের অধীনস্ত এলাকায় টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।’
কয়রার বনজীবী রফিকুল ইসলাম বলেন, ‘সুন্দরবনে মাছ-কাঁকড়া, মধু আহরণ করে আমাদের সংসার চলে। তিন মাস সুন্দরবন বন্ধ থাকবে। এলাকায় তেমন কোনো কাজ নাই, ভাবছি কীভাবে স্ত্রী সন্তানদের নিয়ে সংসার চালাবো।’
সুন্দরবন সংলগ্ন শাকবাড়িয়া নদীর তীরবর্তী পাথরখালী গ্রামের জেলে শফিকুল ইসলাম বলেন, ‘আবার ১ জুন থেকে ৯২ দিনের জন্য সুন্দরবন বন্ধ। বন্ধের সময় সাগরে মাছ ধরা জেলেদের সরকারি সহায়তা করা হলেও সুন্দরবনের জেলেদের কিছুই দেওয়া হয় না। এর মধ্যে সবকিছুর দাম বেড়েই চলছে। বন্ধের সময় সরকারের পক্ষ থেকে সাহায্য না পেলে আমাদের সামনের দিনগুলো খুবই কষ্টের মধ্যে যাবে।’
আরও পড়ুন: সুন্দরবনের ১০ কিলোমিটার এলাকাজুড়ে নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে নিষেধাজ্ঞা
সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম সাহিদ বলেন, ‘১ জুন থেকে সুন্দরবনের সব নদী ও খালে মাছ ধরা বন্ধের পাশাপাশি পর্যটক প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধ করা হয়েছে সুন্দরবনে প্রবেশের সব ধরনের পাস-পারমিট। এ সময় বন্য প্রাণী শিকার ও বিষ দিয়ে মাছ আহরণ বন্ধে কঠোর অবস্থানে থাকবে বন বিভাগ।’
২১১ দিন আগে
লালমনিরহাটে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ
লালমনিরহাট জেলা জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৩১ মে) দিবাগত রাত ১১টার দিকে শহরের আলোরুপা মোড়ের জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে ৮ থেকে ১০টি মোটরসাইকেল যোগে ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত এসে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। তারা প্রথমে পার্টি অফিসে তালা ভাঙচুর করে ভিতরে প্রবেশ করে লুটপাট করে এবং কার্যালয়ের কিছু জিনিস বাইরে বের করে এনে অফিসের ভিতরে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত সেখান থেকে সরে যায়।
এ সময় জাতীয় পার্টির পাশের মার্কেটের দোকানগুলোয় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে জাতীয় পার্টির কার্যালয় পুড়ে ছাই হয়ে যায়।
আরও পড়ুন: মানিকগঞ্জে কালীমন্দিরে আগুন, খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস
ঘটনাস্থলে ছুটে আসা লালমনিরহাট পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এসে দেখি পুরো অফিস পুড়ে গেছে,কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি। তবে বিষয়টি দলীয় উচ্চ পর্যায়ে জানানো হয়েছে।
এ ঘটনায় আশে পাশে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর নবী বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। হামলায় জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে।
২১১ দিন আগে
পঞ্চগড়ে পশুর হাটে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে ইজারাদারকে জরিমানা
পঞ্চগড়ের বোদায় পশু ক্রয়-বিক্রয়ে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে এক হাট ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩১ মে) বিকালে উপজেলায় পৌরসভার নগরকুমারী পশুর হাটে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম ফূয়াদ।
অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর বোদা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট জাহিদ আল মাসুদ, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্থানীয় ইউনিয়ন পরিষদের নির্ধারিত ফি দিয়ে পশু বিক্রির নিয়ম থাকলেও অধিকাংশ বিক্রেতার সেই অনুমতি ছিল না। এতে সরকার রাজস্ব হারাচ্ছে, আর সেই সুযোগে ইজারাদার অতিরিক্ত ২০০ টাকা করে আদায় করছিলেন।
অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে হাটে অভিযান চালানো হয় এবং প্রায় ৫০ জনের অভিযোগ শোনা হয়। এতে ইজারাদারের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়।
আরও পড়ুন: কুষ্টিয়ার কুমারখালীতে অপরিপক্ব আম বিক্রির দায়ে ব্যবসায়ীদের জরিমানা
পরে ভ্রাম্যমাণ আদালত নগরকুমারী পশুর হাটের ইজারাদার শাহানারা বেগমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফূয়াদ। হাট ইজারাদারের পক্ষ থেকে আদালতে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করা হয়। একইসঙ্গে তাকে ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অতিরিক্ত ফি আদায় হওয়া ক্রেতাদের অর্থও পরবর্তীতে ফেরত দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফূয়াদ বলেন, ‘অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং অভিযোগের সত্যতা মেলায় জরিমানা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
২১১ দিন আগে