সারাদেশ
বৈরী আবহাওয়ায় মানিকগঞ্জের দুই নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ
বৈরি আবহাওয়ার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাটে ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৯ মে) বিকালে বাংলাদেশ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে দুপুর সাড়ে ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায়, যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে সাময়িকভাবে চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।’
আরও পড়ুন: বৃষ্টি ও ঝড়ো বাতাসে বরিশালে লঞ্চ চলাচল বন্ধ, জনদুর্ভোগ
এছাড়া, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচলও বন্ধ রাখা হয়েছে। পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানেজার পান্নালাল নন্দী জানান, ‘সকাল সোয়া ৯টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। বাতাসের গতি বাড়ার পাশাপাশি বৃষ্টিপাত শুরু হওয়ায় নদীতে ঢেউয়ের তীব্রতা বেড়ে গেছে। ফলে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এই পদক্ষেপ নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।’
২১৪ দিন আগে
তিন ষাঁড় একসঙ্গে কিনলে ওমরাহ ফ্রি
কোরবানির জন্য পটুয়াখালীর কুয়াকাটায় প্রস্তুত করা হয়েছে রাঙ্গা দুদু, কালা পাহাড় এবং রাজা মানিক নামে তিনটি বিশাল ষাঁড়। কুয়াকাটা ডেইরি ফার্ম নামের একটি খামারে ষাঁড় তিনটি সবার নজর কেড়েছে।
ষাঁড় তিনটি একসঙ্গে কিনলে রয়েছে বিশেষ অফার। একসঙ্গে কিনলে ক্রেতাকে নিজ খরচে পবিত্র ওমরাহ করানোর ঘোষণা দিয়েছেন খামারটির স্বত্বাধিকারী মুফতি হাবিবুর রহমান মিছবাহ।
তিনি বলেন, ‘আমি দেশজুড়ে ইসলামের দাওয়াত দিয়ে বেড়াই। খামার এবং কৃষিকাজ করা আমার শখ ছিল, যা এখন পেশায় পরিণত হয়েছে। ৪-৫ বছরের কঠোর পরিশ্রমের পর আমরা শাহিওয়াল এবং ফ্রিজিয়ান জাতের তিনটি ষাঁড় প্রস্তুত করেছি।’
‘বড় জাতের এই পশু তৈরি করতে আমরা কোনো প্রকার মেডিসিন বা ক্ষতিকারক খাবার ব্যবহার করিনি, শুধু স্বাভাবিক খাবার খাওয়ানো হয়েছে। বড় ষাঁড় তিনটি একসঙ্গে কিনলে তাকে আমার পক্ষ থেকে ওমরাহ করানো হবে,’ যোগ করেন তিনি।
খামারের দায়িত্বে থাকা বাদল জানান, ‘আমরা দুজন লোক সার্বক্ষণিক গরুগুলোর পরিচর্যা করছি। নিজ হাতে বানানো সাইলেজ (বায়ুরোধক অবস্থায় সংরক্ষিত সবুজ ঘাস), ঘাস ও খড় খাওয়ানো হয়। এছাড়া, এই ষাঁড় তিনটিকে গোসল করানো হয় দিনে তিনবার।’
আরও পড়ুন: মাংস নয়, গবাদি পশুর মানোন্নয়নে গরু আমদানি হবে: উপদেষ্টা
খামার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, প্রথম দিকে শখের বশে শাহিওয়াল ও ফ্রিজিয়ান জাতের দুটি গাভি কিনে খামার শুরু করেন হাবিবুর। বর্তমানে তার খামারে রয়েছে অর্ধশতাধিক গরু। এর মধ্যে কিছু দেশীয় জাতের পশু থাকলেও বেশিরভাগই শাহিওয়াল ও ফ্রিজিয়ান জাতের ষাঁড়। তবে কোরবানি উপলক্ষে বিশেষভাবে তিনটি বিশাল ষাঁড় প্রস্তুত করেছেন তিনি।
২০ মণের রাঙ্গা দুদুর দাম হচ্ছে ১৬ লাখ টাকা। রাঙ্গা দুদুর চেয়েও বেশি ওজন নিয়ে প্রস্তুত কালা পাহাড়ের দাম ১৭ লাখ টাকা। তবে ওজন ও বয়সে কিছুটা কম হলেও রাজা মানিকের দাম ১২ লাখ টাকা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মারুফ বিল্লাহ খান বলেন, ‘চলতি বছরে উপজেলায় ২২ হাজারের বেশি গরু কোরবানির জন্য প্রস্তুতি করা হয়েছে। কেউ যাতে এসব পশুর শরীরে ক্ষতিকারক উপাদান ব্যবহার করতে না পারে, সেজন্য প্রাণিসম্পদ বিভাগ সবসময় নজরদারি করছে।’
২১৪ দিন আগে
গাছের সঙ্গে ট্রেনের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল কালনী এক্সপ্রেস
ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের সংরক্ষিত বনাঞ্চল অতিক্রমের সময় রেললাইনের ওপর পড়া একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বন বিভাগ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে ঝড়ো হাওয়ায় গাছটি রেললাইনের ওপর পড়ে। সকাল ৮টার দিকে কালনী এক্সপ্রেস ঘটনাস্থলে পৌঁছালে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও চালকের দক্ষতার কারণে বিপর্যয় এড়ানো সম্ভব হয়। পরে অভিযান চালিয়ে গাছ অপসারণ করে এবং সকাল ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: ট্রেনের নিচে কাটা পরে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
ভানুগাছ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গৌড় প্রসন দাস পলাশ বলেন, "লাউয়াছড়া বনের শ্রীমঙ্গল-ভানুগাছ সেকশনে হেলে পড়া গাছের সঙ্গে আন্তঃনগর ট্রেন কালনী এক্সপ্রেসের ধাক্কা লাগে।"
"এতে ইঞ্জিনের সামান্য ক্ষতি হয়েছে। তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। লাউয়াছড়া বনের মধ্যে দুই পাশে ঘন গাছপালা থাকায় এই ধরনের গাছ পড়ে যাওয়ার ঘটনা নতুন নয়। এছাড়া স্থানীয় প্রশাসন ও রেল কর্তৃপক্ষ দুর্ঘটনা রোধে আগাম সতর্কতা এবং নিয়মিত পর্যবেক্ষণের ওপর জোর দিচ্ছে।"
২১৪ দিন আগে
নওগাঁয় স্ত্রীর হাত কেটে ফেলার পর গণপিটুনিতে স্বামী নিহত
নওগাঁ শহরের আনন্দনগর এলাকায় মাদকাসক্ত হয়ে স্ত্রীর হাত কেটে দেওয়ার পর গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৮ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সুমন আলী (৩২)। নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের দুবলহাটি গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। সুমন পেশায় গৃহনির্মাণ শ্রমিক ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিন-চার বছর আগে শহরের আনন্দনগর এলাকার আব্দুস সামাদের মেয়ে ময়ূরী আক্তারের (২৪) সঙ্গে সুমনের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই থাকতেন সুমন। তার বিরুদ্ধে নিয়মিত মাদক গ্রহণের অভিযোগ আছে এবং সে কারণে প্রায়ই স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হতো। এমনকি তিনি সংসারের খরচও দিতেন না।
আরও পড়ুন: বরগুনায় গুলিবিদ্ধ ডাকাত গণপিটুনিতে নিহত
গতকাল (বুধবার) রাত সাড়ে ৯টার দিকে মাদকাসক্ত অবস্থায় সুমন আবারও স্ত্রীর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি হাসুয়া দিয়ে ময়ূরীর গলা ও হাতে কোপ মারেন, এতে তার বাঁ হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে স্থানীয় ও পুলিশের সদস্যরা উদ্ধার করে তাকে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান।
এদিকে ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী সুমনকে ধরে গণপিটুনি দেয়। পিটুনি খেয়ে গুরুতর আহত হয়ে গেলে তাকেও নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়। নিহত সুমনের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন ছিল। তার মৃত্যু গণপিটুনির কারণেই হয়েছে।
তিনি আরও জানান, সুমনের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি। লাশ হাসপাতালেই রয়েছে। পরিবারের লোকজন এলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তা হস্তান্তর করা হবে।
এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগও দেয়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
২১৪ দিন আগে
সিরাজগঞ্জে ট্রাকচাপায় তিন যুবক নিহত
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৮ মে) রাত ৮টার দিকে উপজেলার সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের ভদ্রঘাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ।
নিহতরা হলেন— রায়গঞ্জ উপজেলার সেনগাঁতী গ্রামের জয়নাল শেখের ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম (২১), একই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আব্দুল গাফফার (২০) ও তাড়াশ উপজেলার তেঘড়ি গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে শোয়েব আলী (২১)।
আরও পড়ুন: পাবনায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
ওসি লতিফ জানান, নলকা এলাকা থেকে তিন যুবক মোটরসাইকেলে করে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে ভদ্রঘাট বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মুরগিবোঝাই একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতদের স্বজনরা লাশ নিয়ে যান বলে জানান তিনি।
২১৪ দিন আগে
পাবনায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
পাবনার বেড়ায় পেঁয়াজবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের ছোট নওগাঁ এলাকায় কাজিরহাট–কাশিনাথপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জাতসাখিনী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মো. মুন হোসেন (২২) ও সন্ন্যাসী বাধা এলাকার সৌরভ (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুই যুবক মোটরসাইকেলে করে কাজিরহাট ফেরিঘাট থেকে নগরবাড়ির দিকে যাচ্ছিলেন। পথে ছোট নওগাঁ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পেঁয়াজবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে চালক মুন ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গী সৌরভ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ তিনজন নিহত, দুইজন আহত
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ইউএনবিকে বলেন, ট্রাকচাপায় দুই যুবক নিহত হয়েছেন। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতদের পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক বা ট্রাকটি জব্দ করা সম্ভব হয়নি।
২১৪ দিন আগে
লালমনিরহাটে বিজিবির বাধায় পুশইনে ব্যর্থ বিএসএফ
লালমনিরহাটের বিভিন্ন উপজেলার অন্তত ৬টি সীমান্ত দিয়ে ৫৮ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) বাধায় ব্যর্থ হয়ে ওই ৫৮ জনকে নিজ দেশে ফেরত নিয়েছে বিএসএফ।
বুধবার (২৮ মে) রাতে সীমান্তে ফ্লাডলাইট নিভিয়ে পুশ-ইনের চেষ্টা চালায় তারা। প্রায় ১৫ ঘণ্টা পর এসব মানুষকে নিজ দেশে ফিরিয়ে নেওয়া হয়।
এর আগে, বুধবার ভোরে একযোগে এসব মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। কিন্তু বিজিবির বাধায় তারা বাংলাদেশের ভূখণ্ডে ঢুকতে পারেনি।
আরও পড়ুন: সিলেট সীমান্তে ২২ জনকে পুশ ইন করল বিএসএফ
বিজিবি সূত্রে জানা যায়, যাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছে তারা সবাই ভারতের আসাম রাজ্যের বিভিন্ন জেলার বৈধ বাসিন্দা। বিকালে পতাকা বৈঠকে ওই ভারতীয় নাগরিকদের গ্রহণে আপত্তি জানায় বিজিবি। পাশাপাশি তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। এর ফলে রাতেই জেলার পাটগ্রাম, আদিতমারী, হাতীবান্ধাসহ বিভিন্ন সীমান্ত দিয়ে শেষ পর্যন্ত তাদের ফিরিয়ে নেওয়া হয়।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, আদিতমারীর দুর্গাপুর ও হাতীবান্ধার বনচৌকি সীমান্ত দিয়ে ১৯ জন ভারতীয় নাগরিককে সীমান্তে ফ্লাডলাইট নিভিয়ে নিজ দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে।
অন্যদিকে, রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধীনে থাকা হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্ত দিয়ে বুধবার রাতে আরও ৩৯ জনকে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বিজিবি ক্যাম্প।
২১৪ দিন আগে
ঝিনাইদহে কৃষককে পিটিয়ে হত্যা
ঝিনাইদহের কালীগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নায়েব আলী (৬২) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত নায়েব আলী উপজেলার মালিয়াট গ্রামের বাসিন্দা।
বুধবার (২৮ মে) সকাল ১০টার দিকে নায়েব আলী বাড়ির পাশে বসে ছিলেন। এ সময় প্রতিপক্ষের ইউনুছ আলী ও তার ছেলে আল-আমিন এসে তার ওপর হামলা চালায়।
তারা বাশের লাঠি দিয়ে তাকে উপর্যপুরি পিটিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
স্থানীয়রা জানান, নায়েব আলীর বোনের জমি কিনেছে প্রতিবেশি ইউনুছ আলী। ওই জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ সকালে এ বিরোধের জেরে নায়েব আলীকে পিটিয়ে হত্যা করা হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার খালিদ হাসান বলেন, “নায়েব আলী আগেই মারা গেছেন। ধারণা করা হচ্ছে লাঠির আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা গেছেন।”
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার জানান, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।”
তিনি আরও জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে তাকে হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আসামিদের আটক করার চেষ্টা চলছে।
২১৫ দিন আগে
পুকুরে ফুটবল তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। নিহতরা হলেন বেহাকৈর নয়াপাড়া এলাকার হাবিবুর (৮) ও একই এলাকার জুনায়েদ (৬)।
বুধবার (২৮ মে) বেলা দেড়টার দিকে উপজেলার কাঁচপুর ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব বেহাকৈর নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, খেলাধুলার সময় তাদের ফুটবল পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। ফুটবল তুলতে গিয়ে তারা পুকুরে নেমে যায় এবং ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে কাঁচপুর মর্ডান হাসপাতাল নিয়ে যান।
অবস্থার অবনতি দেখে অন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপর মদনপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, তাদের কাছে এ ধরনের কোনো খবর দেওয়া হয়নি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
২১৫ দিন আগে
সিলেটে দুর্বৃত্তের হামলায় শ্রমিক নেতা নিহত
কানাইঘাটে দুর্বৃত্তদের হামলায় শিহাব (৪৫) নামে এক শ্রমিক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) রাত ১০টার দিকে রাজাগঞ্জ ইউনিয়নের খালপার এলাকায় একটি সমিলের পাশে এ ঘটনা ঘটে।
শিহাব উদ্দিন রাজাগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খালোপার গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন।
আরও পড়ুন: সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোর সুযোগ নেই: আমীর খসরু
স্থানীয়রা জানান, রাতে কয়েকজন দুর্বৃত্ত শিহাব উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আউয়াল বলেন, “বুধবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে মামলা করার প্রস্তুতি চলছে।”
২১৫ দিন আগে