সারাদেশ
খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
খুলনা নগরীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গোলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২৫ মে) রাত সাড়ে ১২টার দিকে সোনাডাঙ্গা থানাধীন ২২ তলা ভবনের পাশের গলিতে এই ঘটনা ঘটে।
নিহত গোলাম হরিণটানা থানার ময়ুর আবাসিক এলাকার বাসিন্দা মো. আলী হোসেনের ছেলে। তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: ট্রেনের নিচে কাটা পরে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গোলামের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে তারা পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, রাত সাড়ে ১২টার দিকে ৩-৪ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীদের শনাক্ত ও আটকে অভিযান চলছে বলে জানান তিনি
২১৬ দিন আগে
ডুমুরিয়ায় বাসের ধাক্কায় ট্রাক খাদে, চালকের মৃত্যু
খুলনার ডুমুরিয়ায় বাসের ধাক্কায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে আজহারুল (১৮) নামে এক তরুণ চালক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টায় ডুমুরিয়া থানার ঝিলেরডাঙ্গা নিঝুমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজহারুল ডুমুরিয়া উপজেলার বাদুরগাছা গ্রামের মুসলমানপাড়া এলাকার বাসিন্দা আলমগীরের ছেলে। তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম জানান, সকালে ট্রাকে ইট বোঝাই করে আজহারুল নগরীর জিরো পয়েন্টের দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ট্রাকটিকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল ত্যাগ করে বলে জানান ওসি
২১৬ দিন আগে
ট্রেনের নিচে কাটা পরে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের তালতলা এলাকায় আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে পরিচয়হীন এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রবিবার (২৫ মে) দিবাগত রাতে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের তালতলা বাজারের পূর্বদিকে মন্ডল বাড়ির সামনে ঘটনাটি ঘটে।
চাঁদপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে এবং লাশ শনাক্তের চেষ্টা চলছে।’
২১৭ দিন আগে
নবাবগঞ্জে আদিবাসী যুবকের লাশ উদ্ধার
দিনাজপুরের নবাবগঞ্জে ফসলি জমির মাঠ থেকে একজন আদিবাসী যুবকের লাশ উদ্ধার করেছেন স্থানীয় থানা পুলিশ। এ সময় লাশের একটি হাত ও কানসহ শরিরের কিছু অংশ শেয়ালে খেয়ে ফেলেছে।
আদিবাসী যুবক শুভ সরেন (২৪) একই উপজেলার মালদহ গীর্জাপাড়ার গনেশ সরেনের ছেলে।
আরও পড়ুন: সাম্য হত্যা: ঢাবির তদন্ত কমিটির প্রতিবেদন জমা
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান বলেন, ‘৭ নম্বর দাউদপুর ইউনিয়নের হেয়াতপুর গ্রামের মাঝামাঝি একটি ইটভাটার পাশের জমির পানিতে শুভর লাশ উপুড় অবস্থায় পড়েছিল। লাশের একটি হাত ও একটি কান শেয়ালে খেয়ে ফেলেছে। মাথাসহ কয়েকটি স্থানে শেয়ালের কামড়ের ক্ষত রয়েছে। লাশের আশপাশে শেয়ালের পায়ের চিহ্ন দেখতে পেয়েছেন তারা।’
তিনি আরও বলেন, ‘কেনাকাটার কথা বলে রবিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে রাতে ঘরে ফিরেনি শুভ সরেন। ময়নাতদন্তের জন্য দিনাজপুরের মেডিকেল কলেজের মর্গে লাশ পাঠানো হয়েছে।’
২১৭ দিন আগে
মাগুরায় সরকারি বাসভবন থেকে নারীকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের সরকারি বাসভবন থেকে পাপিয়া দত্ত (৩৯) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা প্রকল্পে সমাজকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
রবিবার (২৫ মে) রাতে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত প্রমোট ভবনের মহিলা হোস্টেল থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: রাজশাহীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
তিনি জানান, মহিলা হোস্টেল থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার গলায় ওড়না প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। তবে এর পেছনে প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
ওসি আব্দুর রহমান আরও জানান, নিহত ওই নারী একটি কন্যা সন্তানের জননী। তার স্বামী মিঠুন ধর খুলনায় বসবাস করেন।
এ ঘটনায় মহম্মদপুর থানায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে বলে আশ্বাস দেন ওসি।
২১৭ দিন আগে
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গোলাম নামের এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (২৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন ২২ তলা ভবণের পাশে একটি গলিতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মিজানুর রহমান।
নিহত গোলাম (২৫) হরিণটানা থানাধীন ময়ুর আবাসিক এলাকার বাসিন্দা মো. আলী হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাতে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত ধারলো অস্ত্র দিয়ে গোলামের পেটের মাঝখানে আঘাত করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তার পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দিবাগত রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেপ্তার ৪
নিহত গোলাম পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে স্থানীয়রা জানান।
হত্যাকাণ্ডের বিষয়ে ওসি মো. মিজানুর রহমান ইউএনবিকে বলেন, ‘রবিবার রাত সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটেছে। তবে হামলা কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।’
হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত ও আটকে অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি।
২১৭ দিন আগে
সিলেট সীমান্তে একরাতে ১৫৩ জনকে পুশ-ইন করল বিএসএফ
সিলেট ও মৌলভীবাজারের সীমান্ত দিয়ে একরাতে ১৫৩ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (২৪ মে) দিবাগত রাত থেকে আজ রবিবার (২৫ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এ পুশ-ইনের ঘটনা ঘটে। সীমান্ত অতিক্রম করার সঙ্গে সঙ্গেই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সংশ্লিষ্টদের আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, ১৫৩ জনের মধ্যে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর সীমান্ত দিয়ে ৭৯ জন, পাল্লাথল সীমান্ত দিয়ে ৪২ জন এবং সিলেটের বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম সীমান্ত দিয়ে ৩২ জনকে বাংলাদেশে পুশ-ইন করা হয়েছে।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান আজ রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাত আড়াইটার দিকে সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারি চালানোর সময় দেখা যায়, ভারতীয় সীমান্ত থেকে দলবদ্ধভাবে লোকজনকে জঙ্গল ও বিলপথ ব্যবহার করে বাংলাদেশে পুশ-ইন করা হচ্ছে। এ সময় বিজিবি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের হেফাজতে নেয়।
তিনি জানান, আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সবার বাংলাদেশি পরিচয় নিশ্চিত হয়ে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসব ব্যক্তি অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে প্রবেশ করেছিলেন। বিএসএফ এখন তাদের বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে বলেও জানান কর্নেল মেহেদী হাসান।
আরও পড়ুন: বিয়ানীবাজার সীমান্তে ৩২ জনকে পুশ-ইন করেছে বিএসএফ
এবিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জান জানান, বিজিবি থেকে নারী, পুরুষ এবং শিশুসহ ৩২জনকে হস্তান্তর করা হয়েছে। নয়গ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর তাদের আটক করা হয়েছে। তবে এখনও সবার পরিচয় সনাক্ত হয়নি, সনাক্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে ২৩ মে সিলেটের কানাইঘাট সীমান্তের লোভাছড়া এলাকা দিয়ে নারী শিশুসহ ২১ জন এবং ১৪ একই উপজেলার আটগ্রাম সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশ-ইন করেছিল বিএসএফ। পরে তাদের বাংলাদেশি পরিচয় নিশ্চিত হয়ে আত্মীয়স্বজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
২১৭ দিন আগে
লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
ক্ষ্মীপুর সদরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতের একজনের নাম নজরুল ইসলাম কালাম এবং অন্যজনের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।
রবিবার (২৫ মে) ভোরে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের চন্দ্রগঞ্জ ও লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের পিয়ারাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে ফ্রেশ সিমেন্টবাহী একটি কাভার্ডভ্যান একটি ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে ভ্যানচালক নজরুল ইসলাম কালাম আহত হয়। তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে ভোরে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে অজ্ঞাত আহত এক বৃদ্ধকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে আহত ২, মেহেরপুরে ১৯ জনকে পুশ-ইন
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও অরূপ পাল বিষয়টি নিশ্চত করেন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুই জনকে হাসপাতালে আনা হয়েছে। ওই দুইজনের মৃত্যু হয়েছে।’
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, ‘সড়কের ওপর আহত হয়ে এক ব্যক্তি পড়ে ছিল। তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান। অপরদিকে সিমেন্টবাহী একটি কাভার্ডভ্যান একটি ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে ভ্যানচালক নজরুল ইসলাম কালাম নামে একজন নিহত হন।’
২১৭ দিন আগে
সাতক্ষীরায় বাসের ধাক্কায় ইজিবাইকযাত্রী শিশুর মৃত্যু, আহত ৫
সাতক্ষীরার আশাশুনি সড়কে বাস ও ইজিবাইকের সংঘর্ষে ১৮ মাস বয়সী মোস্তাকিম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
রবিবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার দহাকুলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন—খুলনার পাইকগাছার আব্দুল আজিজের স্ত্রী ফতেমা খাতুন (২৫), নিহত শিশুর মা শাপলা খাতুন (২০), নানী নাজমা খাতুন (৪৫), হযরত আলী (৪৫) ও সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের রাশেদ আলী।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে আহত ২, মেহেরপুরে ১৯ জনকে পুশ-ইন
স্থানীয়রা জানান, মোস্তাকিম তার মা ও নানীর সঙ্গে ইজিবাইকযোগে পাইকগাছার শ্রীকণ্ঠপুর গ্রাম থেকে সাতক্ষীরায় চিকিৎসা নিতে আসছিল। পথে দহাকুলা মোড়ে পৌঁছালে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদের ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে মোস্তাকিম মায়ের কোল থেকে ছিটকে পড়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’ এ বিষয়ে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
২১৭ দিন আগে
গাজীপুরে দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ
গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় শাহ সুফি ফসিহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা।
রবিবার (২৫ মে) সকাল ১০টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।
নিহত শিক্ষার্থীর নাম ওমর ফারুক। সে শাহ সুফি ফসিহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। ওমর সিটি করপোরেশনের পোড়াবাড়ি এলাকার আবু তাহেরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২০ মে) সকাল ১০টার দিকে সড়ক পার হতে গিয়ে বাসচাপায় গুরুতর আহত হয় ওমর। তাকে উদ্ধার করে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ফারুক।
আরও পড়ুন: মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত
আজ (রবিবার) স্কুলে পৌঁছে ওমরের মৃত্যুর খবর পেয়ে তার সহপাঠীরা বিক্ষুব্ধ হয়ে পড়ে। একপর্যায়ে তারা বিক্ষোভ মিছিল নিয়ে পোড়াবাড়ি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
শিক্ষার্থীরা জানায়, বেপরোয়া গতির গাড়ির চাপায় প্রায়ই শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মৃত্যু ঘটছে। এজন্য তারা বাজার এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছে।
এদিকে, দীর্ঘ সময় যানজটে আটকে থেকে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যুর খবরে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
২১৮ দিন আগে