সারাদেশ
ওভারটেক করতে গিয়ে বাস খাদে, ২০ যাত্রী আহত
ফরিদপুরের ভাঙ্গায় ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। এ সময় বাসের মধ্যে ৪০-৫০ জন যাত্রী ছিলেন।
মঙ্গলবার (২০ মে) সকাল ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের উপজেলার পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের উদ্ধার করে।
আহতরা হলেন—পটুয়াখালীর আব্দুর রশিদের ছেলে মো. সজিব (২৫), আমতলী বরগুনার পূর্বটিলা গ্রামের মো. রনির স্ত্রী সুইটি বেগম (২১), ভোলার কালপুরা থানার আটুয়া গ্রামের আলকাজ কাজীর ছেলে মিরাজ কাজী (৩২), গোপালগঞ্জ কাশিয়ানী চরঘাট গ্রামের মোশাররফ।
আরও পড়ুন: চাঁপাইয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, আহত মা
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বলেন, ‘ইকরা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা প্রায় ৪০-৪৫ জন যাত্রীর মধ্যে ২০-২২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।’
আহতরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানান ওসি।
এ বিষয় ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শেষ করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
২২৩ দিন আগে
বিয়ের ১৪ দিন পর বজ্রপাতে যুবক নিহত
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিয়ের ১৪ দিন পর বজ্রপাতে রুম্মান মিয়া লিমন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ মে) সকাল ৯টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর এলাকার কৃষি মাঠে এ দুর্ঘটনা ঘটে।
রুম্মান মিয়া লিমন তাজনগর পশ্চিমপাড়া গ্রামের হবিবর রহমানের ছেলে। জানা গেছে, তিনি ওয়ার্ড জামায়াতে ইসলামীর পাঠাগার সাহিত্য বিষয়ক সম্পাদক ছিলেন।
আরও পড়ুন: রৌমারী সীমান্তে বজ্রপাতে বিজিবি সদস্য নিহত
স্থানীয়রা জানায়, ১৪ দিন আগে লিমন বিয়ে করেন। সেই নববধূ রেখে মঙ্গলবার সকালের দিকে তার বাবা-মায়ের সঙ্গে জমিতে ফসল সংগ্রহ করতে যায়। এরই মধ্যে মেঘাচ্ছন্ন আকাশে বৃষ্টি শুরু হলে মাঠের একটি সেচ মেশিন ঘরে আশ্রয় নেয়। সেখানে বজ্রাপাতে লিমন নিহত হন।
এ তথ্য নিশ্চিত করেছেন ইদিলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ৭ নম্বর ওয়ার্ড সদস্য মোকলেছুর রহমান। তিনি বলেন, ‘নতুন বধূ রেখে রুম্মান মিয়া লিমনের মৃত্যু খুবই হৃদয়বিদারক।’
২২৩ দিন আগে
চাঁদপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩
চাঁদপুর শহরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের এক আরোহীসহ দুই পথচারী।
সোমবার (১৯ মে) রাত সাড়ে ১১টায় চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট জেলা প্রশাসক কার্যালয়ের বিপরীতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— বাবুরহাট এলাকার মাল বাড়ির মো. মনির মালের ছেলে মো. সমুদ্র মাল (২৪) ও নাটোর জেলার মোহাম্মদ ইছা (৩৫)। তিনি অটোরিকশাচালক ছিলেন।
আহতরা হলেন— মোটরসাইকেল আরোহী মো. রাকিব (২৭), পথচারী মো. আফজাল (২৬) ও মো. ফাহাদ (১৮)। আহতরা সবাই চাঁদপুর শহরের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সমুদ্র ও রাকিব ব্যক্তিগত কাজ শেষে বাড়ির উদ্দেশে রওনা দেয়। পথে ব্যাটারিচালিত অটোরিকশাটি ঘুরানোর সময় মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশা ও মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই সমুদ্র ও ইসমাইল নিহত হন। আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুন: শাহবাগে ডিবির অভিযানে ৯০ লাখ টাকার মোবাইল ফোন জব্দ, গ্রেপ্তার ১
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বেলায়েত হোসাইন ইউএনবিকে বলেন, ‘হাসপাতালে নিয়ে আসা পাঁচজনের মধ্যে দুজনকেই মৃত অবস্থায় পেয়েছি। শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে।’
তিনি বলেন, ‘আহত তিনজনের মধ্যে গুরুতর আহত রাকিব ও ফাহাদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে।’
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া ইউএনবিকে বলেন, ‘লাশ দুটি সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্ত ও আইনী ব্যবস্থা গ্রহণ শেষে লাশ হস্তান্তর করা হবে।’
২২৩ দিন আগে
বেনাপোলে ট্রাক্টরের চাপায় শিশু নিহত
বেনাপোলে মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় ওমর ফারুক (১০) নামে একটি শিশু নিহত হয়েছে।
সোমবার (১৯ মে) বিকালে বেনাপোল পোর্ট থানার পুটখালীর কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ওই এলাকার আব্দুল্লাহ মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, ফারুক নানা বাড়ি থেকে সাইকেল করে নিজ বাড়ি কৃষ্ণপুর যাচ্ছিল। পথে মহিষাডাঙ্গা কালাম দারোগার বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবহনকারী ট্রাক্টর বাইসাইকেলটিকে চাপা দিলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার সঙ্গীতশিল্পী নোবেল
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, ‘নিহত শিশু ওমর ফারুকের বাবা তার ছেলের অসর্কতায় এই দুর্ঘটনা ঘটেছে বলে থানায় একটি লিখিত আবেদন দিয়েছেন।’
তিনি বলেন, ‘দূর্ঘটনার জন্য ট্রাক্টর চালক দায়ী নন। তবে, পুলিশ সড়ক দুর্ঘটনার তদন্ত করছে।’
২২৩ দিন আগে
সিলেটে ট্রাকচাপায় যুবকের মৃত্যু
সিলেটে ট্রাকচাপায় নাইম আহমদ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার (১৯ মে) রাত ৯টার দিকে সিলেটের শাহপরান থানাধীন পীরেরবাজারে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত নাইম শাহপরান থানাধীন দাসপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, নাঈম বাইসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। রাত ৯টার দিকে পীরেরবাজারে বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: রাজধানীতে সেনা অভিযানে ‘হিটলু বাবু গ্যাংয়ের’ ১০ গ্রেপ্তার
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘ট্রাকচালককে আটক করা যায়নি। ট্রাকটি স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রয়েছে। লাশের ময়না তদন্ত করা হবে।’
নিহতের পরিবার অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
২২৩ দিন আগে
সিলেটে পরিবারের শাসনে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
সিলেটে পরিবারের লোকজন শাসন করায় অভিমান করে ইতি দাশ (১৬) নামের এক কিশোরীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৯ মে) সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমায় মোগলাবাজার থানাধীন শিববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ইতি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার পলক গ্রামের হিরন দাশের মেয়ে। পরিবারের সঙ্গে শিববাড়িসংলগ্ন কিষানপুরের (সিসিকের ২৭ নম্বর ওয়ার্ড) বাবুল মিয়ার কলোনিতে ভাড়া থাকত ইতির পরিবার।
আরও পড়ুন: চট্টগ্রামে ক্যাম্পের অফিসে র্যাব কর্মকর্তার আত্মহত্যা
পরিবার সূত্রে জানা যায়, ওড়নার দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ইতি। সোমবার সন্ধ্যায় তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, পরিবারের লোকজন শাসন করার কারণে অভিমানে ওই কিশোরী আত্মহত্যা করেছে। এছাড়া এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
২২৩ দিন আগে
ওভারটেক করতে গিয়ে ট্রাক্টরের নিচে মোটরসাইকেল, আরোহী নিহত
কুষ্টিয়ার কুমারখালীতে একটি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সুরুজ আলী (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৯ মে) দুপুর ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সুরুজ আলী (২২)। তিনি উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়া এলাকার শফিকু্ল ইসলামের ছেলে। তিনি কু্ষ্টিয়া শহরের একটি ফার্মেসীতে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: টঙ্গীতে হাত-পা বাঁধা প্রতিবন্ধী সরকারি কর্মচারীর লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, কুমারখালী থেকে মোটরসাইকেল করে সুরুজ কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। পথে সুরুজ ট্রাক্টরকে ওভারটেক করতে গেলে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি অজ্ঞাত বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ সুরুজ ছিটকে ট্রাক্টরের নিচে পড়েন। এ সময় ট্রাক্টরের চাকা তার বুকের ওপর উঠে যায় এবং ঘটনাস্থলেই মারা যান সুরুজ।
কুষ্টিয়ার চৌড়হাঁস হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জয়দেব কুমার সরকার বলেন, ‘ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়েই এই দুর্ঘটনা। মোটরসাইকেল ও ট্রাক্টরটিকে জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
২২৪ দিন আগে
টঙ্গীতে হাত-পা বাঁধা প্রতিবন্ধী সরকারি কর্মচারীর লাশ উদ্ধার
গাজীপুরের টঙ্গীতে সমাজকল্যাণ অধিদপ্তরের এক তৃতীয় শ্রেণির কর্মচারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ মে) ভোরে টঙ্গী পূর্ব থানার গাজী বাড়ি পুকুরপাড় এলাকার একটি ভবনের তৃতীয় তলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত লিখন আক্তার (২৫) শ্রবণ ও বাক প্রতিবন্ধী ছিলেন। তিনি কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম লিখন আক্তার ওই ভবনের ভাড়াটিয়া হিসেবে একা বসবাস করতেন। তার গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে পাশের ফ্ল্যাটের বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় হাত-পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে কক্ষটি তালাবদ্ধ অবস্থায় পায়, যা বাইরে থেকে বন্ধ করা ছিল।
আরও পড়ুন: পালানোর সময় বেনাপোল থেকে গ্রেপ্তার যুবলীগের কেন্দ্রীয় নেতা
টঙ্গী পূর্ব থানার এসআই আবুল হোসেন লাশ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।
পুলিশের প্রাথমিক ধারণা, লিখন আক্তারকে অজ্ঞাত দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। তার শরীরে আঘাতের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
ঘটনার বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম (ওসি) বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আমরা বিভিন্ন ক্লু সংগ্রহ করছি। দ্রুতই প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
২২৪ দিন আগে
পণ্য রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা, প্রভাব পড়েনি বাংলাবান্ধা স্থলবন্দরে
দেশের শুল্ক স্টেশন ও স্থলবন্দর দিয়ে বাংলাদেশি কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত।
দেশের বাংলাবান্ধা স্থলবন্দরে এর খুব বেশি প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বন্দর সংশ্লিষ্ট রপ্তানিকারক এবং শ্রমিকরা। তারা বলছেন, এই বন্দর দিয়ে কিছু প্লাস্টিক পণ্য রপ্তানি করা হয়। এই পণ্য রপ্তানি হচ্ছে না। এসব পণ্যবাহী কয়েকটি ট্রাক বন্দর থেকে ফেরত গেছে।
অন্যদিকে ঝুট কাপড়ের ওপর নিষেধাজ্ঞা না থাকার কারণে এই পণ্যের রপ্তানি অব্যাহত রয়েছে।
মূলত এই বন্দর দিয়ে এই দুটি পণ্যই ভারতে রপ্তানি করা হয়। এদিকে এই বন্দর দিয়ে নেপাল ও ভূটানের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।
আরও পড়ুন: স্থলবন্দর দিয়ে বাণিজ্য নিষেধাজ্ঞায় ভারতীয় ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবেন: উপদেষ্টা
রপ্তানিকারক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এই বন্দর দিয়ে খুব বেশি পণ্য ভারতে রপ্তানি হয় না। তাই নিষেধাজ্ঞার প্রভাব খুব বেশি পড়বে না।’
বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেডের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, ‘কাঁচামাল জাতীয় পণ্য রপ্তানি স্বাভাবিক রয়েছে। পলিস্টার কটন রেকস বা ঝুট গতকাল (রবিবার) রপ্তানি হয়েছে।
‘শুধু ফিনিস গুডসের ওপর নিষেধাজ্ঞা আছে। এগুলো এই বন্দর দিয়ে রপ্তানি হয় না।’
২২৪ দিন আগে
শোলাকিয়ায় ঈদের জামাত সকাল ৯টায়, থাকবে চার স্তরের নিরাপত্তা
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবারও দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। শোলাকিয়ায় এবার অনুষ্ঠিত হবে ঈদের ১৯৮তম জামাত।
ঐতিহ্য অনুসারে তিন দফা গুলি ফুটিয়ে জামাত শুরু হবে সকাল ৯ টায়। এই জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। এবার থাকবে চার স্তুরের নিরাপত্তাব্যবস্থা।
সোমবার (১৯ মে) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ঈদুল আযহার ১৯৮তম প্রস্তুতি সভা থেকে এ তথ্য দিয়েছে জেলা প্রশাসক ও ঐতিহাসিক ঈদগাহ কমিটির সভাপতি ফৌজিয়া খান।
আরও পড়ুন: শোলাকিয়ায় ঈদের জামাতে ৬ লাখ মুসল্লির নামাজ আদায়
বক্তারা বলেন, ঈদ জামাতের ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে থাকবেন হয়বত নগর এ ইউ কামিল মাদরাসার প্রভাষক মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই। নারীদের জন্য সূর্যবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলাদা জামাতের ব্যবস্থা করা হয়েছে।
প্রায় সাত একর আয়তনের ঈদগাহের মূল মাঠে ২০৬টি কাতার রয়েছে। প্রতিটি কাতারে ৭০০ থেকে ৮০০ জন মুসল্লি নামাজ আদায় করার সুযোগ পাবেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল ইসলাম তালুকদার, কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এরশাদ মিয়াসহ ঈদগাহ কমিটির সদস্যরা।
২২৪ দিন আগে