সারাদেশ
পদ্মায় ভাসছিল অজ্ঞাত ব্যক্তির লাশ, ৯ ঘণ্টা পর উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের বিপরীতে পদ্মা নদীর চরের কিনারে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ মে) রাত ৮টার দিকে লাশটি উদ্ধার করে দৌলতদিয়া ঘাট নৌ-ফাঁড়ি পুলিশ। এর আগে শনিবার বেলা ১১টার থেকে লাশটি ভাসতে দেখেন অনেকে।
স্থানীয়রা জানান, পদ্মায় মাছ ধরার সময় স্থানীয় কয়েকজন জেলে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের বিপরিতে উত্তর দিকের পদ্মা নদীর মাঝে বালুর চরে অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসতে দেখেন।
পরে সন্ধ্যায় স্থানীয় লোকজন দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দিলে নৌ-ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। রাত ৮টার দিকে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করে পুলিশ। তার পরিচয় এখনও পাওয়া যায়নি।
আরও পড়ুন: নিখোঁজ হওয়ার ২০ দিন পর যুবকের বস্তাবন্দি হাড়গোড় উদ্ধার
ওসি ত্রিনাথ সাহা বলেন, ‘সন্ধ্যার আগে খবর পেয়ে তারা লাশটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার (১৬ মে) বিকালের দিকে ঝড়ের সময় ফেরি বা লঞ্চ থেকে এই ব্যক্তি পদ্মা নদীতে পড়তে পারেন। নিহত ব্যক্তির বয়স অনুমান ৪০ থেকে ৪৫ বছরের মতো হতে পারে। তবে সুরতহালকালে লাশের শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পকেট থেকে ৪৫০ টাকা ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।’
তিনি আরও বলেন, ‘আজ রবিবার (১৮ মে) সকালে ফরিদপুর থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল আসার কথা রয়েছে। তারা আসলে প্রযুক্তিগত সহযোগিতায় পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।’
ত্রিনাথ সাহা জানান, লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। বর্তমানে লাশটি দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে রয়েছে।
২২৫ দিন আগে
সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৭ মে) দিবাগত রাতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক। বিজিবি সূত্রে জানা যায়, শনিবার সকালে ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী তামাবিল, সংগ্রাম, দমদমমিয়া এবং সোনালীচেলা বিওপির টহল টিম অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় স্কিন ব্রাইট ক্রিম, অরিস সিগারেট, সনপাপড়ি, বিস্কুট, চকলেট ও গরু জব্দ করে। এ ছাড়া, অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত বাংলাদেশী বারকী নৌকাও জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৪৪ লাখ টাকা।
আরও পড়ুন: সুন্দরবনে তিনজন ভারতীয়সহ পুশ ইন করা ৭৮ জন উদ্ধার
এ বিষয়ে কর্নেল নাজমুল হক জানান, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, ‘এ অভিযানেরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমানে চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।’
আটক করা মালামাল নিয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
২২৫ দিন আগে
গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলে নিহত
লালমনিহাট জেলা কালীগঞ্জ উপজেলার হাড়িখাওয়া গ্রামে গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কমলা বেগম (৫৫) ও তার ছেলে জামাল হোসেন (৩৩) নিহত হয়েছেন।
শনিবার (১৭ মে) সকালে গোড়ল ইউনিয়নের দুলালী হাড়িখাওয়া গ্রামে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: ২৫ বছর পর সিরিয়ান নেতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক
স্থানীয়রা জানান, গোয়াল ঘরে চার্জে রাখা অটোরিকশায় প্রথমে জামাল হোসেন বিদ্যুৎপৃষ্ট হয়ে পরে থাকেন। বিষয়টি তার মা কমলা বেগম দেখে তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎপৃষ্ট হন। পরে ঘটনাস্থলেই দুজনে মারা যান।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’
২২৬ দিন আগে
নিখোঁজ হওয়ার ২০ দিন পর যুবকের বস্তাবন্দি হাড়গোড় উদ্ধার
রাজশাহীর তানোরে নিখোঁজের ২০ দিন পর শিব নদ থেকে এক যুবকের বস্তাবন্দি হাড়গোড় উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ মে) উপজেলার হাবিবনগর এলাকায় কচুরিপানার ভেতর লাশের বস্তাটি দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
নিহতের নাম চিত্তরঞ্জন পাল (২৬)। তিনি হাবিবনগর পালপাড়া গ্রামের বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানান, লুঙ্গি ও গেঞ্জি দেখে তারা লাশ শনাক্ত করেন। তার পরিবারের দাবি, একই গ্রামের কলেজছাত্রী কামনা পালের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে তাকে হত্যা করা হয়েছে।
চিত্তরঞ্জনের বাবা মনোরঞ্জন পাল বলেন, কামনার পরিবারের সদস্যরা এই সম্পর্ক মেনে নিতে না পেরে তাকে হত্যার হুমকি দিয়েছিলেন। এমনকি কামনা পাল একটি চিঠিতে চিত্তরঞ্জনকে আগেই হত্যার পরিকল্পনার কথা জানিয়েছিলেন বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের ৮ দিনের মাথায় স্বামীকে খুন, স্ত্রী আটক
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিকভাবে এটি প্রেমঘটিত হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। লাশের হাড়গোড় সম্বলিত বস্তাটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং হত্যা মামলা প্রক্রিয়াধীন।’
২২৬ দিন আগে
ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বাধীন ফকির (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) বেলা ১১টার দিকে নান্দাইল মধ্যবাজারে এ ঘটনা ঘটে।
স্বাধীন মিয়া আচারগাঁও ইউনিয়নের সিংদই ফকিরবাড়ির মজনু ফকিরের ছেলে। সে নান্দাইল মধ্য বাজারে ইলেকট্রনিক দোকানে ব্যবসা করতেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, স্বাধীন তার দোকান পরিষ্কার করার সময় দোকানের বাইরে ঝড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তার সরিয়ে রাখতে গিয়ে অসাবধানতায় বিদ্যুতায়িত হয়ে আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: উত্থান দিয়ে লেনদেন শুরু, সূচক বাড়ল দুই বাজারে
স্থানীয় ব্যবসায়ী মাসুদ রানা বলেন, ‘স্বাধীন তার নিজ দোকান খোলার পরে বিদ্যুতায়িত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।’
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে এ ব্যাপারে আমার কাছে কোনো অভিযোগ আসেনি।’
২২৬ দিন আগে
বিয়ের পরদিনই নববধূ টাকা-স্বর্ণালংকার নিয়ে চম্পট!
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বামীর বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়েছেন এক নববধূ ও তার সঙ্গে থাকা আপন খালাতো বোন।
শুক্রবার (১৬ মে) বিকালে আদিতমারী থানায় এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করা হলে এ তথ্য জানা যায়।
অভিযুক্ত নববধূ নাম রুমানা খাতুন (২৯)। একই উপজেলার সাপ্টিবাড়ি এলাকার এনছার আলীর মেয়ে। এদিকে, ভুক্তভোগী হোসেন আলী আদিতমারী উপজেলার তালুক পলাশী গ্রামের খিজির মামুদের ছেলে।
এ ঘটনায় রুমানা, ঘটক জোবাইদুল ইসলাম, রবিউল ইসলাম ও লালমনিরহাট পৌরসভার কাজি আমজাদ হোসেন সরকার– এই চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন হোসেন আলী।
লিখিত অভিযোগে হোসেন আলী জানান, এক বছর আগে তার প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর কয়েক মাস পর দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নেন তিনি।
বুধবার (১৪ মে) অভিযুক্ত রবিউল ইসলাম ও ঘটক জোবাইদুল তাকে পাত্রী দেখানোর জন্য লালমনিরহাট শহরে নিয়ে যান। সেখানে স্বামী পরিত্যক্তা রুমানাকে দেখানোর পর পছন্দ হলে তাৎক্ষণিক এক লাখ টাকা দেনমোহরে কাজি আমজাদ হোসেন সরকারের অফিসে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের রাতেই রুমানাকে নিয়ে বাড়ি ফেরেন তিনি।
আরও পড়ুন: ঢাবির সাম্য হত্যাকাণ্ড: ৬ দিনের রিমান্ডে তিনজন
পরদিন সকালে ঘুম থেকে ওঠে রুমানা তার বাবার অসুস্থতার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান। এ সময় তামাক বিক্রির ১ লাখ ৩০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান তিনি। সন্ধ্যা হওয়ার পরও রুমানা না ফেরায় ও তার মোবাইলফোন বন্ধ থাকায় সন্দেহ হয় হোসেন আলীর। বাড়িতে গিয়ে ঘরের বিছানা এলোমেলো অবস্থায় পান তিনি।
এ বিষয়ে কথা বলতে চাইলেম একাধিকবার কল করলেও অভিযুক্ত ঘটক জোবাইদুল ও রুমানার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্থানীয়দের দাবি, রুমানাসহ বাকিরা একটি বড় চক্রের অংশ। তাদের প্রধান কাজই হলো -বিভিন্নভাবে তরুণদের বিয়ের ফাঁদে ফেলে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়া।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, এটি প্রতারণা ও চুরি চক্রের নতুন কোনো কৌশল হতে পারে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
২২৬ দিন আগে
খুলনায় ট্যাংকলরির চাপায় থ্রি হুইলারের চালকসহ নিহত ৩
খুলনায় তেলবাহী ট্যাংকলরির চাপায় যাত্রীবাহী থ্রি হুইলার মাহিন্দ্রার চালকসহ সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (১৭ মে) সকালে উপজেলার গোলনা নামক এলাকায় স্থানীয় ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মাহিন্দ্রাচালক রফিকুল ইসলাম গাজী এবং কয়রা উপজেলার দুই শিক্ষক হাফেজ মাওলানা মঈনুল ইসলাম ও আব্দুর রশিদ।
এ ঘটনায় আহত হয়েছেন মনিরুল ইসলাম গাজী, ইউনুস, আব্দুস সাত্তার ও মনিরুজ্জামান। তাদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, মাহিন্দ্রাটি যাত্রী নিয়ে চুকনগর থেকে খুলনার দিকে আসছিল। পথে গোলনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্যাংকলরির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সিলেটে এপ্রিলে ২৯ সড়ক দুর্ঘটনায় নিহত ৩০, আহত ৪২
খর্নিয়া হাইওয়ে থানার এসআই শিমুল মণ্ডল জানান, বেপরোয়া গতি ও সড়কের বেহাল দশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত দুই শিক্ষক খুলনার কয়রা উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক। তারা খুলনার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বকেয়া বেতন-ভাতা আদায়সহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান কর্মসূচিতে যোগদানের জন্য যাচ্ছিলেন।
২২৬ দিন আগে
মুন্সীগঞ্জে ‘স্ত্রীকে কুপিয়ে হত্যার পর’ পালিয়েছেন স্বামী
মুন্সীগঞ্জ সদর উপজেলার সেলিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সুজন মোল্লার (৫০) বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত সুজন মোল্লা।
শুক্রবার (১৬ মে) রাত ৯টার দিকে সদর উপজেলার আধারা ইউনিয়নের চিতলিয়া দেওয়ানকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানিয়েছেন, ঝগড়া-মারামারির একপর্যায়ে সেলিনা অন্য ঘরে আত্মরক্ষার চেষ্টা করলেও পেছন থেকে তার ঘাড়ে কোপ দিয়ে নির্মমভাবে হত্যা করেন সুজন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, নিহত সেলিনা বকুলতলা গ্রামের গোলাম মোস্তফার মেয়ে। ৯ মাস আগে সুজন মোল্লার সঙ্গে তার বিয়ে হয়। প্রথম তিন মাস সংসার ভালো চললেও গত ছয় মাস ধরে সুজন তার স্ত্রীকে সন্দেহ করে প্রায়ই নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: নড়াইলে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ
নিহত গৃহবধূ সেলিনার মা সুফিয়া বেগম বলেন, সুজ ন একজন ব্যাটারিচালিত অটোরিকশার চালক। সন্দেহের বশে সে প্রায়ই আমার মেয়েকে মারধর করত। এ নিয়ে একাধিকবার উভয় পক্ষের মধ্যে সালিশও হয়েছে, কিন্তু তাতেও শান্ত হয়নি সে।
তিনিও আরও জানান, সেলিনার এটি দ্বিতীয় বিয়ে। তার প্রথম সংসারে দুটি সন্তান রয়েছে। আগের ঘরের মেয়ে সোহানা আক্তারের বকচরে বিয়ে হয়। মেয়েটির সন্তান হয়েছে, আর সেই সন্তান দেখতে যাওয়া নিয়েই প্রাণঘাতী এই ঝগড়া বাঁধে।
২২৬ দিন আগে
মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কুষ্টিয়ায় পল্লী চিকিৎসক গ্রেপ্তার
কুষ্টিয়ার কুমারখালীতে চেতনানাশক ওষুধ খাইয়ে এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বারিক শাহ নামে এক পল্লী চিকিৎসক গ্রেপ্তার হয়েছেন।
শুক্রবার (১৬ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযুক্ত পল্লী চিকিৎসক বারিক শাহ (৫৫) জগন্নাথপুর ইউনিয়নের দয়রামপুর গ্রামের বাসিন্দা।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৩ মে) বিকালে জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামে।
আরও পড়ুন: ছেলেকে খুঁজতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ২
জানা গেছে, বারিক শাহ কাজের কথা বলে সপ্তম শ্রেণির ওই শিক্ষার্থীকে বাড়িতে ডেকে কলার সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করে আজ (শুক্রবার) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, মাদরাসায় পড়া মেয়েটি বাড়ি ফিরে অজ্ঞান হয়ে পড়লে তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে সে অভিভাবকদের ঘটনাটি জানালে তারা কুমারখালী থানায় অভিযোগ করেন। এরপর পুলিশ ওই শিক্ষার্থীকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ জানান, পল্লী চিকিৎসকের বিরুদ্ধে মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। এরপর তাকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।
২২৭ দিন আগে
নাটোরে চলন্ত ট্রেন থেকে পড়ে যাত্রীর পা বিচ্ছিন্ন
নাটোরের লালপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে রাহাত আলী নামে এক যাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৫ মে) রাত ৯টার দিকে উপজেলার করিমপুর রেলগেট এলাকায় রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগির দরজা থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহত রাহাত আলী (২৪) পাবনার ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর গ্রামের করম আলীর ছেলে।
আরও পড়ুন: ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে রিকশাচালক নিহত
জানা গেছে, ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে ছিলেন তিনি। চলন্ত অবস্থায় হঠাৎ পা ফসকে নিচে পড়ে গেলে ট্রেনের চাকায় কেটে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জিয়া উদ্দিন বলেন, ‘সচেতনতাই এ ধরনের দুর্ঘটনা রোধের একমাত্র উপায়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রেনের দরজার কাছে দাঁড়াতে নিরুৎসাহিত করা হয়। ট্রেন ভ্রমণের সময় যাত্রীদের আরও বেশি সতর্ক থাকা উচিত।’
২২৭ দিন আগে