বিশেষ-সংবাদ
একসময়ের প্রমত্তা নড়াই নদী এখন শুধুই ময়লার ভাগাড়
রাজধানীর রামপুরা সেতু ও বাংলাদেশ টেলিভিশন ভবনের মাঝ দিয়ে পুব দিকে ত্রিমোহিনীর দিকে চলে গেছে প্রশস্ত একটি সড়ক। সড়কের বাঁ পাশের ফুটপাত দিয়ে হাঁটা দিলে আচমকা উৎকট দুর্গন্ধ এসে নাকের ভেতরে ঢুকে পড়ে। এখানে সিটি করপোরেশনের একটি ময়লা ভাগাড় রয়েছে। কোনোরকম নাক-মুখ চেপে সামনে এগোলে সবার আগে চোখে পড়বে একটি মরা নদী। হরেক গাছগাছালিতে ভরা নদীটির তীর কংক্রিকেটের বেড়া দিয়ে ঘেরা।
নদী হলেও আসলে সেটিকে সরু খাল বা জলরেখা বলা চলে। সেই খালের তীরেই ছোট্ট একটি সাইনবোর্ডে লেখা ‘নড়াই নদী’। সাইনবোর্ড না দেখলে যে কেউ মরা খালই ভাববে নদীটিকে। নদীর তীর ধরেই এগিয়ে গেছে সড়কটি। নদীর একপাশে বনশ্রী এলাকা, অপরপাশে আফতাবনগর।
ফুটপাত দিয়ে আরও কিছুদূর গেলে বনশ্রীর ‘সি’ ব্লকের মাথায় আরেকটি ময়লার উন্মুক্ত ভাগাড় দেখা যাবে। বাসাবাড়ি থেকে ময়লা এনে সিটি করপোরেশনের লোকজন এখানে ফেলছে। পরে ময়লার গাড়িতে করে তা নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র।
আরও পড়ুন: শুকিয়ে যাচ্ছে দেশের ৮১ নদী, পরিবেশগত সংকটের শঙ্কা
রবিবার (৬ এপ্রিল) সকালে নদীতীর ধরে মাইলখানেক হাঁটার পর রামপুরা সেতু থেকে মেরাদিয়া বাজার পর্যন্ত সিটি করপোরেশনের এমন তিনটি ভাগাড় চোখে পড়েছে। কেবল তা-ই নয়, ময়লা-আবর্জনায় ঢাকা পড়েছে নদীতীরের পুরোটা। কোথাও কোথাও আবার আগুন দিয়ে পোড়ানো হচ্ছে সেই ময়লা।
সরেজমিনে দেখা যায়, বনশ্রীর আইডিয়ালের পাশেই একটি বহুতল কনডোমিনিয়াম (আবাসিক ভবন) নির্মাণ করা হচ্ছে। সেখানের ইট-বালুর বস্তা নদীতীরে ফেলা হচ্ছে। আরেকটু হাঁটলে চোখে পড়ে, ফরাজি হাসপাতালের সামনে নদী দখল করে অ্যাম্বুলেন্স রাখা হয়েছে।
মেরাদিয়া হাট এলাকায় নদীতীর দখল করে বিভিন্ন দোকানপাট গড়ে উঠেছে। সিটি করপোরেশনের আরও একটি ভাগাড় রয়েছে এখানে। নদীর তীরে খোলা জায়গায় ময়লা ফেলা হচ্ছে। এতে আশপাশের বাসিন্দাদের অসহনীয় ভোগান্তিতে পড়তে হচ্ছে।
নদীর বনশ্রী অংশে ময়লার ভাগাড় হলেও অপরপাশের আফতাবনগর অংশে তীর দখল করে গড়ে উঠেছে উঁচু উঁচু ভবন, অ্যাপার্টমেন্ট ও হাসপাতাল। কোনো কোনো ভবন নদীর ভেতরে ঢুকে গেছে। সড়ক সম্প্রসারণের নামেও নদীর জায়গা দখল করে ফুটপাত নির্মাণ করা হয়েছে।
২৬২ দিন আগে
শুকিয়ে যাচ্ছে দেশের ৮১ নদী, পরিবেশগত সংকটের শঙ্কা
বাংলাদেশের অনেক নদী এখন ভয়াবহ পরিবেশগত সংকটের মুখে। সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে, দেশের ৮১টি নদী শুষ্ক মৌসুমে প্রায় পুরোপুরি শুকিয়ে যায়।
‘বাংলাদেশের শুকিয়ে যাওয়া নদী’ শিরোনামে একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণাটি করেছে বেসরকারি প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার (আরডিআরসি)। সংস্থাটি দেশের পরিবেশ ও নদী নিয়ে গবেষণা করে আসছে।
গবেষণায় বলা হয়েছে, এক সময় যেসব নদী কৃষি, জীববৈচিত্র্য ও স্থানীয় অর্থনীতির প্রাণ ছিল, আজ সেগুলোর অনেকটাই শুকিয়ে গেছে বা তাদের তলদেশে প্রচণ্ড পলি জমে পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে।
এই গবেষণা অনুযায়ী সবচেয়ে বেশি সংকটে পড়েছে খুলনা, সাতক্ষীরা, রাজশাহী ও কুষ্টিয়া অঞ্চল। এসব জায়গায় দূষণ, পলি জমা এবং দ্রুত নগরায়নের কারণে প্রাকৃতিক জলপ্রবাহ ব্যাহত হচ্ছে।
২৬৩ দিন আগে
তিস্তার চরে আগাম জাতের তরমুজে কৃষকের বাজিমাত
প্রতিকূলতার সঙ্গে লড়াই করে টিকে থাকা চরাঞ্চলের মানুষের নিয়তি। ভাগ্যকে মেনে নিয়ে লড়াই করে টিকে থাকছেন লালমনিরহাট জেলার কালীগঞ্জের তিস্তা নদীর চরের বাসিন্দারা। জীবনকে চালাতে তারা জেগে ওঠা চরগুলোতে চাষ করছেন নানা অর্থকরী মৌসুমি ফল ও ফসল। এবার কালীগঞ্জের একটি চরের কৃষকরা আগাম তরমুজ চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন। তরমুজের বাম্পার ফলন ও ভালো দামে লাভবান হওয়ায় ঘুরে দাঁড়াচ্ছে পিছিয়ে পড়া চরাঞ্চলের কৃষকরা।
সরকারের কৃষি বিভাগ বলছে, ভালো ফসল উৎপাদনের মাধ্যমে জীবনমান উন্নত করতে তারা কৃষকদের পরামর্শ ও সহায়তা দেওয়া অব্যাহত রাখবে।
খোঁজ নিয়ে জানা যায়, লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলার ভোটমারি ইউনিয়নের তিস্তা নদীতে জেগে ওঠা চরে মূলত ছিন্নমূল ভূমিহীন বাসিন্দারা বাস করেন। এখানকার বাসিন্দাদের কৃষি ও মৎস্য শিকারই জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। কারণ, তিস্তায় তেমন বেশি পরিমাণে ও সময় ধরে পানি থাকে না। এর ফলে জেগে ওঠা চরগুলোতে চাষাবাদে সফলতা পাচ্ছেন কৃষকরা।
আরও পড়ুন: বাগেরহাটে উঠতে শুরু করেছে তরমুজ, কেজি ৫০ টাকা
আগাম তরমুজ চাষের প্রধান উদ্যেক্তা এজার আলী বলেন, বছরের শুষ্ক মৌসুমে সাধারণত চর প্লাবিত হয় না। কিন্তু এ মৌসুমে ধানের আবাদও সম্ভব হয় না। তা কী আবাদ করা যায়, ভাবতে থাকি আমি। তবে কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের জামির বাড়ির চর এলাকা তরমুজ চাষের জন্য বিখ্যাত। ওই এলাকার নিকটাত্মীয় কয়েকজনের সঙ্গে আলাপ হয়। তারা আগাম তরমুজ চাষের পরামর্শ দেন।
তিনি বলেন, ‘কালীগঞ্জ কৃষি অফিস থেকে বীজ নিয়ে এ বছরের শীত মৌসুমের শেষের দিকে আমরা কয়েকজন মিলে ১ একর জমিতে আগাম তরমুজের আবাদ শুরু করি। এতে খরচা হয় ১৫ হাজার টাকা। কিন্তু বিক্রি করি ৬০ হাজার টাকার তরমুজ।’
এজার আলী বলেন, আমাদের গত বছরের সফলতায় উদ্বুদ্ধ এলাকার কৃষকরা এ বছর বছর শীতের শেষের দিকে ব্যাপকহারে আগাম তরমুজের আবাদ শুরু করেন। এই চরে এবার মোট ২ একর জমিতে তরমুজ আবাদ হয়েছে।
এলাকার তরমুজ চাষি রাকিব মিয়া জানান, তারা গত বছর এইখানে আগাম তরমুজের ভালো আবাদ দেখে এ বছর তরমুজ চাষ শুরু করেন। এক একর জমিতে আবাদ করতে খরচা হয়েছিল ১৫ হাজার টাকা। এখন পর্যন্ত ৫০ হাজার টাকার বিক্রি করেছেন। আরও ৫০ হাজার টাকার তরমুজ বিক্রি করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
এবার গরমের শুরুতেই বাজারে উঠতে শুরু করেছে তরমুজ। কালীগঞ্জের হাট-বাজারে ভ্যানগাড়িতে ফেরি করেও প্রতি কেজি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে এসব তরমুজ।
আরও পড়ুন: জৈন্তাপুরে তরমুজের বাম্পার ফলন, সেচ-পরিবহন সমস্যায় কৃষকরা
তরমুজ ব্যবসায়ীরা বলছেন, বাজারে এসব তরমুজের ব্যাপক চাহিদা। ক্রেতারা বেশি দাম দিয়েও কিনে নিচ্ছেন।
তরমুজ ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, এ পর্যন্ত প্রায় ৩ লাখ টাকার তরমুজ বিক্রি করেছি। আগাম তরমুজের বাজারে বেশ চাহিদা রয়েছে।
কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি বলেন, ‘চরে বেলে দোঁয়াশ মাটি তরমুজ চাষের জন্য খুবই ভালো। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে পরামর্শ ও সহায়তা দিয়েছি। আগাম তরমুজের ভালো ফলন হয়েছে। পাকিজা জাতের তরমুজ আগাম আবাদ করেছেন জামির বাড়ির চরের কৃষকরা। উদ্যোগ নিলে আরও বেশি তরমুজের আবাদ সম্ভব।
২৬৩ দিন আগে
বিদেশি নাগরিকদের অনুপ্রবেশের হাব ফেনী সীমান্ত
সীমান্ত দিয়ে দেশে অবৈধ বিদেশিদের অনুপ্রবেশ বন্ধ হয়নি। অবৈধ বিদেশিদের অবস্থান নিয়ে সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও ঠেকানো যাচ্ছে না অনুপ্রবেশ। আর এসব অনুপ্রবেশের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে ফেনীর পরশুরাম-বিলোনিয়া সীমান্ত।
গত ৫ মাসে এই সীমান্তে আটক হয়েছেন ৬ জন বিদেশি নাগরিক। যাদের সকলেই আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা। তারা বাংলাদেশ ও ভারতের মানব পাচারচক্রের যোগসাজশে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করেছেন। কি কারণে, কেন-ই-বা তারা অবৈধভাবে প্রবেশ করছেন—তার সঠিক তথ্য জানে না পুলিশ প্রশাসন।
জানা যায়, এখন পর্যন্ত বিজিবির হাতে আটককৃত কারো কাছে বৈধ কোনো কাগজপত্র পায়নি প্রশাসন। আটক বিদেশি নাগরিকদের জিজ্ঞাসাবাদ করেছেন এমন একজন পুলিশ কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, তাদের যখন আটক করা হয়, তখন পাসপোর্ট ও কাগজপত্র হারিয়ে যায়, মোবাইলফোন নষ্ট থাকে। জিজ্ঞাসাবাদে তারা এমন সব কথা বলে থাকেন। আদালতে মানবপাচারকারী ও আইনজীবীদের শিখিয়ে দেওয়া এসব কথাই তারা বলেন। মূলত এমন সব তথ্য আদালতে উপস্থাপন করা হলে তারা সহজে মুক্তি পেয়ে যান। যোগাযোগের জন্য তারা বিভিন্ন দেশের নম্বরের হোয়াটসআপ ব্যবহার করে থাকেন।
আরও পড়ুন: দেশে ৩৩ হাজারের বেশি অবৈধ বিদেশি রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) সূত্রে জানা যায়, ফেনীর পরশুরাম সীমান্তে গত বছরের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৭ এপ্রিল পর্যন্ত ৬ জন বিদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় আটক করা হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় তানজানিয়ার নাগরিক আমিনা শাহবানী (৩৩) নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পাসপোর্ট ও ভিসা ব্যতীত অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। তিনি তানজানিয়ার নায়মাঙ্গানা প্রদেশের বাসিন্দা। নিজকালিকাপুর গ্রামের আবদুল মোতালেব ও সুমন ভারতে পাচারের উদ্দেশে ফেনীর মহিপাল থেকে সিএনজিতে করে নিজকালিকাপুর নিয়ে যান। এ ঘটনায় ৭ জনকে আসামি করে পরশুরাম মডেল থানায় মামলা করা হয়েছে ।
গত বছরের ৭ নভেম্বর পরশুরাম সীমান্তের নিজকালিকাপুর বিওপি এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় ইথিওপিয়ান নাগরিক ইসরাত উমর হাজিকে (৬৭) আটক করা হয়। গত ২৯ ডিসেম্বর অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে নাইজেরীয় নাগরিক এমিকা গিলবার্ট আপিহকে (৪৫) আটক করে নিজকালিকাপুর বিওপি।
এছাড়া চলতি বছরের ২০ জানুয়ারি সুদানি নাগরিক ইসলামকে (২৬) অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে আটক করা হয়। নাইজেরীয় নাগরিক- নওসু ইজুচুকউ ক্যালিস্টাসকে (২৭) গত ১৯ মার্চ অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকালে আটক করা হয়।
আরও পড়ুন: বাংলাদেশ অবস্থানরত অবৈধ বিদেশিদের আবারও সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
গত ২২ মার্চ আবদিওয়ালি মোহাম্মদ আলী (২৪) নামে এক সোমালীয় নাগরিককে মির্জানগর ইউনিয়নের সীমান্ত পিলারের কাছ থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় আটক করা হয়। আটক ব্যক্তিদের পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।
অনুসন্ধানে জানা গেছে, পরশুরামের মির্জানগর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গ্রাম নিজকালিকাপুর ও পৌর এলাকার বাউরপাথর গ্রামের মীরপাড়া ও বিলোনিয়া সীমান্ত মানবপাচার ও চোরাচালানির নিরাপদ রুট মনে করে মানবপাচারকারীরা।
অভিযোগ রয়েছে, এই চক্রে স্থানীয় লোকজন জড়িত রয়েছেন। মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের ২৫ নভেম্বর মির্জানগর ইউনিয়নের উত্তর কাউতলির রাজু (৩৫) ও নিজ কালিকাপুর গ্রামের মোহাম্মদ ইব্রাহিম (৫০) নামে দুই ব্যক্তিকে আটক করে ভারতের বিলোনিয়া পুলিশ।
এ বছর ২১ জানুয়ারি সুদানের একজন নাগরিককে পাচারের সঙ্গে জড়িতের অভিযোগে নিজ কালিকাপুর গ্রামের মো. এমরান (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে পরশুরাম মডেল থানা পুলিশ। অবৈধভাবে বাংলাদেশ ও ভারতের একটি চক্রের যোগসাজশের মাধ্যমে দেশের একই সীমান্ত দিয়ে মানবপাচার হচ্ছে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, সিন্ডিকেটের মাধ্যমে একটি চক্র বিদেশিদের পারাপার করে থাকে। মানবপাচারের সাথে কারা জড়িত পুলিশ তদন্ত করছে।
আরও পড়ুন: বিজয়নগর সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে
পুলিশ ও স্থানীয়দের ধারণা, এসব বিদেশি নাগরিক ইউরোপের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় পেতে চেষ্টা করে। অনেকে দালালের মাধ্যমে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার কার্ড তৈরি করে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। সোমালিয়ান নাগরিক আবদেয়ালি মোহাম্মদ আলীর কাছে জাতিসংঘের একটি রিফিউজি কার্ড পাওয়া যায়। যেটি তিনি ভারতে জাতিসংঘের (ইউএনএইচসিআর) রিফিউজি এজেন্সি থেকে সংগ্রহ করেছেন।
এ প্রসঙ্গে বিজিবি ফেনী ব্যাটালিন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোশারফ হোসেন বলেন, অবৈধ অনুপ্রেবেশকারীরা আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। গত ৫ মাসে অবৈধ অনুপ্রবেশ করায় চলতি বছর ৬ আফ্রিকান নাগরিককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অনুপ্রবেশের জন্য কেন ফেনী সীমান্তকে বেছে নিয়েছেন তারা—তা অজানা। যদিও তাদের আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, বিদেশি নাগরিকদের দেশে অবৈধ অনুপ্রবেশের সুষ্পষ্ট কারণ এখনো নিশ্চিত নয়। জিজ্ঞাসাবাদে তারা পরশুরাম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের কারণ সম্পর্কে বিভিন্ন জন বিভিন্ন রকম তথ্য দিয়ে থাকেন। অবৈধভাবে বিদেশিদের প্রবেশের সঙ্গে একটি চক্র জড়িত রয়েছে। এ চক্রের দুই সদস্যের নাম পেয়েছি। তাদের আটকের মাধ্যমে জ্ঞিাসাবাদে বিস্তারিত জানা যাবে।
তিনি বলেন, অনুপ্রবেশকারীদের রিমান্ডে নিলেও তারা এ ব্যাপারে কোনো তথ্য দেয় না। পরে আদালতের মাধ্যমে জামিনে মুক্ত হয়ে তারা বাংলাদেশের ভিসা পায় বলে জানান পুলিশ সুপার।
২৬৩ দিন আগে
ভারতের চেন্নাইতে বিরল কচ্ছপ বাঁচাতে পাহারায় স্থানীয়রা
ভারতের বেঙ্গালুরুরের এক কিশোর যাজুর কার্তিক (১১)। এ বয়সে গ্রীষ্মের ছুটিতে বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করে আনন্দে দিন কাটানোর কথা থাকলেও সে রাত জেগে চেন্নাই সমুদ্রতীরে অলিভ টারটল জাতের কচ্ছপ পাহারা দেন, যেন মানুষ কিংবা কুকুরের উপদ্রবে বিপন্ন এই প্রাণীটি একেবারে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে না যায়।
মানুষের হাত ধরেই আধুনিক সভ্যতার বিকাশ ঘটেছে; পৃথিবীর নানামুখী দুর্যোগ ও ধ্বংসযজ্ঞের জন্যও আবার তারাই দায়ী। বলা চলে, মানুষ রক্ষক ও ভক্ষক উভয়ই বটে। মানুষের নানাবিধ কার্যকলাপে প্রাণিকুলের জীবন যেমন সংকটে পড়ে, তেমনিই প্রাণীদের জীবন রক্ষায় এগিয়েও আসে অনেক মানুষ। তাদেরই একজন যাজুর কার্তিক।
ভারতের দক্ষিণে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত চেন্নাই। এই শহরের উপকূলে ডিম পাড়তে আসে বিপন্নপ্রায় অলিভ টারটল জাতের কচ্ছপ। লোকবহুল এ এলাকাটিতে কচ্ছপের ডিম-বাচ্চার জীবনে নানা রকম ঝুঁকি থাকে।
স্থানীয় বাসিন্দারা অনেকে এই ডিম চুরি করে খেয়ে ফেলেন, কখনো আবার মাছ ধরার জালেও ধরা পড়ে কচ্ছপ। মানুষ বাদে স্থানীয় কুকুরও ডিম বা বাচ্চাগুলো পেলে খেয়ে ফেলে। এভাবে প্রতি বছর কয়েক হাজার কচ্ছপ মারা যায় শুধু চেন্নাইতেই।
এসব ঝুঁকি থেকে কচ্ছপ বাঁচাতে প্রায় চার দশক ধরে রাত জেগে পাহারা দিয়ে আসছেন চেন্নাইয়ের বাসিন্দারা। অন্যান্য জায়গা থেকেও অনেক স্বেচ্ছাসেবকরা স্থানীয়দের এ কাজে সহায়তা করতে আসেন।
আরও পড়ুন: চিড়িয়াখানা থেকে ১০ প্রজাতির ৩১ বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত
নানা প্রতিকূলতা সত্ত্বেও এ বছর প্রায় ২ লাখ ৬০ হাজার ডিম সংরক্ষণ করতে সক্ষম হয়েছেন তারা। চেন্নাইয়ের মানুষের এই কার্যক্রম মানুষ ও প্রকৃতির মধ্যে সহাবস্থানের ক্ষেত্রে অনন্য এক উদাহরণ।
২৬৪ দিন আগে
লালমনিরহাটে ভাসমান ড্রাম সেতুতে হাজারো মানুষের কষ্ট লাঘব
লালমনিরহাটের পাটগ্রামে নির্মাণ করা হয়েছে এক অভিনব ভাসমান ড্রাম সেতু। উপজেলার সানিয়াজান নদীর ওপর নির্মিত ২০০ ফুট দীর্ঘ ভাসমান এ সেতুটি এলাকার প্রায় ২০ হাজার মানুষের দীর্ঘদিনের কষ্টের কিছুটা লাঘব করেছে, তাদের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে সেতুটি।
স্থানীয় জনগণের সহায়তায় প্লাস্টিকের ড্রামের ওপর বাঁশের চাটাই জোড়া লাগিয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুটি দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন। এমন ভাসমান ড্রাম সেতু সবার নজর কেড়েছে। সেতুটি নির্মাণে খরচ হয়েছে প্রায় তিন লাখ টাকা।
গত ৩ মার্চ সেতুটি উদ্বোধন করেন পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের বিএনপির সভাপতি ডা. শামসুল আলম।
আরও পড়ুন: বাঁধ নির্মাণে উচ্ছ্বসিত মধুমতি পাড়ের বাসিন্দারা
ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সানিয়াজান নদীর ওপর নির্মিত সেতুটি উদ্বোধনের পর থেকে ওই এলাকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াত শুরু হয়েছে। এতে তিন গ্রামের মানুষের মধ্যে ঈদের খুশি বিরাজ করছে।
এ বিষয়ে বাউড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. শামসুল আলম বলেন, ‘এখানে ব্রিজ না থাকায় প্রতি বছর কয়েক হাজার মানুষ ভোগান্তিতে পড়েন। তাই আমরা সবার সহযোগিতায় বিএনপি নেতা কর্মীদের নিয়ে এ ভাসমান সেতুটি করেছি।’
স্থানীয় সূত্রে জানা যায়, ‘সেতুটি নির্মাণে কাজ করেছেন ওই গ্রামের প্রায় ৩০ জন সাধারণ মানুষ। সেতু নির্মাণের ব্যবহার হয়েছে প্লাস্টিকের ড্রাম, বাঁশ, লোহার অ্যাঙ্গেল ও দড়ি।’
২৬৯ দিন আগে
ট্রাম্পের শুল্কারোপ কতটা ভোগাবে বাংলাদেশকে?
নির্বাহী আদেশে বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্কারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প। এতে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের চাপ পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদ ও পোশাক খাত সংশ্লিষ্টরা। তাদের ভাষ্যে, বাংলাদেশের অর্থনীতিতে বৈচিত্র্য আনতে হবে, পাশাপাশি টিকফা চুক্তির আলোকে মার্কিন প্রশাসনের সঙ্গে বসতে হবে।
দুদেশের স্বার্থের ব্যাপারে সমঝোতা করলে বাংলাদেশের ওপর যে শুল্কারোপ করা হয়েছে, মার্কিন প্রশাসন তা তুলে নিতে পারে বলেও উল্লেখ করেন তারা। বাংলাদেশ যদি যথাযথ পদক্ষেপ না নেয়, তাহলে তৈরি পোশাক খাতের অর্ডার ভারত, তুরস্ক, মিসর ও হন্ডুরাসের মতো দেশগুলোতে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে এই প্রতিবেদকের কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. এম এম আকাশ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজের (বিস) গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর ও নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমে সঙ্গে।
রফতানি বহুমুখী করতে হবে
মার্কিন শুল্কারোপের চাপ কমাতে বাংলাদেশের রফতানিকে বহুমুখীকরণ করতে হবে বলে অভিমত দিয়েছেন ঢাবির সাবেক অধ্যাপক এম এম আকাশ। তিনি বলেন, ‘বহু দেশে বহুরকম পণ্য আমদানি করে এটা আমাদের সামলাতে হবে।’
আরও পড়ুন: ট্রাম্পের পাল্টা শুল্কারোপে ইইউ প্রধানের নিন্দা
যদিও সেরকম প্রস্তুতি আমাদের কম আছে উল্লেখ করে এই অর্থনীতিবিদ বলেন, ‘আমাদের স্ট্র্যাটেজিক ট্রেড (কৌশলগত বাণিজ্য) করতে হবে। আমরা আগে ফ্রি ট্রেডের কথা বলতাম, আরও আগে প্রটেকশনিস্ট ট্রেডের (রক্ষণশীল বাণিজ্য) কথা বলতাম। এখন দুটো কৌশলই অকেজো হয়ে যাবে। আমাদের কৌশলগত বাণিজ্যের দিকে এগোতে হবে।’
‘কোথাও আমাদের রক্ষণশীল হতে হবে, কোথাও ফ্রি ট্রেড করতে হবে, কোথাও চীনের সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে, কোথাও ভারতের সঙ্গে বাড়াতে হবে। কোথাও ভিয়েতনামের বাজার আমরা দখল করে নেব, কোথাও ভিয়েতনাম আমাদের বাজার দখল করে নেব। আমেরিকান কোনো কোনো পণ্যের ওপর আমরাও শুল্ক বসিয়ে দেব। এই ধরনের নানা রকম কৌশল নিয়ে চলতে হবে।’
এই অর্থনীতিবিদ আরও বলেন, ‘আমরা অর্থনীতি কতটুকু রক্ষা করতে পারবো, সেটা নির্ভর করছে আমাদের রফতানি কতটা বহুমুখীকরণ করতে পারবো, তার ওপর। দুদিক থেকে বহুমুখীকরণ হয়ে থাকে, একটি পণ্যের ক্ষেত্রে, অন্যটি ডেস্টিনেশনের (গন্তব্য) ক্ষেত্রে।’
তবে এ বিষয়ে দ্বিমত দিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজের (বিস) গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর। তিনি বলেন, ‘আমরা চাইলেও হুট করে আমাদের পণ্য রফতানি অন্যদিকে ডাইভার্ট (সরিয়ে নিতে) করতে পারব না। আমাদের রফতানির ৮৫ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। সেটা ইনট্যাক্ট (অক্ষত) রাখতে হবে। দীর্ঘ মেয়াদে হয়ত আমরা ডাইভার্ট পজিশনে যেতে পারি, পণ্য রফতানিতে বৈচিত্র্য আনতে পারি।’
বাণিজ্য যুদ্ধে হারজিত
ট্রাম্পের শুল্কারোপকে বাণিজ্য যুদ্ধ আখ্যায়িত করে এম এম আকাশ বলেন, ‘এটা একটি শুল্ক যুদ্ধ, এই যুদ্ধে আমরা নিশ্চিতভাবে হারবো, সেটা বলা যায় না। ট্রাম্পও হারতে পারেন।’
এই অর্থনীতিবিদ বলেন, ‘দেশীয় বাজারকে রক্ষা করে নিজ দেশের শিল্প ও কর্মসংস্থান বাড়াতে এই পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। কিন্তু এটাতে দুরকম বিপদের শঙ্কা আছে। একটি হচ্ছে—সস্তায় যেসব জিনিস স্থানীয় লোকজন উপভোগ করতেন, সেটা তারা ভোগ করতে পারবেন না।’
‘বিশেষ করে চীনের দিকে থেকে সস্তায় পণ্য আমদানি হতো, সেগুলো আর হবে না। সেগুলোর দাম বেড়ে যাবে। এতে তাদের স্থানীয় লোকজনের জীবনযাত্রার মান বেড়ে যাবে। সুতরাং একদিকে তার দেশের কর্মীদের আয় বাড়বে, কিন্তু ইনকামের রিয়েল ভ্যালু কমে যাবে।’
তার ভাষ্য, ‘এটা মূলত চীনের সঙ্গে তার একটা বোঝাপড়ার বিষয়। কিন্তু পাশাপাশি বাংলাদেশ, ভিয়েতনাম অন্যান্য উন্নয়নশীল দেশগুলো থেকেও আগে যে রকম শুল্কমুক্ত আমদানি করতো, এখন আর সেটা করতে পারবে না। এতে আমাদের দেশের রফতানি পণ্যের দাম ওদের দেশে বেড়ে যাবে। ফলে এগুলো বিক্রি কমে যাবে। এতে আমাদের দেশের বৈদেশিক মুদ্রার আয় কমে যাবে।‘
বাংলাদেশের ওপর কতটা প্রভাব পড়বে?
বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্কারোপ হওয়ায় এটির একটি বড় প্রভাব পড়বে বলে মনে করেন এম এম আকাশ। তিনি বলেন, ‘আমাদের দেশে ৭৬ শতাংশ রফতানি আয় যেখান থেকে হয়, সেটাতো পোশাক শিল্প। কাজেই সেটার যদি ৩৭ শতাংশ দাম বেড়ে যায়। তাহলে বড় প্রভাব তো পড়বেই।’
‘যুক্তরাষ্ট্রে আমাদের কতটা যায়, ইউরোপে কতটা যায়, অন্যান্য দেশে কতটা যায়, সেই হিসাবের ওপর নির্ভর করবে, আমাদের কত শতাংশ এটির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে। পোশাক শিল্পের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে যায়, কাজেই সেখানে বড় একটা ক্ষতি হবে,’ বলেন এম এম আকাশ।
মাহফুজ কবীর বলেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে যে পণ্য রফতানি হচ্ছে, সেটা মূল রফতানির ১৯ শতাংশ। পাঁচ ভাগের একভাগ যেখানে রফতানি হচ্ছে, সেখানে ৩৭ শতাংশ শুল্কারোপ বড় ধাক্কা নিয়ে আসবে।’
সুবিধা নেবে ভারত-পাকিস্তান
বাংলাদেশি পণ্যে মার্কিন শুল্কারোপে সবচেয়ে বেশি সুবিধা নেবে ভারত-পাকিস্তান বলে অভিমত দিয়েছেন ড. মাহফুজ কবীর। তিনি বলেন, ‘এটির পুরো সুবিধা নেবে ভারত ও পাকিস্তান। বাংলাদেশের অনেক অর্ডার তাদের কাছে চলে যাবে। এটি বড় দুশ্চিান্তর বিষয়।’
‘ভারতের বিরুদ্ধে ২৬ শতাংশ ও পাকিস্তানের বিরুদ্ধে ২৯ শতাংশ শুল্কারোপ করা হয়েছে। আবার ভারত যে পণ্য রফতানি করে, সেগুলো মোটামুটি বাংলাদেশের রেঞ্জের মতোই। এই জায়গায় বাংলাদেশকে বড় অসুবিধায় পড়তে হবে।’
এই অর্থনীতিবিদ বলেন, শুল্কারোপের কারণে যুক্তরাষ্ট্রে পণ্যের দাম এমনিতেই বাড়বে। এতে তাদের ক্রেতারা বাংলাদেশকে আর প্রাধান্য দেবে না। তারা প্রাধান্য দেবে ভারত ও পাকিস্তানকে। পাশাপাশি, হন্ডুরাসের মতো কাছাকাছি দেশগুলোর কাছে যাবেন মার্কিন ক্রেতারা।
আরও পড়ুন: বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্কারোপ
‘ভিয়েতনামের সঙ্গে যদিও যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি আছে, তবুও তাদের ওপর ৪৪ শতাংশ শুল্কারোপ করা হয়েছে। এটা বাংলাদেশের চেয়েও বেশি। শ্রীলঙ্কার ক্ষেত্রে একইরকম। তবুও এ ক্ষেত্রে এসব দেশ বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতায় খুব একটা সুবিধা করতে পারবে না। যার ফলে ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের রফতানি কিছুটা বাড়তে পারে যুক্তরাষ্ট্রে। কিন্তু আমরা দুই দেশই চাপে পড়বো।’
২৭০ দিন আগে
বাঘ বাঁচাতে সাইকেলে চড়ে ডাচ রাষ্ট্রদূতের সুন্দরবন যাত্রা
সুন্দরবনকে বাঁচানোর উপায় বরাবরই কেবল কথা নয়, বরং তার চেয়েও বেশি কিছুর দাবি রাখে। এর জন্য প্রয়োজন হয় ঘর্মাক্ত শরীর, ফোসকা পড়া পা ও এমন একগুঁয়েমি, যাতে সূর্যের প্রখর রোদে শরীর পুড়লেও যাত্রা ব্যাহত হবে না; কঠিন পরিস্থিতিতেও চলবে অগ্রযাত্রা।
গত ২৮ থেকে ৩০ মার্চ এমন কিছুই করে দেখিয়ে দিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কারসটেন্স। কূটনীতির করিডোর ছেড়ে সাইকেলে চেপে তিনি বেরিয়ে পড়েন ধুলি ওড়া, কঠিন পথে। বরিশাল থেকে বাঘের ডেরা সুন্দরবনের জয়মণিতে অবস্থিত ওয়াইল্ডটিমের কনজারভেশন বায়োলজি সেন্টার ‘টাইগারহাউস’ পর্যন্ত ১৬৩ কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দিয়েছেন এই কূটনীতিক।
ছেলে কারস্টেন্স ইয়াকোবাস হেরমানাস ও দুই বন্ধু নিলস ফন ডেন বের্গে (নেদারল্যান্ডস পার্লামেন্টের সাবেক সদস্য) ও ইয়ংমান কারিনকে সঙ্গে নিয়ে এই যাত্রা করেন তিনি। এ সময় আড়ম্বর করে প্রতিনিধি দল কিংবা গণমাধ্যমকর্মীদের সঙ্গে নেননি এই কূটনীতিক; এটি ছিল নীরব-নিভৃতে সচেতন এক অভিযাত্রা।
আরও পড়ুন: সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের এনআইসি সদস্য হলেন এনায়েতউল্লাহ খান
তার এই কর্মকাণ্ড এক যুগ আগের এমনই আরেকটি যাত্রার কথা মনে করিয়ে দেয়। তখন রয়্যাল বেঙ্গল টাইগার সম্পর্কে সচেতনতা বাড়াতে বন্যপ্রাণী সংরক্ষণবিদ, কূটনীতিক ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষের একটি দল দেশজুড়ে রিকশা চালিয়েছিলেন। সেই সময়ের লক্ষ্য ছিল বাঘের অস্তিত্ব সংকটকে জনসমক্ষে তুলে ধরা।
আর এবারের মিশন ছিল সুন্দরবনের হৃদস্পন্দন—এর উত্তাপ, কানাকানি ও নাজুক অস্তিত্বের ভার সরেজমিনে অনুভব করা।
গত ১০ ও ১১ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের উপপ্রধান ড. বেয়ার্ন্ড স্পানিয়েরের সঙ্গে প্রথমবার ওয়াইল্ডটিমস কনজারভেশন বায়োলজি সেন্টার পরিদর্শন করেন কারসটেন্স। এরপর ৮০ দিনেরও কম সময়ের ব্যবধানে তিনি সেখানে ফিরে যান। তবে এবার শুধু রয়্যাল বেঙ্গল টাইগার, তাদের আবাসস্থল ও স্থানীয় সম্প্রদায়ের বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিজে অনুভব করে এসব বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে সচেতনতা বৃদ্ধিই ছিল তার লক্ষ্য।
আন্দ্রের মতে, ‘মানুষ ভাবে সুন্দরবন শুধুই একটি বন, কিন্তু সত্যিকার অর্থে এটি বাংলাদেশের শ্বাস-প্রশ্বাস নেওয়া জীবন্ত রক্ষাকবচ। আপনি যখন এর ভেতর দিয়ে সাইকেল চালিয়ে যাবেন, তখন বুঝতে পারবেন—এটি আমাদের কত কিছু দিচ্ছে এবং ঠিক কতটা হারাচ্ছে।’
নিলস ফন ডেন বের্গে নেদারল্যান্ডসের সংসদ সদস্যই শুধু ছিলেন না, ডাচ ওয়াখেনিনগেন বিশ্ববিদ্যালয় থেকে তিনি পরিবেশবিদ হিসেবে স্নাতকও সম্পন্ন করেছেন। বিশ্বব্যাপী বিলুপ্তপ্রায় এই বাঘের একটি উল্লেখযোগ্য অংশের আবাসস্থল বাংলাদেশের সুন্দরবন বলে উল্লেখ করেন তিনি।
বের্গে বলেন, ‘ঘনবসতিপূর্ণ এই দেশটি যেভাবে এই বনটিকে আগলে রেখেছে, তা দেখে আমি অভিভূত। ওয়াইল্ডটিমের মতো সংস্থা ও কমিউনিটি—যারা এটি সম্ভব করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা।’
‘আমার প্রিয় লেখক অমিতাভ ঘোষের ‘হাংরি টাইডের’ এই ভূখণ্ডে এটি আমার তৃতীয় ভ্রমণ। অর্থাৎ তৃতীয়বারের মতো আমি সুন্দরবন এসেছি। কিন্তু সাইকেল চালিয়ে এটিই আমার প্রথম সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা। অসাধারণ এক যাত্রা ছিল এটি। যেখানেই গিয়েছি, সেখান থেকেই সহযোগিতা পেয়েছি। গ্রামের ছেলেরা সরু অস্থায়ী সেতুর ওপর দিয়ে সাইকেল নিয়ে যেতে আমাদের সহযোগিতা করেছে। এর সঙ্গে ছিল রেস্তোরাঁয় বিনামূল্যের চা ও চমৎকার সব আড্ডা,’ বলেন তিনি।
‘দ্য হাংরি টাইড’ ভারতীয় লেখক অমিতাভ ঘোষের চতুর্থ উপন্যাস। সুন্দরবনের প্রেক্ষাপটে এটি লেখেন তিনি। কথা সাহিত্যের জন্য ২০০৪ সালে ‘হাচ ক্রসওয়ার্ড বুক অ্যাওয়ার্ডে’ ভূষিত হয় বইটি।
আরও পড়ুন: ওএএনএ সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এনায়েতউল্লাহ খান
টাইগারহাউসে সাইক্লিস্টরা পৌঁছানোর পর পুরোনো বন্ধুদের মতো সম্ভাষণ জানান টাইগারস্কাউটরা—স্থানীয় তরুণ সংরক্ষণবাদী, যারা সচেতনতা বৃদ্ধিতে কাজ করে থাকেন। এছাড়া ভিলেজ টাইগার রেসপন্স টিমও (ভিটিআরটি) তাদের স্বাগত জানায়। মানুষ ও বাঘের সংঘাত নিরসনে কাজ করতে এই টিমকে প্রশিক্ষণ দেয় ওয়াইল্ডটিম।
এই কেন্দ্রটি আইইউসিএনের সমন্বিত বাঘের আবাসস্থল সংরক্ষণ কর্মসূচির (আইটিএইচসিপি) অধীনে ওয়াইল্ডটিমের কাজের প্রাণকেন্দ্র। জার্মানি ও কেএফডব্লিউ উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় এটি পরিচালিত হয়। এটি এমন একটি কেন্দ্রস্থল যেখানে বিজ্ঞানের সঙ্গে টিকে থাকার লড়াইয়ের মিলন ঘটে।
২৭১ দিন আগে
টানা ছুটিতে কীভাবে চলছে রাজধানীর হাসপাতালগুলো
ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিন ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও ব্যাংক বন্ধ থাকলেও হাসপাতাল বন্ধ রাখার সুযোগ নেই। ঈদের সময় হাসপাতালগুলোতে রোগীরা আদৌ কাঙ্ক্ষিত সেবা পান কিনা এবং কোন প্রক্রিয়ায় এ সেবা দেওয়া হয়—সেসব নিয়ে অনেকের মধ্যে কৌতূহল জাগে।
ঈদের ছুটিতে সরেজমিনে রাজধানীর বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি হাসপাতাল ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি হাসপাতালেই পর্যাপ্ত রোগী আছে। যদিও ছুটির এ সময়ে অধ্যাপক পর্যায়ের চিকিৎসকদের পদচারণা কম; তবে রোগীদের ভাষ্যমতে, মেডিকেল অফিসার ও জুনিয়র ডাক্তাররা তাদের খোঁজ খবর রাখছেন; আছেন নার্সরাও।
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে দেখা যায়, ঈদের দিন প্রায় ৫০০’র মতো রোগী আছে হাসপাতালটিতে। এদের মধ্যে অনেকের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় দেওয়া হয়নি ছাড়পত্র। ঈদের সময় জ্যেষ্ঠ ডাক্তাররা আসবেন কিনা বা এই সময়ে কতটুকু চিকিৎসাবা পাবেন—এ নিয়ে চিন্তার ভাঁজ রোগীদের কপালে।
কিডনিতে পাথর নিয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে সোহরাওয়ার্দীতে ভর্তি আছেন হবিগঞ্জ জেলার আহাদ মিয়া (৬০)।
পেশায় দিনমজুর আহাদ বলেন, ‘ডাক্তার কিডনি ওয়াশ করছে। তবে এখনও কিছু পাথর আছে। ডাক্তারই বলছে ঈদ এখানে করতে। এখন পর্যন্ত চিকিৎসায় কোনো ঘাটতি হয় নাই। ঈদের এ কয়দিনের ছুটিতে ডাক্তার রেগুলার আসছে। দেখি সামনের দিনগুলাতে কী হয়!’
বরগুনা থেকে মূত্রথলিতে টিউমার নিয়ে ২০ দিন ধরে হাসপাতালে আছেন সফেদ হাওলাদার (৭২)। এবারের ঈদ তাকে হাসপাতালেই কাটাতে হয়েছে। চিকিৎসকরা আগামী ৫ এপ্রিল ঈদের ছুটির মধ্যেই তার অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সফেদের মেয়ে পারভীন আক্তার (৪০)।
তিনি বলেন, ‘ঈদের এ কয়দিনের ছুটিতেও ভালো সেবা পাচ্ছি। তবে বড় ডাক্তার না থাকায় ঈদের পর অপারেশন হবে। আগের থেকে আব্বার অবস্থা এখন অনেকটাই ভালো।’
ঈদের সময় ডাক্তার-নার্স কম থাকা নিয়ে হাসপাতালটির সিনিয়র স্টাফ নার্স সাধনা হালদার বলেন, ‘অন্যান্য সময়ের থেকে ঈদের ছুটির এ সময়ে হাসপাতালে ডাক্তার-নার্স স্বাভাবিকভাবেই কিছুটা কম থাকে। তবে এটা ভাবার কারণ নেই যে, হাসপাতাল নার্স-ডাক্তারশূন্য থাকবে। যেকোনো রোগীর জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য সার্বক্ষণিক একজন ডাক্তার মজুত থাকেন। ঈদের নামাজের সময় বা দুপুরের দিকে অন্য ধর্মাবলম্বী ডাক্তার-নার্সরা ডিউটি করেন। এতে করে সংকটময় কোনো পরিস্থিতির সৃষ্টি হয় না।’
হাসপাতালটির আরেক সিনিয়র স্টাফ নার্স বিউটি গোমেজ বলেন, ‘ঈদের আগে অনেকেই নিজ থেকে রিলিজ চায়। তবে সিরিয়াস রোগীদের রিলিজ দেওয়ার সুযোগ নেই। ওষুধ দেওয়া, ড্রেসিং করানো, ইনজেকশন পুশের মতো কাজ রোগী বাসায় নিজে করতে পারবে না, আবার এর জন্য তার সিনিয়র ডাক্তারদেরও প্রয়োজন নেই। হাসপাতালে থাকলে প্রাথমিক সেবাগুলো নার্স ও মেডিকেল অফিসারই নিশ্চিত করতে পারেন।’
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ঘুরেও দেখা যায় একই দৃশ্য। ঈদের ছুটিতে জরুরি বিভাগে ডাক্তারদের তোড়জোড় থাকলেও ভর্তি থাকা রোগীদের ওয়ার্ডে সিনিয়র ডাক্তারদের আনাগোনা অনেকটাই কম।
হাসপাতালে ভর্তি এক রোগীর স্ত্রী শিল্পী খাতুন (৪৫) বলেন, ‘ডাক্তারদের সেবায় কোনো গাফলতি নেই। কিন্তু শুনছি ঈদে বড় ডাক্তাররা আসবেন না। তাদের দেখলে মনে জোর পাই। তারা না আসলে একটু ভয় ভয় লাগে।’
গোপালগঞ্জ থেকে আসা আরেক রোগীর আত্মীয় মিশকাত (২৮) বলেন, ‘ছুটির মধ্যে সেবা পাচ্ছি, কিন্তু যা পাচ্ছি সেটি আসলে আশানূরূপ নয়। তবে শুনেছি যেকোনো প্রাইভেট হাসপাতালের চেয়ে ঈদের ছুটিতে সরকারি হাসপাতালে সেবা ভালো হয়।’
জরুরি বিভাগে প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করাসহ জরুরি বিভাগ ও লেবার রুম, ইমার্জেন্সি ওটি (জরুরি অস্ত্রোপচারকক্ষ) ও ল্যাব সার্বক্ষণিক চালু রাখতে দেশের হাসপাতালগুলোকে ১৬ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, হাসপাতালে পর্যাপ্ত জনবল নিশ্চিত করতে ঈদের আগে ও পরে সমন্বয় করে ছুটি নির্ধারণ করা হবে।
ঈদের তিন দিন বন্ধ সরকারি হাসপাতালের আউটডোর সেবা। এ ব্যাপারে ছুটি শুরুর আগে কথা হয় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুল হকের সঙ্গে।
তিনি বলেন, ‘ঈদের আগের দিন, ঈদের দিন ও পরদিন আউটডোর সেবা বন্ধ থাকবে। তবে এর মানেই এই না রোগী আসলে তাদের ফিরিয়ে দেওয়া হবে। আউটডোরে রোগী আসলে তাদের জরুরি বিভাগের মাধ্যমে সেবা নিশ্চিত করা হয়। রোস্টার অনুযায়ী জরুরি বিভাগ চলে।’
‘চেষ্টা থাকে ঈদের দিনটা অন্য ধর্মাবলম্বী ডাক্তারদের দিয়ে জরুরি বিভাগ চালানোর। তবে ঈদের ছুটি হোক বা অন্যকিছু, রোগীদের সেবার ক্ষেত্রে মিস ম্যানেজমেন্ট (অব্যবস্থাপনা) এড়াতে সর্বোচ্চ চেষ্টা থাকে কর্তৃপক্ষের।’
তবে সরকারি হাসপাতালের চেয়ে প্রাইভেট হাসপাতালে সেবার মান ভালো দাবি করা হলেও ঈদের দিন প্রাইভেট হাসপাতালে ল্যাব কার্যক্রম প্রায়ই বন্ধ পাওয়া যায়—এমন অভিযোগ এসেছে রোগীদের কাছ থেকে।
ভুক্তভোগী এমন একজন রোগী সাব্বির হোসেন (৩৭) বলেন, ‘এক বছর আগে ঈদের দিন অসুস্থ হয়ে পড়ি। সকালে ডাক্তারের পরমার্শ অনুযায়ী ইমার্জেন্সি টেস্টের জন্য কম করে হলেও পাঁচ-ছয়টা হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারের দৌঁড়াদৌঁড়ি করতে হয়েছে। পরে আরেক ডাক্তার আত্মীয়ের মাধ্যমে তদবির করে টেস্ট করানো গেছে।’
প্রাইভেট হাসপাতালে ঈদের আগে রোগীদের একরকম জোরপূর্বক রিলিজ দিয়ে দেওয়া হয়, সিনিয়র ডাক্তাররা আসেন না, নার্সদের সেবা পাওয়া যায় না—এমন সব অভিযোগের ব্যাপারে রাজধানীর একটি বেসরকারি মেডিকেল কলেজের চিকিৎসক ডা. খান রাওয়াত বলেন, ‘ঈদের আগে রোগীরা নিজেরাই বাসায় ফেরার জন্য উতলা হয়ে ওঠেন। অনেক সময় ডাক্তারের সাজেশন না মেনেই তারা বাসায় ফিরতে চান। তাদের মনের অবস্থাটাও আমরা বুঝি। কে না চায় নিজ পরিবারের সঙ্গে শান্তিমতো ঈদ করতে! তাই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে ঈদের আগে খুব সিরিয়াস কিছু না হলে যেসব রোগী রিলিজ চাইছেন, তাদের বাড়ি যেতে দেওয়া।’
তিনি বলেন, ‘অনেকেই মনে করেন, ঈদের দিনে ডাক্তার-নার্স ছাড়া হাসপাতালগুলো বিরানভূমিতে পরিণত হয়। আসলে মোটেও এমন কিছু নয়। নামাজের পর, আবার দুপুরের পর সিনিয়র ডাক্তারা হাসপাতালে এসে ঘুরে যান; রোগীদের খোঁজখবর নেন। সিরিয়াস কিছু হলে মেডিকেল অফিসাররা যখন তখন তাদের (সিনিয়র ডাক্তার) সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাই এটা ভাবার কারণ নেই যে, ঈদ বা ছুটি বলে রোগীদের চিকিৎসাসেবার বিন্দুমাত্র গাফলতি হয়।’
এদিকে, ঈদের দিন হাসপাতালগুলোতে রোগীদের জন্য বিশেষ অ্যাপ্যায়নের ব্যবস্থা করা হয়।
রাজধানীর বেশ কয়েকটি হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সকালে রোগীদের সেমাই খাওয়ানো হয়েছে; সঙ্গে ছিল পাউরুটি, কলা, দুধ, ডিম ও বিস্কুট। দুপুরে পোলাওয়ের সঙ্গে মুরগির রোস্ট, রেজালা, ডিম কোরমা ও কোক দেওয়া হয়। অনেক হাসপাতালে রোগীদের খাওয়া শেষে আপেল কিংবা কমলাও দেওয়া হয়। আর রাতে নিয়মানুযায়ী থাকে ভাত, ডাল ও সবজি।
তবে আপ্যায়ন যেমনই হোক, হাসপাতালে ঈদ কাটানো একেবারেই কাম্য নয় রোগীদের। আর বাধ্য হয়ে যদি হাসপাতালে থাকতেই হয়, তাহলে পূর্ণাঙ্গ সেবার প্রত্যাশা রোগী ও তাদের আত্মীয়দের।
২৭২ দিন আগে
ঈদ পর্যটন: ঢাকায় সংকীর্ণতা, বাইরে একঘেয়ে
ঈদ মানে এখন কেবল নাড়ির টানে বাড়ি ফেরার গল্পই না। সময়ের ব্যবধানে ঈদের ছুটিতে মানুষের ঘোরাঘুরি নিজ গ্রামের পাশাপাশি অন্যান্য দর্শনীয় স্থানে পরিব্যাপ্ত হয়েছে। রূপ নিয়েছে রীতিমতো পর্যটনে। কিন্তু বৈচিত্র্যহীন আয়োজনে ঢাকার পর্যটন হয়ে পড়েছে সংকীর্ণ। আর সবকিছুতে গতানুগতিক ও একঘেয়েমির কারণে ঢাকার বাইরে ঘুরতে যেতেও স্বস্তিবোধ করছেন না পর্যটকরা।
ঈদের দিন সোমবার (৩১ মার্চ) বিকালে রাজধানীর বাড্ডায় বসে সেই অভিজ্ঞতার কথাই বলছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নজরুল ইসলাম (৫৫)। ঈদের দীর্ঘ ছুটিতে এবার দেশের বাইরে ঘুরতে যাওয়ার কথা থাকলেও শেষমেশ আর যাচ্ছেন না। দেশেই থেকে যাচ্ছেন তিনি।
আবার দেশে থাকলেও কোথাও ঘুরতে যাবেন না বলে ঠিক করেছেন নজরুল। এমনকি ঢাকা শহরেও ঈদের দিন বিকাল বেলা বের হবেন না। পুরো সময়টা কাটাবেন পরিবারের সঙ্গে।
কেন এমন চিন্তা, জানতে চাইলে নজরুল বলেন, ‘খেয়াল করলে দেখবেন আমাদের দেশে প্রায় প্রতিটি উৎসবের রঙ একই রকম। ঈদের দিন সকাল বেলা নামাজ শেষে বাসায় ফিরে দুপুরে খাওয়া-দাওয়া করার পর বের হয়ে ঢাকায় সর্বোচ্চ কোথায় যাওয়া যায়; হয় কোনো আত্মীয়ের বাসায়, আর না হয় পার্কে, না হলে সবাই মিলে ভালো কোনো রেস্তোরাঁয়।’
‘এই যে প্রি-স্ক্রিপ্টেড ঈদ। ঘুরে ফিরে প্রতিবছর একই রকম আনন্দ নেয়ার চেষ্টা। এটা বিশ্বের ভালো কোনো দেশের শহরে নেই। ঢাকার বাইরে গিয়েও কোনো লাভ নেই। আধাবেলা ঘুরে একঘেয়েমি জিনিসপত্র দেখে ক্লান্ত হয়ে যেতে হয়,’ বলেন তিনি।
এক সময় ঈদে ঢাকার প্রতিটি এলাকায় ছোট-বড় মেলা বসতো। সেই স্মৃতিচারণ করে রাজধানী গোপীবাগের বাসিন্দা মোসাব্বের হোসেন (৭২) বলেন, ‘মেলার পাশাপাশি পুরান ঢাকায় নৌকা বাইচের আয়োজন করা হতো। বড় বড় মাঠে ঘোড়দৌড়ের ব্যবস্থা থাকতো। কিন্তু এখন ঈদ হয়ে গেছে পার্কে ঘোরা আর রেস্টুরেন্টে খাওয়ার মধ্যের সীমাবদ্ধ।’
এ জন্য রাজধানীর অতি বাণিজ্যিকীকরণকে দায়ী করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি নগর-পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান। তার ভাষ্য, ‘এখন আর এই শহরে বাণিজ্যিক বড় লাভের বাইরে বিনোদনের কোনো ব্যবস্থা গড়ে ওঠার সুযোগ নেই। আগে ঢাকার যেসব মাঠে মেলা বসতো, এখন সেসব মাঠের অনেকগুলোর অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না।
আরও পড়ুন: ঈদের একাল-সেকাল: প্রজন্মের ধারাবাহিকতায় ত্রিমাত্রিক উদযাপন ঢাকায়
‘নৌকা করে ঘুরে বেড়ানোর খাল দখল হয়ে গেছে। জলাশয় ভরাট করে বড় বড় বাণিজ্যিক অট্টালিকা উঠেছে ঢাকার বুকে। আর এসব অট্টালিকা কেন্দ্রিক গড়ে ওঠা রেস্টুরেন্ট হয়ে উঠেছে ঈদ আনন্দের খোরাক।’
তিনি বলেন, ‘ঢাকার পার্কগুলোও দখল হয়ে গেছে। ধানমণ্ডি লেক এলাকা ঘুরলে এখন মনে হয় এখানে লেক মুখ্য না, মুখ্য হয়ে উঠেছে লেকের পাশে গড়ে উঠা ডজনখানেক রেস্টুরেন্ট। ঢাকাকে নিয়ে কোনো ধরনের কোনো কার্যকর পরিকল্পনা কারও মধ্যে দেখা যায় না। ঈদের দিন যারা ঢাকায় থাকেন, তারা প্রতিবছরই একমুখী সংকীর্ণ ঈদ পালন করতে করতে একেবারে হাঁপিয়ে উঠেছেন।’
গতবার ঈদে পরিবার-পরিজন নিয়ে কক্সবাজার ঘুরতে গিয়েছিলেন হুমায়ুন রশিদ (৩২)। নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, ‘কক্সবাজার ঘুরে দেখতে আপনার দুই দিনের বেশি সময় লাগবে না। এরপরই যে কারো একঘেয়েমি ধরে যাবে। এখানে সমুদ্র দেখার বাইরে আর যেসব বিনোদনের ব্যবস্থা আছে, তা একরকমের ধাপ্পাবাজি। বেশি টাকা নিয়ে বোট রাইডিং, প্যারা সাইকেলিং, হর্স রাইডিং, বাইক রেসিং এর নামে বিনোদনের খোলসে যা কিছু হয় তা এক রকমের লোক ঠকানো।’
হুমায়ুন বলেন, ‘যখন একটি দেশের পর্যটক বুঝতে পারেন তাকে পদে পদে ঠকানো হচ্ছে, তখন সে এসব পর্যটন কেন্দ্রগুলোর ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেন। গত ঈদে কক্সবাজারে প্রায় ৮ লাখ পর্যটক এসেছিল। সি-বিচে যারপরনাই ভিড় দেখে মনে হচ্ছিল রাজধানীর কোনো মাছের বাজারে দাঁড়িয়ে আছি। হোটেলে রুম ভাড়া ছিল কয়েকগুণ বেশি। ২০ টাকার আলুভর্তা মানুষ বাধ্য হয়ে ১৫০ টাকায় কিনে খেয়েছে। এই যদি পর্যটন কেন্দ্রগুলোর ব্যবস্থাপনার অবস্থা তাহলে মানুষ কেন আসবে!’
গতবারের মতো এবার ঈদেও দেশের পর্যটন কেন্দ্রগুলো সেজেছে নানা সাজে। ইতোমধ্যে কক্সবাজারের ৮০ শতাংশ হোটেল বুক হয়ে গেছে। বাকিটাও দুই একদিনের মধ্যে হয়ে যাবে বলে আশা করছেন হোটেল-মোটেল ব্যবসায়ীরা। কিন্তু বরাবরের মতো এবারও হোটেল বুকিংয়ে বাড়তি টাকা দিতে হচ্ছে এমন অভিযোগ ক্রেতাদের।
ঈদের একদিন পর কক্সবাজারে সি-বিচ মুখোমুখি যেকোনো হোটেলের ভালো মানের এসি রুম বুক করতে গিয়ে ফয়সাল দেখেন প্রতিটি কাপল রুমের ভাড়া ৮-৯ হাজার টাকা। ফয়সাল বলেন, ‘থ্রি স্টার হোটেলের এসব রুমের ভাড়া আগে ছিল ৪-৫ হাজার টাকা। ঈদকে সামনে রেখে ইতোমধ্যে ভাড়া দ্বিগুণ করা হয়েছে, যা মোটেই কাম্য নয়।’
দীর্ঘদিন কক্সবাজারের একটি হোটেলে ব্যবস্থাপক হিসেবে দায়িত্বে ছিলেন মুরশিদ হোসেন। বর্তমানে ঢাকার একটি তিন তারকা হোটেলের মহাব্যবস্থাপক পদে আছেন তিনি।
কেন পর্যটন মৌসুমে হোটেলগুলোতে বাড়তি ভাড়া নেয়া হয় এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মৌসুম ছাড়া বেশিরভাগ সময়েই হোটেল ব্যবসা মন্দা যায়। তখন ৫০ শতাংশের উপরে রুম বুকিংয়ে ছাড় দিয়েও পর্যটক পাওয়া যায় না। হোটেলগুলোকে টিকিয়ে রাখতে, কর্মীদের বেতন-ভাতা দিতে বাধ্য হয়ে পর্যটন মৌসুমি পর্যটকদের থেকে বাড়তি অর্থ আদায় করতে হয়।’
সিলেট, কক্সবাজার, বান্দরবান এবং কুয়াকাটা অঞ্চলের হোটেলগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, এপ্রিলের ১-৫ তারিখের মধ্যে সবচেয়ে বেশি রুম বুকিং দিয়েছেন পর্যটকরা। পর্যটকদের স্বাগত জানাতে এবং বিনোদনের ব্যবস্থা করতে প্রস্তুত হচ্ছে পর্যটন স্পটগুলো।
এ প্রস্তুতি আদৌ যথেষ্ট কিনা সে প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ শোয়েব-উর-রহমান বলেন, ‘কীভাবে পর্যটক টানতে হয়, তার নূন্যতম কোনো পরিকল্পনা আমাদের নেই।’
‘প্রতি বছর ঈদ শেষে শোনা যায় ১৫ লাখ পর্যটক দেশের নানা স্পট ঘুরে বেড়িয়েছেন। কিন্তু এই সংখ্যাটির অফিসিয়াল কোনো ভিত্তি নেই। যতদিন না পর্যটকদের সংখ্যার নিরিখে পর্যটনকেন্দ্রগুলো প্রস্তুত করা হবে, যতদিন না পর্যটন স্পটে বিনোদনের নতুন সংজ্ঞা সেট করা হবে, ততদিন পর্যন্ত আশু সমাধান আশা করা যায় না।’
শোয়েব বলেন, ‘দেশের মানুষ এক-দুবার কক্সবাজার-বান্দরবান গেলে পরে আর যেতে চায় না। কিন্তু বালি বা ব্যাংককের মতো শহরে মানুষ বারবার যেতে চায়। এর সবচেয়ে বড় কারণ বাংলাদেশের পর্যটন স্পটগুলোর বিনোদন নিতান্তই একমুখী। কিন্তু দেশের বাইরে শুধু প্রকৃতি না, প্রকৃতি আর মানুষের সৃষ্টিকর্মের মিথস্ক্রিয়ায় এক একটি পর্যটন কেন্দ্রকে একেক রূপে ঢেলে সাজানো হয়েছে। পর্যটক জানেন, চাইলেই দুই দিনে পুরো ব্যাংকক ঘুরে দেখা সম্ভব না। কিন্তু আপনি সকালে শুরু করলে সন্ধ্যার মধ্যে কক্সবাজারের মূল মূল স্পটগুলো ঘোরা শেষ হয়ে যাবে ‘
আরও পড়ুন: ধনীদের আস্থা ব্র্যান্ডে, ফেনীতে ফুটপাতেই ভরসা গরিবের
‘আবার পর্যটনকে কেন্দ্র করে স্পটগুলোতে যেসব সিন্ডিকেট গড়ে উঠছে, তাতে করে পর্যটকদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। এক ধরনের অদ্ভুত মূল্যস্ফীতির মুখোমুখি হতে হচ্ছে তাদের। পর্যটকদের কারণে পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ পর্যটকদের ওপর তাদের একরকমের বিরূপ মনোভাব সৃষ্টি হয়। দীর্ঘদিনের এই বৈরিতা পর্যটকদের সঙ্গে তাদের দূরত্ব তৈরি করে। এতে করে আইন-শৃঙ্খলারও অবনতি হওয়ার শঙ্কা থাকে,’ যোগ করেন শোয়েব।
এবারের ঈদ পর্যটনে আরেকটি বড় চ্যালেঞ্জ আইন-শৃঙ্খলা পরিস্থিতি। রাজধানীর পাশাপাশি দেশের অন্যান্য জেলায় বিগত কয়েক মাসের বিভিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মনে বিরাজ করছে এক ধরণের চাপা শঙ্কা।
বিয়ের পর এবারের ঈদের ছুটিতে স্ত্রীকে নিয়ে প্রথমবারের মতো সাজেক ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেও বাদ দিয়েছেন এনজিও কর্মী আহমেদ পিয়াস (২৮)। বলেন, ‘দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দুজন মিলে কোথাও যেতে সাহস হচ্ছে না। পরিবার এবং বন্ধু পরিজনদের পক্ষ থেকেও বলা হয়েছে গেলে দল বেধে যেতে। যাতে করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হলে মোকাবেলা করা যায়।’
২৭২ দিন আগে