বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টাল জানায়, বৃহস্পতিবার (স্থানীয় সময়) সকালে ই-হলের অভ্যন্তরে তিনি ‘অপ্রত্যাশিতভাবে মারা যান’।
বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মাইকেল লভেল তাকে ‘গিফটেড স্কলার’ হিসেবে আখ্যায়িত করেন এবং তার ওয়্যারলেস নেটওয়ার্ক ও এনক্রিপশন প্রযুক্তি সংক্রান্ত গবেষণাগুলোর কথা উল্লেখ করেন। হীরা ১২টি গবেষণাপত্র সম্পন্ন করেছেন।
আরও পড়ুন: সাংবাদিক শাহীন রেজা নূর মারা গেছেন
আশা’র প্রতিষ্ঠাতা সফিকুল হক মারা গেছেন
শুক্রবার বিশ্ববিদ্যালয়ে হীরার ‘স্মরণে প্রার্থনা’ আয়োজনের কথা রয়েছে।
চুয়েটের জনসংযোগ কর্মকর্তা রাশেদুল ইসলাম ইউএনবিকে বলেন, হীরা চুয়েটের ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি ২০১৯ সালে পিএইচডি করতে যুক্তরাষ্ট্রের মারকেট বিশ্ববিদ্যালয়ে যান।
হীরা গোপালগঞ্জ জেলার সাহাপুর ইউনিয়নের টুঠামান্দ্রা গ্রামের মৃণাল কান্তি হীরার ছেলে। তার বয়স হয়েছিল ২৭ বছর।
চুয়েটের উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল আলম এ তরুণ শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন: প্রবীণ সাংবাদিক সৈয়দ লুৎফুল হক মারা গেছেন
অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলু মারা গেছেন
ঢাবি অধ্যাপক আহমেদ কবির মারা গেছেন
শোকবার্তায় তিনি বলেন, ‘অভিজিৎ হীরা একজন প্রতিভাবান শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে চুয়েটের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।’
চুয়েটর শিক্ষক সমিতি তাদের সহকর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
আগামী সোমবার চুয়েটের টিএসসি মিলনায়তনে অভিজিৎ হীরার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।