রাজনীতি
৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করতে চিঠি দিয়েছে ইসি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন ব্যবস্থাপনা বিভাগের উপসচিব আতিয়ার রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় দিনটি সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।’
চিঠিতে ৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয়েছে।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ঘোষণা করেন, আগামী ৭ জানুয়ারি দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
১৫ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
সংবিধান অনুযায়ী, বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি।
আরও পড়ুন: নির্বাচন সুষ্ঠু করতে কমিশন জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে: ইসি আনিছুর
কারচুপি ঠেকানো রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারের দায়িত্ব: সিইসি
নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান সিইসির
৭৩৫ দিন আগে
নির্বাচন সুষ্ঠু করতে কমিশন জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে: ইসি আনিছুর
নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন (ইসি) জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।
তিনি বলেন, তাদের কাছে সব প্রার্থীই সমান। যিনি নির্বাচনী আচরণবিধি ভাঙবেন তার বিরুদ্ধেই অ্যাকশন নেওয়া হবে। এমনকি প্রার্থিতাও বাতিল করা হতে পারে। ইতোমধ্যে নির্বাচন সুষ্টু করতে প্রশাসনে অনেক রদবদল করা হয়েছে। এটা কোনো পাতানো নির্বাচন নয়।
রবিবার (২৪ ডিসেম্বর) বেলা পৌনে ৩টার দিকে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনার আনিছুর রহমান এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, আমরা বিদেশি কোনো চাপে নেই। বরং দেশি-বিদেশি প্রায় ২ হাজার পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে আবেদন করেছে এবং সব দূতাবাসও নির্বাচন মনিটরিং করবেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটারেরা কোনো প্রকার বাধা ছাড়া ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকেই ভোট দিতে পারবেন। কেউ ভোট দানে বাধা সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপি নির্বাচনে আসা প্রসঙ্গে বলেন, এখন আর নির্বাচনে আসার সুযোগ নেই। নির্বাচনী ট্রেন ছেড়ে গেছে।
জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ ছিদ্দীকী, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শফিউর রহমান, জেলা পুলিশ সুপার মো. এহসান শাহ এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করতে চিঠি দিয়েছে ইসি
কারচুপি ঠেকানো রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারের দায়িত্ব: সিইসি
৭৩৫ দিন আগে
নির্বাচন বানচালে অশুভ শক্তি মোকাবিলায় পেশাজীবীদের ঐক্যবদ্ধ হতে হবে: নওফেল
নির্বাচন বানচালে অশুভ শক্তি মোকাবিলায় পেশাজীবীদের ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ও চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
তিনি বলেন, দ্বাদশ নির্বাচন বানচালের মাধ্যমে দেশে অচলাবস্থা সৃষ্টি এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে থামিয়ে দিতে দেশে অশুভ শক্তির অপতৎপরতা চলছে। বাসে-ট্রেনে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা ও দেশের সম্পদ বিনষ্টের মাধ্যমে বিএনপি-জামায়াতের যে অপশক্তি তৎপর হয়ে উঠেছে, তাদের সে অপতৎপরতা সাংস্কৃতিক কর্মকাণ্ড ও জনসচেতনতার মাধ্যমে রুখে দিতে হবে।
তিনি শনিবার (২৩ ডিসেম্বর) রাতে নবপ্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও আওয়ামী ঘরানার প্রগতিশীল পেশাজীবীদের সংগঠন প্রগতিশীল পেশাজীবী পরিষদের সঙ্গে এক মতবিনিময়কালে এসব কথা বলেন।
শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, বিএনপি-জামায়াত জোট বেঁধেছে দেশকে ধ্বংস করার জন্য। আওয়ামী লীগ বীর বাঙালিকে নিয়ে জোট বেঁধেছে সুরক্ষার জন্য। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমাদের জাতিসত্তার সুরক্ষা হবে এবং ৭১’র পরাজিত অপশক্তির চির সমাধি হবে। তাই শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিয়ে জাতির উজ্জ্বল ভবিষ্যৎ উদ্ধারে শরিক হন।
তিনি আরও বলেন, কোনো একটি অশুভ শক্তি নির্বাচন বানচাল করার জন্য জ্বালাও-পোড়াও ও অগ্নিসন্ত্রাস শুরু করে দিয়েছে। এই অপশক্তিটিকে জনবিচ্ছিন্ন করার জন্য এলাকায়, পাড়া-মহল্লায় দূর্গ গড়ে তুলুন। সভা-সেমিনারও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সরকারের নতুন শিক্ষা কার্যক্রম সম্পর্কে জনগণের মধ্যে ধারণা ও অপপ্রচারের জবাব দিতে পেশাজীবীদের প্রতি অনুরোধ জানান।
চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জিয়াউদ্দিনের সভাপতিত্বে এবং প্রগতিশীল পেশাজীবী পরিষদের মহাসচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক ডিন ড. মো. সেকান্দর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথি ছিলেন চবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক (ক্যাপ এডমিন) প্রফেসর আব্দুল হক, সাবেক সিন্ডিকেট মেম্বার খসরুল আলম কুদ্দুসি, সাবেক সাধারণ সম্পাদক ড. সুকান্ত ভট্টাচার্য, চবি চারুকলা শিল্পী অধ্যাপক জসিম উদ্দিন, নাট্য সংগঠক ও নির্দেশক প্রফেসর ড. কুন্তল বড়ুয়া।
মতবিনিময় সভায় সাংস্কৃতিককর্মী অ্যাডভোকেট মিলি চৌধুরী, বাচিকশিল্পী অঞ্চল চৌধুরী, প্রমা অবন্তি, নাট্য নির্দেশক শুভ্রা বিশ্বাস, আইএবি চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর সেন, অধ্যাপক মাসুম আহমেদ, অ্যাডভোকেট নোমান চৌধুরী, অ্যাডভোকেট রুবেল দেসহ শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, নাট্যকর্মী, সাংস্কৃতিক কর্মীরা বক্তব্য রাখেন।
৭৩৫ দিন আগে
কারচুপি ঠেকানো রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারের দায়িত্ব: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রিটার্নিং অফিসারকে ভোট কেন্দ্রের ভেতরের দায়িত্ব নিতে হবে এবং তিনি ব্যর্থ হলে প্রিজাইডিং অফিসার ভোট গ্রহণ বাতিল করতে পারেন।
তিনি বলেন, ভোটকেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনশৃঙ্খলা রক্ষা করবে তবে ভোটকেন্দ্রের ভেতরে কোনো অনিয়ম হলে তার দায়ভার রিটার্নিং কর্মকর্তাকে নিতে হবে। ভোটে কারচুপি বা অনিয়ম হলে প্রিজাইডিং অফিসারকে সেই ভোট কেন্দ্রের ব্যালটিং বাতিল করতে হবে।’
রবিবার (২৪ ডিসেম্বর) ময়মনসিংহে অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে টাউন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন।
কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া প্রচারসহ নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, কোনো ভোটকেন্দ্রে কোনো অনিয়ম দেখা গেলে ভোট গ্রহণ স্থগিত করতে হবে।
তিনি আরও বলেন, ভোট কারচুপি ও ব্যালট ভরাডুবি হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে ভোটকেন্দ্রের বাইরে আনসার, পুলিশ, বিজিবি, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১৫-১৬ সদস্য মোতায়েন করা হবে।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমার সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক শাহা আবিদ হোসেন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁইয়া উপস্থিত ছিলেন।
৭৩৫ দিন আগে
অর্থের কাছে ফরিদপুরের পুলিশ সুপার নতজানু হয়ে গেছেন: কাজী জাফর উল্যাহ
ফরিদপুরের পুলিশ সুপার অর্থের কাছে নতজানু হয়েছেন বলে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের নির্বাচনী কো-চেয়ারম্যান ও ফরিদপুর-৪ আসনের প্রার্থী কাজী জাফর উল্যাহ।
রবিবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলার সদরপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে গণমাধ্যমের কাছে এ কথা বলেন।
কাজী জাফর উল্যাহ আরও বলেন, ফরিদপুরে চারটি সংসদীয় আসনে বিপুল অর্থের মালিকরা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাদের অর্থের কাছে আমাদের জেলা পুলিশ সুপার এখন নতজানু। আমাদের কর্মী সমর্থকদের উপর হামলা হলে তার (এসপির) ওসি সাহেবেরা দেখেন না, অভিযোগ দিলেও আমলে নেন না। তাদের হয়ে কাজ করছেন তিনি। এটা কোনোভাবেই কাম্য নয়। বারবার বলার পরেও পুলিশ প্রশাসনের ভূমিকা সন্তোষজনক নয়। নির্বাচনের সময়ে সব প্রার্থীর সমান অধিকার দিতে হবে।
আওয়ামী লীগের এই প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন প্রসঙ্গে বলেন, আমার অসুস্থতার কারণে ডাক্তারের পরামর্শে আমি রেস্টে ছিলাম, সেটাকে নিয়েও নিক্সন রাজনীতি করছেন। মানুষকে হেয় করে নিজে বড় হওয়া যায় না।
তিনি আরও বলেন, তার কত টাকা যে আমাদের কিনতে চায়, অবৈধ অর্থের মালিক হলে অনেক কিছু করা যায়, আমি তার থেকে গরিব হতে পারি, তবে আমি সৎ লোক। অবৈধ উপায়ে মানুষ ঠকিয়ে টাকা আয় করি না।
তিনি বলেন, সততার সঙ্গে মানুষের সেবা করতে চাই, আমি অবৈধ বালু কাটব না, কারো জমি দখল করব না, কোনো বাসের থেকে চাঁদা নেব না। মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করব না। এই আসনের মানুষের সঙ্গে এমপি নিক্সন যা করেছেন।
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইসতিয়াক আরিফ, জেলা আওয়ামী লীগ নেতা দীপক মজুমদার, আনিসুর রহমান প্রমুখ ।
৭৩৫ দিন আগে
যারা নির্বাচন বর্জন করছে তাদের নেতৃত্বের গুণাবলীর অভাব রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যারা জাতীয় নির্বাচন বর্জন করছে তারা বাস্তবতায় বিশ্বাস করে না এবং তাদের নেতৃত্বের গুণাবলীর অভাব রয়েছে।
সিলেট-১ আসনে নির্বাচনী প্রচারের সময় তিনি বলেন, ‘আমি মনে করি নেতৃত্বের দিক থেকে তাদের দুর্বলতা রয়েছে। তারা মোটেও বাস্তববাদী নয়। তারা যদি বাস্তবে বিশ্বাস করত তবে তারা তাদের অবস্থান মূল্যায়ন করতে নির্বাচনে আসত। আমি মনে করি তাদের নেতারা বাজে সিদ্ধান্ত নিয়েছেন।’
মোমেন বলেন, তারা একটি প্রতিযোগিতামূলক নির্বাচন চান এবং তারা সব প্রার্থীকে সমানভাবে দেখেন। ‘বিপুল সংখ্যক ভোটার ভোট দিলে নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়বে।’
চলমান উন্নয়ন, আইনের শাসন ও গণতন্ত্রের ধারাবাহিকতা দেখতে চাইলে জনগণকে নৌকায় ভোট দিতে বলেন পররাষ্ট্রমন্ত্রী।
ড. মোমেন বলেন, যারা সরকারি-বেসরকারি সম্পত্তি পুড়িয়ে মারা এবং পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত, তারা শিক্ষা পাবে।
'এটা রাজনীতি নয়। এটা সন্ত্রাসবাদ। আমরা সন্ত্রাসবাদকে উৎসাহিত করতে পারি না। বিশ্বে সন্ত্রাসবাদের কোনো জায়গা নেই।
পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে বলেন, গণমাধ্যমই উন্নয়নের চাবিকাঠি।
ড. মোমেন বলেন, তিনি সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোডম্যাপ অনুযায়ী কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, জনগণ আগামী জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
৭৩৫ দিন আগে
মঙ্গলবার থেকে ৩ দিন গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা বিএনপির
আগামী ৭ জানুয়ারির জাতীয় নির্বাচন বর্জনে বিএনপির আহ্বানের পক্ষে জনসমর্থন আদায়ে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) থেকে তিন দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
রবিবার (২৪ ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ‘আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর তিন দিনব্যাপী সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হবে। আমি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন অব্যাহত রাখার পক্ষে এই কর্মসূচি ঘোষণা করছি।’
সারাদেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধের তিন ঘণ্টা আগে বিএনপি ও সমমনা দলগুলোও একই ধরনের কর্মসূচি ঘোষণা করে।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত আগামী জাতীয় নির্বাচনের তফসিলের প্রতিবাদে আজ (রবিবার) সকাল ৬টায় দিনব্যাপী সড়ক-রেল-নৌপথ অবরোধ পালন করে বিরোধী দল।
২০ ডিসেম্বর সরকারের বিরুদ্ধে বিএনপির অসহযোগ আন্দোলন ঘোষণার পর প্রথম এবং ৩১ অক্টোবর থেকে বিরোধী দলগুলোর ডাকা দ্বাদশ দফার অবরোধ কর্মসূচি এটি।
বর্তমান সরকারকে পদত্যাগ করাতে এবং নির্দলীয় নিরপেক্ষ প্রশাসনের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে বাধ্য করতে গত বছরের ১০ ডিসেম্বর থেকে প্রায় তিন ডজন বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে বিএনপি যুগপৎ আন্দোলন চালিয়ে আসছে।
গত ২৮ অক্টোবর দলের মহাসমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর বিএনপির আন্দোলন গতি হারিয়ে ফেলে। কারণ এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেক সিনিয়র নেতাকে গ্রেপ্তার করা হয় এবং অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারের ভয়ে আত্মগোপনে চলে যায়।
তবে বিএনপি ও সমমনা দলগুলো ২৯ অক্টোবর থেকে ১১ দফায় ২২ দিন দেশব্যাপী অবরোধ এবং চার দফায় পাঁচ দিন হরতাল দেয়।
বিরোধী দল ২০ ডিসেম্বর অসহযোগ আন্দোলনের ডাক দেয়।
৭৩৫ দিন আগে
খালেদা জিয়ার কেবিনে অজ্ঞাত যুবক ঢোকার চেষ্টা করেছে: রিজভী
এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা করে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি।
শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, 'আমাদের চেয়ারপারসন অসুস্থ, তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর কেবিনে অজ্ঞাত পরিচয় এক যুবকের অনুপ্রবেশের চেষ্টা শুধু উদ্বেগজনকই নয়, নিরাপত্তা ব্যবস্থা নিয়েও গুরুতর প্রশ্ন উঠছে।’
খালেদা জিয়ার বর্তমান স্বাস্থ্য সমস্যার প্রেক্ষাপটে পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেন বিএনপি নেতা।
তিনি আরও বলেন, এভারকেয়ার হাসপাতালের মতো একটি স্বনামধন্য নিরাপদ পরিবেশে কীভাবে এমন গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা, বিশেষকরে তার অসুস্থ অবস্থায়, তা নিয়ে মানুষ বিস্মিত।
রিজভী এই ঘটনার প্রভাব নিয়ে প্রশ্ন তোলেন এবং সম্ভাব্য গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেন। ‘এ ধরনের রহস্যময় ঘটনায় জনগণের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা নাকি আরও ভয়ঙ্কর ষড়যন্ত্রের অংশ তা নিশ্চিত করা জরুরি।’
লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, হার্টের জটিলতাসহ একাধিক স্বাস্থ্যজনিত কারণে গত ৯ আগস্ট থেকে হাসপাতালে ভর্তি ৭৮ বছর বয়সী খালেদা জিয়ার নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে। সম্প্রতি, তিনি ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্টেমিক শন্ট (টিআইপিএস) নামে একটি বিশেষ হেপাটিকের চিকিৎসা নিচ্ছিলেন। জনস হপকিন্স ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের মার্কিন বিশেষজ্ঞদের একটি দলের পরক্ষিার পর এটি শনাক্ত করা হয়।
২০২০ সালে শর্তসাপেক্ষে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর থেকে খালেদা জিয়া চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। কোভিড-১৯ মহামারির মধ্যে সরকার তার মুক্তির মেয়াদ বাড়িয়ে তার গুলশানের বাসভবনে থাকার বাধ্যবাধকতা দেয় এবং বহির্বিশ্বে ভ্রমণ নিষিদ্ধ করে।
৭৩৫ দিন আগে
‘শুভ বড়দিন’ উপলক্ষে জাপা চেয়ারম্যানের শুভেচ্ছা
আগামীকাল ২৫ ডিসেম্বর ‘শুভ বড়দিন’ উপলক্ষে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি অভিনন্দন ও শুভেচছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
রবিবার (২৪ ডিসেম্বর) এ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তা দেন তিনি।
বার্তায় তিনি বলেন, শুভ বড়দিন। খ্রিস্টধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের শুভ জন্মদিন। এই দিনে জেরুজালেমের বেথলেহেম নগরীর কাছাকাছি এক গোয়াল ঘরে জন্ম নেন শিশু যীশু। এ উপলক্ষে খ্রিস্টধর্মের অনুসারী বিশ্বের সকল মানুষের জন্য আমার অফুরান ভালোবাসা। দেশবাসীকেও আমার প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।
আরও পড়ুন: ঢাকা-১৭ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার জিএম কাদেরের
তিনি বলেন, স্বল্পস্থায়ী জীবনে যীশু খ্রিস্ট মানুষকে আহ্বান করেছেন শান্তি, সাম্য আর ভালোবাসার পথে। হিংসা, বিদ্বেষ ও পাপাচার থেকে মানুষকে মুক্তির পথে ডেকেছেন তিনি। সংযম ও পরম সহিষ্ণুতা দিয়ে যীশু জয় করেছিলেন মানুষের হৃদয়। তিনি মানুষের সাম্যের কথা বলেছেন। শত নির্যাতন ও প্রতিকূলতার মাঝেও সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে অনুপ্রেরণা হয়ে থাকবেন যীশু খ্রিস্ট।
প্রতি বছর এই দিনে সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ও অত্যন্ত আনন্দঘন পরিবেশে শুভ বড়দিন উদযাপন করেন। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন দৃশ্যমান হয় শুভ বড়দিনে।
আরও পড়ুন: বৃহস্পতিবার নির্বাচনী ইশতেহার ঘোষণা দেবে জাতীয় পার্টি
৭৩৬ দিন আগে
রংপুরে বিএনপির দিনব্যাপী হরতাল
সরকারের পদত্যাগ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মামলা প্রত্যাহার ও রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডনের মুক্তির দাবিতে রংপুরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে বিএনপি।
শনিবার(২৩ ডিসেম্বর) দুপুরে রংপুর মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব সই করা এক বিবৃতিতে এ হরতালের ঘোষণা দেয়া হয়।
আজ সকাল ৬টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই হরতাল।
হরতাল সফল করার জন্য তারা দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
এর আগে গত ২৯ অক্টোবর রংপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডনসহ ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
নাশকতার মামলায় বিএনপির পাঁচ নেতাকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
৭৩৬ দিন আগে