বিশ্ব
যুক্তরাষ্ট্রে ভ্রমণ নির্দেশিকা কঠোর করল ইউরোপ
জার্মান নাগরিকসহ বেশ কয়েকজন ইউরোপীয় নাগরিককে মার্কিন যুক্তরাষ্ট্রে আটকের ঘটনায় দেশটিতে ভ্রমণ নির্দেশিকায় বেশ কিছু পরিবর্তন এনেছে ইউরোপের বেশ কয়েকটি দেশ।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ভ্রমণকারী জার্মান নাগরিকদের সঙ্গে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলোকে গুরুত্বের সঙ্গে দেখছে।
একজন মুখপাত্র সরকারি গণমাধ্যম এআরডির তাগেসচাউকে বলেন, ‘আমরা স্পষ্ট করে বলেছি, যুক্তরাষ্ট্রে ভ্রমণের অনুমতি পেতে শুধু ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথোরাইজেশন (ইএসটিএ) অনুমোদন বা মার্কিন ভিসাই যথেষ্ট নয়। এসব অনুমোদন থাকা সত্ত্বেও কোনো ব্যক্তিকে দেশটিতে প্রবেশের অনুমতি নাও দেওয়া হতে পারে।’
আরও পড়ুন: আমি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বন্দি: মাহমুদ খলিল
সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় তিনজন জার্মান নাগরিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন গ্রিন কার্ডধারীও ছিল। পরে তাদের দুইজনকে জার্মানিতে ফেরত পাঠানো হয়েছে।
এই ঘটনার পর যুক্তরাজ্যও তাদের নাগরিকদের জন্য ভ্রমণ নির্দেশিকায় পরিবর্তন এনেছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হয় এবং যদি কেউ আইন ভঙ্গ করে, তাহলে তাকে আটক বা নির্বাসিত করা হতে পারে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়, কমনওয়েলথ ও উন্নয়ন অফিস জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় নাগরিকদের সব নিয়ম-কানুন মেনে চলতে হবে।’
রয়টার্সের তথ্যানুযায়ী ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর চলতি মাসের শুরুতে নিশ্চিত করেছে যে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রে আটক এক ব্রিটিশ নাগরিককে সহায়তা করেছে।
এছাড়াও ফিনল্যান্ডও শুক্রবার একই ধরণের ভ্রমণ নির্দেশিকায় পরিবর্তন এনে বলেছে, যথাযথ বৈধ ভ্রমণ নথি বর্তমান মার্কিন নীতির অধীনে প্রবেশের নিশ্চয়তা নাও দিতে পারে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সাম্প্রতিক পরিবর্তনগুলোর মধ্যে ভিসা বা ইস্তা আবেদনকারীকে তার লিঙ্গ ও জন্মের সময়ের লিঙ্গ বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে বলেছে। এক্ষেত্রে কোনো অসঙ্গতি পেলে দেশটিতে প্রবেশের অনুমতি বাতিল করা হতে পারে বলেও সতর্ক করা হয়।
এছাড়া, ফিনিশ কর্তৃপক্ষ ভ্রমণকারীদের সতর্ক করে বলেছে, তারা যেন যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোতে জনসমাগম এড়িয়ে চলে। কারণ, ওইসব স্থানে রাজনৈতিক বিক্ষোভ ও সহিংসতার ঝুঁকি রয়েছে বলে উল্লেখ করেন কর্তৃপক্ষ।
ফিনল্যান্ডের সম্প্রচারমাধ্যম ইয়েলের মতে, এই কঠোর নীতিমালা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির ক্রমবর্ধমান রূপকে তুলে ধরে।
২৮১ দিন আগে
ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ৬, আহত ২৮
ইসরায়েলি বিমান হামলায় লেবাননে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২৮ জন লেবানিজ।
রবিবার (২৩ মার্চ) লেবাননের স্বাস্থ্যমন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
লেবাননের জনস্বাস্থ্য জরুরি বিভাগ জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের শহর তায়ার শহর, বেশ কয়েকটি উপত্যকা ও গ্রামকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলায় ছয়জন নিহত হয় ও আহত হন আরও ২২ জন।
এদিকে লেবাননের একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা সিনহুয়াকে জানিয়েছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি বাহিনী ১৫টি বিমান হামলা চালিয়েছে।
ইসরায়েলি বাহিনী আইডিএফ জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের হিজবুল্লাহর কমান্ড সেন্টার, অবকাঠামো, সামরিক রকেট লঞ্চার ও অস্ত্রাগারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ইসরায়েলি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনে তারা আরও হামলা চালাবে বলে জানিয়ে ইসরায়েল।
আইডিএফের বিবৃতির অল্প সময় আগে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার সকালে উত্তর ইসরায়েলে রকেট হামলার প্রতিক্রিয়ায় লেবাননে হিজবুল্লাহর বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য আইডিএফকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
আরও পড়ুন: যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
বিবৃতিতে বলা হয়, ‘এই অঞ্চলে যা কিছু ঘটছে এর জন্য লেবাননের সরকার দায়ী।’ ‘ইসরায়েল তার নাগরিক ও সার্বভৌমত্বের কোনো ক্ষতি হতে দেবে না। একই সঙ্গে ইসরায়েলের উত্তরাঞ্চলের নাগরিকদের নিরাপত্তায় সর্বাত্মক পদক্ষেপ নেবে।’
যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির ফলে দীর্ঘস্থায়ী বিরোধের অবসান ঘটে, যা ২০২৪ সালের ২৭ নভেম্বর থেকে কার্যকর হয়। ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর শত্রুতার মূল বিষয় ছিল গাজায় ইসরালি বর্বরতা। এই যুদ্ধবিরতির ফলে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান হয়।
যুদ্ধবিরতির ফলে লেবাননের বিতর্কিত অঞ্চল থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহারের শর্ত ছিল। তবে ইসরায়েলি বাহিনী ১৮ ফেব্রুয়ারির সময়সীমার পরেও পাঁচটি সীমান্ত পোস্ট দখল করে রেখেছে বলে লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন।
আরও পড়ুন: যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরাইলের হামলা
২৮১ দিন আগে
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যে পার্কে বন্দুক হামলায় নিহত ৩
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যের একটি পার্কে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৪ জন।
শুক্রবার রাতে এই গুলি বর্ষণের ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাজায় এমন হামলা হবে, যা আগে কেউ কখনো দেখেনি: ইসরায়েল
নিহতদের মধ্যে ১৯ বছর বয়সী দুই তরুণ ও ১৬ বছর বয়সী এক কিশোর রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
গুলির ঘটনায় হতাহতের বিষয়ে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
২৮১ দিন আগে
বিক্ষোভের তৃতীয় দিনে তুরস্কে গ্রেপ্তার ৩৪৩ জন
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের পদত্যাগে দাবিতে বিক্ষোভের তৃতীয় দিনে ৩৪৩ জনকে আটক করা হয়েছে। তিনদিন আগে দেশটির জনপ্রিয় রাজনীতিবিদ ও রাজধানী ইস্তানবুলের মেয়র একরেম ইমামোগুলকে আটকের পর শুরু হয়েছে এই বিক্ষোভ।
সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা ও দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে যেদিন পুলিশ ধরে নিয়ে গিয়েছে, তার পরদিন আগামী ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা ঘোষণার কথা ছিল এই রাজনীতিবিদের।
শুক্রবার (২১ মার্চ) রাতে দেওয়া এক ভাষণে বিক্ষোভের নিন্দা জানিয়ে এরদোগান বলেন, ‘রাস্তার সন্ত্রাস কিংবা ধ্বংসোন্মদনার কাছে তার সরকার আত্মসমর্পণ করবে না। জনশৃঙ্খলা ব্যাহত হয়, এমন কিছু মেনে নেওয়া হবে না।’
স্থানীয় সময় শনিবার (২২ মার্চ) দিনের শেষভাগে ইমামোগলুকে আদালতে তোলার কথা রয়েছে। এরআগে গেল তিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির পুলিশ।
এরদোগানের সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বীদের একজন একরেম ইমামোগলু ধর্মনিরপেক্ষতাবাদী রাজনৈতিক দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা।
তিনি ছাড়া আরও শতাধিক রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবারও এরদোগানের পদত্যাগ দাবিতে ইস্তানবুলে হাজার মানুষকে বিক্ষোভ করতে দেখা গেছে।
এ ঘটনাকে ২০১৩ সালের পরে সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলন বলে অভিহিত করেছেন অনেকে। সে বছরের আন্দোলন চলাকালে অন্তত ৮ জন নিহত হয়েছিলেন।
আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল তুরস্কে এবার এরদোয়ানের পদত্যাগ দাবি
এবার অবশ্য বিক্ষোভ দমনে ইস্তানবুলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে দেশটির প্রশাসন। এছাড়া বিক্ষোভ ছড়িয়ে পড়া শহরগুলোতে সব ধরনের জমায়েতের ওপর পাঁচ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঘটা সহিংসতার কারণে আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত একটি মেট্রো স্টেশনও বন্ধ করে দিয়েছে প্রশাসন।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) খবরে বলা হয়েছে, শুক্রবার ইস্তানবুলে বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশ আন্দোলনকারীদের ওপর পেপার স্প্রে, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। রাজধানী আঙ্কারা ও ইজমির শহরেও বলপ্রয়োগে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আঙ্কারায় আন্দোলনরত শিক্ষার্থীরা একটি প্রধান সড়ক ধরে অগ্রসর হতে গেলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
দেশটির প্রশাসনের এমন বাধা ও প্রেসিডেন্টের হুমকির তোয়াক্কা না করেই আন্দোলন অব্যাহত রেখেছেন বিক্ষোভকারীরা। এমনকি, এরদোয়ানের শাসনকে ফ্যাসিবাদের সঙ্গে তুলনা করে স্লোগান দিতে দেখা গেছে। সেইসঙ্গে প্রেসিডেন্টের পদ থেকে তাকে সরে দাঁড়ানোর দাবি তোলেন অনেকে।
২৮২ দিন আগে
বিক্ষোভে উত্তাল তুরস্কে এবার এরদোয়ানের পদত্যাগ দাবি
তুরস্কের জনপ্রিয় রাজনীতিবিদ ও রাজধানী ইস্তানবুলের মেয়র একরেম ইমামোলুকে গ্রেপ্তারের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নিষেধাজ্ঞা অমান্য করেই আন্দোলন চালিয়ে যাচ্ছে হাজারো মানুষ। আন্দোলনের একপর্যায়ে এবার শুরু হয়েছে এরদোয়ানের পদত্যাগ দাবি।
দুর্নীতি ও সন্ত্রাসী কর্মাকাণ্ডের অভিযোগে স্থানীয় সময় বুধবার (১৯ মার্চ) ইমামোলুসহ বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতাকে গ্রেপ্তার করে তুরস্কের পুলিশ। এর পরপরই বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানী ইস্তানবুলসহ দেশটির নানা প্রান্তে।
এ ঘটনাকে ২০১৩ সালের পরে সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলন বলে অভিহিত করেছেন অনেকে। সে বছরের আন্দোলন চলাকালে অন্তত ৮ জন নিহত হয়েছিলেন।
এবার অবশ্য বিক্ষোভ দমনে ইস্তানবুলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে দেশটির প্রশাসন। এছাড়া বিক্ষোভ ছড়িয়ে পড়া শহরগুলোতে সব ধরনের জমায়েতের ওপর পাঁচ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঘটা সহিংসতার কারণে আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত একটি মেট্রো স্টেশনও বন্ধ করে দিয়েছে প্রশাসন।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) খবরে বলা হয়েছে, শুক্রবার ইস্তানবুলে বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশ আন্দোলনকারীদের ওপর পেপার স্প্রে, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। রাজধানী আঙ্কারা ও ইজমির শহরেও বলপ্রয়োগে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আঙ্কারায় আন্দোলনরত শিক্ষার্থীরা একটি প্রধান সড়ক ধরে অগ্রসর হতে গেলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
দেশটির প্রশাসনের এমন বাধা ও প্রেসিডেন্টের হুমকির তোয়াক্কা না করেই আন্দোলন অব্যাহত রেখেছেন বিক্ষোভকারীরা। এমনকি, এরদোয়ানের শাসনকে ফ্যাসিবাদের সঙ্গে তুলনা করে স্লোগান দিতে দেখা গেছে। সেইসঙ্গে প্রেসিডেন্টের পদ থেকে তাকে সরে দাঁড়ানোর দাবি তোলেন অনেকে।
আরও পড়ুন: তুরস্কের ইস্তানবুলের মেয়র গ্রেপ্তার
সাম্প্রতিক সময়ে তুরস্কের অর্থনীতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। এতে দেশটির নাগরিকদের একটি বড় অংশ অভিবাসনে আগ্রহী হয়ে উঠেছে। এর পরিপ্রেক্ষিতেই বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে ধারণা বিশ্লষকদের।
২০২৩ সালে পরিচালিত একটি জরিপের তথ্য দিয়ে মিডলইস্ট আইয়ের খবর বলছে, দেশটিতে মৌলিক অধিকারসহ দৈনন্দিন নানা প্রয়োজনে সমস্যার মুখোমুখি হওয়ার কারণে ১৮ থেকে ২৫ বছর বয়সী নাগরিকদের দুই-তৃতীয়াংশ সুযোগ পেলেই দেশ ছাড়তে চায়।
এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার পেছনে দেশটির সংসদীয় গণতন্ত্রের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। আন্দোলনরতদের অভিযোগও তা-ই— দেশের সংসদীয় গণতন্ত্র ঠিকভাবে কার্যকর নেই।
তবে ইমালোলুর বক্তব্যে তারা (বিক্ষোভকারীরা) আশার আলো দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন। এ কারণে তাকে গ্রেপ্তারের পর দেশটির রাজনৈতিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
এরই মধ্যে সারা দেশে অভিযান চালিয়ে আন্দোলনে সংশ্লিষ্ট ৯৭ জনকে আটক করেছে তুরস্কের পুলিশ। এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া।
২০২৮ সালে তুরস্কে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই নির্বাচনকে সামনে রেখেই বিরোধী দলীয় নেতাদের ধরপাকড় শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন সমালোচকরা।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ইস্তানবুলের মেয়রসহ আরও ১০০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সরকারি কৌঁসুলিরা। আটকদের মধ্যে মেয়র ইমামোলুর ঘনিষ্ঠ সহযোগী মুরাত অনগুনও রয়েছেন।
এই নির্বাচনে এরদোয়ানের বড় প্রতিদ্বন্দ্বীদের মধ্যে অন্যতম একরেম ইমামোলু। তিনি যাতে আগামীতে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে না পারেন, তা নিশ্চিত করতে ইতোমধ্যে তার বিশ্ববিদ্যালয়ের সনদও বাতিল করা হয়েছে অভিযোগ উঠেছে।
তুরস্কের আইন অনুসারে, কোনো ব্যক্তি যদি নির্বাচনে প্রার্থী হতে চান, সেক্ষেত্রে তার বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকা আবশ্যক।
২০১৯ সালে ইস্তানবুলের মেয়র নির্বাচিত হন ইমালোলু। সে সময় তার দলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে পুনরায় নিবার্চনের আহ্বান করে দেশটির প্রধান নির্বাচন কমিশন। তবে দ্বিতীয় মেয়াদের নির্বাচনে আরও বেশি ভোটে জয়ী হন তিনি। তারপর থেকেই নানা রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে এই নেতাকে।
আন্দোলনে নেতৃত্ত্বদানকারী ইস্তানবুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংহতি সংগঠনের এক মুখপাত্র বলেন, ইমালোলুর গ্রেপ্তার ও তার বিশ্ববিদ্যালয়ের সনদ বাতিলের ঘটনা গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।
তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে তুরস্কের প্রশাসন বলছে, দেশটির আদালত সম্পূর্ণভাবে স্বাধীন। কেউ কোনোভাবে একে প্রভাবিত করতে পারে না।
আরও পড়ুন: ত্রিদেশীয় সফরে এরদোয়ান
জুমহুরিয়েত পত্রিকাসহ দেশটির অন্যান্য গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইমামোলুকে প্রায় চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এ সময় তার বিরুদ্ধে আনা সব অভিযোগ তিনি অস্বীকার করেছেন বলেও খবরে বলা হয়। আজ (শনিবার) তাকে ফের আদালতে তোলার কথা।
এর আগে, শুক্রবার দেশের নাগরিকদের শান্তিপূর্ণ বিক্ষোভ করার আহ্বান জানান দেশটির প্রধান বিরোধী দলের নেতা ওজগুর ওজেল। সে সময় সাংবিধানিকভাবে সঠিক উপায়ে নির্বাচনে ইমামোলুকে হারাতে না পারায় এরদোয়ান আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন বলেও অভিযোগ করেন তিনি।
২৮২ দিন আগে
ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ, শিক্ষার্থীকে আত্মসমর্পণে মার্কিন পুলিশের চিঠি
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে নেতৃত্ব দেওয়ায় মোমোদু তাল নামের কর্নেল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আত্মসমর্পণ করতে বলেছে মার্কিন অভিবাসন পুলিশ। শুক্রবার (২২ মার্চ) তার আইনজীবী দলকে এই চিঠি মেইল করা হয়েছে। দেশ থেকে বের করে দেওয়ার প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হিসেবে মার্কিন অভিবাসন ও শুল্ক কর্মকর্তারা এই চিঠি দেন।
আফ্রিকানা অধ্যয়নের ওপর পিএইচডি করছেন মোমোদু তাল। তিনি অবশ্য যুক্তরাজ্য ও গাম্বিয়ার দ্বৈত নাগরিক। ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এরপর গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে অংশ নেন এই শিক্ষার্থী।-খবর সিএনএনের
ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের দেশ থেকে বের করে দেওয়ার অঙ্গীকার করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসকে সমর্থন ও ইহুদিবিদ্বেষী হওয়ার অভিযোগ তোলেন তাদের বিরুদ্ধে।
আত্মসমর্পণের এই চিঠিকে বাকস্বাধীনতার ওপর আঘাত হিসেবে আখ্যায়িত করেন মোমোদু তালের আইনজীবীরা। বিক্ষোভে অংশ নেওয়ার পর তাকে যাতে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া না হয়, তা আটকে দিতে আগেই একটি মামলা দায়ের করে রেখেছিলেন মোমোদু তাল।
কয়েকটি ইহুদি গোষ্ঠীসহ বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের ফিলিস্তিনপন্থি বিক্ষোভ ও ইসরাইলের সমালোচনাকে ভুলভাবে ইহুদিবিদ্বেষের সঙ্গে মিশিয়ে তালগোল পাকানো হচ্ছে।
আরও পড়ুন: ইসরায়েলি হামলায় দুই সাংবাদিকসহ ৯ ফিলিস্তিনি নিহত
মোমোদু তালকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, ‘নিউইয়র্কের সিরাকিউজে হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস অফিসে সরাসরি হাজির হতে মোমোদু তাল ও তার আইনজীবীকে আমন্ত্রণ জানানো হয়েছে। আইসিই হাজতখানায় তাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।’
গেল বছরে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি ক্যারিয়ার মেলা বন্ধ করে দিয়েছিলেন তালসহ একদল শিক্ষার্থী। ওই মেলায় বোয়িং ও এল৩হ্যারিসের প্রতিরক্ষা ঠিকাদাররা অংশ নিয়েছিলেন।
শিক্ষার্থীদের অভিযোগ, তারা যেসব অস্ত্র উৎপাদন করছে, তা গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলিদের সহিংসতায় ব্যবহার করা হচ্ছে।
এরপর থেকে ক্যাম্পাসে না এসে তালকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লেখাপড়া করতে বলেছেন কর্নেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরআগে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ খলিলকে আটক করে মার্কিন কর্তৃপক্ষ। তাকে দেশ থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া চলছে।
২৮২ দিন আগে
যাত্রা নির্বিঘ্ন করতে পোষা কুকুর হত্যা করলেন মার্কিন নারী
নির্বিঘ্নে বিমানে যাত্রা করতে নিজের ৯ বছরের পোষা কুকুরকে ডুবিয়ে মেরেছেন এক মার্কিন নারী। কুকুরটি নিয়ে যাত্রায় বিপত্তি দেখা দেওয়ায় অবলা প্রাণীটির প্রাণই কেড়ে নিয়েছেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওরল্যান্ডো শহরে এমন এক ঘৃণ্য অপরাধে শাস্তিও পেয়েছেন ওই নারী।
স্থানীয় সময় বুধবার (১৯ মার্চ) গুরুতর প্রাণী নির্যাতনের জন্য গ্রেপ্তার করা হয়েছে ওই নারীকে। পরবর্তীতে তিনি প্রায় ৬ লাখ ৭৬ হাজার টাকা (৫ হাজার ডলার) জরিমানা দিয়ে জামিনে মুক্তি পেয়েছেন।- খবর এপির।
একটি নিষ্পাপ প্রাণীকে এভাবে হত্যার দায়ে তার পক্ষে আদালতের নথিতে কোনো আইনজীবীকেও লড়তে দেখা যায়নি। পুলিশ জানায়, ওই নারী ইচ্ছাকৃতভাবেই একটি অবুঝ প্রাণীকে হত্যা করেছেন বলে তাদের তদন্তে প্রমাণিত হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ডিসেম্বরে ওরল্যন্ডো আন্তর্জাতিক বিমান বন্দরের বাথরুমে ময়লার ঝুড়িতে ৯ বছর বয়সী স্নাউজার প্রজাতির একটি কুকুরের মরদেহ পান বিমানবন্দরের একজন কর্মচারী।
একই সঙ্গে কুকুরটির মালিকের তথ্য সম্বলিত একটি পরিচয় ট্যাগও পেয়েছিলেন বলে জানান তারা। এরপর অনুসন্ধান চালিয়ে এই হত্যার তথ্য পায় শহরের পুলিশ সদস্যরা।
কুকুরটির শরীরে স্থাপন করা মাইক্রোচিপের মাধ্যমে এর পরিচয় নিশ্চিত করেছে বলে জানান তারা। পরে ময়না তদন্তের রিপোর্টে টারউইন নামের কুকুরটি ডুবিয়ে মারার তথ্য উঠে আসে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছর বিমানে ভ্রমণের সময়ে তার কাগজপত্রে কিছু জটিলতার কারণে ৯ বছর বয়সী পোষা কুকুর ‘টারউইনকে’ নিয়ে তার যাত্রায় বাধা সৃষ্টি হয়।
আরও পড়ুন: সাগরতলে মিলল সবচেয়ে গতিসম্পন্ন ভুতুড়ে কণা
বিমান কর্তৃপক্ষ জানায়, কুকুরটির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাকে বিমানে নিয়ে যেতে দেওয়া হয়নি। মূলত, মার্কিন কৃষি বিভাগের বিধি অনুসারে, যুক্তরাষ্ট্র থেকে কলম্বিয়ায় নিয়ে যেতে হলে অবশ্যই কুকুরের একজন পশু চিকিৎসকের অনুমোদিত স্বাস্থ্য সনদ ও রেবিস টিকার সনদ থাকতে হয়। এসব কাগজপত্র না থাকার কারণেই কুকুরটি নিয়ে ভ্রমণে ঝামেলা সৃষ্টি হয়েছিল। এরপরই এই নারী ওই জঘন্য অপরাধ করেন বলে জানিয়েছেন পুলিশ। বিমান বন্দরের সিসি ক্যামেরায় এই ঘটনাটি ধরা পড়েছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এতে দেখা যায়, লাতাম এয়ারলাইন্সের একজন এজেন্টের সঙ্গে ১৫ মিনিট ধরে কথা বলছেন ওই নারী। ওই সময় টারউইন তার সঙ্গেই ছিল। এরপর কুকুরটিকে নিয়ে তিনি টিকিটিং অঞ্চলের কাছে একটি বাথরুমে প্রবেশ করেন। তবে ২০ মিনিটেরও কম সময় পরে টাইউইন ছাড়াই বাথরুম থেকে বেরিয়ে আসেন।
এ সময় এক কর্মচারী বাথরুমে ওই নারীকে তড়িঘড়ি করে পানি ও কুকুরের খাবার পরিষ্কার করতে দেখেছেন বলেও মামলার এজাহারে বলা হয়েছে। ওই কর্মচারীই মিনিট কুড়ি পর বাথরুমের ময়লার ঝুড়িতে টারউইনকে মৃত অবস্থায় পেয়েছিলেন।
ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (সিবিপি) গোয়েন্দাদের জানিয়েছে, কলম্বিয়ার বোগোতার উদ্দেশে একটি ফ্লাইটে উঠেছিলেন ওই নারী, পরে ইকুয়েডরে যাত্রা করেন তিনি।
২৮২ দিন আগে
ভয়েস অফ আমেরিকা বন্ধের ট্রাম্পের সিদ্ধান্ত অবৈধ, মামলা
ভয়েস অফ আমেরিকাসহ কয়েকটি গণমাধ্যম আউটলেট বন্ধ করার ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে অবৈধ দাবি করে ফেডারেল আদালতে একটি মামলা করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) রাতে মামলাটি করা হয়।
এতে বলা হয়, ট্রাম্প প্রশাসন বেআইনিভাবে ভয়েস অফ আমেরিকা বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে এটি আবার চালু করতে আদালতকে নির্দেশনা দিতে অনুরোধ করা হয়েছে। বলা হয়েছে, এসব গণমাধ্যম বিশ্বের যে সকল দেশে নিজেদের গণমাধ্যমের স্বাধীনতা নেই সেসব দেশসহ অন্যান্য দেশে কয়েক দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে সংবাদ পরিবেশন করে আসছে।
নিউ ইয়র্কের ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি দায়ের করা হয়েছে। যেখানে বাদী হয়েছে ভয়েস অফ আমেরিকার সাংবাদিক, রিপোর্টার্স উইদাউট বর্ডারস ও কয়েকটি ইউনিয়ন। আর এতে বিবাদী করা হয়েছে ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া, কারি লেক ও সেখানে থাকা প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যর্থ প্রতিনিধি অ্যারিজোনাকে।
মামলায় বলা হয়েছে, ‘বিশ্বের অনেক অংশে বস্তুনিষ্ঠ সংবাদের একটি গুরুত্বপূর্ণ উৎস হারিয়ে গেছে এবং শূন্যতা পূরণের জন্য কেবল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমই অবশিষ্ট রয়েছে।’
আরও পড়ুন: ট্রাম্পের সঙ্গে আমার গভীর যোগসূত্র আছে: মোদি
লেক সম্প্রচার সংস্থাটিকে একটি ‘ব্যাপক নষ্ট’ হিসাবে বর্ণনা করেছেন, যা ভেঙে দিয়ে পুনর্নির্মাণ করা দরকার।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে ভয়েস অফ আমেরিকা বস্তুনিষ্ঠ সংবাদের উত্স হিসেবে প্রায়শই কর্তৃত্ববাদী দেশগুলো সংবাদ প্রচার করে আসছে। কংগ্রেসের অর্থায়নে এটি একটি চার্টারে মাধ্যমে সুরক্ষিত, যা সাংবাদিকতার নীতির আলোকে তার বিষয়বস্তু প্রকাশের নিশ্চয়তা দেয়।
মামলায় অভিযোগ করা হয়েছে, ট্রাম্প প্রশাসন গত সপ্তাহে অবৈধভাবে এটি বন্ধ করে দিয়েছে। রিপাবলিকানরা অভিযোগ করেছেন যে সংবাদের উত্সটিতে বামপন্থী প্রচারণার প্রভাব রয়েছে। তবে এর পরিচালনকারীরা বলছেন, এটিকে বাস্তবে সমর্থন করা হয় না।
মামলায় বলা হয়, ‘দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসন এটিকে পুরোপুরি বন্ধ করার প্রয়াসে পুরো সংস্থাটির কাছে একটি বিশেষ কৌশল নিয়েছে।’
শুক্রবার এ বিষয়ে ভয়েস অফ আমেরিকা ও কয়েকটি সহযোগী নেটওয়ার্কের তত্ত্বাবধানে থাকা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনো উত্তর পাওয়া যায়নি।
এই সপ্তাহের শুরুতে নিউজম্যাক্সের সঙ্গে একটি সাক্ষাত্কারে, লেক ভয়েস অফ আমেরিকাকে ‘একটি বৃহৎ নষ্ট জিনিস থেকে একটি অংশ খুঁজে বের করার চেষ্টা করার মতো’ বলে বর্ণনা করেন।
এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া ‘আমেরিকান করদাতাদের জন্য একটি বিশাল অপচয় এবং বোঝা - জাতির জন্য একটি জাতীয় সুরক্ষাঝুঁকি এবং অপূরণীয়ভাবে ভেঙে পড়েছে। যদিও এজেন্সির মধ্যে মেধাবী এবং নিবেদিতপ্রাণ সরকারি কর্মচারী রয়েছেন, যা ব্যতিক্রম।’
আরও পড়ুন: গণমাধ্যমকর্মী ছাঁটাইয়ের পদক্ষেপ ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের রিপোর্টার্স উইদাউট বর্ডারের নির্বাহী পরিচালক ক্লেটন ওয়েইমার্স বলেন, ভয়েস অফ আমেরিকা এবং বৃহত্তর গণমাধ্যমের স্বাধীনতা কমিউনিটিকে রক্ষায় কাজ করতে তার সংস্থা বাধ্য হয়েছে।
মিডিয়া সম্পর্কিত অন্যান্য পদক্ষেপ
ভয়েস অব আমেরিকার সহযোগী কার্যক্রম রেডিও ফ্রি এশিয়ার মুখপাত্র রোহিত মহাজন জানান, শুক্রবার পদক্ষেপের পর ওয়াশিংটন অফিসের প্রায় ২৪০ জন বা ৭৫ শতাংশ কর্মীর জন্য অবৈতনিক ছুটি কার্যকর হয়েছে। রেডিও ফ্রি এশিয়াও বিদেশে সংবাদ সংগ্রহে সংস্থাটিকে সহায়তা করা ব্যক্তিদের সঙ্গে ফ্রিল্যান্স চুক্তি বাতিল করার পদক্ষেপ নিয়েছে।
রেডিও ফ্রি এশিয়াও কংগ্রেসের বরাদ্দকৃত তহবিল প্রবাহ অব্যাহত রাখতে মামলা করারও প্রত্যাশা করছে।
আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প-পুতিন আলোচনা মঙ্গলবার
রেডিও ফ্রি ইউরোপ ও রেডিও লিবার্টি মঙ্গলবার ওয়াশিংটনের ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়াকে পরবর্তী অর্থ পরিশোধে বাধ্য করতে মামলা করেছে। আরএফই বা আরএল বর্তমানে ইউরোপ এবং এশিয়ার ২৩টি দেশে ২৭টি ভাষায় সম্প্রচার করে।
মামলায় সংস্থাগুলো তহবিল প্রদানের অস্বীকৃতিকে নজিরবিহীন বলে অভিহিত করেছে। বলেছে, এটি ইতোমধ্যে কার্যক্রমকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে বাধ্য করেছে। তারা যুক্তি দিয়েছে, ‘তার কংগ্রেসের দেওয়া বরাদ্দ তহবিল ছাড়া আরএফই ও আরএল তার সাংবাদিকতার বেশিরভাগ কাজ বন্ধ করতে বাধ্য হবে এবং একটি সংস্থা হিসাবে অস্তিত্ব বিলীন হওয়ার ঝুঁকিতে পড়বে।’
২৮২ দিন আগে
মিসরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
মিসরে দুটি পিকআপ বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (২১ মার্চ) দেশটির আচওয়ান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদ মাধ্যম।
রাষ্ট্রীয় পত্রিকা আহরাম জানিয়েছে, দেশটির আচওয়ান প্রদেশের ওয়াদি আল আলাকি সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
আচওয়ান প্রদেশের নিরাপত্তা বাহিনীর একজন পরিচালক বার্তা সংস্থা সিনহুয়াকে জানিয়েছে, অতিরিক্ত গতির কারণে গাড়ি দুটির সংঘর্ষ হয়েছে।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
সূত্রটি বলছে, দুটি গাড়িতে মিসরীয় ও সুদানের নাগরিকদের বহন করছিল। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত করছে।
সড়ক দুর্ঘটনায় প্রতি বছর হাজার হাজার হতাহতের ঘটনা ঘটে মিসরে। এর বেশিরভাগই ঘটে অতিরিক্ত গতির কারণে। এছাড়া রয়েছে ট্রাফিক আইন না মানা ও সড়কের দুর্বল অবকাঠামো।
সড়ক দুর্ঘটনা কমাতে মিসর বিগত কয়েক বছরে নতুন নতুন সড়ক অবকাঠামো নির্মাণ, পুরোনো সেতু মেরামত করেছে।
২৮২ দিন আগে
লন্ডনের হিথ্রো বিমানবন্দর বন্ধ, সহস্রাধিক ফ্লাইটে বিঘ্ন
নিকটবর্তী একটি বৈদ্যুতিক সাব-স্টেশনে অগ্নিকাণ্ডে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর লন্ডনের হিথ্রো বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। এতে এক হাজারের বেশি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। ভোগান্তিতে পড়তে হয়েছে বিপুলসংখ্যক যাত্রীদের।
ক্ষুদেব্লগ ব্লুস্কাইয়ে দেওয়া এক পোস্টে ফ্লাইটরাডার২৪ নামের একটি ফ্লাইট ট্র্যাকার জানিয়েছে, ‘আজ শুক্রবার (২১ মার্চ) লন্ডনের হিথ্রো বিমানবন্দর বন্ধ থাকায় এক হাজার ৩৫১টি ফ্লাইট চলাচল ব্যহত হয়েছে।’
খবর বলছে, ইউরোপের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দরটি বন্ধ থাকায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে আসা বেশ কয়েকটি ফ্লাইটও বাতিল করা হয়েছে। কিছু ফ্লাইট লন্ডনের বাইরে গ্যাটউইক বিমানবন্দরে, প্যারিসের শার্ল দ্য গোল বিমানবন্দর ও আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে গিয়ে অবতরণ করেছে।
মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবর এমন তথ্য দিয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী ও সহকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হিথ্রো বিমানবন্দর বন্ধ রাখার কোনো বিকল্প আমাদের হাতে নেই। আসছে দিনগুলোতে উল্লেখযোগ্য সমস্যা তৈরি হতে পারে বলে শঙ্কা রয়েছে।’
খুলে না দেওয়া পর্যন্ত যাত্রীদের এই বিমানবন্দর দিয়ে ভ্রমণ না করতে বলা হয়েছে।
আন্তর্জাতিক ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দরের একটি হিথ্রো। কেবল চলতি বছরের জানুয়ারিতেই এই বিমানবন্দর দিয়ে ৬৩ লাখ যাত্রী ভ্রমণ করেছেন। গত বছরের একই সময়ের চেয়ে যা পাঁচ শতাংশ বেশি।
এরআগে ২০২৩ সালে বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় যুক্তরাজ্যের বিভিন্ন বিমানবন্দরে বিমান চলাচলের বিলম্ব হয়েছিল। তখন বেশ কয়েকদিন ধরে দেশটিজুড়ে বিমান উড্ডয়ন ও অবতরণ হয়েছিল ধীর গতিতে।
অগ্নিকাণ্ডের পর ইউনাইটেড এয়ারলাইনসের সাতটি ফ্লাইটকে ফিরে যেতে হয়েছে কিংবা অন্য বিমানবন্দরে গিয়ে অবতরণ করতে হয়েছে। আর শুক্রবারে হিথ্রো বিমানবন্দরে এই এয়ারলাইনসের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) শেষ রাতে পূর্ব লন্ডনের একটি বৈদ্যুতিক সাব-স্টেশনের ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডে আগুনের শিখা আকাশে উঠতে দেখা গেছে। সন্ধ্যার পরেও সেই আগুন ধিকিধিকি জ্বলেছে। বিমানবন্দর থেকে দুই মাইল দূরে এই সাব-স্টেশনটির অবস্থান।
আরও পড়ুন: ভারতের নাগপুরে ফ্লাইটের জরুরি অবতরণ ও ঘটনার বিষয়ে বিমানের ব্যাখ্যা
২৮৩ দিন আগে